Tag: Neymar

Neymar

  • AFC Champions League : ভারতে আসছেন নেইমার! চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি-আল হিলাল এক গ্রুপে

    AFC Champions League : ভারতে আসছেন নেইমার! চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি-আল হিলাল এক গ্রুপে

    মাধ্যম নিউজ ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) গ্রুপ ডি-তে সৌদি আরবের আল হিলাল ক্লাবের বিরুদ্ধে খেলবে ভারতের মুম্বই সিটি এফসি। সম্প্রতি রেকর্ড টাকায় সৌদি আরবের এই ক্লাবেই সই করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফলে স্বপ্ন পূরণ হতে পারে ভারতীয় ফুটবলপ্রেমীদের। ভারতে আসতে পারেন নেইমার। পুনেতে হবে এই খেলা। ২০২৩-২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চলবে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত।

    কোন গ্রুপে খেলবে মুম্বই

    বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ওয়েস্ট জোন গ্রুপ ডিতে সৌদির আল হিলাল, ইরানের ক্লাব এফসি নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব পিএফসি নববাহর নামানগানের সঙ্গে রয়েছে ভারতের মুম্বই সিটি (Mumbai City FC)। এখনও নিশ্চিত না হওয়া গেলেও আল হিলালের (Al Hilal) হয়ে খেলতে ভারতে আসতে পারেন ব্রাজলিয়ান তারকা নেইমার (Neymar)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই হোম ম্যাচগুলি খেলবে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে। সৌদির ক্লাব আল হিলাল হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। চার বার এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদের। পিএসজি থেকে সম্প্রতি সেই ক্লাবেই যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকাকে নায়কের মতো করে বরণ করেছে এশিয়ার ক্লাবটি।

    আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট কবে থেকে, কীভাবে মিলবে? আইসিসি জানালো সমস্ত খুঁটিনাটি

    একঝাঁক তারকা ফুটবলার 

    দেশের ফুটবলপ্রেমীরা আশা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরের হয়ে খেলতে ভারতে আসবেন। তবে, রোনাল্ডোর ক্লাব আল নাসের পড়ল অন্য গ্রুপে। যদি নেইমার না-ও আসেন, তা হলেও আন্তর্জাতিক ফুটবলের একাধিক তারকাকে খেলতে দেখার সুযোগ রয়েছে দেশের ফুটবল অনুরাগীদের। কারণ, আল হিলাল সম্প্রতি অনেক ফুটবলারকেই সই করিয়েছে।  ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচকেও হিলালের জার্সি গায়ে দেখা যাবে। এ ছাড়া সৌদি আরবের জাতীয় দলে খেলা একাধিক ফুটবলার তো রয়েছেনই। তার মধ্যে বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে যে দু’জন গোল করেছিলেন, সেই আল-সেহরি এবং আল-দাওয়াসারি রয়েছেন আল হিলালে। গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বই। ড্রয়ের আগে মুম্বইয়ের কোচ দেস বাকিংহাম বলেছিলেন, তাঁর দলের ফুটবলাররা ‘বিশ্ব সেরা’ ফুটবলারের মুখোমুখি হতে তৈরি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন লিওলেন মেসি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন তিনি। শনিবার ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামেন লিও। ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন তিনি।

    অভিষেকেই গোল

    মেসির অভিষেক ম্যাচের সাক্ষী থাকতে মাঠে প্রচুর তারকা এসেছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে।

    অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি। ম্যাচ শেষের পর মেসি বলেন, “আমি জানতাম যে, গোল আমাকে করতেই হবে। খেলার একদম শেষ পর্যায় ছিল ওটা। গোল করতে চেয়েছিলাম যাতে খেলা পেনাল্টিতে না গড়ায়। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস দেবে এই জয়।”

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    ছেলের নাম রাখবেন মেসি

    অন্যদিকে বন্ধু মেসির নামে নিজের ছেলের নাম রাখবেন বলে জানালেন, ব্রাজিলীয় তারকা নেইমার। ২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। এরপর একাধিকবার ক্লাব বদল হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। মেসি-নেইমারের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি। দিনদিন গভীর হয়েছে সেই সম্পর্ক।

    মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল নেইমারের। তাদের বন্ধুত্ব কতটা গভীর তা বোঝা গেল নেইমারের এক মন্তব্যে। ভবিষ্যতে যদি ছেলেসন্তানের বাবা হন তাহলে তার নাম এখনই ঠিক করে ফেলেছেন ব্রাজিল সুপারস্টার! নেইমার জানান ছেলে হলে নাম রাখবেন মেসি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! ফুটবলপ্রেমীদের জন্য এক সুখবর! ফুটবলের দুই মহাতারকা আজ ফের মুখোমুখি হতে চলেছেন। কিছু সময় পরেই আরও একবার বিশ্ব ফুটবলের সেরা ডুয়েল মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব (Messi vs Ronaldo)। আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) এবং পোর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আজ, পিএসজির (PSG) বিরুদ্ধে রিয়াধে এক প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত দল সৌদি আরব অলস্টার একাদশ। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে শুধু মেসি নন, প্যারিসের ক্লাব দলটির হয়ে খেলবেন নেইমার, এমবাপেরাও।

    সিআর ৭-এর সৌদি আরবের ক্লাবের হয়ে প্রথম ম্যাচ

    বিশ্বকাপের পর রোনাল্ডো সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলেননি রোনাল্ডো। আজ, তিনি আল নাসেরের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন, তাও আবার মেসির বিরুদ্ধে। আজকের প্রতিপক্ষ মেসির পিএসজি। প্রায় তিন বছর পর ফের মেসি-রোনাল্ডো মুখোমুখি। থাকবেন কিলিয়ান এমবাপে নেইমাররাও। সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই টিকিট নিয়ে শুরু হয়েছিল হাহাকার। শোনা গিয়েছে নিলামের মাধ্যমে ম্যাচের একটি টিকিট বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়। আর এমনি টিকিট পাওয়া গিয়েছে সাড়ে চার কোটিতে। তবে কবে, কোথায়, কখন এই খেলা দেখতে পাবেন, জেনে নিন।

    আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    কোথায় হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    কখন ম্যাচ শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ।

    কোন চ্যানেলে দেখা যাবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    এই খেলা ভারতের কোনও টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে পিএসজি টিভি ওয়েবসাইট (PSGTV), পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়ান ফুটবল অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: কান্নায় ভাসলেন নেইমার! ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ক্রোয়েশিয়া

    FIFA World Cup: কান্নায় ভাসলেন নেইমার! ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ক্রোয়েশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে ইন্দ্রপতন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করল ক্রোয়েশিয়া। স্বপ্নভঙ্গ নেইমারদের(Neymer)। স্বপ্নভঙ্গ অসংখ্য ফুটবলপ্রেমীর। কলকাতার অনেক ঘরেই আর রাত জাগবে না ব্রাজিল ভক্তেরা। হতাশার স্বস্তি। তাঁদের কাছে বিশ্বকাপ যেন শেষ। এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল ব্রাজিল। সবাই তাঁদের এগিয়ে রাখছিল। কিন্তু মুহূর্তের অসাবধানতায় সব হারাল ব্রাজিল। পেনাল্টি শ্যুটআউটে ২-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেকাওরা। 

    কোয়ার্টারেই বিদায় ব্রাজিল

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০০২ সালে শেষ বিশ্বকাপ জেতার পর থেকে এই নিয়ে মোট চার বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নিল ব্রাজিল। প্রতি বারই ইউরোপের কোনও দলের কাছে হেরেছে তারা। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে, ২০১০ নেদারল্যান্ডসের কাছে, ২০১৮ সালে বেলজিয়ামের কাছে, ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিল ব্রাজিল।

    ম্যাচের নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। অতিরিক্ত সময়ে ব্রাজিলের নেইমার গোল করলেও শেষ দিকে সমতা ফেরান ব্রুনো পেটকোভিচ। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ বাঁচিয়ে দেন রড্রিগোর শট। চতুর্থ শটে মার্কুইনোস পোস্টে মারেন। ক্রোয়েশিয়া চারটিতেই গোল করেছে। 

    আরও পড়ুন: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করতে থাকে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে খেলার জন্য একটুও খোলা জায়গা দিচ্ছিল না তারা। বলের নিয়ন্ত্রণ বেশি ছিল ক্রোয়েশিয়ার পায়ে। অপেক্ষার মুহূর্ত শেষ হয় ১০৫ মিনিটে। নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠ থেকে মুভ শুরু করেছিলেন নেইমারই। প্রথমে পাস খেলেন পেড্রোর সঙ্গে। সেখান থেকে নেইমার বল পায়ে দেন পাকুয়েতাকে। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ান নেইমার। ব্রাজিলের জার্সিতে এই নিয়ে ৭৭ গোল করলেন নেইমার। ছুঁলেন পেলেকে। এতদিন পেলে ছিলেন ব্রাজিলের সর্বাধিক গোলদাতা। এবার তাঁর সঙ্গে নেইমারের নামও যুক্ত হল।

    ব্রাজিল ভেবেছিল তাঁরা সেমিফাইনালে উঠে গিয়েছে। মুহূর্তের অসাবধানতায় গোল খেয়ে বসে তাঁরা। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। খেলা গড়ায় টাইব্রেকারে। জাপানের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি হয়ে উঠেছিলেন দলের ত্রাতা। তিনটি শট বাঁচিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ডমিনিক লিভাকোভিচ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে আরও এক বার পাহাড় হয়ে দাঁড়ালেন ক্রোয়েশিয়ার ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গোলরক্ষক। ১২০ মিনিটের খেলায় তাঁকে এক বারই মাত্র পরাস্ত করতে পারলেন নেইমাররা। লিভাকোভিচের হাত ধরে এই নিয়ে পরপর ২ বার বিশ্বকাপের সেমিতে পৌঁছল ক্রোয়েশিয়া। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • FIFA World Cup: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    FIFA World Cup: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হেক্সার স্বপ্ন এবারও অধরা থেকে গেলো ব্রাজিলের। খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে নেইমারদের। শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাউ হাউ করে কাঁদতে দেখা গেলো নেইমারকে। তাঁর যন্ত্রণা আরও বেশি কারণ তিনি দুরন্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। মনে হয়েছিল নেইমারের গোলেই সেমিতে জায়গা করে নেবে ব্রাজিল। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে গোল শোধ করে লড়াইয়ে ফিরে আসে ক্রোয়েশিয়া।

    তিতের ইস্তফা

    ব্যর্থতার দায় নিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিতে। ২০১৬ সাল থেকে তিনি ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন। কাতার বিশ্বকাপের পর তিনি যে আর কোচ থাকবেন না, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিতে। সেই মতোই বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যেতেই তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। তিতে বলেছেন, “আমি এত দিন ধরে যা বলে এসেছি সেটাই করেছি। তাই আমার সিদ্ধান্ত নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই যোগ্য।” তবে প্রশ্ন উঠছে কেন নেইমারকে টাইব্রেকারে শট মারতে দেওয়া হলো না? জবাবে তিতে বলেছেন, “আমি পঞ্চম শটের জন্য সেরা খেলোয়াড়কে রেখে দিয়েছিলাম। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেলো।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    আর কি খেলবেন নেইমার?

    ব্রাজিলের হয়ে কি আর খেলতে দেখা যাবে না নেইমারকে? জল্পনা তুঙ্গে। কারণ, ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলে নিতে পারেননি নেইমার। শিশুর মতো মাঠে তিনি কাঁদতে থাকেন। তাঁকে সান্তনা দিতে এগিয়ে আসেন সতীর্থরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন , “সত্যি জানি না কী করবো। এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। আমি ঠিক ভাবে কিছুই ভেবে উঠতে পারছি না। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে আর নামবো কি না বলতে পারছি না এখনই। আমাকে ভাবতে হবে কি করব। সত্যি ব্রাজিলের হয়ে আর খেলা উচিত কি না সেটা ভেবে দেখতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্লক-ব্লাস্টাক শুক্রবার। তবে বলিউডের নয় ফিফা বিশ্বকাপের। শেষ চারের লক্ষ্যে আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে যেমনভাবে দ্বিধাবিভক্ত বাংলার ফুটবলপ্রেমীরা। একইভাবে বাঙালি গলা ফাটায় ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে। মেসি না নেইমার তর্ক চলতেই থাকে। তবে আজ দুই দল একে অপরের মুখোমুখি নয়। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। 

    কী বলছেন স্কালোনি

    চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত লিয়োনেল মেসিদের কাছে কঠিনতম ম্যাচ হতে চলেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ম্যাচের আগে কোচ লিয়োনেল স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা।  দি মারিয়া, লাউতারো মার্তিনেসের পাশাপাশি চোট রয়েছে রড্রিগো দি পলের। কী ভাবে সামাল দেবেন, সেটাই এখন চিন্তা স্কালোনির। তার মাঝেই নেদারল্যান্ডসের কোচ লুইস ফান হাল হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, শুক্রবার তাঁরা নামবেন প্রতিশোধের লক্ষ্যেই। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গিয়েছিল নেদারল্যান্ডসের। তার আগে ১৯৭৮ সালের ফাইনালেও আর্জেন্টিনার কাছে হারে তারা। ২০১৪-তেও নেদারল্যান্ডসের কোচ ছিলেন ফান হাল। তিনি বলেছেন, “২০১৪-য় হারের যে তিক্ত স্বাদ পেতে হয়েছিল আমাদের, তা শুক্রবার মিটিয়ে দিতে চাই। আমার মতে, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু শুক্রবার থেকেই আমাদের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে। আগের ম্যাচগুলোর কোনও গুরুত্ব ছিল না সেটা বলছি না। কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল এমন দল যাদের সঙ্গে অতীতের কোনও দলেরই তুলনা চলে না।”

    অন্যদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে আলাদা করে মেসির কোনও ভূমিকা থাকছে কি না সেই প্রসঙ্গে স্কালোনি বলেছেন, “লিয়ো এমনিতেই বাকিদের থেকে আলাদা। মাঝে মাঝেই ওর ভূমিকা বদলে যায়। কিন্তু এখনই সব বলে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিতে চাই না। আমরা যে সব ম্যাচ খেলেছি সেগুলো নিশ্চয়ই প্রতিপক্ষ দেখেছে।”

    কী বলছেন তিতে 

    শুক্রবার কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর সেলেকাওরা এখন মোটামুটি ছন্দে রয়েছে। তবে ক্রোয়েশিয়ার রক্ষণ এবং ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা ব্রাজিলের কোচ তিতেকে ভাবাচ্ছে। তিতের কথায়, “ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভাল। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। ধৈর্য রাখতে পারেন এবং উচ্চ পর্যায়ে খেলার জন্য যেটা দরকার সেটা রয়েছে। তবে আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভাল খেলবে তারাই জিতবে।” সঙ্গে রয়েছে চোট সমস্যাও। ডিফেন্ডার আলেক্স সান্দ্রো এখনও ফিট নন। বৃহস্পতিবার তিনি অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। সান্দ্রো সম্পর্কে তিতে বলেছেন, “ও দুপুরে অনুশীলন করবে। তবে না খেলার সম্ভাবনাই বেশি। ওর চোট একটু আলাদা। ফেরার আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছু কাজ বাকি। ডাক্তাররা অনুমতি দিলে তবেই ও খেলতে পারবে।”

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    কখন কার ম্যাচ

    ম্যাচ: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

    সময়: ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা

    স্থান: এডুকেশন সিটি স্টেডিয়াম

    ম্যাচ: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

    সময়: ভারতীয় সময় রাত সাড়ে ১২টা

    স্থান: লুসাইল স্টেডিয়াম

  • FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নেমেছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল। নেইমার ফিরে আসায় ব্রাজিল যেন তার ছন্দে ফিরে এসেছে। এদিনের ম্যাচে ব্রাজিলের কাছে এক মুহূর্তও টিকতে পারেনি সাউথ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলের চার গোল। ম্যাচ ছিল ৯০ মিনিটের। কিন্তু ৪৫ মিনিটেই শেষ করে দিলেন রিচার্লিসনরা। ফলে সাউথ কোরিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ব্রাজিল। সাম্বা-ঝড়ে খুঁজেই পাওয়া গেল না কোরিয়ানদের।

    প্রথমার্ধেই চার গোল ব্রাজিলের

    প্রথম একাদশে খেলেছেন নেইমার। যা দেখে উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকেরা। এদিন ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন, পাকুয়েতা। ম্যাচের শুরুর সাত মিনিটেই গোল দিয়ে শুরু করেন ভিনিসিয়াস। তিন মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। আর পেনাল্টি থেকেই গোল করেন নেইমার। সাউথ কোরিয়ার সঙ্গে ব্যবধান বেড়ে হয় ২-০। নেইমারের দুরন্ত শট বাঁচানোর ক্ষমতা ছিল না কোরিয়ান কিপারের। ফলে ম্যাচের ১৩ মিনিটেই নেইমার গোল করেন। এরপর ২৯ মিনিটে গোল করেন রিচার্লিসন। ত্রিশ মিনিটের মধ্যে ৩-০ করে ফেলল ব্রাজিল। কোরিয়ানদের দেখে মনে হচ্ছিল, তাদের ম্যাচ বুঝে ওঠার আগেই একের পর এক গোল করে চলেছে ব্রাজিল ব্রিগেড। এরপর পাকুয়েতার দুরন্ত একটি গোলে ৪-০ করল ব্রাজিল।

    আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    দ্বিতীয়ার্ধের শুরুতেও নেইমারদের আক্রমণাত্মক মেজাজেই দেখাচ্ছিল। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল তাঁরা। তবে তা কার্যকরী হয়নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও চেষ্টা করে চলেছিল গোল করার। কিন্তু বিফলে যায়। এরপর ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার হয়ে উদ্বোধনী গোলটি করে পাইক সেউং-হো। ১-৪ করল দক্ষিণ কোরিয়া। শেষের দিকে হালকা মেজাজেই খেলতে যায় ব্রাজিলকে। আর তারই সুযোগ নিয়ে ফেল সাউথ কোরিয়া। তবে, শেষ পর্যন্ত শেষ আটে ব্রাজিলই পৌঁছে যায়। 

    নেইমারের রেকর্ড

    নেইমার এই গোলের হাত ধরেই ছুঁয়ে ফেললেন পেলেকে। সেই সঙ্গে ব্রাজিলের আরও এক কিংবদন্তি রোনাল্ডোর রেকর্ডও স্পর্শ করলেন তিনি। ব্রাজিলের তৃতীয় প্লেয়ার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এত দিন এই নজির ছিল পেলে এবং রোনাল্ডোর। সেই তালিকায় এ বার নাম লেখালেন নেইমারও।

    মুখোমুখি ক্রোয়েশিয়া ও ব্রাজিল

    সাউথ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের এই চারজন ম্যাচের ভাগ্য রচনা করে দিলেন প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। ফলে শেষ আটে পৌঁছে এবারে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার রাত সাড়ে আটটায় খেলবে ব্রাজিল৷ গ্রুপ পর্বে শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল ব্রাজিল সমর্থকদের মনে। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে সব চিন্তা দূর করে দিলেন নেইমাররা। তাদের আবার সেই পুরনো ছন্দেই দেখা যায়। এদিন ম্যাচ শেষে ফুটবল কিংবদন্তি পেলের সুস্থতা কামনা করেন ব্রাজিল দল। পেলের নাম লেখা ব্যানার নিয়ে দাঁড়ালেন সাম্বা বাহিনী।

  • Neymar: পেলের আরও কাছে নেইমার! দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল

    Neymar: পেলের আরও কাছে নেইমার! দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে শুধুই কিংবদন্তী পেলে (Pele)। ফুটবল সম্রাটের রেকর্ড ভাঙতে দরকার আর মাত্র ৪টি গোল। পেলের দখলে ৭৭টি গোল। দেশের হয়ে ১১৮টি ম্যাচে ৭৩টি গোল করে ফেললেন নেইমার (Neymar)। শুক্রবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল (Brazil)। দেশের হয়ে খেলতে নেমে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র করলেন জোড়া গোল। আর ৪টি গোল করলেই পেলেকে টপকে গিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বকালের র্সর্বোচ্চ গোলদাতা হবেন নেইমার। 

    দক্ষিণ কোরিয়ার (South Korea) রাজধানী সিওলে আয়োজিত এই ম্যাচে তিতের প্রশিক্ষণাধীন ব্রাজিলের বিরুদ্ধে প্রতি-আক্রমণের রণনীতি নিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণ শানিয়ে কোরীয়দের আক্রমণে আসার রাস্তা বন্ধ করে দেন ম্যাচের নায়ক নেইমার, ফিলিপে কুতিনহোরা।

    আরও পড়ুন: ধোনির নামে এফআইআর! কী দোষ ক্যাপ্টেন কুলের

    সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন রিচার্লিসন। কিন্তু এই গোলের পরে আক্রমণের বদলে সাময়িক ভাবে অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে শুরু করেছিলেন থিয়াগো সিলভারা। সেই সুযোগেই পাল্টা প্রতি-আক্রমণ শানিয়ে ১-১ করে ফেলে দক্ষিণ কোরিয়া। ডান পায়ের জোরাল শটে তাদের হয়ে সমতা ফেরান হুয়াং উই-জো।

    এই গোল খেয়েই জেগে ওঠে ব্রাজিল। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকেন রাফিনহা, দানি আলভেস, লুকাস পাকুয়েতারা। যার ফলে চাপ বাড়তে থাকে দক্ষিণ কোরিয়া রক্ষণে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন নেইমার। ৫৭ মিনিটে ফের সান্দ্রোকে কোরিয়া বক্সে ফাউল করা হলে রেফারি ফের পেনাল্টি দেন। এবার কোরিয়ার গোলকিরক্ষককে বিভ্রান্ত করে গোল করেন নেইমার। এই পেনাল্টি নেওয়ার সময়ে প্রথমে বাঁ দিকে সরে দিয়েছিলেন নেইমার। কিন্তু চোখ রেখেছিলেন বিপক্ষ গোলকিপারের উপর। তার পরে মাটিতে গড়ানো শটে গোলকিপারকে দাঁড় করিয়ে ৩-১ করেন তিনি। অথচ ম্যাচের আগের দিন অনুশীলনের সময় ডান পায়ে চোট পাওয়ায় নেইমারের খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে তারকা দ্যুতি ছড়িয়েছেন তিনি। ম্যাচে নেইমার ছাড়াও গোল করেছেন রিচার্লিসন, ফিলিপ কুতিনহো এবং গাব্রিয়েল জেসুস।

LinkedIn
Share