Tag: Nazrul Manch

Nazrul Manch

  • KK Death: কেকে-র মৃত্যুর পর সতর্কতা! ৯ দফা নির্দেশিকা পুলিশের, কী আছে তাতে?

    KK Death: কেকে-র মৃত্যুর পর সতর্কতা! ৯ দফা নির্দেশিকা পুলিশের, কী আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেকে-র মৃত্যুর (KK Death) ঘটনায় কাঠগড়ায় আয়োজক-উদ্যোক্তা থেকে শুরু করে হল ও অডিটোরিয়াম কর্তৃপক্ষ।  এমনকি, বাদ যায়নি পুলিশও। সকলের বিরুদ্ধেই উঠেছে চরম উদাসীনতা, অপেশাদারিত্ব, অপরিণামদর্শিতার অভিযোগ। সমাজ থেকে শুরু করে সমাজ-মাধ্যম— সর্বত্র কেকে-র (KK) মৃত্যু নিয়ে চলছে দোষারোপের পালা। চলছে আক্রমণ ও প্রতি-আক্রমণ।

    পুলিশের বিরুদ্ধেও উঠেছে অভিযোগের আঙুল। যে হল-এ সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পীর অনুষ্ঠান ছিল, সেই নজরুল মঞ্চের (Nazrul Manch) ব্যবস্থাপনায় একের পর এক খামতির খতিয়ান প্রকাশ্যে আসতে শুরু হওয়ায় প্রশ্নের মুখে আরক্ষা বাহিনীর পারদর্শিতা। প্রশ্ন উঠতে শুরু করেছে, কী করে, পুলিশের তরফে এত বড় খামতি থেকে গেল? কী করেই বা ২৪০০ আসন বিশিষ্ট হলে ৭০০০ মানুষ ঢুকে পড়ল? 

     

    প্রশ্ন উঠছে, কেন অনুষ্ঠানে এক ঘণ্টার জন্য এসি বন্ধ ছিল? কেন কেকে বারবার অনুরোধ করা সত্বেও মঞ্চে গরম স্পটলাইট নেভানো হয়নি? কেন ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করা হচ্ছিল? একের পর এক গাফিলতি ও অবহেলার অভিযোগ ওঠায় গোটা ঘটনায় পুলিশ বাহিনীকে যে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

    এখন কেকে-র মৃত্যুর পর ঘুম ভাঙল পুলিশের। সারা দেশ তোলপাড় হওয়ার পর শেষে নড়েচড়ে বসল পুলিশ। কলকাতায় কনসার্ট করা নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার! অবশেষে জারি করা হয়েছে ৯ দফা নির্দেশিকা। আয়োজকদের একটি আন্ডারটেকিং নিতে হবে। নির্দেশিকা অনুযায়ী, অনুষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্য আগে জানাতে হবে স্থানীয় থানাকে। আসন সংখ্যার বেশি পাস ইস্যু করা যাবে না। আয়োজকদের লিখিতভাবে জানাতে হবে যে, দর্শক সংখ্যা হলের ক্যাপাসিটির ঊর্ধ্বে হবে না।

     

    এছাড়া, ৯ দফার নির্দেশিকায় আরও বলা হয়েছে— পাস ছাড়া হলে ঢোকার অনুমতি দেওয়া হবে না। একটি পাসে একজনই প্রবেশ করতে পারবেন। অনুষ্ঠানের সময় প্রবেশ ও প্রস্থানের প্রত্যেকটি পয়েন্টে যথেষ্ট পরিমাণ নিরাপত্তারক্ষী/স্বেচ্ছাসেবক রাখতে হবে। এছাড়া, অনুষ্ঠানের ভেন্যুতে অ্যাম্বুল্যান্স, চিকিৎসকের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি, কোনও দুর্ঘটনা ঘটলে নিকটবর্তী কোনও হাসপাতালে আইসিইউ সমেত আগাম ব্যবস্থা রাখতে হবে। 

  • Singer KK Demise: কলকাতায় লাইভ শো চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু শিল্পী কে কে-র

    Singer KK Demise: কলকাতায় লাইভ শো চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু শিল্পী কে কে-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতবর্ষের নতুন প্রজন্মের কাছে হার্টথ্রব গায়ক কেকের (singer KK) জীবনাবসান। মাত্র ৫৪ বছর বয়সেই আকস্মিকভাবে স্তব্ধ হল এই ‘সুরের জাদুকর’-এর জীবন। পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। কিন্তু, আসমুদ্র হিমাচলে ছড়িয়ে থাকা অগুণতি ভক্তরা তাঁকে কেকে নামেই চিনতেন। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Manch) উল্টোডাঙ্গা গুরুদাস কলেজ আয়োজিত একটি অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Viral Bhayani (@viralbhayani)

    কলকাতায় তিনি এসে উঠেছিলেন শহরের একটি পাঁচতারা হোটেলে। শহরে পরপর ২ দিন তাঁর শো ছিল। সোমবারও একটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন। মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তিনি হোটেলে ফিরে আসলেও তিনি হোটেলের লবিতে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতলে। কিন্তু নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাকে ‘ব্রেন ডেথ’ বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়েছে। যদিও, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। 

    বাংলা গান বা হিন্দি গান নয় ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিক ভাষায় সঙ্গীত পরিবেশন করে তিনি গত কয়েক বছরে গোটা দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মঞ্চে গেয়েছিলেন তাঁর বিখ্যাত “হম রহে ইয়া না রহে কল…” গানটি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।

    [tw]


    [/tw]

    এই ঘটনায় বাংলার শ্রোতারা যেমন হতবাক ঠিক তেমনিভাবেই শোকোস্তব্ধ গোটা দেশের সঙ্গীত মহল। শোকস্তব্ধ বলিউড। কেকে-র আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

    [tw]


    [/tw]

LinkedIn
Share