Tag: new guidelines

new guidelines

  • Health News: হাতে অলঙ্কার পরে আর চিকিৎসা নয়! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

    Health News: হাতে অলঙ্কার পরে আর চিকিৎসা নয়! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসা ক্ষেত্রে এবার বড় নির্দেশিকা (Health News)। কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার (jewellery) পরতে পারবেন না চিকিৎসক, নার্স , স্বাস্থ্য কর্মীরা। নয়া নির্দেশিকা (New guidelines) পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। অর্থাৎ এবার থেকে কোনও রকম অলঙ্কার পরে চিকিৎসা করতে পারবেন না চিকিৎসকরা (Doctors)। এমনকি ব্যবহার করা যাবেনা মোবাইল, পরা যাবে না ঘড়িও। সব কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনস্থ হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক।

    ঠিক কী বলা হয়েছে নির্দেশিকায় (Health News)?

    স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) তরফে যে নির্দেশিকা (Health News) দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এবার থেকে কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার পরতে পারবেন না চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা (Health workers)। কারণ চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। আইসিইউ (ICU), এইচডিইউ (HDU), অপারেশন থিয়েটার (OT), পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই নির্দেশ কড়া ভাবে মানতে বলা হয়েছে।

    আরও পড়ুনঃ “মাস্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন”

    কী কারণে এই নির্দেশিকা?

    অনেক সময়ই হাসপাতালে ভর্তি থাকা রোগী সেরে ওঠার শেষ মুহূর্তে অন্য কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন। রক্তে সংক্রমণের মাত্রা বেড়ে মৃত্যু পর্যন্ত হয়। তাই এবার সংক্রমণের ঝুঁকি এড়াতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপ (Health News) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন চিকিৎসকরা। এ প্রসঙ্গে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অতুল গয়াল বলেছেন,”কনুইয়ের নিচে গয়না পড়লে তা থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও কর্মরত অবস্থায় মোবাইল ব্যবহার করায় তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে।”

    এর পাশাপাশি গোয়েল জানিয়েছেন যে, এর আগে অতীতে এমন ঘটনা ঘটেছে যেখানে ডাক্তারের অবহেলার কারণে অস্ত্রোপচারের পর রোগীদের (patient) গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। তাই সেই সব ঘটনা পর্যালোচনা করেই এবার এমন সিদ্ধান্ত নিল স্বাস্থ্য মন্ত্রক। উল্লেখ্য করোনার ফার্স্ট ওয়েভেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, হাতের চুড়ি, আংটি, ঘড়ি, ইত্যাদির মাধ্যমেও সংক্রমণ (infections) হতে পারে করোনা ভাইরাসের। তখন সংক্রমণ এড়াতে এসব অলঙ্কারের ব্যবহার কমিয়েছিলেন মানুষ। কিন্তু সংক্রমণ তো নানা ভাইরাস বা ব্যাকটেরিয়ার হতে পারে। তাই এবার সচেতনতা বাড়াতে এই নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jadavpur University: রাত ১০টার পরে হস্টেলে ঢোকা যাবে না, নয়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

    Jadavpur University: রাত ১০টার পরে হস্টেলে ঢোকা যাবে না, নয়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) লাগু হল নয়া নিয়মবিধি। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রাত দশটার পরে আর কেউই ঢুকতে পারবেন না। এই সময়ের মধ্যে হস্টেলের ছাত্র আবাসিকদের চলে আসতে হবে এবং যাঁরা বাইরে থাকবেন তাঁরাও সেদিন আর হস্টেলে ঢুকতে পারবেন না। রাত দশটার পরে হস্টেলের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে এবং ৮ ঘণ্টা বন্ধ থাকবে এই দরজা। এমনটাই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়।

    ডিন অফ স্টুডেন্টস-এর নয়া নির্দেশিকা

    বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিন অফ স্টুডেন্ট একটি নয়া নির্দেশিকা জারি করেন। সেখানে বলা হয়, হস্টেলের কোনও আবাসিক রাত দশটার পর হস্টেলের বাইরে থাকতে পারবেন না, কোনও কারণে হস্টেলে থাকতে না পারলে আগে থেকে তাঁকে হস্টেল সুপারিনডেন্টের অনুমতিও নিতে হবে। হস্টেলে ভর্তির সময়ই একটি নিয়মের তালিকা প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় সেই তালিকাই সকলকে মেনে চলতে হবে বলেও জানিয়েছেন ডিন অফ স্টুডেন্ট। পাশাপাশি হস্টেলের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরকেও এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। এর পাশাপাশি হস্টেলের সমস্ত আবাসিকদের নিজেদের সঙ্গে পরিচয় পত্র রাখতে হবে। যখনই বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ তা দেখতে চাইবে তা দেখাতে হবে। আগে যেমন হতো, বহিরাগতরা যেকোনও সময় হোস্টেলে আসত আড্ডা দিতে, এমনটা আর হবে না। সেখানেও কড়াকড়ি হতে চলেছে। আবাসিকদের সঙ্গে বাইরের কেউ দেখা করতে এলে সরাসরি হস্টেলে ঢুকতে পারবেন না। আগে তাঁকে ভিজিটার রুমে বসে থাকতেহবে। এরই সঙ্গে যাঁরা দেখা করতে আসবেন তাঁদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখবে হস্টেলের নিরাপত্তা রক্ষীরা।

    চলতি বছরের ৯ অগাস্ট র‌্যাগিং-এর কারণে মৃত্যু হয় এক ছাত্রের

    প্রসঙ্গত, চলতি বছরের ৯ অগাস্ট মেন হোস্টেলে তিন তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের। অভিযোগ হস্টেলে র‌্যাগিং-এর নামে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালানো হয় ওই ছাত্রের উপর। এক্ষেত্রে নাম উঠে আসে কয়েকজন বহিরাগতর, যাঁরা প্রাক্তনী হিসেবে ওই হস্টেলে থাকছিলেন। পুলিশ এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে, যাঁদের মধ্যে একজন জামিন পেয়েছে। এরপর থেকেই নড়ে চড়ে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share