Tag: nupur sharma

nupur sharma

  • Netherlands Elections: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    Netherlands Elections: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    মাধ্যম নিউজ ডেস্ক: সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বিশ্বে তাঁর পরিচিতি উগ্র দক্ষিণপন্থী ও ইসলাম বিরোধী রাজনীতিবিদ হিসেবে। ইসলামের কড়া সমালোচনা ও কঠোর অভিবাসন নীতির কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন এই ডাচ রাজনীতিবিদ। এহেন গির্ট ওয়াইল্ডার্সই হতে চলেছেন নেদারল্যান্ডসের (Netherlands Elections) পরবর্তী প্রধানমন্ত্রী।

    কী বলছে এক্সিট পোল?

    সে দেশের সবকটি এক্সিট পোল বলছে, ওয়াইল্ডার্সের ‘পার্টি ফর ফ্রিডম’ই ডাচ পার্লামেন্ট নির্বাচনে সব চেয়ে বেশি আসন পেতে পারে। নেদারল্যান্ডস পার্লামেন্টের নিম্নকক্ষে আসন রয়েছে ১৫০। এর মধ্যে ওয়াইল্ডার্সের দল এবার ৩৫টি আসন পেতে পারে। যেহেতু তাঁর দলই হতে চলেছে একক বৃহত্তম দল, তাই ওয়াইল্ডার্সের নেতৃত্বেই হতে পারে জোট সরকার। ওয়াইল্ডার্স বলেন, “ফ্রিডম পার্টিকে এখন আর অবহেলা করা যাবে না। এখন আমরা দেশ চালাব। আমরা দেশ শাসন করতে চাই। ৩৫টি আসন দিয়েই আমরা দেশ শাসন করব। ৩৫টি আসন অনেক বড় বিষয় এবং অনেক বড় দায়িত্বও।” তিনি বলেন, ডাচ (Netherlands Elections) ভোটাররা তাঁদের আশার পূরণের পক্ষে কথা বলেছেন।”

    দ্বিতীয় স্থানে বামপন্থী জোট

    ওয়াইল্ডার্সের দলের পরেই থাকতে পারে বামপন্থী জোট। তারা পেতে পারে ২৫টি আসন। তৃতীয় স্থানে থাকতে পারে দিলান ইয়েলিসগোজের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী দল। আর চতুর্থ স্থানটি পেতে চলেছে পিটার ওমটজিগটের নয়া রাজনৈতিক দল। এই তৃতীয় ও চতুর্থ দলের সমর্থন নিয়েই সরকার গড়তে পারেন ওয়াইল্ডার্স। কারণ বামপন্থী জোটের নেতা ফ্রাঁ টিমারম্যানস সাফ জানিয়েছেন, ফ্রিডম পার্টির সঙ্গে কোনও সমঝোতায় যাব না।

    ওয়াইল্ডার্স ঘোরতর ইসলাম বিরোধী হিসেবে পরিচিত। নেদারল্যান্ডসে বসবাসকারী মরক্কোর নাগরিকদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করায় ২০১৬ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ইসলামের ধর্মগ্রন্থ কোরানকে তিনি হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থের সঙ্গে তুলনা করে সমালোচিত হন। ২০১৮ সালে হজরত মহম্মদকে নিয়ে কার্টুন প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছিলেন তিনি। পরে অবশ্য সেই পরিকল্পনা বাতিল করেন। সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারে গিয়েও মসজিদ এবং মাথার স্কার্ফ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিলেন ওয়াইল্ডার্স।

    আরও পড়ুুন: “স্বার্থসিদ্ধি করতেই আদানিদের সঙ্গে সমঝোতা হয়েছিল রাজ্যের”, ট্যুইট-বাণ শুভেন্দুর

    তিনি অবশ্য এও বলেছিলেন, “নেদারল্যান্ডসে ইসলাম নিষিদ্ধ করার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। জীবনযাপনের উচ্চ ব্যয় মোকাবিলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।” প্রসঙ্গত, ইসলাম বিরোধী মন্তব্য করার পর যখন ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছিলেন নূপুর, তখন তাঁকে সমর্থন করেছিলেন এই ডাচ রাজনীতিবিদ (Netherlands Elections)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Prophet Row: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার তেলঙ্গানার বিধায়ক

    Prophet Row: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার তেলঙ্গানার বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের (Prophet Row) জেরে সাসপেন্ড করা হয়েছে বিজেপির (BJP) মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma)। সেই বিতর্কের আঁচ পুরোপুরি নেভানোর আগেই ফের হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে তেলঙ্গানার বিধায়ক বিজেপির টি রাজা সিং (T Raja Singh)। মঙ্গলবার সকালে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করা হয় রাজাকে। এর আগেই অবশ্য রাজাকে সাসপেন্ড করে বিজেপি। তাঁকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে পাঠানো হয়েছে শোকজের নোটিশও।  উত্তর দিতে বলা হয়েছে ১০ দিনের মধ্যে।  

    নূপুরের বক্তব্যকে সমর্থন করে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন গোশামহল কেন্দ্রের দু বারের বিধায়ক রাজা। ভিডিওটি ঘিরে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। এর পরেই গ্রেফতার করা হয় রাজাকে। বিজেপির এই বিধায়কের দাবি, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাঁর। রাজা বলেন, আমি বুঝতে পারছি না, কীসের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছে পুলিশ। কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করে ভিডিও তৈরি করিনি আমি। ভিডিওতে কেবল ফারুকিকে কটাক্ষ করা হয়েছিল। এর পরেই বিধায়কের সাফাই, আমি কারও ভাবাবেগে আঘাত করিনি।

    আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড নূপুর শর্মা, নবীন জিন্দালকে বহিষ্কার বিজেপি-র

    জানা গিয়েছে, কিছু দিন আগে নূপুর যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন, তাঁর তৈরি ভিডিওতে তারই পুনরাবৃত্তি করেছেন রাজা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। বিধায়কের গ্রেফতারির দাবিতে সোচ্চার হয় জনতা। এর পরেই গ্রেফতার করা হয় রাজাকে। প্রসঙ্গত, রাজার বিরুদ্ধে আগেও অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবারও কমেডিয়ান মুনাওয়ার ফারুকির শোয়ে জনা পঞ্চাশেক সমর্থককে নিয়ে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজা। রাজা বলেন, ইউটিউব থেকে তারা (পুলিশ) আমার ভিডিও সরিয়ে দিয়েছে। আমি জানি না পুলিশ ঠিক করতে চলেছে। আমি একবার ছাড়া পেলেই ভিডিওর দ্বিতীয় পার্ট আপলোড করব। আমি এটা করছি ধর্মের জন্য। ধর্মের জন্য আমি মরতেও প্রস্তুত। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অশান্ত হয়ে ওঠে গোটা দেশ। তাঁর বক্তব্য যে দলের নয়, তাও সাফ জানিয়ে দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। নূপুরকে সাসপেন্ডও করা হয়। তার পরেও দেশজুড়ে শুরু হয় তাণ্ডব। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপির পার্টি অফিসেও। পরে অবশ্য প্রশাসনিক তৎপরতায় প্রশমিত হয় ক্ষোভের আগুন।

    আরও পড়ুন : হজরত মহম্মদ মন্তব্য বিতর্কে পাকিস্তানকে পাল্টা তোপ ভারতের

     

  • Nupur Sharma: খুনের ভার পড়েছিল নূপুর শর্মাকে! উত্তর প্রদেশ পুলিশের জালে জঙ্গি

    Nupur Sharma: খুনের ভার পড়েছিল নূপুর শর্মাকে! উত্তর প্রদেশ পুলিশের জালে জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day) ঠিক আগেই জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক। শুক্রবার উত্তর প্রদেশ পশ্চিমের সাহারানপুর (Saharanpur) জেলা থেকে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad) ও তেহরিক-ই-তালিবান (Tehreek-e-Taliban ) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে গ্রেফতার করা হয় বছর পঁচিশের ওই যুবককে।

    উত্তর প্রদেশ পুলিশের (UP Police) দাবি, ওই যুবককে গ্রেফতার করায় ফাঁস হল বড়সড় নাশকতার ছক। পুলিশের দাবি, জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ওই যুবককে  বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মাকে খুনের দায়িত্ব দিয়েছিল পাক জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, সাহারানপুরের কুন্দাকালা গ্রামের ওই বাসিন্দার নাম মহম্মদ নাদিম। পুলিশের দাবি, নূপুরকে হত্যা করতে পাকিস্তানের জইশ-ই-মহম্মদের এক চাঁই ওই যুবককে দায়িত্ব দিয়েছিল বলে স্বীকারও করেছে নাদিম। সে তার আরও কয়েকজন সহযোগীর নামও জানিয়েছে পুলিশকে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

    আরও পড়ুন : হাতে ১১ ইঞ্চি লম্বা ছুরি! নূপুর শর্মাকে খুনের উদ্দেশে ভারতে পাক যুবক

    প্রসঙ্গত, হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাসপেন্ড করে দলের মুখপাত্র নূপুর শর্মাকে। তার পরেও এক শ্রেণীর দুষ্কৃতী তাণ্ডব চালায় দেশের বিভিন্ন অংশে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিজেপির পার্টি অফিসে হামলা সবই হয়েছে। দিন দুই হাত গুটিয়ে বসে থাকার পর পথে নামে পুলিশ। তার পরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সেই নূপুরকেই খুন করতে ওই যুবককে দায়িত্ব দিয়েছিল জঙ্গিরা।

    উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, ২০১৮ সাল থেকে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে নাদিমের। জইশ-ই-মহম্মদ ও তেহরিক-ই-তালিবান দুই জঙ্গি সংগঠনের সঙ্গেই যুক্ত ছিল সে। তার ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে পুলিশ জেনেছে, অস্ত্র প্রশিক্ষণের জন্য পাকিস্তান ও সিরিয়াও যেতে বলা হয়েছিল তাকে। কীভাবে আইইডি তৈরি করতে হয়, ফোনের মাধ্যমে তাকে তার কৌশলও শিখিয়েছিল জঙ্গিরা। পুলিশের দাবি, তার ফোন থেকে উদ্ধার হওয়া বিভিন্ন চ্যাট এবং ভয়েস বার্তায়ও জইশ এবং তেহরিক-ই-তালিবানের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক মেসেঞ্জারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত নাদিম। উত্তর প্রদেশ পুলিশের এডিজিপি প্রশান্ত কুমার বলেন, নাদিমের কাছ থেকে দুটি সিম কার্ড এবং বিভিন্ন ধরনের বোমা তৈরির কৌশল লেখা কিছু কাগজপত্রও বাজেয়াপ্ত হয়েছে।

    আরও পড়ুন : স্বাধীনতা দিবসে হামলার ছক! উত্তরপ্রদেশে ধৃত আইএস জঙ্গি

     

  • Adil Chishty: হিন্দু দেবদেবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন! দুঃখিত আজমের শরিফের ধর্মগুরু আদিল চিস্তি

    Adil Chishty: হিন্দু দেবদেবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন! দুঃখিত আজমের শরিফের ধর্মগুরু আদিল চিস্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বিতর্ক! ৩৩ কোটি হিন্দু দেব-দেবীর অস্তিত্ব এবং তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন আজমের শরিফের  (Ajmer dargah) ধর্মগুরু আদিল চিস্তি (Adil Chishty)। সম্প্রতি আদিলের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। যেখানে আদিল বলেন, ‘কংগ্রেস নেতা শশী তারুরের (Shashi Tharoor) একটি বই পড়ে তিনি হিন্দু দেব-দেবী সম্পর্কে জানতে পেরেছেন।’ ওই ভিডিওয় তিনি সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) হিন্দুদের ৩৩ কোটি দেব-দেবী নিয়ে প্রশ্ন করেন। গত ২৩ জুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওয় আদিল প্রশ্ন তোলেন হিন্দু দেবতা সিদ্ধিদাতা গণেশের বাহ্যিক রূপ নিয়েও।

    প্রসঙ্গত, পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। এরপরই তাঁকে সাসপেন্ড করে দল। এবার হিন্দু ধর্ম নিয়ে আদিলের এই ব্যাঙ্গাত্মক মন্তব্য সামনে আসতেই সৈয়দ সরোয়ার চিস্তির ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। যদিও এরপরেই একটি ভিডিও প্রকাশ করেন আদিল। তিনি সেখানে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তাঁর বক্তব্যের একটি অংশ প্রকাশ করা হয়েছে। পুরোটা দেখলে সকলের ভুল ভেঙে যেত। তিনি বলেন, “আমার মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত। আমি কোনও হিন্দু ভাই-বোনের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি।”

    আরও পড়ুন: কোটি কোটি টাকার লেনদেন! ৫ দিনের সিবিআই হেফাজতে ৭ ইসিএল আধিকারিক

    এপ্রসঙ্গে পুলিশের তরফে এখনও প্রকাশ্যে কোনও কথা বলা হয়নি। এএসপি (additional superintendent of police) বিকাশ সাগোয়ান জানান, ভাইরাল ভিডিওটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে সব জানা যাবে। উল্লেখ্য, উদয়পুরের দর্জি কানহাইয়ালালকে নৃশংসভাবে খুন করার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এদিকে তাৎপর্যপূর্ণভাবে উদয়পুরের ঘটনার পরে সামনে আসে রাজস্থানের দরগা আজমের শরিফের কথা। শান্তি ও সৌভ্রাতৃত্বের প্রতীক বলে পরিচিত আজমের শরিফ। ওই দরগারই এক খাদিম নূপুর শর্মার মাথা কাটার স্লোগান তুলেছিলেন বলে অভিযোগ। ওই দরগার খাদিম গওহর চিস্তি বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। কানাইয়ালালকে হত্যার আগে তিনি রিয়াজের সঙ্গেও দেখা করেছিলেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।

     

  • Prophet Row: জেলেই জুবের! ১৪ দিনের জেল হেফাজত অল্ট-নিউজের সহ-কর্ণধারের

    Prophet Row: জেলেই জুবের! ১৪ দিনের জেল হেফাজত অল্ট-নিউজের সহ-কর্ণধারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপদ কাটল না অল্ট-নিউজের সহ-কর্ণধার মহম্মদ জুবেরের (Mohammed Zubair)। লখিমপুর খেরির স্থানীয় আদালত (Lakhimpur Kheri court) সোমবার জুবেরকে ১৪ দিনের জেল হেফাজতের (14-day judicial custody) নির্দেশ দেয়। গত বছর দুই গোষ্ঠীর মধ্যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল লখিমপুরে। বর্তমানে জুবেরের ঠিকানা সীতাপুর জেল। এদিন, জেল থেকেই ভিডিও কনফারেন্সে শুনানিতে যোগ দেন জুবের।

    আরও পড়ুন: উদয়পুর-কাণ্ডে মুসলিমরাও স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল হোন! আর্জি আরএসএসের

    সোমবার আদালতে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য জুবেরকে ১৪ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়। কিন্তু বিচারক রুচিরা শ্রীবাস্তব ভিডিও কনফারেন্সে শুনানিতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৩ জুলাই পুলিশ হেফাজতের আবেদন শুনবে আদালত। ততদিন জেলেই থাকতে হবে জুবেরকে। পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, সুপ্রিম কোর্টে শুনানির জন্য জুবেরকে মঙ্গলবার দিল্লি নিয়ে যাওয়া হবে জুবেরকে। একটি মামলায় উত্তরপ্রদেশ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুবের। শীর্ষ আদালতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে সেই মামলার শুনানি হবে।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের মাথায় ২০ ফুটের অশোক স্তম্ভ, উন্মোচন করলেন মোদি 

    প্রসঙ্গত, নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ফাঁস করার নেপথ্যে মহম্মদ জুবেইরের নাম উঠে আসে। পুলিশ জানিয়েছে, আশিস কুমার কাটিয়ার নামে স্থানীয় এক সাংবাদিক গত বছর ১৮ সেপ্টেম্বর মহম্মাদি থানায় জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাটিয়ারের দাবি ছিল, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে জুবেরের অল্ট নিউজ ভুয়ো খবর পরিবেশন করে। প্রথমে পুলিশ কাটিয়ারের অভিযোগকে গুরুত্ব না দেওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন তিনি। এর পর আদালতের নির্দেশে জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় এফআইআর দায়ের হয়। উল্লেখ্য, গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে জুবেরকে ৫ দিনের অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু তা-ও জেলমুক্তি হয়নি তাঁর। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনছে পুলিশ।

  • RSS: উদয়পুরের মতো নৃশংস ঘটনার প্রতিবাদ করা উচিত মুসলিমদেরও, জানাল আরএসএস  

    RSS: উদয়পুরের মতো নৃশংস ঘটনার প্রতিবাদ করা উচিত মুসলিমদেরও, জানাল আরএসএস  

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুরা প্রতিবাদ করেছে শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথে। মুসলিমদেরও উচিত ছিল সেই বিক্ষোভে সামিল হওয়া। জানাল আরএসএস। হজরত মহম্মদকে নিয়ে বিজেপির (BJP) সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্যকে সমর্থন জানিয়ে সম্প্রতি রাজস্থানের উদয়পুরে খুন হতে হয়েছে এক হিন্দু দর্জিকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন এমন মন্তব্য করে আরএসএস (RSS)। আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেকর (Sunil Ambekar) বলেন, আমাদের সকলের একযোগে প্রতিবাদ করা প্রয়োজন। রাজস্থানের ঝুনঝুনুতে অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের তিন দিন ধরে চলা বৈঠক শেষ হয় শনিবার। আম্বেকর জানান, দেশে আরএসএসের শাখার সংখ্যা বর্তমানে ৫৬ হাজার ৮২৪ জন। ২০২৪ সালে এক লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

    আরও পড়ুন : হিন্দু-মুসলিম সম্পর্কে ভাগবতের মন্তব্য সংগঠনের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, জানাল আরএসএস

    ২০২৫ সালে সংঘের একশো বছর পূর্তি। সেই উৎসব কীভাবে উদযাপন করা হবে, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান আরএসএস মুখপাত্র। তিনি বলেন, চব্বিশে দেশজুড়ে সংঘের এক লক্ষ শাখা থাকবে। সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে আরএসএস। একটা সদর্থক পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার অধিকার থাকা উচিত প্রত্যেকের। তবে সেক্ষেত্রে জনসাধারণের আবেগের বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন।  

    আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড নূপুর শর্মা, নবীন জিন্দালকে বহিষ্কার বিজেপি-র

    উদয়পুরের ঘটনাকে ধিক্কার জানিয়ে আম্বেকর বলেন, দেশে গণতন্ত্র আছে। সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারও রয়েছে। যদি কারও কিছু পছন্দ না হয়, তাহলে তা গণতান্ত্রিক পথে প্রকাশ করা যায়। তিনি জানান, কয়েকজন বুদ্ধিজীবী এর প্রতিবাদ করেছেন। কিন্তু মুসলিম সম্প্রদায়েরও এগিয়ে আসা উচিত। প্রসঙ্গত, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করায় হিন্দু দর্জি কানহাইয়া লালকে দোকানে ঢুকে কুপিয়ে খুন করে মুসলিম সম্প্রদায়ের দুজন। গোটা ঘটনাটি মোবাইল বন্দি করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরএসএসের এই বৈঠকে উপস্থিত ছিলেন মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে প্রমুখ ব্যক্তিত্ব।  

     

  • Nupur Sharma case: নূপুরকে ভর্ৎসনা! সুপ্রিম পর্যবেক্ষণের সমালোচনায় আদালত অবমাননা হয়নি, মত অ্যাটর্নি জেনারেলের

    Nupur Sharma case: নূপুরকে ভর্ৎসনা! সুপ্রিম পর্যবেক্ষণের সমালোচনায় আদালত অবমাননা হয়নি, মত অ্যাটর্নি জেনারেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই বিচারপতির পর্যবেক্ষণের সমালোচনার মামলায় প্রাক্তন বিচারক ও আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি দিলেন না দেশের অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল (Attorney General KK Venugopal)।

    আদালত অবমাননা আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্টে কোনও ব্যক্তি যদি আদালত অবমাননার মামলা দায়ের করতে চান, তা হলে অ্যাটর্নি জেনারেলের সম্মতি প্রয়োজন হয়। তাই আইনজীবী সিআর জয় সুকিন অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালের কাছে দিল্লি হাই কোর্টের বিচারপতি এসএন ধিংড়ার বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার অনুমতি চেয়ে আবেদন করেন। বেণুগোপালকে পাঠানো আবেদনে ওই আইনজীবী লিখেছেন, ‘সুপ্রিম কোর্ট নূপুর মামলায় যে পর্যবেক্ষণ দিয়েছে তাকে দায়িত্বজ্ঞানহীন, বেআইনি এবং অনৈতিক বলে অভিহিত করেছেন বিচারপতি ধিংড়া।’ পাশাপাশি সুকিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কড়া সমালোচনার অভিযোগে অতিরিক্ত সলিসিটর জেনারেল আমন লেখি ও প্রবীণ আইনজীবী কে রামকুমারের বিরুদ্ধেও অবমাননার মামলা শুরু করার আবেদন জানান বেণুগোপালের কাছে। এই দু’জনের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের নূপুর পর্যবেক্ষণের সমালোচনার অভিযোগ করেছেন সুকিন।

    আরও পড়ুন: ৩৩ কোটি হিন্দু দেব দেবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন! দুঃখিত আজমীর শরিফের ধর্মগুরু আদিল চিস্তি

    যদিও অ্যাটর্নি জেনারেল সুকিনের আবেদনে সাড়া দেননি। বেণুগোপাল জানিয়েছেন, নীতিগত এবং যুক্তিসঙ্গত সমালোচনা আদালত অবমাননার আওতায় পড়ে না।  তাই নতুন করে মামলা শুরু করার কোনও প্রয়োজন নেই। প্রসঙ্গত, পয়গম্বরকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সারা দেশে বিভিন্ন থানায়  তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়র করা হয়। নূপুর সেই সমস্ত অভিযোগকে এক সঙ্গে দিল্লিতে স্থানান্তরের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নূপুরকে ভর্ৎসনা করে এবং বলে, দেশে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য একা নূপুর দায়ী। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে আপত্তি জানান দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ধিংড়া-সহ কয়েক জন। 

  • Amaravati Murder: অমরাবতী হত্যাকাণ্ডে জড়িতদের এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের

    Amaravati Murder: অমরাবতী হত্যাকাণ্ডে জড়িতদের এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরাবতী কাণ্ডে অভিযুক্ত ৭ জনকে এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত। এনআইএ অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ -এর অধীনে পৃথক মামলা দায়ের করেছে। 

    অমরাবতী পুলিশের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ ছিল। তাই তদন্তের দায়িত্ব পায় এনআইএ। 

    নূপুর শর্মার (Nupur Sharma) সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করায় ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।  

    অমরাবতীর পুলিশ কমিশনার আরতি সিংহ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত ২১ জুন। উমেশ  কোলহে নামে এক কেমিস্ট খুন হন অমরাবতীতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ফলেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তর নাম ইরফান খান (৩২)। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইরফান একটি এনজিও চালায় বলে জানিয়েছে পুলিশ।

    আরও পড়ুন: ক্ষমা চান নূপুর! তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    উদয়পুরের দর্জি কানহাইয়ালালের মতোই গলার নলি কেটে খুন করা হয় ৫৪ বছরের কেমিস্ট  উমেশ কোলহেকে (The chemist, Umesh Prahladrao Kolhe)। তদন্তকারীদের অনুমান, সোশ্যাল মিডিয়ায় নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যের সমর্থনে তিনি কিছু পোস্ট করার কারণেই রোষের শিকার হয়েছেন তিনি। উমেশ কোলহের ছেলে সংকেত কোহলের অভিযোগের পর অমরাবতী সিটি কোতোয়ালি থানা তদন্ত শুরু করে। সন্দেহের ভিত্তিতে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে এনআইএ-র হাতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হচ্ছে।  

    কোলহের ছেলে সংকেতের অভিযোগের পর অমরাবতীর সিটি কোতোয়ালি থানা  প্রাথমিক তদন্তে মুদ্দসির আহমেদ (২২) এবং শাহরুখ পাঠান (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে আরও চারজনের জড়িত থাকার কথা জানা যায়, যার মধ্যে  তিনজন – আব্দুল তৌফিক (২৪), শোয়েব খান (২২) এবং আতিব রশিদ (২২)কে ২৫ জুন গ্রেফতার করা হয়। শামীম আহমেদ ফিরোজ আহমেদ নামে এক যুবক পলাতক। 

    আরও পড়ুন: এবার অমরাবতী! নূপুর শর্মাকে সমর্থন করাতেই কি খুন? তদন্তে পুলিশ

    ২১ জুন রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে। তখন উমেশ কোলহে তাঁর ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সংকেত এবং তার স্ত্রী বৈষ্ণবী অন্য একটি স্কুটারে যাচ্ছিলেন৷ সংকেত পুলিশকে বলেছেন, “আমরা প্রভাত চক দিয়ে যাচ্ছিলাম এবং আমাদের স্কুটার তখন মহিলা কলেজ নিউ হাই স্কুলের গেটের সামনে ছিল৷ বাবার স্কুটারের সামনে হঠাৎ মোটরসাইকেলে দু’জন লোক এসে হাজির হয়। তারা আমার বাবার বাইক থামায় এবং তাদের একজন তার ঘাড়ের বাঁ দিকে ছুরি দিয়ে আঘাত করে। আমার বাবা পড়ে যায়। তখন প্রচণ্ড রক্তপাত হচ্ছিল। আমি আমার স্কুটার থামিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলাম। এরপর একজন এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজনকে মোটরসাইকেলে করে নিয়ে পালিয়ে যায়।”

     

  • Nupur Sharma: নূপুর শর্মাকে ভর্ৎসনার প্রতিবাদ, খোলা চিঠি ১১৭ প্রাক্তন আমলার

    Nupur Sharma: নূপুর শর্মাকে ভর্ৎসনার প্রতিবাদ, খোলা চিঠি ১১৭ প্রাক্তন আমলার

    মাধ্যম নিউজ ডেস্ক: হজরত মহম্মদ (Prophet Muhammad) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) তীব্র সমালোচনা করেছে শীর্ষ আদালত (Supreme Court)। কিন্তু এবার নূপুর শর্মার হয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক মন্তব্যের বিরোধিতায় কলম ধরলেন ১৫ জন প্রাক্তন বিচারপতি, ৭৭ জন প্রাক্তন আমলা এবং সশস্ত্র বাহিনীর ২৫ জন অবসরপ্রাপ্ত অফিসার  (Bureaucrats)।

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রত্যাহারের আর্জি! নূপুরকে সমর্থন অনুপম খেরের   

    সম্প্রতি সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং জে বি পাদ্রিওয়ালা রীতিমতো ভর্ৎসনা করেন নূপুর শর্মাকে। দেশেজুড়ে হিংসার জন্য তাঁকেই দায়ী করেন তাঁরা। বিচারপতিরা বলেন, “সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।” এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন পাদ্রিওয়ালা।

    আরও পড়ুন: এবার অমরাবতী! নূপুর শর্মাকে সমর্থন করাতেই কি খুন? তদন্তে পুলিশ  

    নূপুর শর্মা সুপ্রিম কোর্টের কাছে এফআইআরগুলি একত্রিত করে দিল্লিতে স্থানান্তর করার আবেদন জানান। আদালত ১ জুলাই তাঁর আবেদন প্রত্যাখ্যান করে। এমনকি নূপুর শর্মার ‘লাগামহীন জিভ’ হিংসা ছড়ানোর জন্য দায়ী, এমনও মন্তব্য করেন বিচারপতিরা।   

    এই মন্তব্য ঠিক নয় বলে খোলা চিঠিতে জানান ১১৭ জন প্রাক্তন আমলা। তাঁরা লেখেন, “ভারতের সংবিধানের প্রস্তাবনা, চেতনা এবং সারমর্মের উপর এই মন্তব্য ক্ষোভ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের এই ধরনের পদ্ধতি কোনও সাধুবাদ পাওয়ার যোগ্য নয় এবং সর্বোচ্চ আদালতের পবিত্রতা এবং সম্মানকে প্রভাবিত করে এই মন্তব্য।”   

    চিঠিতে আরও লেখা হয়, “দুই বিচারপতির বেঞ্চের রায় দুর্ভাগ্যজনক ও নজিরবিহীন। এই মন্তব্যের সঙ্গে দেশের বিচারবিভাগের কোনও সামঞ্জস্য নেই। ইতিহাসের পাতা ওল্টালেও এমন তথ্য পাওয়া যাবে না। ইস্যুটির সঙ্গে পর্যবেক্ষণগুলির কোনও সংযোগ নেই।” 

    প্রাক্তনদের চিঠিতে নূপুর শর্মাকে কেন আলাদাভাবে বিবেচনা করা হবে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই ধরনের পদ্ধতি প্রশাংসা পাওয়ার যোগ্য নয় বলেও জানানো হয়েছে। নূপুর শর্মা ইস্যুতে মন্তব্য সর্বোচ্চ  আদালতের পবিত্রতা আর সম্মানকে প্রভাবিত করবে বলেও দাবি করেছেন তাঁরা।    

    এই চিঠিতে মোট ১১৭ জন স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বোম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ক্ষিতিজ ব্যাস, গুজরাট হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এসএম সোনি, রাজস্থান হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আরএস রাঠোর, প্রশান্ত আগরওয়াল, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এসএন ধিংরা। প্রাক্তন আইএএস অফিসার আরএস গোপালন এবং এস কৃষ্ণ কুমার, প্রাক্তন শীর্ষ পুলিশ অফিসার এসপি বৈদ এবং পিসি ডোগরা, অবসরপ্রাপ্ত  লেফটেন্যান্ট জেনারেল ভি কে চতুর্বেদী ও প্রাক্তন এয়ার মার্শাল এসপি সিং।

     

  • Udaipur Tailor Murder: “নৃশংস, ভীষণই নিন্দনীয় ঘটনা”, উদয়পুরের হত্যাকাণ্ডে সরব রাজনৈতিক মহল

    Udaipur Tailor Murder: “নৃশংস, ভীষণই নিন্দনীয় ঘটনা”, উদয়পুরের হত্যাকাণ্ডে সরব রাজনৈতিক মহল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) পয়গম্বর মন্তব্যকে  সমর্থন করায় উদয়পুরের কানহাইয়া লাল (Kanhaiya Lal) নামে দর্জিকে নৃশংসভাবে খুনের ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। ফের নতুন করে  নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে হিংসার আগুন জ্বলছে রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur)। সেখানে ওই ব্যক্তি নূপুর শর্মাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তারপরই তাঁর মুণ্ড বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হিংসার আগুনে জ্বলছে উদয়পুর। যারা হামলা চালিয়েছে তারা শুধুমাত্র তাকে নির্মমভাবে হত্যা করেনি, সেই ঘটনা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)- কেও হত্যা করার হুমকি দিয়েছে তারা। এই ঘটনাকে অনেকেই নিন্দা করেছেন ও  অপরাধীদের শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন দেশের বিভিন্ন দলের নেতারা। 

    ইতিমধ্যেই মঙ্গলবার জমিয়ত উলামা-ই-হিন্দ (Jamiat Ulama-i-Hind )-এর তরফে  উদয়পুর হত্যাকাণ্ডকে নিন্দা করা হয়েছে এবং এটিকে ইসলাম (Islam) ও দেশের আইনের বিরুদ্ধে বলা হয়েছে। জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হালসিমুদ্দিন কাসমি (Maulana Halceemuddin Qasmi) উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করেছেন ও এটিকে ধর্মবিরোধী বলে অভিহিত করেছেন।

    আরও পড়ুন: প্রকাশ্যে শিরোশ্ছেদ হিন্দু দর্জির, উত্তাল রাজস্থান, বন্ধ ইন্টারনেট

    এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) এই ঘটনার নিন্দা করে ট্যুইটারে লেখেন, “আমি উদয়পুরে যুবকের হত্যার নিন্দা করছি। এ ঘটনায় জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশ এই অপরাধের একেবারে মূলে যাবে। আমি সব পক্ষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করছি। এই ধরনের জঘন্য অপরাধে জড়িত প্রত্যেক ব্যক্তিকে কঠোরতম শাস্তি দেওয়া হবে।” তিনি আরও বলেন, “ আমি এই ঘটনার ভিডিও শেয়ার করে পরিবেশকে অশান্ত করার চেষ্টা না করার জন্য সবার কাছে আবেদন করছি। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।”

    [tw]


    [/tw]

    এই ঘটনায় রাহুল গান্ধী ট্যুইটারে লিখেছেন,  উদয়পুরের এই জঘন্য হত্যাকান্ডে তিনি স্তম্ভিত। ধর্মের নামে কোনো হিংসা সহ্য করা হবে না।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: “রাজস্থান সরকারের তোষণের রাজনীতিই সাম্প্রদায়িক উসকানির মূলে”, শিরোশ্ছেদ প্রসঙ্গে বসুন্দরা রাজে

    অরবিন্দ কেজরীওয়াল লেখেন, উদয়পুরের ঘটনা খুবই ভয়াবহ। এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা করে অপরাধীদের কঠোর শাস্তি চেয়েছেন।

    [tw]


    [/tw]

    আইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ট্যুইট করেন, ‘উদয়পুরে (Udaipur Murder) নৃশংস হত্যাকাণ্ড ভীষণই নিন্দনীয় ঘটনা। এমন হত্যাকাণ্ডকে কেউই সমর্থন করবে না। কারোর আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। আমরা সবসময় হিংসার বিরোধিতা করেছি। আমরা রাজ্য সরকারের কাছে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।”

    [tw]


    [/tw]

    প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনায় সরব হয়ে ট্যুইট করেন ও অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানান।

    [tw]


    [/tw]

    খবরসূত্রে জানা যায়, এই ঘটনার পরেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ঘটনাকে কেন্দ্র করে যাতে উত্তেজনা না ছড়াতে না পারে তার জন্য এলাকার ইন্টারনেট সংযোগও বন্ধ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত  বাহিনী মোতায়েন করেছে পুলিশ। এর পাশাপাশি মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা করেছে রাজ্য সরকার।

     

LinkedIn
Share