Tag: Neda Mohammad Nadeem

Neda Mohammad Nadeem

  • Taliban Ban: মহিলাদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা নিয়ে যুক্তি দিলেন তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী

    Taliban Ban: মহিলাদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা নিয়ে যুক্তি দিলেন তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখলের পর থেকেই তালিবানরা জারি করে চলেছে একের পর এক ফতোয়া, কেড়ে নেওয়া হচ্ছে নারীদের অধিকার। মৌলবাদী শাসকদের আমলে খর্ব হচ্ছে মহিলাদের স্বাধীনতা। এবার গত মঙ্গলবার মহিলাদের উচ্চশিক্ষার উপরও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার (Taliban Ban)। আর এই ফতোয়া ঘিরে উত্তাল গোটা বিশ্ব। ইতিমধ্যেই বৃহস্পতিবার এই সিদ্ধান্তের যুক্তি দিলেন তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মহম্মদ নাদিম।

    মহিলাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা

    গত কয়েকমাস ধরেই একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হচ্ছিল মহিলাদের উপর। মিডল স্কুল ও হাই স্কুলে যাওয়াও নিষেধ করে দিয়েছে তালিবানরা (Taliban Ban)। একা রাস্তায় বেরনো থেকে স্বাধীনভাবে পোশাক পরা, শিক্ষা, পেশা বেছে নেওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে ধাপে ধাপে। আর এবারে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়াতেও নিষেধ করল তালিবানরা। এমনকী মুসলমান অধ্যুষিত দেশগুলিতেও এই সিদ্ধান্তকে ইসলাম বিরোধী, এমনকী ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ বলেও দাবি করা হয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় তালিবান সরকার।

    নিষেধাজ্ঞা নিয়ে যুক্তি দিলেন তালিবান উচ্চশিক্ষা মন্ত্রী

    যখন তালিবানদের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। আর সেখানেই এই সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিতে দেখা গেল তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মহম্মদ নাদিমকে। তিনি জানিয়েছেন, মহিলা পডুয়ারা সরকারের নিয়মবিধি অনুসরণ করছে না। পোশাকবিধি থেকে শুরু করে একাধিক নিয়ম ভঙ্গ করা হচ্ছে। সেই কারণেই আপাতত মহিলাদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    “১৪ মাস কেটে গেলেও মহিলাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সব নিয়মগুলি রয়েছে তা মানা হচ্ছে না।” সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাদিম। তিনি আরও বলেন, “মহিলারা এমন পোশাকে বিশ্ববিদ্যালয় আসেন, দেখে মনে হয় যেন কোনও বিয়েবাড়িতে যাচ্ছেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে আসা মহিলারা বাধ্যতামূলকভাবে হিজাব পরার নিয়মও মানেন না।” নাদিম আরও জানিয়েছেন, বিজ্ঞানের মত বিষয় মহিলাদের জন্য নয়। তিনি বলেন, “ইঞ্জিনিয়ারিং, কৃষি সহ বেশ কিছু বিষয় মহিলাদের সম্মান ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আফগানিস্তানের সংস্কৃতিও তাই বলে।” এখানেই শেষ নয়, নাদিম আরও জানিয়েছেন, কর্তৃপক্ষ মহিলাদের শিক্ষার জন্য তৈরি মাদ্রাসাগুলিকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (Taliban Ban)।

    নিষেধাজ্ঞার পর আন্দোলন আফগান মহিলাদের

    গত বছরের অগাস্ট থেকে আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে তালিবান সরকার। তাঁরা ক্ষমতায় আসার পর একাধিকবার নারী অধিকার নিয়ে বিক্ষোভ হতে দেখা গিয়েছে। কিন্তু এবারই প্রথম বড় আকারে আন্দোলন হতে দেখা গেল কাবুলে। উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার কাবুলের রাস্তায় বিক্ষোভে সামিল হন মহিলারা। জমায়েত করেন কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে। বিক্ষোভের সময় বেশ কয়েকজন আফগান মহিলাকে গ্রেফতার করে পুলিশরা। পরে তাঁদের কয়েকজনকে ছেড়ে দিলেও বাকিদের হেফাজতে নিয়েছে তালিবান পুলিশ।

LinkedIn
Share