Tag: NEET PG Result Out

NEET PG Result Out

  • NEET PG 2022 Results: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন

    NEET PG 2022 Results: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (NBE) বুধবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-পিজি (NEET PG 2022) এর ফলাফল প্রকাশ করেছে। বুধবার বিষয়টি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। মন্ত্রী ট্যুইটে লেখেন, “নীট-পিজি- র ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ হওয়া সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানাই। দশ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য  @NBEMS_INDIA-র প্রশংসা করছি। natboard.edu.in-এ ফলাফল দেখুন।”  

    [tw]


    [/tw]

    যারা পরীক্ষা দিয়েছেন তাঁরা natboard.edu.in এই ওয়েবসাইটটিতে গিয়ে ফলাফল দেখতে পারবেন। 

    আরও পড়ুন: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

    কী করে দেখবেন ফলাফল: 

    • প্রথমে natboard.edu.in বা nbe.edu.in-এই ওয়েবসাইটে যান।
    • হোমপেজে একটি লিঙ্ক দেখা যাবে ‘NEET PG 2022 results’
    • ওই লিঙ্কে ক্লিক করুন। রেজাল্টের পিডিএফ (PDF) খুলে যাবে।
    • নিজের রোল নম্বর খুঁজে পাওয়ার জন্য কিবোর্ডে ctrl+F ব্যবহার করুন। 
    • এবার নিজের রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং সাবমিট করুন।
    • তাহলেই NEET PG ফলাফল দেখা যাবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউটও নিয়ে রাখুন।

    আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    চলতি বছরে গত ২১ মে দেশজুড়ে ৮৪৯টি কেন্দ্রে নীট পিজি পরীক্ষা নেওয়া হয়। মোট ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষাটি কম্পিউটারে নেওয়া হয়। মোট সাড়ে ৩ ঘণ্টার পরীক্ষা হয়েছিল।  প্রশ্নপত্রে মোট ২০০টি এমসিকিউ (MCQ) প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের জন্যে চার নম্বর করে ধার্য করা হয় এবং প্রতিটি ভুল উত্তরে এক নম্বর করে কাটা হয় পরীক্ষার্থীদের। উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য কোনও নম্বর কাটা হয়নি।

     

LinkedIn
Share