Tag: Nirmala Sitharaman

Nirmala Sitharaman

  • Union Budget: ‘ঐতিহাসিক বাজেট’ নিয়ে জন দরবারে যাচ্ছে বিজেপি, জানুন বিশদে  

    Union Budget: ‘ঐতিহাসিক বাজেট’ নিয়ে জন দরবারে যাচ্ছে বিজেপি, জানুন বিশদে  

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজেট (Union Budget) হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে। মোদি সরকারের (PM Modi) এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই সেবার বাজেট পেশ হবে না, হবে ভোট অন অ্যাকাউন্ট পেশ। তবে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) যে বাজেট পেশ করেছেন, তাতে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এবারের বাজেটকে তিনি ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। সেই ঐতিহাসিক বাজেট নিয়ে এবার জনতার দরবারে হাজির হচ্ছে বিজেপি (BJP)। জানা গিয়েছে, বুধবার থেকে ১২ দিন ধরে দেশব্যাপী প্রচার শুরু করবে গেরুয়া শিবির।

    প্রচারে পদ্মশিবির…

    দলের একটি সূত্রের মতে, ১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট নিয়ে দেশব্যাপী প্রচার করবে পদ্ম শিবির। এ জন্য একটি কমিটি গঠন করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদিকে। ৪ এবং ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অফিসার এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী সহ ৫০টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাজেট নিয়ে একটি সম্মেলন করবেন। এর পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা আগামী দু সপ্তাহ সারা দেশে সম্মেলন এবং জনসভা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে বাজেট এবং এর সুবিধাগুলি নিয়ে আলোচনা করবেন।

    আরও পড়ুুন: “আমি অমৃতকাল বাজেটে বিশ্বাস করি”, বললেন শুভেন্দু, কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?

    বিজেপির তৈরি এই কমিটিতে দলের জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কিষান মোর্চার সভাপতি রাজকুমার চাহার, বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য সহ বহু হেভিওয়েট নেতাকে সদস্য করা হয়েছে। সুশীল মোদির বিবৃতি অনুসারে, এই কমিটি দিল্লিতে দলের সদর দফতরে প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, ৪ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীরা, দলের সর্বভারতীয় পদাধিকারিরা সমস্ত রাজ্যের রাজধানী সহ ৫০টি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করবেন। দেশের অর্থনীতি বিশেষজ্ঞরা বাজেট নিয়ে সম্মেলন করবেন।

    জানা গিয়েছে, প্রতিটি রাজ্যে এই কর্মসূচির জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি এবং বিরোধী দলের নেতারা সাংবাদিক সম্মেলন করবেন। সব জেলায় সম্মেলনের আয়োজন করা হবে। বাজেটের (Union Budget) বিষয়গুলি পৌঁছে দেওয়া হবে ব্লকস্তর পর্যন্ত জনগণের কাছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Union Budget: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা! জানেন কী কী অস্ত্র কিনতে পারে ভারত?

    Union Budget: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা! জানেন কী কী অস্ত্র কিনতে পারে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারতের ওপর জোর দিয়ে বাজেটে প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩-২০২৪ সালের জন্য ঘোষিত বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে ১২.৯৫ শতাংশ। গতবারের ৫.২৫ লক্ষ কোটি থেকে তা বেড়ে হচ্ছে ৫.৯৪ লক্ষ কোটি টাকা!যার বড় অংশই ব্যয় হবে দেশে যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণের কাজে। 

    কোন খাতে কত বরাদ্দ

    অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, এবার এই বাড়তি বরাদ্দের ফলে ভারত আগামী দিনে তার সেনার জন্য আধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র কিনতে পারবে, কিনতে পারবে নতুন ফাইটার জেট, সাবমেরিন, ট্যাংক ইত্যাদি। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে। প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদনে বেসরকারি সংস্থা এবং স্টার্ট আপ সংস্থাকে সহায়তার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে আমেরিকা এবং চিনের পরেই ভারতের অবস্থান। এ বারও ভারতের সেই অবস্থান বহাল থাকবে বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুুন: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দের মধ্যে শুধু বেতন ও রক্ষণাবেক্ষণ খাতেই বরাদ্দ হয়েছে ২.৭০ লক্ষ কোটি টাকা।  রেভিনিউ এক্সপেন্ডিচার বাবদ বরাদ্দ হয়েছে ২.৩৯ লক্ষ কোটি টাকা। প্রতিরক্ষা দফতরের পেনশন দেওয়ার খাতে বরাদ্দ হয়েছে ১.৩৮ লক্ষ কোটি টাকা। এ বছর আর্মড ফোর্সেস মডার্নাইজেশন বাজেটেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সেখানে ১.৫২ লক্ষ কোটি থেকে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১.৬২ লক্ষ কোটি টাকা। এই বরাদ্দ থেকে ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় দেশের মাটিতে তৈরি হওয়া অস্ত্রশস্ত্রও কেনা হবে।

    আধুনিক অস্ত্রের চাহিদা

    দেশের নিরাপত্তার খাতিরে নানান ধরনের আধুনিক অস্ত্র কিনতে চায় প্রতিরক্ষা বিভাগ। বায়ুসেনা চায় নতুন ফাইটার এয়ারক্র্যাফ্ট। দেশে নির্মিত ফাইটার জেটও কিনতেআগ্রহী বায়ুসেনা। ফ্রান্স থেকে ফাইটার জেট কিনতে চায় নৌসেনা। লাদাখ সীমান্তে চিনের মোকাবিলা করার জন্য  সেনাবাহিনী চায় লাইট ট্যাংক,আর্টিলারি গান-এর মতো আধুনিক অস্ত্র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget: প্রবীণ নাগরিকদের পাশেও মোদি সরকার, বাজেটে বাড়ল সুদের হার, বিনিয়োগের সীমা

    Union Budget: প্রবীণ নাগরিকদের পাশেও মোদি সরকার, বাজেটে বাড়ল সুদের হার, বিনিয়োগের সীমা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার পেশ হল নরেন্দ্র মোদি (PM Modi) সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই সেবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না। পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। প্রতিবারের মতো এবারও যে মধ্যবিত্ত-ফ্রেন্ডলি বাজেট পেশ হবে তার ইঙ্গিত মিলেছিল আগেই। খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) দিন কয়েক আগে বলেছিলেন, আমি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি। মধ্যবিত্তদের সমস্যাটা আমি বুঝি।

    সুদের হার…

    এবারের বাজেট যে আগের বারের চেয়ে আরও ভালো বাজেট হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়ও। সেই মতো এদিন পেশ হয়েছে মধ্যবিত্ত-ফ্রেন্ডলি বাজেট। এবারের বাজেটে সিনিয়র সিটিজেনদের বিরাট সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ঊর্ধ্বসীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করেছে। এর অর্থ হল, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। পোস্ট অফিসে সঞ্চয়ের ক্ষেত্রেও প্রবীণ নাগরিকদের ছাড় দিয়েছে কেন্দ্র। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার আগে ছিল বার্ষিক ৭.৪ শতাংশ। এবার তা বেড়ে হল ৭.৬ শতাংশ। এছাড়া, মহিলাদের জন্য একটি নতুন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, আজাদি কা অমৃত মহোৎসব মহিলা সম্মান বাচত পত্রও চালু করবে সরকার।

    আরও পড়ুুন: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    প্রসঙ্গত, এদিন ছিল মোদি সরকারের নবম বাজেট (Union Budget)। প্রতিবারের মতো এবারও বেলা ১১টায় নির্দিষ্ট সময়ে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটের শুরুতেই প্রবীণদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বরাদ্দ টাকা বাড়ানোর কথা বলেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতি অনেকখানি সামলে উঠেছে ভারত। নির্মলা সীতারামন জানান, বিশ্বের তুলনায় অর্থনৈতিকভাবে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। এখন ভারতকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখছে বিশ্ব। তিনি জানান, বর্তমানে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ শতাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget 2023: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    Union Budget 2023: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ‘অমৃত কালের প্রথম বাজেট’-কে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, স্বাধীনতার অমৃতকালের প্রথম বাজেট এটি। যা বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই বাজেট একটি উন্নত ভারত গড়ার জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করবে ও দরিদ্র, মধ্যবিত্ত, কৃষকসহ উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় সমাজের স্বপ্ন পূরণ করবে।

    বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য

    বুধবার সংসদের অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন। এরপরেই একটি ভিডিও বার্তা প্রকাশ করে বাজেটের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, “নির্মলাজি এবং তাঁর দলকে এই ঐতিহাসিক বাজেট পেশের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। অমৃত কালের প্রথম বাজেট এটি। এই বাজেট উন্নত ভারত গড়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। এটিতে বঞ্চিতদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত মানুষ এবং কৃষক সহ একটি উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে।”

    আরও পড়ুন: মোদিকে আমন্ত্রণ বাইডেনের, জুন-জুলাইয়ে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী

    তিনি বলেন, “পরম্পরা ধরে দেশের কয়েক কোটি বিশ্বকর্মা এই দেশকে নির্মাণ করে চলেছেন। এই সব বিশ্বকর্মার সৃজন ও পরিশ্রমকে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনিং, টেকনোলজি, মার্কেট সাপোর্ট দিয়ে সাহায্য করা হবে। পিএম বিকাশের মাধ্যমে এই কাজ করা হবে। যার জেরে কোটি কোটি বিশ্বকর্মার জীবনে বিশাল পরিবর্তন আসবে।”

    এবারের বাজেটে মহিলাদের জীবন উন্নত করার জন্য সরকারের প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “শহর থেকে গ্রামে মহিলাদের জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে। মহিলা স্বনির্ভর গ্রুপ যা ভারতে নিজেদের অনেক বড় জায়গা করে নিয়েছে। এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের মহিলাদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করা হবে।”

    তিনি আরও বলেছেন, “ডিজিটাল পেমেন্টের সাফল্যকে কৃষিক্ষেত্রেও আনতে হবে এবং এর জন্য ডিজিটাল এগ্রিকালচার পরিকাঠামোর প্রকল্প গ্রহণ করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেছেন, পরিকাঠামো উন্নয়নে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।                      

  • Union Budget: রেলের জন্য রেকর্ড বরাদ্দ! বাজেটে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকার ঘোষণা অর্থমন্ত্রীর

    Union Budget: রেলের জন্য রেকর্ড বরাদ্দ! বাজেটে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকার ঘোষণা অর্থমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যবিত্তদের ভরসাযোগ্য যান রেলে বিপুল বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশ করতে গিয়ে নির্মলা বলেছেন, ‘‘এর আগে কখনও ভারতীয় রেল এত বরাদ্দ পায়নি।’’ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন রেলপথ তৈরি, আরও রেলপথের বৈদ্যুতিকরণ, রেলস্টেশন এবং ট্রেনের পরিচ্ছন্নতা, রেলের পরিকাঠামোর উন্নতি, রেল সুরক্ষা ব্যবস্থা, নতুন আরও বন্দে ভারত ট্রেন, বুলেট ট্রেন এবং হাইড্রোজেন জ্বালানিতে ট্রেন চালানোর খাতে খরচ করা হবে বরাদ্দ অর্থ।

    রেলের জন্য সর্বোচ্চ বরাদ্দ

    অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছিল, আগামী ১০ বছরে রেলে বিশাল পরিমাণ খরচ হতে চলেছে। ২০১৪ সাল পর্যন্ত, রেলে বরাদ্দের পরিমাণ ছিল বাৎসরিক ৪৫ হাজার ৯৮০ কোটি টাকা পর্যন্ত। এবার তা বাড়ানো হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তা থেকেই এবারের বাজেটে যে  রেলের গুরুত্ব বাড়তে চলেছে তা অনুমান করেছিলেন অর্থনীতিবিদদের একাংশ। কিন্তু বুধবার সেই অনুমানকে টপকে গিয়ে রেলের জন্য বড় বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সে অর্থে অনেক ক্ষেত্রে রেলের উন্নতি এখনও আটকে রয়েছে, তাই যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই বরাদ্দ, বলে জানান নির্মলা। ২০২৩ সালে রেলে আরও বেসরকারি বিনিয়োগ আসতে চলেছে বলে জানান অর্থমন্ত্রী।

    আরও পড়ুন: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    অর্থমন্ত্রী জানান, ভারতীয় রেল বিশ্বের অন্যতম দীর্ঘ বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক পরিষেবায় পরিণত হতে চলেছে। এই প্রক্রিয়ায় চলতি অর্থবর্ষে ১ হাজার ৯৭৩ কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আনা হয়েছে। যা গত অর্থবর্ষের তুলনায় ৪১ শতাংশ বেশি। এতদিন দেশের যে সব প্রান্তে রেল নেটওয়ার্ক সে অর্থে পৌঁছায়নি, এবার সেইসব জায়গাতেও পৌঁছে দেওয়া হবে রেল পরিষেবা। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের প্রকল্পে আরও নজর দেওয়া হবে। গত কয়েক বছরে রেল সংক্রান্ত বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। রেলকে দেশের জাতীয় আর্থিক উন্নতির ইঞ্জিন হিসাবে প্রতিষ্ঠা করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে রেলের বরাদ্দ ব্যয় অনেকখানি বৃদ্ধি পাওয়ারও কথা। তার জন্যই এই বিপুল বরাদ্দ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget: ডিজিটাল প্যান কার্ডই ব্যবসায়ীদের মূল পরিচয়পত্র, বড় ঘোষণা নির্মলার

    Union Budget: ডিজিটাল প্যান কার্ডই ব্যবসায়ীদের মূল পরিচয়পত্র, বড় ঘোষণা নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবসায়ীদের ক্ষেত্রে এবার প্যান কার্ডকেই (Union Budget) একমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। বুধবার বাজেটে পেশের সময় এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যবসায়ীদের নানা ক্ষেত্রে কেওয়াইসি’‌র জন্য সাধারণ পরিচয়পত্র হতে চলেছে প্যান কার্ড। এখন থেকে আর আলাদা করে কোনও তথ্য দিতে হবে না। এখন থেকে শুধু প্যান কার্ড পেশ করলেই হবে।    

    কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget) ঘোষণা করেন, এখন থেকে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য সমস্ত সরকারি সংস্থার ডিজিটাল লেনদেনের জন্য প্যান কার্ডকেই সাধারণ পরিচয়পত্র হিসাবে মেনে নিতে কোনও অসুবিধা নেই। অর্থমন্ত্রী আরও বলেন, যে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্যান কার্ড থাকতেই হবে। সব রকম ডিজিটাল লেনদেন এবং ব্যবসা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে প্যান কার্ডকেই একমাত্র মান্যতা দেবে কেন্দ্র। প্যান কার্ড অন্যতম প্রধান নথি হওয়ায় কর দেওয়ার পদ্ধতিও অনেকটাই সহজ হবে।

    প্রয়োজন পড়বে না ১৩টি পৃথক পরিচয়পত্রের 

    এতদিন ব্যবসার ক্ষেত্রে পিএফ, এসিক, প্যান, সিআইএন বা ট্যানের (Union Budget) মতো বেশ কিছু পরিচয়পত্রের প্রয়োজন পড়ত। কিন্তু পদ্ধতির সরলীকরণ করে একমাত্র প্যানকেই একমাত্র পরিচয় ঘোষণা করল কেন্দ্র। এখন থেকে আর ১৩টি পৃথক আইডির প্রয়োজন পড়বে না। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল ব্যবসায়িক ক্ষেত্রে প্যানকে সিঙ্গল উইন্ডো হিসেবে ব্যবহার করা। পরিকল্পনামাফিকই কাজ করল মোদি সরকার।

    এর ফলে, দেশে ‘ইজ় অব ডুয়িং বিজ়নেস’ বা ব্যবসা করার সুবিধা (Union Budget) আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কেওয়াইসি বা ‘নো ইয়োর কাস্টোমার’ প্রক্রিয়াও সহজ হবে। আয়কর বিভাগ থেকে ইংরাজি অক্ষর ও নম্বর মিলিয়ে ১০ অঙ্কের এই অনন্য নম্বর দেওয়া হয়। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নামে প্যান কার্ড দেওয়া হয়।

    আরও পড়ুন: ৭ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও আয়কর! দেখুন নতুন কর-তালিকা

    প্যান কার্ড একমাত্র পরিচয়পত্র হলে উপকৃত হবে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও (Union Budget)। পরিচয়পত্র নকল করার প্রবণতা কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এতে ব্যবসায়িক লেনদেনের জটিলতা কমবে এবং ব্যবহারও অনেকটাই সহজ হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Union Budget 2023: বাজেটে কীসের দাম বাড়ল আর কী কী কমল? এক নজরে

    Union Budget 2023: বাজেটে কীসের দাম বাড়ল আর কী কী কমল? এক নজরে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক দিয়েছেন তিনি। ইতিমধ্যেই করছাড়ের ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা। বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে আম জনতার মূলত নজর থাকে সেই দিকে। ফলে এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল।

    কোন কোন জিনিসের দাম কমল?

    • বুধবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, দাম কমতে পারে টিভি-চিমনির মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের। সেই সঙ্গে দাম কমতে পারে ক্যামেরা লেন্স, ব্যাটারি-সহ একাধিক জিনিসের।
    • দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলে বেশ খানিকটা কমবে টিভির দাম।
    • ক্যামেরার লেন্সের মত আরও বেশ কয়েকটি জিনিসেরও আমদানি শুল্কে ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে দাম কমবে ক্যামেরা লেন্সের।
    • মোবাইলের যন্ত্রাংশের উপর শুল্কের ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দামও।
    • বস্ত্র ও কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানি কর ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।
    • ইলেকট্রিক গাড়ির ব্য্যাটারির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় রয়েছে। ফলে সাইকেল, ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
    • বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারিও। ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার।
    • সস্তায় পাওয়া যাবে দেশে তৈরি খেলনাও।
    • শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দামও কমে যাবে।
    • দাম কমেছে হিরের গয়নারও।

    আরও পড়ুন: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    কিসের কিসের দাম বাড়ল?

    • ধূমপায়ীদের জন্য এটি সুখবর নয়। কারণ দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
    • চিন থেকে আমদানি করা খেলনার উপরেও শুল্ক বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়বে চিনের তৈরি খেলনার।
    • সোনা, রুপো, প্ল্যাটিনামের মত ধাতুর দাম বাড়ায় গয়না ও বাসনের দাম বাড়ছে।
  • Union Budget: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    Union Budget: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট সেভিংস স্কিম হিসেবে মহিলাদের জন্য নয়া যোজনার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছর ‘মহিলা সম্মান’ যোজনা চালুর কথা ২০২৩-২০২৪ সালের বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই যোজনায়  ২ বছরের জন্য ন্যুনতম ২ লক্ষ টাকা জমা রাখা যাবে। সুদের হার ৭.৫ শতাংশ। এই যোজনার নামকরণ করা হয়েছে, ‘মহিলা সম্মান বাচত পত্র।’

    এদিন বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই মহিলাদের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এটাই অমৃতকালের প্রথম বাজেট। এই বাজেটে মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সিনিয়র সিটিজেন স্কিম (SCSS) নিয়েও বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে ৪.৫ লক্ষের পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা রাখা যাবে।

    আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

     মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প 

    লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman) শেষ পূর্ণাঙ্গ বাজেট। মহিলাদের উন্নয়নের কথা সবসময় মাথায় রাখে মোদি সরকার এই প্রকল্প তারই প্রমাণ। অর্থমন্ত্রী বলেন যে, স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনে মহিলা সম্মান বচত পত্র ঘোষণা করা হচ্ছে। মহিলাদের জন্য একটি নতুন সঞ্চয় প্রকল্প এটি। এতে ২ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। ২ লক্ষ টাকা জমা করতে হবে। যার উপর ৭.৫ শতাংশ সুদ দেওয়া হবে। যেকোনও মহিলা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে টাকা তোলার শর্ত থাকবে। এবারের বাজেটে নারী কল্যাণে এটি একটি বড় পদক্ষেপ।

    নারীর ক্ষমতায়ন

    স্বনির্ভর গোষ্ঠীগুলির বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন- “নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন একটি সুযোগ যা উপরোক্ত ক্ষেত্রগুলিতে ফোকাস করে আমাদের দৃষ্টিভঙ্গি অর্জনে রূপান্তরিত হতে পারে৷ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা গ্রামীণ মহিলাদের ৮১ লক্ষ স্বনির্ভরতা প্রদান করেছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একত্র করে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। আমরা এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বড় উৎপাদনশীল উদ্যোগে পরিণত করব যাতে তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে সহায়তা করা যায়।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget 2023: ৭ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও আয়কর! দেখুন নতুন কর-তালিকা

    Union Budget 2023: ৭ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও আয়কর! দেখুন নতুন কর-তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হল মোদি ২.০ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই নিয়ে পঞ্চম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে নিয়ে এলেন মধ্যবিত্তদের জন্য সুখবর। এই বাজেটে প্রত্যাশা মতই ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৫ লক্ষ টাকা থেকে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ টাকা হল। অর্থাৎ বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড় পাওয়া যাবে। নতুন ট্যাক্স রেট অনুযায়ী, এখন ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর। ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর।

    বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

    নয়া আয়কর ব্যবস্থা অনুযায়ী, বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়। এ দিন বাজেট পেশের সময় এমনটাই ঘোষণা করলেন নির্মলা সীতারামন। উল্লেখ্য, এর আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ছিল আয়করে ছাড়। আজ সেটিই বৃদ্ধি করা হল। আর এর ফলে চাকরিজীবীদের অনেক স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। ফলে অনেকটাই সাশ্রয় হবে সাধারণ মানুষের।

    আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

    একনজরে নতুন কর কাঠামো জেনে নিন

    নতুন কর ব্যবস্থায়, ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে করের হার হবে শূন্য শতাংশ।

    ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৫ শতাংশ হারে।

    বাৎসরিক আয় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।

    ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ১৫ শতাংশ হারে।

    বাৎসরিক আয় ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা হলে কর দিতে হবে ২০ শতাংশ।

    ১৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৩০ শতাংশ হারে।

     

  • Union Budget 2023: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

    Union Budget 2023: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হল মোদি ২.০ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

    এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই বাজেটে—

    • হস্তশিল্পের জন্য নয়া প্রকল্প আনা হচ্ছে। নাম হবে ‘পিএম বিকাশ’। বাজেটে পেশে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এই শিল্পসামগ্রীর বিক্রির ব্যবস্থা করবে সরকার।

    • কৃষক, শিল্প সংস্থা এবং সরকারের মধ্যে মেলবন্ধন থাকবে। ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজ়ড করা হবে। কৃষকরা উৎপাদনের সঠিক দাম পাবেন।

    • দেশ জুড়ে ১৫৭টি নতুন নার্সিং কলেজের ঘোষণা নির্মলা সীতারামনের। শিশুশিক্ষায় জোর দিয়ে তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি

    • পশুপালন এবং মৎস্যচাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

    • প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা। ১ লক্ষ প্রাচীন লিপির ডিজিটালকরণ।

    • ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হল রেলের জন্য। জানালেন নির্মলা সীতারামন।

    • একলব্য মডেল আবাসিক স্কুল: আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। ঘোষণা করলে সীতারামন। যেখানে সাড়ে তিন লক্ষ জনজাতি পড়ুয়া পড়াশোনা করবে। 

    আরও পড়ুন: ‘সবার আগে দেশ, সব থেকে আগে দেশবাসী’, বাজেট প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

    • ডিজিটাল ক্ষেত্রে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

    • রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ আরও এক বছরের জন্য। 

    • মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। নাম ‘মহিলা সম্মানপত্র’। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে।

    • ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা। এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড়।

    • আগামী ৩ বছরে ১ কোটি কৃষককে স্বাভাবিক কৃষিকাজে সাহায্য দেব। তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদ্যোগ নেওয়া হবে

    • মধ্যবিত্তদের জন্য সুখবর।  বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হত না।

    • ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। ২৫ শতাংশ কমল আয়কর, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

    • নতুন ট্যাক্স রেটে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। ৩-৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর। ৬-৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর। ৯-১২ লক্ষ টাকাতে ১৫ শতাংশ আয়কর। ১২-১৫ লক্ষ টাকাতে ২০ শতাংশ আয়কর। ১৫ লক্ষের বেশিটাকাতে ৩০ শতাংশ আয়কর।
    • বিশেষ নজর জম্মু-কাশ্মীর,লাদাখ ও উত্তর-পূর্ব ভারতে। 

    • ৯.৬ কোটি রান্নার গ্যাসের কানেকশন উজ্জ্বলা যোজনায়।

    • ৫০টি নতুন এয়ারপোর্ট ও হ্যালিপ্যাড তৈরি হবে।

    • কিষাণ ক্রেডিট কার্ডের জন্য বারাদ্দ হল ২০ লক্ষ কোটি টাকা।

     

LinkedIn
Share