Tag: New Rules in IPL

  • IPL 2025: ওয়াইডেও হক-আই! রাতের খেলায় দ্বিতীয় ইনিংসে দু’টি নতুন বল, এবারের আইপিএলে আর কোন নতুন নিয়ম?

    IPL 2025: ওয়াইডেও হক-আই! রাতের খেলায় দ্বিতীয় ইনিংসে দু’টি নতুন বল, এবারের আইপিএলে আর কোন নতুন নিয়ম?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে ক্রীড়া-বিনোদনের ককটেল আইপিএল (IPL 2025)। ইডেনে প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হবে বেঙ্গালুরু। আইপিএল শুরুর আগে নিয়মে কয়েকটি বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে থুতু লাগানো যাবে এ বার থেকে, যা প্রত্যাশিতই ছিল। কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, রাতের ম্যাচগুলিতে দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এ ছাড়া, ওয়াইড বলের ক্ষেত্রে হক-আই ব্যবহার করা যাবে।

    কোন কোন নিয়মে বদল

    মুম্বইয়ে আইপিএলের (IPL 2025) সব দলের অধিনায়কদের নিয়ে হওয়া ‘ক্যাপ্টেন্স মিট’-এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাতের ম্যাচগুলির ক্ষেত্রে দ্বিতীয় নতুন বল ব্যবহার করা যাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর। যে কোনও সময়ে নতুন বল নেওয়া যাবে। ঠিক করবে ফিল্ডিং করা দল। জানা গিয়েছে, দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর আম্পায়ারেরা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশির থাকে, তা হলেই বোলিং করা দল নতুন ব্যবহারের অনুমতি পাবে। সেই বল অবশ্য চকচকে পালিশ করা বল নয়। ক্ষয়াটে, চটে যাওয়া বলই দেওয়া হবে। শুধু সেই বলটি ভিজে থাকবে না। এ ছাড়া, দুপুরের ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে না।

    বলে লালার ব্যবহার

    দ্বিতীয় নতুন নিয়মটি হল, এ বার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে, হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ওয়াইডের ক্ষেত্রে ডিআরএসের নিয়ম আগের বছর থেকেই চালু করা হয়েছিল। এ বার এল প্রযুক্তির ব্যবহার। এবার থেকে বলে লালা ব্যবহার করা যাবে। থুতু নিয়ে নিষেধাজ্ঞা তুলতে সমর্থন জানিয়েছেন বেশির ভাগ অধিনায়কই। সব দলের অধিনায়কের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। কেউ কেউ মৃদু আপত্তি তুলেছিলেন। তবে বেশির ভাগেরই মত ছিল নিষেধাজ্ঞা ওঠানোয়। সেটাই হয়েছে।

    অধিনায়কের শাস্তি

    এছাড়াও আগামী দিনে মন্থর ওভার রেটের জন্য অধিনায়ককে ম্যাচ থেকে নির্বাসিত হতে হবে না। গত বছর পর্যন্ত আইপিএলের (IPL 2025) নিয়ম ছিল, মন্থর ওভার রেটের জন্য প্রথম বার দোষী সাব্যস্ত হলে অধিনায়ককে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ক্যাপ্টেনকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। আর তৃতীয়বার দোষী হলে ৩০ লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে এক ম্যাচের নির্বাসনের খাঁড়া নেমে আসে অধিনায়কের উপরে। সেই শাস্তি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তৎকালীন অধিনায়ক ঋষভ পন্থ। শাস্তি ভুগছেন হার্দিকও। কিন্তু নতুন নিয়ম থেকে উঠে যাচ্ছে নির্বাসনের শাস্তি। তার বদলে থাকছে ডিমেরিট পয়েন্ট এবং বড় অঙ্কের জরিমানা। লেভেল ১ অপরাধ করলে অধিনায়ককে ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হবে। তাঁর নামের পাশে বসবে ডিমেরিট পয়েন্ট। যদি লেভেল ২ অপরাধ করেন তাহলে ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা গুণতে হবে অধিনায়ককে। সর্বোচ্চ চারটি ডিমেরিট পয়েন্ট যোগ হবে অধিনায়কের নামের পাশে। তবে ডিমেরিট পয়েন্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেলে পরবর্তীকালে হয়তো নির্বাসিত হতে পারেন ক্রিকেটাররা। তবে, গতবারের নিয়মে নির্বাসিত হওয়ায় এ বছর প্রথম ম্যাচ খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক।

LinkedIn
Share