Tag: New Jersey

New Jersey

  • IPL 2024: নববর্ষে ইডেনে নতুন ভূমিকায় নারিন, নয়া রঙ লখনউয়ের! সবুজ-মেরুনের বিপক্ষে কেকেআর

    IPL 2024: নববর্ষে ইডেনে নতুন ভূমিকায় নারিন, নয়া রঙ লখনউয়ের! সবুজ-মেরুনের বিপক্ষে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের বিকেলে ফের রাজকীয় মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। ইডেনে রবিবার লখনউয়ের বিপক্ষে খেলতে নামবে কেকেআর। নাইটদের ম্যাচ দেখতে আসছেন কিং খান। আইপিএলে (IPL 2024) চলতি মরশুমের শুরুটা দারুণ করেছে কেকেআর। প্রথমবার প্রথম তিন ম্যাচেই জয়ের মুখ দেখেছে শ্রেয়স আইয়ার ব্রিগেড। মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের উপস্থিতি এবার কেকেআর শিবিরে বাড়তি প্রাণশক্তি সঞ্চার করেছে। তাই শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিশ্রী হারকেও বিশেষ আমল দিচ্ছে না নাইট শিবির। অন্যদিকে গম্ভীরের প্রাক্তন দল লখনউ এবার চেনা ছন্দে নেই। তাই ম্যাচ থেকে পুরোপুরি দু পয়েন্ট তুলতে মরিয়া কেকেআর।

    নতুন ভূমিকায়  নারিন

    লখনউ ম্যাচের আগে কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পেস বোলিং করছেন নারিন। নেটে স্পিন বোলিং ছেড়ে মিডিয়াম পেসারের ভূমিকায় দেখা যাচ্ছে কেকেআরের তারকা ক্রিকেটারকে। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে মিস্ট্রি পেসার। রবিবার ইডেনে লখনউয়ের বিরুদ্ধে নতুন আঙ্গিকে নারিনের ভল দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। বল হাতে এবারে এখনও পর্যন্ত সেভাবে সাফল্য না পেলেও এবার কিন্তু সুপারহিট ওপেনার নারিন। এখনও পর্যন্ত দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন নারিন। গত বছর ওপেনার নারিনের উপর সে ভাবে আস্থাই দেখানো হয়নি। ওপেনিংয়ে নেমে তিনি যে নেমেই মারমার করার ক্ষমতা এখনও রাখেন, তা কেউ বিশ্বাস করেনি। কিন্তু গম্ভীর এবার নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে এনেছেন।

    সবুজ-মেরুনে লখনউ

    রবিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Ginats)।  সোমবারই আইএসএল-এর (ISL) লিগ শিল্ড জেতার লক্ষ্য নিয়ে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। তার একদিন আগে এমন সিদ্ধান্ত নেওয়ায় মোহনবাগান সমর্থকরা বেশ খুশি। আগে শোনা গিয়েছিল, মোহনবাগানের ম্যাচে নাকি কেএল রাহুলরা আসতে পারেন। গত মরসুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে সেই দলকে সম্মান জানতে প্রথমবার সবুজ-মেরুন জার্সি পরে নেমেছিল লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার দল সেবার ১ রানে হারিয়ে দিয়েছিল কেকেআর-কে। শনিবার নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জার্সিবদল করার কথা জানিয়েছে লখনউ। সেখানে লেখা, ‘‘বড় ম্যাচের জন্য নতুন রং।’’ সঙ্গে বাংলা হরফে লেখা, ‘‘কাল দেখা হবে।” বেশ কয়েক জন ক্রিকেটারের একটি কোলাজ দেওয়া হয়েছে পোস্টের সঙ্গে। 

    থাকছেন না মায়াঙ্ক

    একদিন আগে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলানো হয়নি চলতি আইপিএল-এর আবিষ্কার মায়াঙ্ক যাদবকে। এক্সপ্রেস গতির এই পেসারকে সুপার সানডে-তে ইডেনেও পাওয়া যাবে না। লখনউয়ের মেন্টর থাকাকালীন মায়াঙ্ককে খুঁজে বের করেছিলেন গম্ভীরই। তিনি এখন কেকেআরের মেন্টর। ফিট থাকলে রবিবারের ম্যাচের আগে মায়াঙ্ককে নিয়েও আলাদা পরিকল্পনা করতে হত। এ বারের আইপিএলে ১৫৬.৭ কিমি/ঘণ্টা গতি তোলা মায়াঙ্কের না থাকাটা কি কেকেআরের কাছে স্বস্তির? কেকেআর মেন্টর গৌতম গম্ভীর বলেন, ‘একেবারেই না। আমাদের কাছে স্বস্তি হবে? চ্যাম্পিয়ন হতে গেলে এসব ভাবলে চলবে না। আমরা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলব। বরং আমি চাইব, প্রতিপক্ষর সকলেই ফিট থাকবে, আমাদের চ্যালেঞ্জ করবে, সেটা আমরা কাউন্টার করব। ক্রিকেট কেরিয়ারে আমি এ ভাবেই ভেবে এসেছি। আমি চাই প্রতিপক্ষ সেরা টিম নামাবে। আমরাও সেই অনুযায়ীই খেলব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ICC ODI World Cup 2023: রোহিতদের নতুন জার্সি! প্রকাশ পেল ক্রিকেট বিশ্বকাপের থিম সঙ্গীত

    ICC ODI World Cup 2023: রোহিতদের নতুন জার্সি! প্রকাশ পেল ক্রিকেট বিশ্বকাপের থিম সঙ্গীত

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ১৫ দিন বাকি। শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ। তার আগে আত্মপ্রকাশ করল ক্রিকেট বিশ্বকাপের থিম সং। এবারের থিম সংয়ের নাম ‘দিল যশন বোলে’। প্রীতমের সুরে গানটির সঙ্গে রয়েছে সব দেশ ও ভারতের ভাষা নিয়ে তৈরি একটি ভিডিয়ো। মুখ্য চরিত্রে রণবীর সিং। একই সঙ্গে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের আগে ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশিত হল। ভারতীয় ক্রিকেট দলের জার্সি প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাডিডাস’ এই নতুন জার্সি তৈরি করেছে।

    বিশ্বকাপের থিম সং-এ রণবীর

    আইসিসি-র সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে বিশ্বকাপের থিম সং-এর ভিডিয়ো। এতে তুলে ধরা হয়েছে ভারতের বিভিন্ন ভাষা ও বিশ্বের বিভিন্ন দেশকে। দেখানো হয়েছে, ওয়ান ডে এক্সপ্রেসে চড়ে রণবীর সিং সহ বাকিরা ভ্রমণ করছেন। বিশ্ব জুড়ে এই এক্সপ্রেসে করে ভ্রমণকে তুলে ধরা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা সিনে বিভিন্ন ভাষায় জোশ কথাটি লেখা। সেখানে বাংলাও ছিল। তবে ভিডিয়োতে বাংলা বানানে ছিল ভুল। জোশ লেখাটি হয়ে গিয়েছিল ‘জাশ’। যেই শব্দ আসলে নেই বাংলায়। বিশ্বকাপের মত ইভেন্টে এই ধরনে ভুল মোটেই ভালোভাবে নেননি সমর্থকরা।

    বিশ্বকাপের থিম সং-এর সুরকার ও গায়ক প্রীতম বলেন, ‘ভারতের অন্যতম প্যাশন হচ্ছে ক্রিকেট। আর এই গানটা তৈরি করতে পেরে আমি গর্বিত। এটা অন্যতম বড় ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে। এটা শুধুমাত্র ১৪০ কোটি ভারতীয়র গান নয়, এটা গোটা বিশ্বের গান হতে চলেছে।’ এই গানের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত অভিনেতা রণবীর সিং।

    আরও পড়ুন: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    নতুন জার্সিতে জাতীয় পতাকার ছোঁয়া

    আত্মপ্রকাশ করেছে ভারতীয় দলের নতুন জার্সিও। একটি গানের মাধ্যমে ভারতের নতুন জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। সেখানে রোহিত, বিরাট, হার্দিক-সহ ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারেরা রয়েছেন। ভারতীয় দল এখন যে জার্সি পরে খেলে তাতে তিনটি তারা রয়েছে। ১৯৮৩ ও ২০১১ সালের দু’টি এক দিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় তিনটি তারা দেখা যায় রোহিত শর্মাদের জার্সিতে।

    এক দিনের বিশ্বকাপে তাঁরা যে জার্সি পরে নামবেন তাতে দু’টি তারা থাকবে। দু’বার এক দিনের বিশ্বকাপ জেতায় দু’টি তারা পরে নামবেন ভারতীয় ক্রিকেটারেরা। এখনকার জার্সিতে কাঁধের কাছে সাদা রঙের তিনটি লম্বা দাগ রয়েছে। বিশ্বকাপের জার্সিতে সাদা রঙের বদলে ভারতের জাতীয় পতাকার আদলে গেরুয়া, সাদা ও সবুজ রং করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: আজ চাঁদের মাটি ছোঁবে ‘চন্দ্রযান ৩’, সাফল্য কামনায় দেশ-বিদেশে পুজো-যজ্ঞ-নমাজ পাঠ

    Chandrayaan 3: আজ চাঁদের মাটি ছোঁবে ‘চন্দ্রযান ৩’, সাফল্য কামনায় দেশ-বিদেশে পুজো-যজ্ঞ-নমাজ পাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছে রাশিয়া। আজ, বুধবার সন্ধ্যায় চাঁদের মাটি ছোঁবে ভারতের ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। মিশন সফল হলে ইতিহাস রচনা করবে আর্যভট্টের দেশ। ‘চন্দ্রযান ৩’-এর সফল অবতরণের কামনায় দেশে-বিদেশে শুরু হয়েছে পুজো-পাঠ, হোম-যজ্ঞ, নমাজ পাঠ।

    বিশেষ পুজোপাঠ

    চন্দ্রযানের সফল অবতরণের কামনায় বিশেষ পুজো এবং যজ্ঞ হয়েছে বারাণসীর কামাখ্যা মন্দিরে। পুজো হয়েছে আগ্রার বিশেষ মন্দিরেও। মুম্বইয়ের চন্দ্রমৌলেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা আনন্দ দুবে। এখানেও আয়োজন করা হয়েছিল বিশেষ যজ্ঞের। এদিন বিশেষ পুজো হয়েছে দক্ষিণ ভারতের রামেশ্বর মন্দিরেও। রামেশ্বরম অগ্নি তীর্থে আয়োজন করা হয় বিশেষ যজ্ঞের। বিশেষ ভস্মারতি অনুষ্ঠিত হয় উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে।

    এনসিপি (Chandrayaan 3) কর্মী-সমর্থকরা পুজো দিয়েছেন শ্রী গণেশ মন্দিরে। বিশেষ প্রার্থনা সভায় যোগ দিতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে ছতরপুরের বাগেশ্বর ধামে। কেবল দেশেই নয়, পুজোআচ্চা হয়েছে বিদেশেও। আমেরিকার নিউ জার্সিতে শ্রী সাই বালাজি মন্দিরে হয়েছে বিশেষ পুজো। বিশেষ যজ্ঞ হয়েছে ভার্জিনিয়ার মন্দিরেও।

    নমাজ পাঠ

    পুজোর পাশাপাশি ‘চন্দ্রযান ৩’-এর সাফল্য কামনায় হয়েছে বিশেষ নমাজ পাঠও। উত্তরপ্রদেশের বিভিন্ন মসজিদে নমাজ পাঠ করেন মুসলমানেরা। ভারতের ‘চাঁদমারি’ যাতে সফল হয়, তাই লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ায়ও হয়েছে বিশেষ নমাজ পাঠ। রাজস্থানের আজমেঢ় শরিফেও হয়েছে বিশেষ প্রার্থনা। লখনউয়ের হজরত শাহ মীনা শাহ দরগায় বিশেষ প্রার্থনা করেন বিজেপি নেতা মহসিন রাজা।

    এদিকে, ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) অবতরণের সাক্ষী হতে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। উত্তরপ্রদেশ সরকার সমস্ত স্কুলকে এই ঘটনার বিশেষ স্ক্রিনিং করার নির্দেশ দিয়েছে। যোগী সরকার জানিয়েছে, ভারতের চন্দ্রযান-৩ অবতরণ একটি স্মরণীয় সুযোগ, যা কেবল কৌতূহলকে উসকে দেবে তাই নয়, তরুণদের মধ্যেও প্রশ্ন করার উৎসাহ জাগিয়ে তুলবে।  

    এদিন সায়েন্স পার্টির আয়োজন করেছে বাংলার সংস্কৃতি মন্ত্রক। লাইভ টেলিকাস্টের মাধ্যমে চন্দ্রযান অবতরণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এই ব্যবস্থা করা হয়েছে কলকাতায়।

    গুজরাটে বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিল দু হাজারেরও বেশি স্কুল পড়ুয়াকে বড় পর্দায় এই ঐতিহাসিক (Chandrayaan 3) মুহূর্তটি দেখতে আমন্ত্রণ জানিয়েছে। ইসরোর বিজ্ঞানীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিল। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে গুজরাটের ৩৩টি জেলা কমিউনিটি সায়েন্স সেন্টারে।

    আরও পড়ুুন: জোহানেসবার্গে বসেই ‘চন্দ্রযান ৩’-এর ঐতিহাসিক ল্যান্ডিং দেখবেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

     

  • Modi Ji Thali: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে মার্কিন রেস্তোরাঁয় চালু ‘মোদিজি থালি’

    Modi Ji Thali: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে মার্কিন রেস্তোরাঁয় চালু ‘মোদিজি থালি’

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই ৪ দিনের আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। তার আগেই নিউ জার্সির একটি রেস্তোরাঁ তাঁদের মেনুতে আনল নয়া চমক। ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জ্ঞাপনের উদ্দেশে তাদের রেস্তোরাঁয় চালু করল ‘মোদি জি থালি’ (ModiJi Thali)। 

    কারা তৈরি করল ‘মোদি জি থালি’

    আগামী ২১ থেকে ২৪ জুন মার্কিন সফরে যাচ্ছেন মোদি। মার্কিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি স্তরে নয়, বেসরকারি দিক থেকেও ভারতীয় প্রধানমন্ত্রী স্বাগত জানানোর জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এই প্রস্তুতিরই অন্যতম অংশ ‘মোদি জি থালি’(ModiJi Thali)! আমেরিকার নিউ জার্সি শহরের এই রেস্তোরাঁটির মালিক ভারতীয় বংশোদ্ভূত শেফ শ্রীপদ কুলকার্নি। আমেরিকায় মোদির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই থালি প্রস্তুত করেছেন তিনি। 

    কী কী রয়েছে ‘মোদি জি থালি’তে

    কুলকার্নি বলেন, এই থালিটি নিউ জার্সিতে অবস্থিত ভারতীয় কমিউনিটিদের চাহিদা থেকেই তৈরি করা হয়েছে। একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রেস্তোরাঁর মালিক নিজেই। সেখানে মোদি জি থালিতে (ModiJi Thali) কী কী খাবার রয়েছে তার বিস্তারিত বিবরণও দিয়েছেন। ‘মোদি জি থালি’-তে রয়েছে খিচড়ি, রসগুল্লা, সরষে শাক, কাশ্মীরি দম আলু, ইডলি, ধোকলা, চাচ এবং পাপড় সহ অন্যান্য খাবার। শুধু তাই নয়, ভারতের আবেদন মেনে রাষ্ট্রপুঞ্জ যে ২০২৩ সালটিকে ‘আন্তর্জাতিক বাজরা বছর’ হিসেবে ঘোষণা করেছে, সেই বিষয়টিকেও এই থালিতে উদযাপন করা হয়েছে। থালিতে বাজরার তৈরি খাবার অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

    আরও পড়ুন: সাইক্লোন ‘বিপর্যয়’-এর মোকাবিলায় বৈঠক প্রধানমন্ত্রীর

    রেস্তোরাঁটির মালিক শ্রীপদ কুলকার্নির আশা শীঘ্রই স্থানীয় ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে ‘মোদি জি থালি’ (ModiJi Thali) অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে। আর তার পরই আরও একটি বিশেষ থালি চালু করবেন তাঁরা। সেই বিশেষ থালিটি উৎসর্গ করা হবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। এর কারণ, ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের কাছে জয়শঙ্কর একজন ‘রকস্টার’-এর সম্মান পান। তাই, বিদেশমন্ত্রীর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই তাঁর নামেও একটি বিশেষ থালি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share