Tag: Nitish Rana

Nitish Rana

  • KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর (KKR)। বেগুনি জার্সিতে আবার নেতা হয়ে ফিরছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে চোটের কারণে শ্রেয়স খেলতে না পারায় নাইটদের ব্যাটন ছিল নীতীশ রানার হাতে। 

    নাইট-নেতা শ্রেয়স

    বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। তিনি জানান, শ্রেয়স আগামী মরসুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024)  খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

    গম্ভীর-শ্রেয়স আলোচনা

    ২০২২ সালের আইপিএল (IPL) মরসুমে শ্রেয়সকেই নেতা করা হয়েছিল। কিন্তু গত মরসুমে চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছিল মুম্বইয়ের ক্রিকেটারকে। এবার শ্রেয়স ফিরতে তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে। গত মরসুমের অধিনায়ক নীতীশ হয়েছেন সহ-অধিনায়ক। গম্ভীর মেন্টর হয়ে আসার পর শ্রেয়সের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও করেছেন। কীভাবে সাজানো হবে টিম, নিলামে কাদের দিকে নজর রাখা হবে, এই সমস্ত সিদ্ধান্তই শ্রেয়সকে সঙ্গে নিয়েই গৌতম নিয়েছেন। গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফির আলোয় ফেরানো। আর সেটা যে শ্রেয়সের মতো অভিজ্ঞ এবং পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনই করতে পারেন, ভালোই জানেন কেকেআর মেন্টর।

    আরও পড়ুন: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে?

    শ্রেয়সের লক্ষ্য

    আইপিএলের মঞ্চে ফিরতে পেরে খুশি শ্রেয়স। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় শ্রেয়স আইয়ারকে। নাইট (KKR) অধিপতি শ্রেয়স বলেছেন, ‘গত মরসুমে আমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। চোটের কারণে আমার ছিটকে যাওয়া তার মধ্যে একটা। আমার অবর্তমানে নীতীশ চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। শুধু তাই নয়, সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছিল। ওকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়ায় আমি যথেষ্ট খুশি। এতে আখেরে আমাদের টিমেরই লাভ হল। আমাদের এই জুটি আগামী মরশুমে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল আকুতি ইডেনের জনতার। রিঙ্কু… রিঙ্কু…শব্দব্রহ্ম তখন গ্যালারি জুড়ে। জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ১ বলে ২ রান। রিঙ্কু পারবেন, এই বিশ্বাস ছিল সমর্থকদের। কারণ, এই আইপিএলেই (IPL 2023) তিনি গুজরাটের বিরুদ্ধে অসাধ্য সাধন ঘটিয়েছিলেন শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে। এবারও হতাশ করলেন না বাঁহাতি রিঙ্কু। শেষ বলে তিনি বাউন্ডারি হাঁকিয়ে ফের জেতালেন দলকে। পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারানোর সুবাদে জেগে রইল প্লে-অফে ওঠার আশাও।  ১১ ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ ১০ পয়েন্ট। রয়েছে পঞ্চম স্থানে। 

    রিঙ্কুর বিশ্বাস

    ম্যাচ শেষে রিঙ্কু বলছিলেন, ‘আমি শেষ বল নিয়ে ভাবিনি। পাঁচ ছক্কার ম্যাচেও একইভাবে ব্যাট করেছিলাম। অর্শদীপের শেষ ডেলিভারিতে শট খেলেই দৌড়ে গিয়েছিলাম সিঙ্গলস নিতে। কারণ, মাথায় ছিল এক রান হলেও ম্যাচটা টাই হবে। তখন সুযোগ মিলবে আরও একবার। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে গিয়ে দেখলাম বলটা বাউরন্ডারি লাইন টপকে গিয়েছে। দলকে এমন একটা জয় এনে দিতে পেরে ভীষণই ভালো লাগছে। আসলে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুশীলনে অনেক পরিশ্রম করি। তারই সুফল পাচ্ছি।’

    রাসেল-রানার সার্টিফিকেট

    দলকে জিতিয়ে কেকেআর (IPL 2023) সমর্থকদের হৃদয় জিতলেন রিঙ্কু সিং। আর ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হলেন রাসেল। তবে তাঁর সামনেও ম্যাচ শেষ করার সুযোগ ছিল। ২ বলে যখন ২ রান দরকার, তখন অহেতুক সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন রাসেল। দল চাপে পড়ে যায়। কিন্তু কেন তিনি এমনটা করতে গেলেন? রাসেল জানিয়েছেন, ‘আমার ইচ্ছা ছিল রিঙ্কু ম্যাচটা ফিনিশ করুক। ও দুর্দান্ত এক ক্রিকেটার। ও ভালো ফিনিশারও। তাই সিঙ্গলস নিতে চেয়েছিলাম। তার আগে আমাদের মধ্যে আলোচনাও হয়েছিল। রিঙ্কু জিজ্ঞাসা করেছিল, তুমি যদি বলটা ব্যাটে লাগাতে না পারো, তাহলে কি দৌড়ে রান নেবে? আমি রাজি হয়েছিলাম। তবে জয়টা আমার ব্যাটেই আসা উচিত ছিল। কিন্তু অর্শদীপের ডেলিভারি ছিল অসাধারণ।’

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    কেকেআর অধিনায়ক নীতীশ রানাও প্রশংসায় ভরিয়েছে রিঙ্কু সিংকে। তিনি বলেছেন, ‘আগে ইডেনের গ্যালারি চিৎকার করত রাসেল, রাসেল বলে। এখন রিঙ্কু, রিঙ্কু করছে। একজন ক্রিকেটারের এর চেয়ে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    মাধ্যম  নিউজ ডেস্ক: ডু অর ডাই ম্যাচে (IPL 2023) সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মিকে ৫ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা এখনও খোলা রাখল নাইটরা।

    নীতীশের বাজি বরুণ

    শেষ ওভারে বাকি ছিল ৯ রান। এই পরিস্থিতিতে স্পিনারের হাতে বল দিয়ে বাজি ধরেন নাইট অধিনায়ক নীতীশ রানা। বাজি ১০০ শতাংশ সফল। ম্যাচ শেষে চওড়া হাসি অধিনায়কের মুখে। বৃষ্টি পড়ার ফলে হাত থেকে বল পিছলে যাচ্ছিল। তাই শেষ ওভারে বল বেশি ঘোরানোর চেষ্টাই করেননি বরুণ। উইকেটের সোজাসুজি বল করেই যে সফল হয়েছেন, তা ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বলেও দিলেন। তাঁর কথায়, ‘‘নীতীশ আমার হাতে যখন বল তুলে দেয়, হৃদস্পন্দন ২০০ ছাড়িয়ে গিয়েছিল মনে হয়। বুঝতে পারছিলাম না কী করা উচিত। লক্ষ্য করে দেখি মাঠের একটা দিক বড়। ব্যাটসম্যান যাতে সেই দিকে শট খেলার চেষ্টা করে, সেই অনুযায়ী বল করেছি। সেই ফাঁদে পা দিয়ে শট খেলতে যায় সামাদ। ওর উইকেট পাওয়ার পরেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি।’’

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    স্পিনেই আস্থা

    শেষ ওভারে কেন বরুণই পছন্দ? ম্যাচ শেষে নীতীশ বলেন, ‘‘ইনিংসের মাঝপথে আমরা কয়েকটা ওভারে বেশ রান খরচ করি। আমি শার্দুল ও বৈভবের হাতে সেই সময় বল তুলে দিয়ে একটা সুযোগ নিয়েছিলাম। ওরা দুই সেট ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠায়। এর ফলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারি। ওরা যদি আরও কয়েকটি ওভার ব্যাট করত, তাহলে আমাদের ম্যাচ জেতার আশা মাটি হয়ে যেত। সত্যি বলতে শেষ ওভারে স্পিনার না ফাস্ট বোলার, কাকে দিয়ে বল করাব, সেই নিয়ে আমার মনে দ্বিধা ছিলই। আমি শেষমেশ আমার স্পিনারের দক্ষতাতেই আস্থা রাখি। বরুণ ভাল বল করছিল। তাই আর ভাবিনি।” কেকেআরের পরের ম্যাচ ৮ মে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। প্লে-অফে (IPL 2023) যেতে গেলে ঘরের মাঠ ইডেনেও সেই ম্যাচ জিততে হবে নাইটদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের (IPL 2023) সামনে। বেঙ্গালুরুর বিরুদ্ধে শার্দূল ঠাকুর ও গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ম্যাচ জেতার পর কেকেআর সমর্থকরা ভেবেছিলেন, শুক্রবার ইডেনে হায়দ্রাবাদকে হেলায় হারাবে কেকেআর। কিন্তু নববর্ষে সমর্থকদের জয় উপহার দিতে ব্যর্থ নাইটরা। সানরাইজার্স জিতেছে ২৩ রানে। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগও হাতছাড়া করলেন নীতীশ রানারা। আপাতত চারটি ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ চার পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হায়দ্রাবাদেরও।

    ম্যাচ আপডেট

    ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও, নীতীশ রানার ৭৫ ও রিঙ্কু সিংয়ের ৩১ বলে অপরাজিত ৫৮ রান শেষ পর্যন্ত কেকেআরের জয়ের আশা জিইয়ে রেখেছিল। তবে শেষরক্ষা হয়নি। দলের পরাজয়ের কারণ ব্যখা করতে গিয়ে অঝিনায়ক নীতীশ বলেন, ‘আমরা পরিকল্পনা মতো বল করতে পারিনি। উইকেট যেমনই হোক, তবে ২২৮ রানটা অতিরিক্ত। আমাদের তারকা বোলাররা সকলেই ব্যর্থ। ইডেনের পিচে রান উঠবে জানতাম। দু’শো ধরেই এগোচ্ছিলাম আমরা। সেটা হলে ম্যাচটা জিতে যেতাম। কিন্তু আরও অতিরিক্ত ২৫-৩০ রান দেওয়াটাই ফারাক গড়ে দিল। তবে কাউকে দোষারোপ করছি না। কারণ, আজকে যারা এত রান দিল, তারাই কোনও না কোনও দিন ম্যাচ জিতিয়েছে। এটা খেলারই অঙ্গ। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

    অ্যাওয়ে ম্যাচ

    আইপিএলে (IPL 2023) দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার দুপুরের বিমানে মুম্বই উড়ে যাচ্ছে নাইট বাহিনী। হায়দ্রাবাদের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেকেআরের সামনে। ১৬ এপ্রিল তথা রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। তারপর দিল্লির বিরুদ্ধে খেলা বৃহস্পতিবার। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সঙ্গে ৩১ টি ম্যাচে কলকাতা মাত্র ৯টিতে জিতেছে। মুম্বইয়ের জয়ের সংখ্যা ২২। তবে এবার রোহিত শর্মাদের অবস্থা ভালো নয়। সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন নীতীশ রানার দল।

    রাসেলের চোট

    আন্দ্রে রাসেলের চোট নিয়ে শঙ্কিত সমর্থকরা। হায়দ্রাবাদ ম্যাচে বল করার সময় তাঁর পায়ে টান ধরেছিল। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি। বহু দিন পর বল করতে নেমে উইকেট পেয়েছেন রাসেল। ব্যাট হাতে কিছু করতে উঠতে না পারলেও তাঁর বোলিং মন জিতেছে সমর্থকদের। এখন প্রশ্ন হচ্ছ, রাসেল কি পরের ম্যাচে খেলতে পারবেন? কেকেআর অধিনায়ক নীতীশ রানা যা বললেন, ‘চোট গুরুতর নয়। প্রচণ্ড গরমের জন্য পায়ে টান ধরেছে। আশা করছি, ও পরের ম্যাচে সুস্থ হয়ে নামবে।’

  • IPL 2023: ভালো ফল নিয়ে আশাবাদী নাইট শিবির! আজ থেকে মোহালিতে প্রস্তুতি শুরু কেকেআর-এর

    IPL 2023: ভালো ফল নিয়ে আশাবাদী নাইট শিবির! আজ থেকে মোহালিতে প্রস্তুতি শুরু কেকেআর-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2023) অভিযানে বুধবার চণ্ডীগড়ে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে বিমানযাত্রার ধকল কাটাতে বুধবার সন্ধ্যায় টিমহোটেলেই বিশ্রাম নিলেন নীতীশ রানা (Nitish Rana), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ছেন কেকেআর ক্রিকেটারেরা। কেকেআর শিবির সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘণ্টাদুয়েক জিমে কাটাবেন রানা, উমেশ যাদব, রিঙ্কু সিংরা। তারপর সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা, তিন ঘণ্টা মোহালি স্টেডিয়ামে প্রস্তুতি সারবে কেকেআর।

    ভালো ফলের প্রত্যাশা

    নতুন অধিনায়ক, নতুন কোচ। নতুন মরসুমে (IPL 2023) কলকাতার জন্য ভালো কিছুর প্রত্যাশায় সমর্থকরা। ১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বারের টুর্নামেন্ট শুরু করছে কেকেআর। সাফল্যের আশায়, বুধবার মোহালি যাওয়ার আগে কালীঘাটে পুজো দেন নাইট অধিনায়ক ও কোচ। গত ১৫ বারের মধ্যে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। শেষ বার ২০১৪ সালে ট্রফি এসেছে। এর পর থেকে হতাশাই সঙ্গী। এ বারও টুর্নামেন্টের শুরুতে শ্রেয়স আইয়ারের চোট বড়সড় ধাক্কা। চোট রয়েছে কিউয়ি পেসার লকি ফার্গুসনেরও।

    সৌরভ ভক্ত নীতীশ

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত নতুন নাইট অধিনায়ক নীতীশ রানা অবশ্য সাফল্যের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, “নেতৃত্বের শিরোপা এখন লেগেছে ঠিক কথাই। কিন্তু গত দু–তিন বছর ধরে ক্যাপ্টেন ট্যাগ না থাকলেও লিডারশিপের ভূমিকায় ছিলাম। তাই আমার কাছে খুব একটা নতুন কিছু নয়। নাইট রাইডার্সের ক্যাপ্টেন হওয়া সম্মানের, গৌরবেরও বটে।” তাঁর কথায়, “দায়িত্ব নেওয়ার স্বভাব রয়েছে। শ্রেয়স সিনিয়র। দলের নেতা ছিল। ওর অভাব অনুভব করব। কিন্তু দল যে দিশায় চলছে তার জন্য ভাল ফলই আশা করছি।” অতীতে ব্যাটিংয়ে খানিকটা সৌরভের ধরন আনার চেষ্টা করেছেন। তাহলে নেতৃত্বে সৌরভের মতোই আগ্রাসী হবেন নীতীশ? উত্তরে নাইট অধিপতি বললেন, “আমি দাদার ভক্ত। তবে তাঁকে অনুকরণ নয়, অনুসরণ করতে চাই। আমি আমার মতো, দাদা অনুপ্রেরণা।”

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    উল্লেখ্য, এবছর আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ১ এপ্রিল অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। মোহালিতে কেকেআরের প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নাইট রাইডার্স ইডেনে তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Knight Riders: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    Kolkata Knight Riders: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরই বেজে যাবে আইপিএলের দামামা। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ষোড়শ সংস্করণ। প্রতিটা দলই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। তবে, চোটের কারণে শ্রেয়স আয়ার আকস্মিকভাবে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাওয়ায় শেষ বেলায় অধিনায়ক বাছতে হিমসিম খাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার ওপর দলের দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল-হাসান ও লিটন দাসকে তাদের দেশের বোর্ড এখনও পর্যন্ত ছাড়পত্র না দেওয়ায় দল নিয়েও সমস্যায় নাইট শিবির। এই প্রেক্ষিতে সোমবার নতুন অধিনায়ক ঘোষণা করে দিল নাইটরা।

    নাইট-নেতৃত্বে (Kolkata Knight Riders) নীতীশ রানা

    শ্রেয়সের জায়গায় কে হবেন কেকেআর (Kolkata Knight Riders) অধিনায়ক? গত কয়েকদিন ধরেই ভেসে আসছিল একাধিক নাম। ওয়েস্ট ইন্ডিজের ‘দ্রে রাস’ (দলে এই নামেই পরিচিত আন্দ্রে রাসেল) ও সুনীল নারিনের নাম যেমন অধিনায়কত্বের জন্য উঠে আসছিল, তেমনই শোনা যাচ্ছিল কিউয়ি অল-রাউন্ডার টিম সাউদি এবং বাংলাদেশি ব্যাটার লিটন দাসের নামও। যদিও, সব জল্পনার অবসান ঘটিয়ে দলের বাঁ-হাতি ব্যাটার নীতীশ রানাকেই দায়িত্ব দিল টিম ম্যানেজমেন্ট। 

    সোমবার এই মর্মে ঘোষণা করা হয় কেকেআর-এর (Kolkata Knight Riders) তরফে। কেকেআর তাদের বিবৃতিতে বলেছে, “আমরা আশাবাদী যে শ্রেয়স আয়ার শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আইপিএলের এবারের আসরে অংশ নিতেও পারেন তিনি। আমরা ভাগ্যবান যে নীতীশের অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। তিনি সাদা বলের ক্রিকেটে তার রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন এবং ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়েছেন। তিনি ভালো কাজ করবেন।”

    ২০১৮ সাল থেকে কলকাতার জার্সিতে খেলছেন রানা। দলের ভেতরের খবর, কেকেআর (Kolkata Knight Riders) কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এমন কাউকে চাইছিলেন অধিনায়ক করতে যিনি প্রথম থেকে দলটার সঙ্গে আছেন। সেক্ষেত্রে নীতীশই ছিল তাঁর প্রথম পছন্দ। বাঁহাতি রানা এখনও পর্যন্ত আইপিএলে ৯১ ম্যাচ খেলেছেন। মোট ২১৮১ রান করেছেন। গড় ২৯। ১৫টি হাফ সেঞ্চুরি আছে তাঁর। সর্বোচ্চ স্কোর ৮৭। ব্যাট করার পাশাপাশি প্রয়োজনে অফ স্পিন বল করতে পারেন।

    নাইটদের (Kolkata Knight Riders) শক্তিবৃদ্ধি

    প্রতিযোগিতা শুরুর আগেই শক্তিবৃদ্ধি হল নাইটদের (Kolkata Knight Riders)। নিউজিল্যান্ড থেকে উড়ে এসে নাইট শিবিরে যোগ দিলেন দুই কিউয়ি— টিম সাউদি ও লকি ফার্গুসন। এই দুই বোলিং অল-রাউন্ডারের ওপর অনেকটাই ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে, ফার্গুসনের চোট চিন্তায় রেখেছে নাইট শিবিরকে। এদিকে, লকি ফার্গুসনের আগমন নিয়ে একটি মজাদার ভিডিও প্রকাশ করেছে কেকেআর। তাতে দেখা যাচ্ছে, লকি বাজারে গিয়ে লাউ-এর খোঁজ করছেন। কিন্তু, কেন? আসলে লাউকে হিন্দিতে লকি বলে ডাকা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাজারে গিয়ে ফার্গুসন বিক্রেতাকে জিজ্ঞেস করছেন, ‘‘লকি কহাঁ মিলেগা?’’

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Kolkata Knight Riders (@kkriders)

    নাইটদের (Kolkata Knight Riders) প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব

    আইপিএলের ১৬তম আসর শুরু হবে ৩১ মার্চ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। কলকাতা নাইট রাইডার্সের কথা বললে, তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ এপ্রিল মোহালিতে তাদের অভিযান শুরু করবে। এর জন্য বুধবারই পাঞ্জাবের উদ্দেশে রওনা দিচ্ছে নাইটরা। মঙ্গলবার সে কারণে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট সূত্রে।

    নতুন মরশুমে নতুন জার্সি নাইটদের (Kolkata Knight Riders) 

    গতকালই কেকেআর নিজেদের সোশ্যাল মিডিয়ায় আসন্ন মরশুমের জার্সি প্রকাশ্যে আনল। নাইটদের জার্সির কারুকার্য হালকা বদলালেও তাঁদের জার্সির রং কিন্তু বদলায়নি। আবারও নাইটদের জার্সিতে বেগুনি ও সোনালির মেলবন্ধনই চোখে পড়বে। নাইটদের জার্সি প্রকাশের ভিডিওতে আন্দ্রে রাসেল, নীতীশ রানা, বেঙ্কটেশ আইয়ারদের দেখা যায়। সকলকেই নতুন মরশুমের আগে এই ভিডিওতে বেশ উচ্ছ্বসিত দেখায়।

    নাইটদের (Kolkata Knight Riders) খেলা কবে

    হোম ম্যাচ (ইডেন)

    ৬ এপ্রিল ৭.৩০ রয়্যাল‌ চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
    ১৪ এপ্রিল ৭.৩০ সানরাইজার্স হায়দরাবাদ
    ২৩ এপ্রিল ৭.৩০ চেন্নাই সুপার কিংস
    ২৯ এপ্রিল ৩.৩০ গুজরাট টাইটান্স
    ৮ মে ৭.৩০ পাঞ্জাব কিংস
    ১১ মে ৭.৩০ রাজস্থান রয়্যালস
    ২০ মে ৭.৩০ লখনউ সুপারজায়ান্টস

    অ্যাওয়ে ম্যাচ

    ১ এপ্রিল ৩.৩০ পাঞ্জাব কিংস
    ৯ এপ্রিল ৩.৩০ গুজরাট টাইটান্স
    ১৬ এপ্রিল ৩.৩০ মুম্বই ইন্ডিয়ান্স 
    ২০ এপ্রিল ৭.৩০ দিল্লি ক্যাপিটালস 
    ২৬ এপ্রিল ৭.৩০ রয়্যাল‌ চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
    ৪ মে ৭.৩০ সানরাইজার্স হায়দরাবাদ
    ১৪ মে ৭.৩০ চেন্নাই সুপার কিংস

LinkedIn
Share