Tag: NEET PG 2022

NEET PG 2022

  • NEET PG 2022: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

    NEET PG 2022: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারি উচ্চশিক্ষার প্রবেশিকা স্নাতকোত্তর নীট (NEET PG 2022) পরীক্ষা পেছানোর আর্জি খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। পূর্ব নির্ধারিত দিন, অর্থাৎ ২১ মে-তেই হবে নীট স্নাতকোত্তর। পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্যে আদালতে আর্জি জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ।

    শীর্ষ আদালত জানিয়েছে, “পরীক্ষা পিছিয়ে গেলে বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তা তৈরি হবে। অসংখ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতগ্রস্থ হবে। চিকিৎসা ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হবে।”  আদালতের দাবি, এবছর ২ লক্ষ ৬ হাজার ডাক্তারি উচ্চশিক্ষা প্রার্থী পরীক্ষায় বসার জন্যে আবেদন করেছেন। পরীক্ষা স্থগিত হয়ে গেলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্থ হবে। 

    ২০২১ সালের নীট স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সঙ্গেই পরীক্ষা হওয়ার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশিকা পরীক্ষা (Entrance Exam) পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই মামলায় শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, “যেসব পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এখন পরীক্ষা পিছিয়ে দিলে তাঁরা দিশেহারা হয়ে পড়বেন। এছাড়া পরীক্ষা পিছিয়ে দিলে চিকিৎসা ব্যবস্থাও ব্যপকভাবে প্রভাবিত হবে।” 

    আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    আগামী ২১ মে নীট পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু কাউন্সেলিং এবং পরীক্ষার মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় পড়ার সময় পাবেন না পরীক্ষার্থীরা, এই কারণ দেখিয়ে পরীক্ষা পেছানোর আর্জি জানায় ইন্ডিয়ান মেডিক্যাল  অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া উচিৎ পরীক্ষার্থীদের, বলে দাবি  জানায় আইএমএ।  

    ২০২১- এর ২৫ অক্টোবর নীট পিজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলেও আসন সংরক্ষণ সংক্রান্ত জটিলতায় আবার তা পিছিয়ে যায়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট ওই কাউন্সেলিং বাতিল করে নতুন করে ৩১ মার্চ কাউন্সেলিং করার নির্দেশ দেয়। কাউন্সেলিং দেরিতে হওয়াতেই পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছিল আইএমএ।

  • NEET PG 2022 Results: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন

    NEET PG 2022 Results: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (NBE) বুধবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-পিজি (NEET PG 2022) এর ফলাফল প্রকাশ করেছে। বুধবার বিষয়টি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। মন্ত্রী ট্যুইটে লেখেন, “নীট-পিজি- র ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ হওয়া সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানাই। দশ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য  @NBEMS_INDIA-র প্রশংসা করছি। natboard.edu.in-এ ফলাফল দেখুন।”  

    [tw]


    [/tw]

    যারা পরীক্ষা দিয়েছেন তাঁরা natboard.edu.in এই ওয়েবসাইটটিতে গিয়ে ফলাফল দেখতে পারবেন। 

    আরও পড়ুন: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

    কী করে দেখবেন ফলাফল: 

    • প্রথমে natboard.edu.in বা nbe.edu.in-এই ওয়েবসাইটে যান।
    • হোমপেজে একটি লিঙ্ক দেখা যাবে ‘NEET PG 2022 results’
    • ওই লিঙ্কে ক্লিক করুন। রেজাল্টের পিডিএফ (PDF) খুলে যাবে।
    • নিজের রোল নম্বর খুঁজে পাওয়ার জন্য কিবোর্ডে ctrl+F ব্যবহার করুন। 
    • এবার নিজের রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং সাবমিট করুন।
    • তাহলেই NEET PG ফলাফল দেখা যাবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউটও নিয়ে রাখুন।

    আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    চলতি বছরে গত ২১ মে দেশজুড়ে ৮৪৯টি কেন্দ্রে নীট পিজি পরীক্ষা নেওয়া হয়। মোট ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষাটি কম্পিউটারে নেওয়া হয়। মোট সাড়ে ৩ ঘণ্টার পরীক্ষা হয়েছিল।  প্রশ্নপত্রে মোট ২০০টি এমসিকিউ (MCQ) প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের জন্যে চার নম্বর করে ধার্য করা হয় এবং প্রতিটি ভুল উত্তরে এক নম্বর করে কাটা হয় পরীক্ষার্থীদের। উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য কোনও নম্বর কাটা হয়নি।

     

  • NEET 2022: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    NEET 2022: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    মাধ্যম নিউজ ডেস্কঃ এবছরের নীট (NEET PG 2022) পরীক্ষা স্থগিত (Postpone) করার ক্রমবর্ধমান দাবির মধ্যেই, অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী (FAIMA) পরীক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health) আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এই ডাক্তারি পরীক্ষার্থীরা প্রায় ৮-১০ সপ্তাহ পরীক্ষা স্থগিত করার দাবি করেছেন। আলোচনার শেষে পরীক্ষা ৪-৫ সপ্তাহ স্থগিত হতে পারে বলে ধারণা করছেন পরীক্ষার্থীরা।  অর্থাৎ জুন মাসে হতে পারে পরীক্ষা।  
       
    মে মাসে ২১ তারিখে এবছরের নীট পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত হলে নতুন ডেট যেকোন মুহুর্তে জানানো হতে পারে। 

    বেশ কিছুদিন ধরেই নীট পরীক্ষা পেছানোর জন্যে আবেদন জানাচ্ছেন পরীক্ষার্থীরা। দেশব্যাপী আন্দোলনেও নামেন অনেক পরীক্ষার্থী। সামাজিক মাধ্যমে #PostponeNEETPG_Modiji-এর মতো হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়।তার পরিপেক্ষিতেই স্বাস্থ্য মন্ত্রকের সাথে এই বৈঠক। বৈঠক যে ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে নিশ্চিত প্রতিনিধি ছাত্ররা।  

    গতবছরের নীট কাউন্সেলিং প্রক্রিয়ায় বিলম্বিত হওয়ার কারণেই এবছরের নীট পরীক্ষা স্থগিত করার দাবি জানান চিকিৎসক পরীক্ষার্থীরা। 

    FAIMS ছাড়াও, AIMSA সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কাছে একটি চিঠিতে এবছরের নীট পরীক্ষা ৮ থেকে ১০ সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। 

    ২০২১ সালের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষায় সংরক্ষণের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকার ফলে কাউন্সেলিং পর্ব শুরু হতে বেশ কিছুটা সময় লেগে যায়। ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের কারণে ২০২১ সালে পরীক্ষা দেরিতে হয়। আর এর  কারণেই হাজার হাজার এমবিবিএস স্নাতক এই বছরের মার্চ মাসের নীট-পিজি পরীক্ষার জন্য অযোগ্য হয়ে পড়েন। তাছাড়া যেসকল এমবিবিএস স্নাতক বর্তমানে তাদের ইন্টার্নশিপ শেষ করছেন তারাও এক বছর নষ্টের বিষয়ে চিন্তিত ছিলেন। কারণ তাদের ইন্টার্নশিপ এখনও শেষ হয়নি। এবং ইন্টার্নশিপ শেষ না হলে তারা এই বছর প্রবেশিকা পরীক্ষার জন্য যোগ্য হবেন না। এই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল। আর তাই এবার পরীক্ষা পিছিয়ে দেওয়াতে এই এমবিবিএস ও ইন্টার্নরা পিজি পরীক্ষায় বসতে পারবেন।
     

LinkedIn
Share