Tag: New relation

New relation

  • Sidharth-Kiara Break-up: সবার সঙ্গেই মিশে থাকতে চান, ভুলতে চান না কাউকেই জানালেন কিয়ারা

    Sidharth-Kiara Break-up: সবার সঙ্গেই মিশে থাকতে চান, ভুলতে চান না কাউকেই জানালেন কিয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমে পড়ার সময় তাঁরা শিরোনামে ছিলেন৷ এ বার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জনেও ফের চর্চিত সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী৷ ‘শেরশাহ’ ছবি থেকেই তাঁরা দর্শকদের মন জয় করে নিয়েছেন। ভক্তরা  সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে দেখার অপেক্ষায় দিন গুনছিলেন৷ পর্দায় ছবি হিট৷ বাইরে তাঁদের প্রেমের গুঞ্জন সুপারহিট৷ তাঁদের অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দের ছিল দর্শকদের৷ তবে শোনা যাচ্ছে, প্রেম এখন অতীত৷ সম্পর্ক ছেড়ে নাকি বেরিয়ে এসেছেন তাঁরা৷ যদিও এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি এই জুটি। কিয়ারার আগামী ছবি ভুল ভুলাইয়া-২ এর ট্রেলর লঞ্চের সেটে বরং অভিনেত্রী জানিয়েছেন তিনি কাউকে ভুলে যেতে চান না। তাঁর জীবনে সবাই এক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তাই কাউকে ভোলার প্রশ্নই নেই।

    প্রেমের কথাও যেমন কখনও প্রকাশ্যে স্বীকার করেননি কিয়ারা-সিদ্ধার্থ, তেমনই গুঞ্জরিত বিচ্ছেদ নিয়েও তাঁদের মুখে কুলুপ। সামাজিক মাধ্যমে অবশ্য তাঁরা আগের মতোই সপ্রতিভ৷  নিজেদের মতো করে সোশ্যাল সাইটে ছবি দিচ্ছেন, কমেন্ট করছেন দু’জনে।

    কাজের সূত্রে সিদ্ধার্থ এখন তুরস্কে৷ প্রেমের কথা স্বীকার না করলেও তিনি যে কিয়ারার ব্যক্তিত্বে মুগ্ধ, সে কথা ইতিমধ্যেই জানিয়েছেন সিদ্ধার্থ৷  তিনি বলেছেন, কিয়ারার মধ্যে যে নায়িকাসুলভ আচরণ নেই, সেটা তিনি পছন্দ করেন৷  প্রশংসা করেন তাঁর অভিনয়েরও৷  কাজের দিকে সিদ্ধার্থর হাতে এখন আগামীতে বেশ কয়েকটি ছবি আছে৷ ‘কিটি মিশন মজনু’, ‘যোদ্ধা’-সহ বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যাবে৷ অন্যদিকে কিয়ারা অভিনয় করছেন ‘ভুলভুলাইয়া২’, ‘গোবিন্দা নাম মেরা’ এবং ‘যুগ যুগ জীয়ো’-তে৷

    শ্যুটিং ফ্লোরে ব্যস্ত এই জুটি কোনওদিন সম্পর্কের কথা স্বীকার না করলেও একসঙ্গে মলদ্বীপ, দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছেন৷ একাধিক অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে৷ 

     

LinkedIn
Share