Tag: New Feature

New Feature

  • Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার, জেনে নিন এই ফিচারগুলি সম্পর্কে

    Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার, জেনে নিন এই ফিচারগুলি সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি সহজ করে তোলার জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত করছে। হোয়াটসঅ্যাপ ওয়েব এবং হোয়াটসঅ্যাপ মোবাইলে আসা ফিচারগুলো নিয়ে নিম্নে আলোচনা করেছি।

    নিজের হোয়াইসঅ্যাপে চ্যাট করা

    বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের মেসেজ পাঠাতে পারেন। “message yourself” অপশনটিকে হাইলাইট করা যাবে।যাতে সহজেই প্রয়োজনীয় মেসেজগুলো করে রাখা যায়।

    [tw]


    [/tw] 

    গ্রুপ চ্যাটে প্রোফাইল ফটো প্রদর্শন হবে

    গ্রুপে মেসেজ করলে যে মেসেজ পাঠিয়েছে তার ছবি প্রদর্শন হবে। কিন্তু সদস্যের প্রোফাইল ছবি না থাকলে বা তাদের গোপনীয়তা সেটিংসের কারণে ছবি প্রদর্শন হবে না  সেক্ষেত্রে ডিফল্ট প্রোফাইল আইকনটি চ্যাটে প্রদর্শিত হবে।

    আরও পড়ুন: টাকা জালিয়াতির হাত থেকে বাঁচতে চান? মোবাইলে রাখবেন না এই অ্যাপগুলি 

    ছবির ক্যাপশন সহ ফরোয়ার্ড করা যাবে

    হোয়াটসঅ্যাপ শীঘ্রই ব্যবহারকারীদের একটি ক্যাপশন সহ ছবি, ভিডিও, জিআইএফ এবং নথি ফরওয়ার্ড করার অনুমতি দেবে। বৈশিষ্ট্যটি বর্তমানে Google Play Store থেকে Android 2.22.23.15 আপডেটের জন্য সর্বশেষ WhatsApp বিটাতে উপলব্ধ। এটি অন্যান্য ডিভাইসেও উপলব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ছবির জন্য নতুন ব্লার টুল

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অন্য কাউকে ছবি পাঠাতে গেলে এবার থেকে ব্যক্তিগত তথ্য গুলিকে ব্লার বা অস্পষ্ট করে পাঠাতে পারবে। এর জন্য মোবাইলে অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না।

    আরও পড়ুন: জানেন আপনিও পেতে পারেন ট্যুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট 

    ডেস্কটপ ভার্সনে স্বয়ংক্রিয়ভাবে ছবি ভিডিও ডাউনলোড

    হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার ডেস্কটপ (Windows এবং macOS ) ব্যবহারকারীদের জন্য ফটো, ভিডিও এবং নথিগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করার অনুমতি দিয়েছে। এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র বিটা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Google Maps: গাড়ির জ্বালানি তেলের খরচ বাঁচাবে গুগল ম্যাপ! জানেন কী ভাবে ব্যবহার করবেন?

    Google Maps: গাড়ির জ্বালানি তেলের খরচ বাঁচাবে গুগল ম্যাপ! জানেন কী ভাবে ব্যবহার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পথ চিনিয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেয় গুগল ম্যাপ (Google Maps)। গাড়িতে উঠে ফোনে এই অ্যাপ অন করলেই কেল্লাফতে। অচেনা এলাকা দিয়ে গাড়ি-বাইক চালানোর সময় অনেকেই এই নেভিগেশন অ্যাপের উপর ভরসা করেন। এবার থেকে ইউজারদের তেল খরচ বাঁচাতেও সাহায্য করবে গুগল ম্যাপ। ডিজেলের দাম দীর্ঘদিন ধরেই চড়া। এই ফিচার গাড়ির চালকদের জ্বালানি খরচ কম করবে। 

    কীভাবে খরচ বাঁচাবে

    গুগলের অন্তর্গত জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুগল ম্যাপস-এর পক্ষ থেকে একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে, যা এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীদের তেলের খরচ বাঁচাতে সাহায্য করবে। বর্তমানে এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে সক্রিয় থাকলেও খুব শীঘ্রই ভারতেও চালু করা হতে চলেছে। এই সুবিধাটি আপনার গাড়ির ইঞ্জিনের উপর ভিত্তি করে বিভিন্ন রুটের জন্য জ্বালানি বা শক্তি দক্ষতার বিকল্প প্রদান করবে। দ্রুততম রুট প্রদর্শন করার পাশাপাশি অ্যাপ্লিকেশনটি আপনাকে সবচেয়ে বেশি যে রাস্তায় তেল বা চার্জের খরচ কম হবে সেই ধরনের একটি বিকল্পও তুলে ধরবে। 

    কী দেখাবে এই অ্যাপ

    গুগল ম্যাপ ইউজারের গাড়ির ইঞ্জিন অনুযায়ী, কোন রাস্তায় কত জ্বালানি দক্ষতার প্রয়োজন তার একটা হিসাব দেখিয়ে দেয়। পাশাপাশি মানচিত্রে লাইভ ট্রাফিক আপডেট এবং রাস্তার পরিস্থিতি কেমন সেই তথ্যও তুলে ধরে। গতি, ট্রাফিক আপডেট, উক্ত রুটে প্রয়োজনীয় জ্বালানি ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করে কোন রুটে সবথেকে বেশি জ্বালানি বাঁচাতে পারবেন তা দেখিয়ে দেয় অ্যাপে। এমনকী রুট যদি বদলও করেন, তাহলেও বিকল্প রুট যেখানে জ্বালানি কম খরচ তার সন্ধান দেয় গুগল ম্যাপ।গাড়ির ইঞ্জিন শনাক্ত করে কোন রুটে ভালো জ্বালানি দক্ষতা বা মাইলেজ পাবেন তা একটি সবুজ পাতার সাহায্যে দেখায় গুগল ম্যাপ। অপশনটি বন্ধ করলেও গাড়ির গতি ট্র্যাক করতে শুরু করে গুগল।

    আরও পড়ুন: চিঠি এল নবান্নে! আইপিএস অফিসারদের সম্পত্তির হিসাব জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    কীভাবে কাজ করবে

    ১. গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলুন
    ২. গন্তব্য নির্বাচন করে ম্যাপের উপর ক্লিক করুন
    ৩. মোবাইল স্ক্রিনের নিচের দিকে বাঁ দিকের কোনে ‘ডিরেকশনে’ ক্লিক করুন
    ৪. নিচের বার থেকে সোয়াইপ আপ করুন
    ৫. “চেঞ্জ ইঞ্জিন টাইপ”-এ ক্লিক করুন
    ৬. আপনার ইঞ্জিনটি বাছাই করার পর ‘ডান’ করুন
    ৭. পেট্রল, ডিজেল, হাইব্রিড বা ইলেকট্রিক আপনার ইঞ্জিনের সঠিক প্রকার নির্বাচন করুন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

    ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

    কী জানা গেল? 

    সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। এর আগেও হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর অপশন ছিল। তবে সেই ছবির গুণমানে ব্যাপক প্রভাব পড়ত। এবার সেই ছবির গুণমান সংক্রান্ত নতুন ফিচার লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। প্রথমে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা।

    এতদিন হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস হয়ে যেত। অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। খারাপ হত কোয়ালিটিও। যদি পিডিএফ ফরম্যাটে ইউজার ছবি পাঠান তাহলে তার  কোয়ালিটি জানা সম্ভব হবে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। 

    আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই এই ফিচার লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইমেজ এবং এইচডি কোয়ালিটি ইমেজ বেছে নিতে পারবেন।   

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড বিটা এবং ডেস্কটপ বিটা অ্যাপের জন্য এই ফিচার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন।

    আরও পড়ুন: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি    

    এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগতে পারে। যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগেই প্রস্তুতি নেওয়ার সুবিধা পাবেন।

    জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে (WhatsApp) পাওয়া যাবে নতুন এই ফিচার। তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp New Feature: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    WhatsApp New Feature: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের জন্যে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। এবার আরও এক নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটির নাম ‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’। এই ফিচারে কেউ ভুল করে কোনও মেসেজ পাঠালেও তা ডিলিট করা যাবে। আমরা অনেক সময়েই ভুল করে অনেককে মেসেজ করে ফেলি। ইউজারদের এই সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটি ‘ডিলিট ফর মি’, অন্যটি ‘ডিলিট ফর এভরিওয়ান’। অনেকসময় ভুলবশত আমরা ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন ক্লিক করার পরিবর্তে ‘ডিলিট ফর মি’ ক্লিক করে ফেলি। এক্ষেত্রে সেই মেসেজ ডিলিট হয় শুধুমাত্র যে পাঠাচ্ছে তার জন্যে। রিসিভার তখনও মেসেজ দেখতে পান এবং তা আর ডিলিট করা যায় না। এই অসুবিধা দূর করতেই এসেছে নতুন ফিচার ‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’। নতুন ইউজারদের জন্যে ইতিমধ্যেই এই ফিচার এসে গিয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু’ক্ষেত্রেই রয়েছে এই ফিচার ।

    কী সুবিধা হবে এই ফিচারে? 

    মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’- এর বদলে ‘ডিলিট ফর মি’ অপশনে ক্লিক করে ফেললেও একটি আনডু অপশন পাবেন। ৫ সেকেন্ডের জন্য এই অপশন দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আনডু অপশনে ক্লিক করলে ফের মেসেজ ফিরে আসবে। তারপর ফের ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন ক্লিক করা যাবে। এই ফিচারে (WhatsApp New Feature) ইউজারদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি…’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

    এর আগে ভিউ ওয়ানস ফিচারস নিয়ে এসেছে মেসেজিং অ্যাপটি। মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

    WhatsApp: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ (WhatsApp) খুব শীঘ্রই আনতে চলেছে নেটিভ অ্যাপ। অর্থাৎ এবার থেকে আপনার ল্যাপটপ থেকে মেসেজ পাঠাতে, রিসিভ করতে ইত্যাদি প্রয়োজনীয় কাজ করতে সবসময় আর মোবাইল ফোনের দরকার পড়বে না। কম্পিউটারের সঙ্গে আর লিঙ্ক করতে হবে না মেসেজিং প্ল্যাটফর্মটি। লিঙ্ক না করেই খুব সহজে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এই নেটিভ অ্যাপ ডাউনলোড করে অন্যান্য অ্যাপের মতোই ব্যবহার করা যাবে।

    এতদিন পর্যন্ত, হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েবের সাহায্যে কম্পিউটারে ব্যবহার করা যেত। তবে এর জন্য ফোনেও ডেটা অন করে রাখতে হত। নতুন অ্যাপের সাহায্যে সেটার আর দরকার হবে না। GSM Arena অনুসারে, ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল ফোনকে আর পাশে রাখতে হবে না।

    আরও পড়ুন: লুকিয়ে অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে চান? এর পদ্ধতি জেনে নিন

    হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ওয়েব-বেসড ডেস্কটপ অ্যাপ (হোয়াটসঅ্যাপ ডেস্কটপ) থেকে বা ব্রাউজার-বেসড অ্যাপ (হোয়াটসঅ্যাপ ওয়েব) থেকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করছিলেন। এবার উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেম থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য একটি স্বতন্ত্র অ্যাপ নিয়ে আসতে চলেছে।

    এই অ্যাপ থাকার সুবিধা হল যে এই ক্ষেত্রে স্পিড বেড়ে যাবে। এর পাশাপাশি উইন্ডোজ অ্যাপ থাকার আর একটি বিশেষ সুবিধা হল ফোন অফলাইন থাকলেও নোটিফিকেশন, মেসেজ ইত্যাদি পেয়ে যাবে ব্যবহারকারীরা। ম্যাকবুকের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ‘Universal App’ নামে রিলিজ করা হবে।

    আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    ডেস্কটপের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ আসার পরে আপনার ফোন বন্ধ থাকলেও আপনি হোয়াটসঅ্যাপে যাবতীয় কাজ করতে পারবেন। তবে ফোন অফলাইন থাকাকালীন আপনি চারটি ডিভাইসের সঙ্গেই লিঙ্ক করতে পারবেন। কিন্তু লিঙ্ক হওয়ার ১৪ দিনের পর একাই লিঙ্ক করা ডিভাইসগুলো থেকে লগ আউট হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই অ্যাপটি বিটা পরীক্ষকদের জন্য ইতিমধ্যেই উপলব্ধ করা হয়েছে এবং মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করা যাবে। 

    উইন্ডোজে নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ কানেক্ট করতে হলে, প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপর মেনু থেকে লিঙ্কড ডিভাইস অপশনে যেতে হবে। সেখান থেকে, কম্পিউটারে উইন্ডোজ হোয়াটসঅ্যাপ অ্যাপের কিউআর (QR) কোড ফোন দিয়ে স্ক্যান করতে হবে। একবার স্ক্যান হয়ে গেলেই হবে। এর পরে, ফোন অফলাইনে থাকলেও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। 

  • Instagram New Feature: এবার ইনস্টাগ্রাম রিলস হবে আরও মজাদার, আসতে চলেছে একাধিক নতুন ফিচার

    Instagram New Feature: এবার ইনস্টাগ্রাম রিলস হবে আরও মজাদার, আসতে চলেছে একাধিক নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছবি এবং ভিডিও শেয়ারের জন্যই বিশ্বজুড়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম (Instagram)। আর যতদিন যাচ্ছে ততদিন ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবার এই সোশ্যাল মিডিয়া অ্যাপের (Social Media) একটি ফিচার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সেটি হল ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)। চিনা অ্যাপ টিকটক ব্যানের পর থেকেই এই তরুণ প্রজন্ম ইনস্টাগ্রামের রিলসেই মেতে উঠেছেন। এবার তাই এই রিলসকে আর বেশি আকর্ষণীয় করে তুলতে নতুর ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম। রিলস পোস্টের ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা, এমনটাই জানানো হয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফে।

    আরও পড়ুন: ইনস্টাগ্রামের ‘মেকওভার’! লোগো পরিবর্তন! জেনে নিন কী কী পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামে..

    এবারে কোনও ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পাবলিক হয়, তবে সেই পাবলিক অ্যাকাউন্টের ছবি অন্য কোনও ব্যক্তি তাঁর রিলসে ব্যবহার করতে পারবেন। রিলস রিমিক্স করার জন্য সেটি ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র ছবি নয়, পাবলিক অ্যাকাউন্টের ভিডিও অন্য কেউ তাঁর রিলসে ব্যবহার করতে পারবে। ফলে একজনের রিলসের সঙ্গে অন্যজনের রিলসের রিমিক্স করা সহজ হবে। তবে, এই রিলসের ক্ষেত্রে এই পরিবর্তন অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সুতরাং যারা এই নতুন ফিচারে খুশী নন, তাঁদের জন্যও রয়েছে সুখবর। কারণ আপনি যদি না চান যে আপনার ছবি বা ভিডিও অন্য কেউ ব্যবহার করুক, তার জন্য আপনি অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে রিমিক্স করার অপশনটি বন্ধ করে রাখতে পারেন। ফলে আপনার ইচ্ছে ছাড়া কেউই আপনার কোনও ছবি বা রিলস অন্য কেউ ব্যবহার করতে পারবে না।

    আরও পড়ুন: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

    তবে এখানেই শেষ নয়, আরও একটি ফিচার আসতে চলেছে ইনস্টাগ্রামে। সেটি হল, এখন থেকে ১৫ মিনিটের কম সময়ের যেকোনও ভিডিও ইনস্টাগ্রামে রিলস হিসেবে আপলোড করা যাবে। খুব শীঘ্রই এই নতুন পরিবর্তন ইনস্টাগ্রামে দেখা যাবে বলে জানা গিয়েছে। সাধারণত বর্তমানে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রিলস হিসেবে আপলোড করা যায় এই প্ল্যাটফর্মে। কিন্তু এবার এই অ্যাপটির তরফে জানানো হয়েছে, ১৫ মিনিটের কম যে সমস্ত ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়, তা এবার সরাসরি শেয়ার করা যাবে রিলসেও। ব্যবহারকারীদের আকর্ষণ করতে এরকমই অনেক নতুন নতুন ফিচার ইনস্টাগ্রাম রিলসে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

    [tw]


    [/tw]

     

LinkedIn
Share