Tag: Navin Ramgoolam

  • PM Modi: এনিয়ে ২১টি দেশের! এবার মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

    PM Modi: এনিয়ে ২১টি দেশের! এবার মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ সম্মানে ভূষিত করল মরিশাস (Mauritius Highest National Award)। প্রসঙ্গত, এটাই হল মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান। মঙ্গলবার, ১১ মার্চ মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এই সম্মান প্রদানের কথা ঘোষণা করেন। উল্লেখ্য প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি। এর আগেও বিভিন্ন দেশে সফরে গিয়ে সেই সব দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এ নিয়ে ২১টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী।

    এই সম্মান ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক বন্ধনের, বললেন মোদি

    বর্তমানে মরিশাস সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবারই পোর্ট লুইসে ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি মোদি এবং রামগুলাম। সেখানেই সম্মান প্রদানের কথা ঘোষণা করেন তিনি। সে সময় গোটা সভাঘর করতালিতে ফেটে পড়ে। মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলাম জানান, ১৯৯২ সালের ১২ মার্চ মরিশাস প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর, পঞ্চম বিদেশি নাগরিক হিসেবে এই সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রথম যে বিদেশি নাগরিক হিসেবে এই সম্মান পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদানের জন্য মরিশাসের জনগণ এবং সেই দেশের সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘‘আমি বিনীতভাবে এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করছি। এই সম্মান ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক বন্ধনের।’’

    ভোজপুরী ভাষায় প্রবাসীদের সম্বোধন, প্রশংসা করলেন মাখনার

    মরিশাসে এদিন প্রবাসী ভারতীয়দের মধ্যে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উপস্থিত প্রবাসী ভারতীয়দের মধ্যে বড় অংশই ছিল বিহারের বাসিন্দা। তাই নিজের বক্তব্যের কিছুটা অংশ ভোজপুরি ভাষায় তিনি রাখেন। বিহারের জনপ্রিয় খাবার মাখনার প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করেন তিনি। নিজের বক্তব্যে মোদি (PM Modi) বলেন, ‘‘বিহারের প্রধান খাবার মাখনা, বিশ্বব্যাপী খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠবে। সেদিন খুব বেশি দূরে নয় যখন বিশ্ব খাবারের তালিকা স্থান পাবে মাখনা।’’ মোদি যখন এমন বক্তব্য রাখেন তখন করতালিতে ফেটে পড়ে গোটা হল। ভোজপুরি ভাষায় জনতার উদ্দেশে মোদি জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা সবাই ভালো আছেন তো! আজ আমি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত।’’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিহারের সঙ্গে আপনাদের মানসিক সংযোগ বুঝতে পারি। বিশ্বের অন্যান্য অংশে যখন শিক্ষার আলো পৌঁছায় নি তখন একমাত্র বিহারের নালন্দাই বিশ্বব্যাপী প্রতিষ্ঠান ছিল। মরিশাসে বিহার, উত্তরপ্রদেশ ও ভারতের বিভিন্ন অংশ থেকে আমাদের পূর্বপুরুষ এসে বসতি স্থাপন করেছিলেন। তাই এখানে একটি মিনি ইন্ডিয়া তৈরি হয়েছে।’’

  • Narendra Modi: মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি নরেন্দ্র মোদি, ঘোষণা দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রীর

    Narendra Modi: মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি নরেন্দ্র মোদি, ঘোষণা দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মরিশাসের প্রধানমন্ত্রী (Mauritius Prime Minister) নবীন রামগুলাম গতকাল শুক্রবার নিজের দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে এক বিশেষ ঘোষণা করেন। সেখানেই তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সে দেশের ৫৭তম জাতীয় দিবসে (Mauritius National Day) প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন। নিজের দেশের সংসদে দাঁড়িয়ে রামগুলাম (Mauritius Prime Minister) আরও জানান যে এটা তাঁর দেশের পক্ষে অত্যন্ত সম্মানজনক যে মোদির মতো একজন নেতা তাঁর ব্যস্ততম কর্মসূচি ছেড়েও মরিশাসের জাতীয় দিবসে উপস্থিত থাকবেন। মরিশাসের প্রধানমন্ত্রী নিজের ভাষায়, ‘‘আমার এটা ভাবতেও খুব ভালো লাগছে এবং আমি আমার হাউসকে জানাতে চাই যে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাজি হয়েছেন জাতীয় দিবসে আসতে।’’ প্রসঙ্গত, ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস।

    কী বললেন মরিশাসের প্রধানমন্ত্রী

    মরিশাসের প্রধানমন্ত্রী (Mauritius Prime Minister) আরও বলেন, ‘‘প্রকৃতপক্ষে এটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত সম্মানজনক। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মত একজন বিশ্ব বরেণ্য নেতা আমাদের দেশে উপস্থিত হচ্ছেন। তাঁর সমস্ত রকমের ব্যস্ত কর্মসূচি থাকা সত্ত্বেও। আমরা দেখেছি সম্প্রতি তিনি প্যারিস এবং আমেরিকার সফরে ছিলেন এবং তারপরেও তিনি আমাদের দেশে বিশেষ অতিথি হিসেবে আসতে রাজি হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও উন্নত করবে।’’

    গত বছরের নভেম্বরেই ক্ষমতায় ফেরেন রামগুলাম

    প্রসঙ্গত গত বছর মরিশাসের ৫৬তম জাতীয় দিবসে (Mauritius National Day) প্রধান অতিথি হিসেবে সে দেশে হাজির ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০২৪ সালের নভেম্বর মাসে ফের একবার মরিশাসের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন রামগুলাম। সে সময় তাঁর জয়ের জন্য রামগুলামকে ব্যাপক অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের এক্স মাধ্যমের পোস্টে সে সময় ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমি উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমার বন্ধু রামগুলামের ঐতিহাসিক জয়ের জন্য। আমি তাঁর আগামী দিনের সফলতা কামনা করি। তাঁর নেতৃত্বে মরিশাস এগিয়ে যাবে এবং নতুন উচ্চতা লাভ করবে। এই আশা রাখি। ভারত এবং মরিশাস একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’’ প্রসঙ্গত, মরিশাস ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে ১৯৬৮ সালে এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৯২ সালে।

LinkedIn
Share