Tag: NEET UG Result 2022

NEET UG Result 2022

  • NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে বুধবার প্রকাশিত হয়েছে নিট ইউজি ২০২২- এর (NEET UG Result 2022) ফল। প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের তানিষ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির ভাতসা আশিস বাত্রা। পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়েছেন তানিষ্কা (Tanishka)। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের হৃষিকেশ নাগভূষণ গাঙ্গুলে। কর্নাটকের রুচা পাওয়াশে চতুর্থ স্থান পেয়েছেন এবং তেলেঙ্গানার ইরাবেলি সিদ্ধার্থ রাও রয়েছেন পঞ্চম স্থানে। প্রথম দশে স্থান পেয়েছেন জম্মু কাশ্মীরের হাজিক পারভেজ লোন। পশ্চিমবাংলার সায়ন্তনী চট্টোপাধ্যায় রাজ্যে প্রথম হলেও সর্বভারতীস্তরে তিনি একাদশ স্থান দখল করেছেন। এছাড়া রাজ্যের অনুষ্কা মণ্ডল চতুর্দশ স্থানে রয়েছেন।   

    তবে তানিষ্কা দেশে প্রথম হলেও মোট ৬জন ওই একই নম্বর পেয়েছেন। সিদ্ধার্থ রাও- এর প্রাপ্ত নম্বর ৭১১। তবে, পশ্চিমবঙ্গের সায়ন্তনী চট্টোপাধ্যায় ও অনুষ্কা দুজনেই ৭১০ নম্বর পেয়েছেন। সায়ন্তনী সর্বভারতীয় স্তরে মেয়েদের মধ্যে চতুর্থ হয়েছেন।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে? 

    এবছর ১৮,৭২,৩২৯জন ছাত্রছাত্রী নিট পরীক্ষার জন্যে ফর্ম ফিলআপ করেছিলেন। যার মধ্যে ৯,৯৩,০৬৯ জন পাশ করেছেন। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    এবার নিটে পরীক্ষায় সব থেকে বেশি সাফল্য পেয়েছেন ইউপির পড়ুয়ারা। সফল প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ইউপি থেকে।এর পরেই রয়েছে মহারাষ্ট্র ও রাজস্থানের নম্বর। অন্যদিকে, রাজ্যের শীর্ষস্থানীয় হয়েছেন ইউপির ইশান আগরওয়াল।এবার উত্তরপ্রদেশ থেকে ২২৯১১৫ জন প্রার্থী ফর্ম ফিলআপ করেছিলেন। ১,১৭,৩১৬ জন পরীক্ষায় র‍্যাঙ্ক করেছেন। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। 

    এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করা হয়েছে। এরপরে রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Medical Courses: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

    Medical Courses: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার প্রকাশিত হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET UG) ইউজি, ২০২২-এর ফল। neet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেন পরীক্ষার্থীরা। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ (NTA)। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    আমাদের দেশের বেশির ভাগ ছাত্রছাত্রীরাই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই স্কুল জীবন কাটিয়ে দেন। নিট পরীক্ষা দেনও মূলত সেই কথা ভেবেই। কিন্তু অনেকেই এমবিবিএস কোর্সের কাটঅফ নম্বর তুলতে পারেন না। তাহলে কী তাঁরা নিজেদের স্বপ্ন ভুলে যাবেন? সরিয়ে নেবেন নিজের মন চিকিৎসা বিজ্ঞান থেকে? না তার কোনও প্রয়োজন নেই। এমবিবিএস- এ সুযোগ না পেলেও আপনার জন্যে খোলা থাকছে চিকিৎসা বিজ্ঞানের আরও অনেক দিক। জেনে নিন সেগুলো কী কী?

    বিএএমএস: ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে পড়ুয়া ফার্মাসিস্ট, গাইনোকলজিস্ট, ডায়েটেশিয়ান, পঞ্চকর্মা প্র্যাক্টিশনার, শিক্ষক সব হতে পারবেন।

    আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?

    বিএইচএমএস: ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে আপনি হতে পারেন হোমিওপ্যাথিক ডাক্তার, পাবলিক হেলথ স্পেশ্যালিস্ট, ফার্মাসিস্ট, শিক্ষক।

    বিএনওয়াইএস: ব্যাচেলর অফ নেচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি হতে পারেন নেচারোপ্যাথি ফিজিশিয়ান, থেরাপিস্ট, হেলথ সুপারভাইজার, কনসালটান্ট, অ্যাক্যুপাংচার, নিউরো ফিজিওলজি এইসবকে জীবিকা করতে পারেন।

    বিইউএমএস: অ্যাব্রিভিয়েটেড ফর ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যা ন্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি সায়েন্টিস্ট, কন্সলটান্ট, ফার্মাসিস্ট, থেরাপিস্ট, ড্রাগ ইন্সপেক্টর, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন।

    বিএসসি নার্সিং: ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। চার বছরের এই কোর্সে প্রার্থীরা স্টাফ নার্স, রেজিস্টর নার্স, নার্স এডুকেটর, মেডিক্যাল কোডার হতে পারবেন। 

    বিভিএসসি এবং এএইচ: ব্যাচেলর অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডরি। সাড়ে পাঁচ বছরের কোর্সে পশুর ডাক্তার হতে পারবেন। 

    বিডিএস: ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে দন্ত চিকিৎসক এবং শিক্ষক হতে পারেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • NEET UG Result 2022: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    NEET UG Result 2022: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রকাশিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ইউজি, ২০২২-এর ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ফলাফল প্রকাশের তারিখ এবং সময় ঘোষণা করেছে। এনটিএ-র সময়সূচী অনুসারে, নিট ইউজি ২০২২-এর স্কোর কার্ডগুলি ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। neet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তরপত্র আজই প্রকাশ করা হবে। ফলাফলের পাশাপাশি, রেজাল্ট প্রকাশের পর ক্যাটাগরি ভিত্তিক কাট অফও জানা যাবে। বুধবার থেকেই মিলবে রেজাল্ট ডাউনলোডের সুযোগও।    

    আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?  

    স্কোরকার্ডে প্রার্থীর ব্যক্তিগত বিবরণ, বিষয়ভিত্তিক স্কোর, মোট স্কোর, অল ইন্ডিয়া কোটা (AIQ) র‌্যাঙ্ক এবং শতাংশের উল্লেখও থাকবে। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    ৩১ অগস্ট, সমস্ত কোডের জন্য আন্সার কি প্রকাশ করেছিল এনটিএ। উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে প্রার্থীদের ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। অস্থায়ী আন্সার কি সহ, এনটিএ প্রার্থীদের নিট ওএমআর শিটও প্রকাশ করা হয়। নিট আন্সার কি এবং ওএমআর উত্তরপত্র ব্যবহার করে, প্রার্থীরা তাদের আনুমানিক স্কোর গণনা করতে পেরেছেন। নিট ২০২২ এর ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা আগে এনটিএ চূড়ান্ত উত্তর কি প্রকাশ করবে। 

    আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত

    এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করবে। যদি পদ্ধতি অব্যাহত থাকলে, রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।   

    যে প্রার্থীরা ডাক্তারি কোর্সে ভর্তির জন্য নিট-এর লিখিত প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অফিসিয়াল লিঙ্কগুলির মাধ্যমে তাদের নিট ইউজি ২০২২-এর ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারেন।    

LinkedIn
Share