Tag: new variant

new variant

  • Omicron: ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট মস্তিষ্কের ক্ষতি করছে? কী জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক?

    Omicron: ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট মস্তিষ্কের ক্ষতি করছে? কী জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক?

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। ওমিক্রনের (Omicron) নতুন ভ্যারিয়েন্টে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ চিন। এর আগে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছিলেন, ধীরে ধীরে শক্তি হারাবে করোনাভাইরাস। কিন্তু করোনার এই নতুর ভ্যারিয়েন্ট নতুন করে উদ্বেগ বাড়াতে শুরু করেছে। 

    তবে কি শক্তি আরও বাড়িয়ে ফিরে এল করোনা? এখন এই প্রশ্নই ঘুরছে মুখে মুখে। এই আতঙ্ক হঠাতই উদয় হয়নি। এই উদ্বেগের নেপথ্য রয়েছেন ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার কয়েকজন গবেষক। কিছুদিন আগে এই গবেষকরা দাবি করেছিলেন যে, গবেষণায় উঠে এসেছে, মস্তিষ্ককেও আক্রমণ করছে করোনার এই নয়া রূপ। মস্তিষ্কে দেখা যাচ্ছে সংক্রমণ, এনসেফালাইটিসের মতো সমস্যা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববাসী। চড়চড়িয়ে বাড়তে থাকে উত্তেজনার পারদ। এই অবস্থায় দেশবাসীকে খুশির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, এই গবেষণার কোনও ভিত্তি নেই। করোনার নতুন উপরূপ মস্তিষ্কে কোনও প্রভাব ফেলছে না। গবেষণাটি সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। সমাজমাধ্যমে কোনও খবর দেখে তা নিয়ে বিভ্রান্তি ছড়াতেও বারণ করা হয়েছে।

    আরও পড়ুন: পাঞ্জাব সীমান্তে ১ কেজি মাদক-সহ পাকিস্তানি ড্রোন বাজেয়াপ্ত  

    গবেষণাটি বিশ্বাসযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। কারণ এই গবেষণাটি একটি ইঁদুরের উপর করা হয়েছিল। ইঁদুরের মস্তিষ্কে করোনা নয়া ভ্যারিয়েন্ট প্রভাব ফেললেই, মানুষের ক্ষেত্রেও যে তাই হবে এমন কোনও মানে নেই। মানুষের দেহে আর ইঁদুরের দেহে যে ভাইরাস একই রকম আচরণ করবে না, সেটাই স্বাভাবিক। যে ইঁদুরগুলির উপরে এই গবেষণা চালানো হয়, প্রতিটি ইঁদুরই মারা গিয়েছিল। অনেক গবেষকই অবশ্য এই বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে বলে আগেই জানিয়েছিলেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      
     

  • Coronavirus Updates: করোনা সংক্রমণ কমলেও জারি সতর্কতা, কতটা মারাত্মক নয়া ভ্যারিয়েন্ট?

    Coronavirus Updates: করোনা সংক্রমণ কমলেও জারি সতর্কতা, কতটা মারাত্মক নয়া ভ্যারিয়েন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: কমল করোনা সংক্রমণ। সংক্রমিতের সংখ্যা ১৬ হাজার থেকে ১৩ হাজারে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন। সোমবার সংখ্যাটি ছিল ১৬ হাজার ১৩৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। এদিকে, ভারতে ফের করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে বলে দাবি ইজরায়েলি গবেষকদের।

    গত এক সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। অ্যাক্টিভ রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় ছড়িয়েছিল আতঙ্ক। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা বিধি জারি করেছিল কয়েকটি রাজ্য। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের গ্রাফ ছিল উর্ধ্বমুখী। তবে গত কয়েক দিনে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৫১৫ জন। দিন কয়েক আগে পর্যন্তও সংখ্যাটি ছিল তিন হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় কেরলে সংক্রমিত হয়েছেন ৩৩২২জন। সংখ্যাটা পৌঁছে গিয়েছিল চার হাজারের ঘরে। সংক্রমণ কমেছে তামিলনাড়ুতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ২৬৫৪ জন। ওই সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গে সংক্রমিত হয়েছেন ১১৩২ জন। যা আগের তুলনায় অনেকটাই কম।

    আরও পড়ুন : সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ পার, ফের ভয় ধরাচ্ছে করোনা!

    এদিকে, সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে একদল ইজরায়েলি গবেষক। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গ সহ ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। ভারতের ১০টা রাজ্যে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। ওই গবেষকদের দাবি, ২ জুলাই পর্যন্ত ভারতের যে রাজ্যগুলিতে করোনার এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে, সেগুলি হল মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ এবং তেলঙ্গানা।

    আরও পড়ুন : ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ছে উদ্বেগও, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    তবে কেবল ভারত নয়, বিশ্বের আরও সাতটি দেশেও করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে বলেও শোনা যাচ্ছে। তবে আইসিএমআরের গবেষকদের দাবি, করোনার নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনই এত উদ্বেগের কিছু নেই। কারণ যে ভ্যারিয়েন্টের কথা ইজরায়েলি গবেষকরা জানাচ্ছেন, সেই ভ্যারিয়েন্টের তেমন তেজ নেই। সংক্রমিত রোগীদের মধ্যে সামান্য উপসর্গই দেখা গিয়েছে। ওই ভ্যারিয়েন্টের সংক্রমণে কারও মৃত্যু হয়নি। তাই এখনই দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেই দাবি আইসিএমআরের গবেষকদের।

     

LinkedIn
Share