Tag: National Medical Commission

National Medical Commission

  • NEET PG 2024: এগিয়ে এল নিট পিজি পরীক্ষা, নয়া রুটিন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    NEET PG 2024: এগিয়ে এল নিট পিজি পরীক্ষা, নয়া রুটিন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারিতে স্নাতকোত্তর কোর্সে ভর্তির পরীক্ষা (NEET PG 2024) ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility cum Entrance Test) অর্থাৎ নিট পিজি পরীক্ষার তারিখ বদলে গেল। লোকসভা ভোটের জন্য এই বদলে আনা হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন সূত্রে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২৩ জুন নিট পিজির পরীক্ষা রিশিডিউল করা হয়েছে। আগে ৭ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৩ জুন পরীক্ষা হয়ে যাওয়ার পর ১৫ জুলাই ফল প্রকাশ করা হবে।

    ন্যাশনাল মেডিক্যাল কমিশন এর বিজ্ঞপ্তি

    ন্যাশনাল মেডিক্যাল কমিশন জানিয়েছে, ২০২৪ সালের নিট পিজি (NEET PG 2024) পরীক্ষা হবে ২৩ জুন। এর আগে এই পরীক্ষার তারিখ ছিল ৭ জুলাই। তারও আগে পরীক্ষার দিন হিসাবে ধার্য হয়েছিল ৩ মার্চ দিনটি। পরে ৩ মার্চ থেকে তা ৭ জুলাই হয়। এবার জানানো হল ৭ জুলাই থেকে এগিয়ে আগামী ২৩ জুন হবে পরীক্ষা। এছাড়াও জানানো হয়েছে পরীক্ষার পর ১৫ জুলাইয়ের মধ্যে হবে ফলাফল প্রকাশিত। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সঙ্গে বৈঠকে বসে, মেডিক্যাল কাউন্সেলিং কমিটি, পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড, ডিরেক্টরেট জেনারেল ফর হেল্থ সায়েন্স, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ফর মেডিক্যাল সায়েন্স। এই সমস্ত পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্তে আসে কমিশন। তারপরই এই তারিখ ঘোষিত হয়েছে। 

    আরও পড়ুন: বেআইনি কালো টাকার ব্যবহারকে আটকাতে কমিশনের কড়া পদক্ষেপ

    কাউন্সেলিং কবে থেকে

    পরীক্ষার (NEET PG 2024) পর কাউন্সেলিংয়ের তারিখে কোনও পরিবর্তন করা হয়নি। যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ৫ অগাস্ট থেকে। ১৫ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে। কাউন্সেলিং হবে অনলাইন মোডে। প্রতিটি কাউন্সেলিং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মাধ্যমে করাতে হবে। কোনও কলেজ তাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে কাউন্সেলিং করাতে পারবে না। শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শেষ তারিখ ২১ অক্টোবর। এরপর শুরু হবে সেশন।

    পরীক্ষা পদ্ধতি

    নিট পিজি ২০২৪ এর (NEET PG 2024) পরীক্ষার জন্য টেস্ট পেপার ৮০০ নম্বরের হবে। সেখানে মোট ২০০টি মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ঠিক উত্তর দিলে পরীক্ষার্থীরা পাবেন ৪ নম্বর করে। প্রতি ভুল উত্তরে ১ নম্বর করে কাটা যাবে। তবে যে প্রশ্নের উত্তর দেওয়া হবে না, তার জন্য কোনও নেগেটিভ মার্কস রাখা নেই। ৩ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • Indian Students: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের পড়া শেষ করতে হবে বিদেশে, ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    Indian Students: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের পড়া শেষ করতে হবে বিদেশে, ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেন ফেরত ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের জন্য নয়া ঘোষণা জাতীয় মেডিক্যাল কমিশনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের (Russsia-Ukraine War) সময় ইউক্রেন থেকে হাজার হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা দেশে ফিরে আসে। ফলে তাঁদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কিন্তু এখন পড়ুয়াদের সেই বিষয়ে আর চিন্তা করতে হবে না। কারণ জানা গিয়েছে ইউক্রেন ফেরত পড়ুয়ারা বিশ্বের ২৯টি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁদের বাকি পড়া চালিয়ে যেতে পারবে। এই সকল পড়ুয়াদের সুবিধার্থে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical commission) ২৯ টি দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। ফলে এবারে ডাক্তারি পড়ুয়ারা তাঁদের পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করতে পারবে।

    প্রসঙ্গত, ভারতের একাধিক পড়ুয়া ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিল। কিন্তু ফ্রেবুয়ারি মাসে হঠাৎ রাশিয়া ও ইউক্রেন এই দুই দেশের মধ্যে শুরু হয় যুদ্ধ। এরপর সেই শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে ভারতে ফিরিয়ে আনা হয়। কিন্তু তাঁদের ডাক্তারি পড়াশোনা পুরোপুরি শেষ না হওয়ায় তাঁদের ভবিষ্যত চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। কিন্তু ৬ সেপ্টেম্বর ন্যাশনাল মেডিক্যাল কমিশন থেকে এই কথা ঘোষণা করায় তাঁরা পুনরায় আশার আলো দেখতে পায়। ২৯ টি দেশের মধ্যে যে যে দেশগুলো রয়েছে সেগুলি হল পোল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, জর্জিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, স্লোভেনিয়া, স্পেন, উজবেকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, মিশর, বেলারুশ, লাটভিয়া, কিরগিজস্তান, গ্রীস, রোমানিয়া, সুইডেন, ইসরাইল, ইরান, আজারবাইজান, বুলগেরিয়া, জার্মানি, তুরস্ক, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি। এই দেশগুলোর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁরা পড়তে পারবেন।

    আরও পড়ুন: ডিএ মামলায় ফের ধাক্কা রাজ্যের! রিভিউ পিটিশন খারিজ করল হাইকোর্ট

    জানা গিয়েছে, ইউক্রেনের ‘অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রাম’-এর মাধ্যমে, ভারতীয় পড়ুয়ারা বিদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স শেষ করতে পারবেন। এনএমসি (NMC) থেকে জানানো হয়েছে, তাঁরা এই দেশগুলোর যেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, তাঁদের ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই মনে করা হবে ও কোর্স শেষে ডিগ্রি সার্টিফিকেট ইউক্রেনের প্যারেন্ট মেডিকেল ইউনিভার্সিটি থেকেই দেওয়া হবে।

    ইউক্রেন ফেরত প্রায় ২০ হাজার থেকে ২২ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছে, যার মধ্যে মোট ৭৪০ জন ছাত্র তেলেঙ্গানার। এদেরকে  হঠাৎ করে ইউক্রেনে তাঁদের এমবিবিএস কোর্স ছেড়ে ফিরে আসতে হয়েছিল। ফলে এইসব এমবিবিএস কোর্স করা পড়ুুয়াদের এই ২৯টি দেশ থেকে বিশেষ সাহায্য করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Ukraine Returnees: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের দেশের কলেজে ভর্তি করা যাবে না, সাফ জানাল কেন্দ্র

    Ukraine Returnees: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের দেশের কলেজে ভর্তি করা যাবে না, সাফ জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেন থেকে (Ukraine Student) ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের ভর্তির দাবিতে মামলার শুনানি শুক্রবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায়, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে কেন্দ্র জানিয়েছে, এই ছাত্রদের ভারতের কলেজে ভর্তি করা আইনত সম্ভব নয়।        

    আরও পড়ুন: অজিত ডোভালের আকস্মিক রাশিয়া সফর, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শান্তির বার্তা?  

    কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই ছাত্ররা হয় এনইইটি-তে কম নম্বরের কারণে সেখানে গিয়েছিলেন বা কম খরচে পড়াশোনা করতে গিয়েছিলেন। কেন্দ্রের পরামর্শ,  এই শিক্ষার্থীরা ইউক্রেনীয় কলেজ থেকে অনুমতি নিয়ে অন্য কোনও  দেশে কোর্স শেষ করতে পারেন। কেন্দ্র তার হলফনামায় আরও জানিয়েছে, এই ছাত্রদের দুর্বল মেধা থাকা সত্ত্বেও যদি দেশের সবচেয়ে ভালো মেডিকেল কলেজে ভর্তি করা হয়, তবে এটি এই কলেজগুলিতে পঠনরত শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। এনইইটি-তে কম স্কোরের কারণে তাঁরা ভর্তি হতে পারেননি। তাঁদের অন্য কলেজে ভর্তি হতে হয়েছিল।     

    আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত!  

    কেন্দ্রের হলফনামায় এও বলা হয়, এই শিক্ষার্থীদের দেশের বেসরকারি কলেজে ভর্তি হওয়ার অনুমতি দিলেও, বেসরকারি মেডিকেল কলেজের ফি দিতে সক্ষম নাও হতে পারেন। এর আগে, ৬ সেপ্টেম্বর ইউক্রেন থেকে নিজেদের কোর্স ছেড়ে ফিরে আসা মেডিকেল শিক্ষার্থীদের ত্রাণ দিয়েছিল ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। কমিশন একটি এনওসি জারি করে জানিয়েছিল, এই শিক্ষার্থীরা এখন দেশ ও বিশ্বের যে কোনও মেডিকেল কলেজ থেকে তাদের পড়াশোনা শেষ করতে পারবে। তবে, এনএমসি এই ছাত্রদের স্ক্রীনিং টেস্ট রেগুলেশন ২০০২-এর দ্বিতীয় মানদণ্ড পূরণ করার একটি শর্তও রেখেছিল। কেন্দ্র জানায়, এখন অবধি এনএমসি-র তরফ থেকে এই শিক্ষার্থীদের দেশে পড়ার বিষয়ে কোনও অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রের মতে, এনএমসি অ্যাক্ট ১৯৫৬ এবং এনএমসি অ্যাক্ট ২০১৯- এর অধীনে বিদেশী প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীকে দেশের প্রতিষ্ঠানে ভর্তি করার কোনও নিয়ম নেই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Medical Student: ইউক্রেন, চিনে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা এদেশে পেতে পারে প্র্যাকটিসের সুযোগ?

    Medical Student: ইউক্রেন, চিনে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা এদেশে পেতে পারে প্র্যাকটিসের সুযোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন (China) এবং ইউক্রেনের (Ukraine) শেষ বর্ষের ডাক্তারি পড়ুয়ারা যাঁরা করোনা অতিমারি (Corona pandemic) বা যুদ্ধের (Ukraine war) কারণে তাঁদের ব্যবহারিক প্রশিক্ষণ শেষ করতে পারেননি তাঁদের বিদেশি মেডিক্যাল স্নাতক পরীক্ষায় (Foreign Medical Graduate Exam) বসতে দেওয়া হতে পারে। এমনই একটি প্রস্তাব দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। কমিশনের তরফে জানানো হয়, এটি একটি স্ক্রিনিং পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে যে পড়ুয়ারা বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তাঁরা দেশে অনুশীলন করতে পারবেন। 

    এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দেশে অনুশীলন করার জন্য দুই বছরের ইন্টার্নশিপও শেষ করতে হবে, বলে জানিয়েছে কমিশন। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) প্রস্তাব অনুসারে, একটা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই পদ্ধতি গ্রহণ করা হবে। বর্তমানে, বিদেশি মেডিক্যাল স্নাতকদের ভারতে FMGE পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাঁদের নথিভুক্ত করা বিশ্ববিদ্যালয়ে অন্তত এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। তারপর স্থায়ীভাবে রেজিস্ট্রেশন পেতে ভারতে এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে জয়েন্ট মেইনের হল টিকিট, কী করে ডাউনলোড করবেন?

    সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল মেডিক্যাল কমিশন এই প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় বর্ষের মেডিক্যাল ছাত্ররা, যাঁরা ২০২১ সালের নভেম্বরের পরে তাঁদের কলেজে যোগ দিয়েছিলেন, তাঁরা আবার ভারতীয় কলেজগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথম ও দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থীরা, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মতো, ইউরোপের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না, তাই তাঁদেরকে এই সুযোগ দেওয়া হবে। 

    বিদেশি মেডিক্যাল স্নাতকদের জন্য ২০২১ সালে একটি নতুন নির্দেশিকা কার্যকর করা হয়। তাতে বলা হয়েছে যে শিক্ষার্থীদের একই বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের সম্পূর্ণ প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। কিন্তু করোনার কারণে চিনে ভারতীয় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন ভারতীয় ছাত্ররা। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল। 

LinkedIn
Share