Tag: nso

nso

  • Unemployment Percentage: দেশে ফের একপ্রস্ত কমল বেকারত্বের হার, কত হল জানেন?

    Unemployment Percentage: দেশে ফের একপ্রস্ত কমল বেকারত্বের হার, কত হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একপ্রস্ত কমল দেশে বেকারত্বের হার (Unemployment Percentage)। চলতি বছরে জুলাই থেকে সেপ্টেম্বর (September) এই ত্রৈমাসিকে বেকারত্বের হার ৯.৮ শতাংশ থেকে কমে হয়েছে ৭.২ শতাংশ। এক বছর আগে এই সময় দেশে বেকারত্বের হার ছিল ৯.৮ শতাংশ। আরও জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে শহরাঞ্চলে (Urban) ১৫ বছর বা তার বেশি বয়সী ছেলেমেয়েদের মধ্যে বেকারত্বের হার ছিল ৭.৬ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (NSO) সূত্রেই এ খবর মিলেছে।

    কোভিড অতিমারি পরিস্থিতিতে…

    কোভিড অতিমারি পরিস্থিতিতে গোটা বিশ্বেই বেড়ে গিয়েছিল বেকারত্বের হার (Unemployment Percentage)। ভারতেও ছবিটা ছিল প্রায় একই রকম। তার পর গোটা বিশ্ব ঘুরে দাঁড়াতে না পারলেও, ভারত পেরেছে। দেশে বেকারত্বের লেখচিত্র হু হু করে নেমেছে। সম্প্রতি দেশে শ্রমশক্তির একটি সমীক্ষা করা হয়। পিরিয়ডিক লেবার ফোর্সের সার্ভে থেকেই জানা যাচ্ছে, দেশে বেকারত্বের হার ক্রমেই পড়তির দিকে।

    ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, কেবল মহিলাদের মধ্যেই নয়, পুরুষদের মধ্যেও কমেছে বেকারত্বের হার (Unemployment Percentage)। এক বছর আগে এই হার ছিল ৯.৩ শতাংশ। চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে তা কমে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশে। অথচ চলতি বছর জুন-জুলাই মাসেও এই হার ছিল ৭.১ শতাংশ। আরও জানা গিয়েছে, পনের বছর কিংবা তার বেশি বয়সীদের মধ্যে শ্রমশক্তির হারও বেড়েছে অনেকটাই। জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে শ্রমশক্তির হার বেড়েছে ৪৭.৯ শতাংশ। এক বছর আগে এই হার ছিল ৪৬.৯ শতাংশ।

    আরও পড়ুন: ‘ডিসেম্বর সিনড্রোম’! ভয় পেয়েই কি বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকলেন মুখ্যমন্ত্রী?

    বিশেষজ্ঞদের মতে, গত দু দশক ধরে ভারতে বেকারত্বের হার (Unemployment Percentage) ৫ থেকে ৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। যদিও করোনা অতিমারি পরিস্থিতিতে কয়েকটি ক্ষেত্রে এই হার কমে গিয়েছিল। এই ক্ষেত্রগুলি হল, ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাকস্ট্রাকচার, হসপিটালিটি, অটোমোবাইল এবং ইন্সুরেন্স। এই ক্ষেত্রগুলিতে কাজের ধারা অব্যাহত রাখতে খুবই কষ্ট করতে হয়েছে সংস্থাগুলিকে।

    অতিমারি পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছিলেন। কর্মসংস্থানের হারও ছিল কম। বিশেষজ্ঞদের মতে, যাঁরা চুক্তির ভিত্তিতে নিযুক্ত হয়েছিলেন, তাঁদের সিংহভাগকেই নিদারুণ সমস্যায় পড়তে হয়েছিল। তবে এখন যে পরিস্থিতির উন্নতি হয়েছে, তার প্রমাণ ওই রিপোর্টেই বলেও অভিমত তাঁদের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share