মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের ভাষণে জাতীয় ক্রীড়ানীতি ২০২৫ (National Sports Day 2025) নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মতো প্রতিযোগিতাগুলির মাধ্যমে সারা দেশ থেকে ক্রীড়াবিদদের তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, একসময় বলা হত, খেলার ফলে পড়া থেকে মন সরে যায়। কিন্তু এখন শিক্ষার পাশাপাশি খেলায় সাফল্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মোদি সরকারের নীতি মেনেই জাতীয় ক্রীড়া দিবস (NSD) ২০২৫ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।
এক ঘণ্টা, খেলার মাঠে
প্রতি বছর ২৯ অগাস্ট হকির যাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। ২০১৯ সালে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা হয় এই দিনেই। এই আন্দোলনের মূল বার্তা — প্রতিদিন অন্তত ৬০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশ নেওয়া। এই বছর জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে তিন দিনের ক্রীড়া ও ফিটনেস প্রোগ্রামের কথা ভাবা হয়েছে। ২৯ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ‘এক ঘণ্টা, খেলের মাঠে’ (Ek Ghanta, Khel ke Maidan Main) থিমের অধীনে দেশজুড়ে এই উদ্যোগ পরিচালনা করবে ফিট ইন্ডিয়া মিশন। যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্যের আহ্বানে সাড়া দিয়ে এই বছরের জাতীয় ক্রীড়া দিবসকে একটি প্রকৃত জন আন্দোলন-এ রূপ দিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রস্তুতি শুরু করেছে। রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও পণ্ডিচেরি, চণ্ডীগড় এবং দিল্লি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুতির নির্দেশ দিয়েছে।
তিন দিনের অনুষ্ঠান
প্রথম দিন (২৯ অগাস্ট): মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা, ফিট ইন্ডিয়া শপথ, এক ঘণ্টা খেলার মাঠে সক্রিয় অংশগ্রহণ
দ্বিতীয় দিন (৩০ অগাস্ট): ক্রীড়া বিতর্ক, ফিটনেস সংলাপ, গ্রামীণ খেলা যেমন — কবাডি, খো খো, স্যাক রেস, টাগ অফ ওয়ার ইত্যাদি প্রতিযোগিতা
তৃতীয় দিন (৩১ আগস্ট): সাইক্লিং প্রচার এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা
ব্যাপক অংশগ্রহণ
এই বছর জাতীয় ক্রীড়া দিবসে (National Sports Day 2025) ৩৫ কোটির বেশি শিক্ষার্থী, যুব ক্লাব, মাই ভারত, পঞ্চায়েত, কর্পোরেট, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, প্যারালিম্পিক কমিটি, খেলাধুলার জাতীয় ফেডারেশন, সাই সহ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে অংশ নিচ্ছে। বিশিষ্ট ক্রীড়াবিদ প্রণব সূর্মা (প্যারিস প্যারালিম্পিক রৌপ্যপদকপ্রাপ্ত), সুমিত অন্তিল (ডাবল প্যারালিম্পিক পদকজয়ী), শ্রেয়সী সিং (কমনওয়েলথ পদকপ্রাপ্ত শুটার), ভাবানি দেবী (অলিম্পিক ফেন্সার), বিষ্ণু সরবণন (অলিম্পিক ও এশিয়ান গেমস পদকজয়ী সেলার) নিজ নিজ শহর বা প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। শিশুদের জন্য গ্রামীণ খেলা, তরুণদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রবীণদের জন্য হাঁটা, যোগাসন ও সাইক্লিং র্যালি—সব বয়সের জন্য কিছু না কিছু থাকছে। অভিনব বিন্দ্রা, সুনীল ছেত্রী, পি. ভি. সিন্ধু, মণিকা বাত্রা, মীরাবাঈ চানু-র মতো তারকা ক্রীড়াবিদরা সকলকে এই জনআন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।