Tag: Neeraj Chopra

Neeraj Chopra

  • Asian Games 2023: এশিয়াডেও সোনা নীরজের! ইয়েলো মেডেলের স্বাদ পেল ভারতীয় রিলে দলও

    Asian Games 2023: এশিয়াডেও সোনা নীরজের! ইয়েলো মেডেলের স্বাদ পেল ভারতীয় রিলে দলও

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) আবার সোনা পেলেন নীরজ চোপড়া। বুধবার ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে সোনা পেয়ে গেলেন তিনি। জ্যাভলিনে রুপোও এল ভারতের ঘরে। ওড়িশার কিশোর জেনা ছুড়লেন ৮৭.৫৪ মিটার। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই এল ভারতের ঘরে। এর ঠিক ৮ মিনিটের মধ্যে আরও একটি সোনা আসে ভারতের ঝুলিতে। নীরজ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ৪০০X৪ মিটার দৌড়ে জয়ী হয় ভারতের রিলে দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮টি সোনা, ৩১টি রুপো, ৩২টি ব্রোঞ্জ সহ মোট ৮১টি পদক নিয়ে, তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। 

    জ্যাভলিনে সোনা-রুপো ভারতের

    জ্যাভলিনে গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় হওয়া ডিন জেঙ্কি ৮০ মিটার পেরোলেও দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন। পদক জয়ের পর নীরজকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কিশোর। দুই ভারতীয়ের এই সেলিব্রেশন সকলের মনে জায়গা করে নিয়েছে। 

    জাকার্তা গেমসে (Asian Games 2023) নীরজের বর্শায় বিঁধেছিল সোনা। হানঝাউতেও সোনাই পেলেন নীরজ। টোকিও অলিম্পিক থেকে সোনা, বিশ্ব মিটে সোনা, ডায়মন্ড লিগে হিরে— কোনও কিছুই বাদ দেননি নীরজ। এ বার নীরজের পাশাপাশি ভারত থেকে উঠে এল আরও এক জ্যাভলিন থ্রোয়ার। হানঝাউ থেকে নীরজের পাশাপাশি জ্যাভলিনে রুপো পেলেন ভারতের কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো পাওয়ার সঙ্গে সঙ্গেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেলেন কিশোর।

    আরও পড়ুন: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    রিলে-রেসে সোনা

    ছেলেদের ৪০০X৪ মিটার দৌড়ে সোনা জিতল ভারত। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা বুধবার রেস শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে। গত বার ভারত এই ইভেন্টে রুপো জিতেছিল। কাতারের বিরুদ্ধে হারতে হয়েছিল। বুধবার সেই কাতারকেই পিছনে ফেলে দিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। ৪৩.৬০ সেকেন্ড সময় নেন তিনি। পরের দৌড় ছিল জাকোবের। তিনিই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে চলে আসেন তিনি। সেই ধারা বজায় রাখেন আজমল এবং রাজেশ। সোনা জিতে নেয় ভারত। এই ইভেন্টে রুপো পায় কাতার এবং ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা। মেয়েদের ৪০০X৪ মিটার দৌড়েও রুপো জেতে ভারত। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    Asian Games 2023: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ২০২৩ এশিয়ান গেমস (Asian Games 2023)। চিনের ঝাংঝাউয়ে ১৯ সেপ্টেম্বর থেকে ১৯তম এশিয়ান গেমসের আসর বসেছে।  এই টুর্নামেন্টে মোট ৪০টি ভিন্ন খেলাধুলোর আয়োজন করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর এশিয়ান গেমস শেষ হবে। ১০০ পদকের লক্ষ্য চিন পাড়ি দিয়েছে ভারতের বিভিন্ন অ্যাথলিট। গত বার এসেছিল ৭০টা পদক। তারপর বদলে গিয়েছে অনেক কিছু। টোকিও গেমসে ভারত দারুণ পারফর্ম করেছিল। এশিয়াডে তাই স্বপ্ন উজ্জ্বল হচ্ছে। 

    ক্রিকেটে কাপ জয়ের দাবিদার ভারত

    এশিয়ান ক্রিকেটে (Asian Games 2023) অন্যতম শক্তিশালী দেশ ভারত। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে সফল। এশিয়ার একমাত্র দল হিসেবে গত তিনটি আইসিসি টুর্নামেন্টেই সেমিফাইনাল, ফাইনাল অবধি পৌঁছেছে ভারত। এখনও অবধি মেয়েদের এশিয়া কাপে এক বার ছাড়া বাকি সব সংস্করণেই চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এশিয়া কাপে সাতবারের চ্যাম্পিয়নদের সামনে এশিয়ান গেমস। সোনার পদকের দৌড়ে সকলের থেকে এগিয়ে ভারত। এশিয়ান গেমসে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ। আসল লড়াই সেমিফাইনাল থেকেই। 

    ছেলেদের ক্রিকেটেও ফেভারিট ভারত। সদ্য এশিয়া কাপ জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। এই টুর্নামেন্টে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে যাঁরা ভালো পারফরম্যান্স করেছেন, তাঁদেরই এই দলে সুযোগ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামবে ভারত।

    সোনার লক্ষ্যের সোনার ছেলে নীরজ

    আরও একটা সোনা নিয়ে ২০২৩ সালটা শেষ করতে চান ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া (Neeraj Chopra)। বছর পাঁচেক আগে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জিতেছিলেন নীরজ। জাকার্তা এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। ঠিক জাকার্তার মতোই এ বারও নীরজ চান তাঁর বর্শায় আটকে যাক সোনা। ভারত থেকে ৬৮ জনের অ্যাথলেটিক্স স্কোয়াড পাঠানো হয়েছে চিনে। তার মধ্যে রয়েছেন ৩৫ জন পুরুষ ও ৩৩ জন মহিলা। এশিয়ান গেমসে নীরজের ফের মোকাবিলা হবে পাকিস্তানের আর্শাদ নাদিমের সঙ্গে। 

    আরও পড়ুন: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    পদক চাই-ই মীরাবাঈ-এর

    অলিম্পিকে রুপো জিতেছিলেন, কমনওয়েলথ গেমসেও জিতেছেন সোনা। কিন্তু এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক নেই মীরাবাঈ চানুর (Mirabai Chanu)। এবার ট্রফি ক্যাবিনেটে এশিয়ান গেমসের পদক রাখতে চান মণিপুরের অ্যাথলিট। ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ইভেন্ট। সেখানেই পোডিয়ামে উঠে সোনার পদক গলায় ঝোলাতে চান মীরা। ১৯৫১ সালে প্রথম শুরু হয়েছিল এশিয়ান গেমস। সে বার দিল্লিতে বসেছিল গেমসের আসর। সেই সময় থেকে ধরলে ৭২ বছরের ইতিহাসে কোনও ভারতীয় কখনও সোনা জেতেননি। সে দিক থেকে ধরলে ওয়েটলিফ্টিংয়ে আজও রয়ে গিয়েছে ব্যাপক শূন্যতা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

  • Neeraj Chopra: ‘‘সবকিছু করতে পারি…’’! বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে আরও কঠোর প্রতিজ্ঞা নীরজের

    Neeraj Chopra: ‘‘সবকিছু করতে পারি…’’! বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে আরও কঠোর প্রতিজ্ঞা নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা, অলিম্পিক্সে সোনার পদক, ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমসে সোনা, এশিয়ান গেমসে সোনা জ্যাভলিনে একের পর এক পদক জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। কিন্তু খিদে এখনও কমেনি নীরজের। তাঁর পরের লক্ষ্যও জানিয়ে দিয়েছেন ভারতের ‘সোনার ছেলে’। সোনা জিতে নীরজ বলেন, ‘‘সবাই বলছিল এই একটা পদকই জেতা আমার বাকি। সেটাও হয়ে গেল। এ বার লক্ষ্য ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছোড়া। এই প্রতিযোগিতায় সোনা জেতা খুব জরুরি ছিল। সামনে আরও অনেক প্রতিযোগিতা আসছে। সেখানেও নিজের সেরাটা দেব।’’

    দেশবাসীর জন্য এই পদক

    রবিবার ভারতীয় সময় রাত ১২টা হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্সে ৮৮.১৭ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নীরজ। দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে নীরজ বলেন, ‘‘ভারতবাসীকে ধন্যবাদ জানাতে চাই। রাতে জেগে আপনারা আমায় সমর্থন করেছেন। এই পদকটা পুরো ভারতের জন্য। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। সবকিছু করতে পারি (আমরা)। আপনারাও নিজেদের ক্ষেত্রে এরকমভাবে পরিশ্রম করে যান। পুরো বিশ্বে আমাদের নাম ছড়াতে হবে।’’ নীরজের সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও ফিট হতে হবে

    শুভেচ্ছাবার্তা এসেছে রাষ্ট্রপতির তরফেও। তবে নিজের ধারাবাহিকতা নিয়ে এখনও সন্তুষ্ট নন নীরজ। তিনি বলেন, ‘‘আমি তাড়াহুড়ো করিনি। কারণ, এখনও ১০০ শতাংশ ফিট হতে পারিনি। দৌড়ের গতি কম। তাই জ্যাভলিন ছোড়ার উপরেই পুরো জোর দিয়েছিলাম। দ্বিতীয় থ্রোয়ে সেটা করতে পেরেছি। আমায় আরও ফিট হতে হবে এবং রান-আপে ১০০ শতাংশ গতিতে দৌড়াতে হবে। নিজেকে উজাড় করে দিতে হবে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: দুরন্ত থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও

    Neeraj Chopra: দুরন্ত থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ফেললেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের স্বমহিমায় টোকিয়ো অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন ভারতীয় অ্যাথলিট।

    মরসুমে সেরা থ্রো

    শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে গ্রুপ এ-র লড়াই ছিল। সেখানে ৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ ছিল। নীরজ ৮৮.৭৭ মিটার ছুড়ে সেই কাজটাই করে ফেললেন। অলিম্পিক্সে সোনা জয়ের জন্য নীরজ ছুড়েছিলেন ৮৭.৫৮ মিটার। তার থেকেও বেশি দূরে জ্যাভলিন ছুড়লেন নীরজ। এই মরসুমে এখনও পর্যন্ত সব থেকে দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। অলিম্পিক্স-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও প্রথম স্থান অধিকার করতে পারেননি নীরজ।

    হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ-সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৩৭ জনের মধ্যে ১২ জন ফাইনালে উঠতে পারবেন। তার মধ্যেই প্রথম হিসাবে ফাইনালে জায়গা করে নিলেন এই প্রতিযোগিতায় গতবারের রুপোজয়ী নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য যে দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন , তাতেই পরের অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য এই বছর ১ জুলাইয়ের পর কোনও প্রতিযোগিতায় ৮৫.৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হত। সেটাই করলেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করার সঙ্গে প্যারিস অলিম্পিক্সেও নিজের জায়গা পাকা করে ফেললেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: নীরজই সেরা! যাঁরা ভেবেছিলেন চোটের কারণে ছেলেটা হয়তো হারিয়ে যাবেন, তাঁরা ভুল প্রমাণিত হলেন। শুক্রবার লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৭.৬৬ মিটার দূরে বর্শা ছুড়ে সোনা জিতলেন তিনি।

    সোনার ছেলে নীরজ

    মরশুম শুরু করেছিলেন একইভাবে। দোহা ডায়মন্ড লিগেও জিতেছিলেন সোনা। কিন্তু তারপর চোট সমস্যা ভোগাতে শুরু করে নীরজকে (Neeraj Chopra)। যে কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন কমনওয়েলথ গেমসে। নামতে পারেননি আরও বেশ কয়েকটি প্রতিযোগিতায়। প্রশ্ন উঠছিল, তাহলে কি নীরজের দৌড় শেষ। না, লক্ষ্যে অবিচল সোনার ছেলে। এখনও বহু স্বপ্ন তিনি সযত্নে লালিত পালিত করে চলেছেন। তাঁর টাগের্ট ৯০ মিটার দূরে বর্শা ছোড়া। এভাবে এগোলে একদিন নীরজের লক্ষ্য পূরণ হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

    বুদাপেস্টই লক্ষ্য নীরজের

    ২৫ বছরের নীরজ বলেন, ‘চোট সারিয়ে এভাবে ফিরে আসতে পেরে বেশ ভালো লাগছে। এখানে বেশ ঠান্ডা। এটা বুঝতে পারছি যে, আমি আগের থেকে সুস্থ। নিজের সেরাটা দিতে পারিনি। তবে এই সাফল্য আমার আত্মবিশ্বাস বাড়াবে।’ ৮৭.৬৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতার পর নীরজ আরও বলেন, ‘আমি আবার অনুশীলনে ফিরে যাব। অনেক কিছু ঠিক করতে হবে। সেগুলো করলে আরও শক্তিশালী হয়ে ফিরব। লুসেনে আগেও ভাল ফল করেছি। গত বছরও এখানে জিতেছিলাম। আশা করছি আগামী বছরেও এই সাফল্য বজায় রাখতে পারব। এখন লক্ষ্য বুদাপেস্ট। আমার কাছে ওটাই আপাতত বড় চ্যালেঞ্জ।”

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    নীরজ চোট সারিয়ে ফিরলেও তিনি যে একটু অস্বস্তি বোধ করছেন তা বোঝা যাচ্ছিল। সাধারণত নীরজের প্রথম থ্রোটাই সব থেকে দূরে হয়। কিন্তু এ দিন তাঁর প্রথম থ্রো বাতিল হয়। দ্বিতীয় এবং তৃতীয় থ্রো সঠিক হলেও সেগুলি ছিল ৮৩.৫২ এবং ৮৫.০৪ মিটার। কিন্তু চতুর্থ থ্রো-টিও তাঁর বাতিল হয়। পঞ্চম থ্রো-টি ছিল ৮৭.৬৬ মিটার। যা জয় এনে দেয় নীরজকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: পাখির চোখ প্যারিস অলিম্পিক! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর নীরজ

    Neeraj Chopra: পাখির চোখ প্যারিস অলিম্পিক! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও তিনি সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান। সোনা ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট নন নীরজ। জ্যাভলিনে (Javelin) ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর তারকার এমনই লক্ষ্য। নীরজই একমাত্র ভারতীয় যিনি জ্যাভলিনে শীর্ষস্থান দখল করলেন। এত দিন ১ নম্বরে ছিলেন গ্রেনাডার জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন পিটার্স। তাঁকে সরিয়ে শীর্ষে উঠেছেন নীরজ।

    প্রথম ভারতীয় হিসেবে নজির

    প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে অলিম্পিকের আসর থেকে দেশকে সোনা এনে দেন নীরজ চোপড়া। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে তিনি এই সোনা জিতে ইতিহাস গড়েন। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল ভারতের দ্বিতীয় সোনা জয়। এতেই থেমে থাকেননি নীরজ (Neeraj Chopra)।

    এরপর ডায়মন্ড লিগ খেতাব জেতেন। জুরিখে ডায়মন্ড লিগে সোনা জেতেন নীরজ। সেখানে আরও বেশি দূরে (৮৯.৬৩) জ্যাভলিন ছোড়েন তিনি। তবে নীরজের (Neeraj Chopra) লক্ষ্য ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন পাঠানো। আর সেটা করেই হয়তো বা প্যারিসেও সোনা চলে আসবে তাঁর ঝুলিতে।

    আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন বিরাট-সহ ৯ জন

    নীরজকে ১ নম্বরে নিয়ে যেতে সাহায্য করেছে দোহা ডায়মন্ড লিগে সোনা জয়। সেখানে ৮৮.৬৭ মিটার ছোড়েন তিনি। গত বার দোহায় ৯৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন পিটার্স। এ বার ৮৫.৮৮ মিটার ছুড়ে তৃতীয় স্থানে তিনি। পিটার্সকে টপকে সোনা জেতায় ক্রমতালিকাতেও এক নম্বরে উঠলেন নীরজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: মরুশহরে নীরজ ঝড়। শুক্রবার রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। চলতি মরসুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই নীরজের লক্ষ্য। যদিও এবারও সেই লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি। 

    ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন

    ভারতীয় তারকাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়ে নীরজ চোপড়া আবার দেশের মুখ উজ্জ্বল করেছে। দেশকে নতুন ভাবে সম্মানিত করেছে। নীরজই হল আদর্শ চ্যাম্পিয়ন, যে সমস্ত ধরনের পরিস্থিতিতে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশকে পদক উপহার দেয়। চ্যাম্পিয়নকে অনেক, অনেক অভিনন্দন।’’

    সাড়া জাগিয়ে সোনা

    এশিয়ান গেমসের আগে এই ডায়মন্ড লিগকেই পাখির চোখ করেছিলেন ভারতীয় তারকা। গত বছর প্রথম ভারতীয় হিসেবে এই মঞ্চে পদক জয় করা নীরজ শুক্রবার তাঁর নতুন অভিযান শুরু করেন সাড়া জাগিয়েই। সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথম বারেই তিনি জ্যাভলিন ছোড়েন ৮৮.৬৭ মিটার। নীরজ বলেছেন, ‘‘এমন একটা সাফল্য পেয়ে আনন্দিত। তবে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে অবশ্যই লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যাবে।’’ মোট ছ’বার এ দিন জ্যাভলিন ছোড়েন নীরজ। বাকি পাঁচটি ক্ষেত্রে তিনি যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার এবং ৮৬.৫২ মিটার জ্যাভলিন ছোড়েন। তাঁর চার নম্বর জ্যাভলিন ফাউল হয়েছিল। 

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    ভারতের প্রতিনিধিত্ব করা গর্বের

    দোহা পর্বে জিতে নীরজ বলেন, ‘প্রতিটা অ্যাথলিটের জন্যই এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল। শেষ অবধি জিততে পেরে ভালো লাগছে। মরসুমের শুরুটা ভালো হল, এটুকু বলতে পারি। পরবর্তী যে টুর্নামেন্টেই নামি, লক্ষ্য থাকবে প্রথম হওয়া। পুরো মরসুমে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পরের ইভেন্টে আরও ভালো থ্রো করার জন্যই পরিশ্রম করে যাব।’ নীরজকে সমর্থন করতে এ দিন গ্যালারিতে ছিলেন অনেক ভারতীয় দর্শক। তা নিয়ে তিনি বলেছেন, ‘‘অনেক মানুষ আজ আমাকে সমর্থন করতে স্টেডিয়ামে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমিও তৃপ্তি অনুভব করছি। বিশেষ করে, ভারতের মতো দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলে প্রত্যাশার চাপ অনেকটাই বেড়ে যায়। আশা করি, ভবিষ্যতে ভারত থেকে আরও অনেক নতুন প্রতিভা ডায়মন্ড লিগে নিজেদের দক্ষতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: চলতি বছরেই ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে মরিয়া নীরজ

    Neeraj Chopra: চলতি বছরেই ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে মরিয়া নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্র্য়াক অ্য়ান্ড ফিল্ডে অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2023) পদক জেতেন তিনি। তবে অলিম্পিক্সে সোনা জিতলেও এখনও লক্ষ্যপূরণ হয়নি নীরজের। তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরত্বে জ্য়াভলিন ছোড়া। এবার নিজের লক্ষ্য পূরণ করতে মরিয়া পানিপথের তরুণ।

    দূরত্ব বাড়ানোই লক্ষ্য

    গত ২ বছর ধরে ৯০ মিটার দূরত্বে জ্য়াভলিন ছোড়ার চেষ্টা করছেন নীরজ। চলতি বছরেই সেই লক্ষ্যপূরণের বিষয়ে আশাবাদী পানিপথের ছেলে। গত বছর জুনে স্টকহোমে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার বলেন, ”৯০ মিটার দূরত্ব করে অতিক্রম করতে পারব, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক প্রশ্ন উঠছিল। আশা করি চলতি বছরেই সেই প্রশ্নের উত্তর দিতে পারব।” প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ। 

    আরও পড়ুন: “স্বপ্ন পূরণের মুহূর্ত”, মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে উচ্ছ্বসিত হরমনপ্রীত

    অলিম্পিকে আরও সোনা চাই

    শহর কলকাতায় রবিবার রেভ স্পোর্টসের এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা থেকে ভারচুয়ালি উপস্থিত ছিলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ। আপাতত বিদেশে পুরোদমে ট্রেনিংয়ে ব্যস্ত তিনি। নীরজের কথায়, প্রস্তুতি সঠিক ভাবে না হলে কোনও কিছুতেই মন বসে না তাঁর। বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটালেও মাথায় ঘোরে অনুশীলনের কথাই। নীরজের সাফল্যের চাবিকাঠিই হলো তাঁর এই একাগ্রতা। সাফল্যের শিখরে ডানা মেলে উড়লেও পা দুটো মাটিতে রাখতেই ভালবাসেন তিনি। তাই এখনও জয়ের খিদে এতটুকু কমেনি। সময়ের সঙ্গে সঙ্গে জ্যাভলিন থ্রোয়ের দূরত্বকে আরও বাড়াতে চান নীরজ। ৯০ মিটার, ৯৫ মিটার- এভাবেই এগোতে চান তিনি। আর একটি সোনা নয়, মাইকেল ফেল্পস, উসেইন বোল্টের মতো অলিম্পিকের মঞ্চ থেকে ভারতকে আরও সোনা এনে দেওয়াই লক্ষ্য তাঁর। ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য তাই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নীরজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক সাফল্যে তাঁকে ঘিরে তৈরি হয়েছে গগণচুম্বী প্রত্যাশা। টোকিও অলিম্পিকে (Olympic) সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর ডায়মন্ড লিগের (Diamond League) ফাইনালে ট্রফি জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবই বিদেশের মাটিতে। অনেকেই ভেবেছিলেন, আসন্ন জাতীয় গেমসে দেশের (National Games) মাটিতে নীরজের পারফরম্যান্স চাক্ষুস করবেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন নীরজ। কারণ, ২৯ সেপ্টেম্বর গুজরাতে (Gujrat) শুরু হতে চলা জাতীয় গেমসে অংশ নেবেন না সোনার ছেলে। কারণ, চোটমুক্ত থাকা। সামনের বছর রয়েছে একাধিক বড় ইভেন্ট। তার আগে জোর প্রস্তুতির পাশাপাশি ফিট থাকাটাও তাঁর কাছে খুবই জরুরি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    এবার জাতীয় গেমসের আসর বসছে গুজরাতের ছয় শহরে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের সব তারকা অ্যাথলটিদের জাতীয় গেমসে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নীরজ অংশ নিচ্ছেন না। ডায়মন্ড লিগ খেতাব জেতার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, মরশুম শেষ। অর্থাৎ এবছর আর কোনও ইভেন্টে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নীরজ বলেন, “বছরের শুরুতেই আমি কী কী প্রতিযোগিতায় অংশ নেব, তার তালিকা তৈরি করে ফেলেছিলাম। সেই মতো ডায়মন্ড লিগই আমার শেষ ইভেন্ট। এশিয়ান গেমসে নামার ইচ্ছা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আর জাতীয় গেমসের সূচি সদ্য প্রকাশিত হয়েছে। আমাকে অনেকেই জাতীয় গেমসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমায় কোচের পরামর্শ মেনেই চলতে হবে। উনি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরের বছর বিশ্ব চ্যাম্পয়নশিপ, এশিয়ান গেমসের মতো কঠিন প্রতিযোগিতার প্রস্তুতি সারতে হবে।”

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    ৮৮.৪৪ মিটার বর্শা ছুড়ে ডায়মন্ড লিগে ট্রফি জিতেছেন নীরজ। এবছর সাতবার তিনি ৮৬ মিটারের উপর জ্যাভলিন ছুড়েছেন। কিন্তু ৯০ মিটার আজও অধরা। এই প্রসঙ্গে নীরজ বলেছেন, “স্টকহোমে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার পর্যন্ত স্কোর করেছিলাম। তা সত্ত্বও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ৯০ মিটার ম্যাজিক্যাল নম্বর পার করা অবশ্যই আমার লক্ষ্য। তবে সেটা করেও যদি পদক জিততে না পারি, তাহলে তার কোনও গুরুত্ব থাকবে না। তাই পদক জেতাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি আমি বেশি স্কার করার চেষ্টা চালিয়ে যাব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড গড়া যেন তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে। অলিম্পিকে (Olympic) সোনা জয়ের পর তাঁকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। তবে ছিল আশঙ্কাও। কিন্তু নীরজ চোপড়া (Neeraj Chopra) বুঝিয়ে দিলেন অলিম্পিকের আসরে প্রাপ্য সাফল্য পড়ে পাওয়া নয়। গত ১৩ মাসে চোট সমস্যা সত্ত্বেও নীরজ রুপো জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এবার তাঁর মুকুটে যোগ হল ডায়মন্ড লিগ (Diamond League)।

    বৃহস্পতিবার জুরিখে যখন তেরঙ্গা পতাকা উড়ল, তখন ভারতের প্রায় মধ্যরাত। তবে নীরজের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম থ্রো বাতিল হয়। তবে হাল ছাড়েননি দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুড়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেন ২৪ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট। যা তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। তবে নীরজের লক্ষ্য ছিল ৯০ মিটার জ্যাভলিন ছোঁড়া। তিনি চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি। বাকি চারটি প্রয়াসে নীরজ ছোড়েন যথাক্রমে ৮৮, ৮৬.১১, ৮৭, ৮৩.৬০। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও খেতাব জয়ে তা বাধা হয়নি। কারণ, অলিম্পিকে রুপো জয়ী চেক প্রজাতন্ত্রর ইয়াকুবু ভাদলে দ্বিতীয় স্থান অর্জন করেন ৮৬.৯৪ মিটার বর্শা ছুঁড়ে। তিনি এই লক্ষ্যে পৌঁছন চতুর্থ প্রয়াসে। তৃতীয় হয়েছেন জার্মানির ওয়েবার (৮৩.৭৩ মিটার)।

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    হরিয়ানার পানিপতের খান্দ্রা গ্রাম থেকে যাত্রা শুরু নীরজের। গত বছর ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে তিনি সোনা জিতে গর্বিত করেছিলেন দেশবাসীকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। তবে ডায়মন্ড লিগে প্রথম থেকেই টার্গেট ফিক্সড করে ফেলেছিলেন নীরজ। স্টকলহম ও লুজানে ডায়মন্ড লিগে সোনা জেতার সুবাদে পেয়ে গিয়েছিলেন ডায়মন্ড লিগ ফাইনালের টিকিট। তবে লড়াইটা তাঁর কাছে সহজ ছিল না। কারণ, তিনি যোগ্যতা অর্জন করেছিলেন চতুর্থ হয়ে। চেক প্রজাতন্ত্রের ইয়াকুবুই ছিলেন নীরজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কারণ, এই ইয়াকুবু চলতি মরশুমে ৯০ মিটার বর্শা ছুঁড়ে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেই কারণেই তাঁকে জুরিখেও ফেভারিট ধরা হচিছল। কিন্ত বাজিমাত করলেন নীরজই। পেলেন ৩০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪ লক্ষ টাকা। পরের বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের টিকিটও পাকা করে ফেললেন নীরজ। উল্কার গতিতে তাঁর উত্থান দেখে অনেকেই বলছেন, ‘স্কাই ইজ দ্য লিমিট’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share