Tag: odi world cup 2023

odi world cup 2023

  • ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক:  ১২ বছর আগে ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বজয়ের ছবিটা এখনও সকল ভারতীয় সমর্থকদের মনে তরতাজা। সেই ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে ইতিমধ্যেই আবারও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াইটা সেমিফাইনালের। টসে জিতে ব্যাটিং-এর (ODI World Cup 2023) সিদ্ধান্ত নিল ভারত। ২০১৯ সালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চুরমার হয়েছিল, সামনে আবার রয়েছে সেই নিউজিল্যান্ডই। এই ম্যাচকে তাই বদলার ম্যাচ বলছেন অনেকেই।

    বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের 

    চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ন’টি ম্যাচ খেলে ন’টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। একনাগাড়ে নয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিত-বিরাটরা। দলের দুই তারকা ব্যাটার রোহিত ও বিরাট কোহলি ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। কোহলি ৫৯৪ রান করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। অপরদিকে, রোহিত শর্মাও পাঁচশোর অধিক রান করে ফেলেছেন, তাও আবার ১২০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও শতরান হাঁকিয়েছেন। টপ অর্ডার হোক বা মিডল অর্ডার, ভারতের ব্যাটিং দুরন্ত ফর্মে। বোলিংয়ের ক্ষেত্রেও দারুন ছন্দে রয়েছে ভারত। যশপ্রীত বুমরা গোটা টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে রয়েছেন (ODI World Cup 2023)। ১৭টি উইকেট রয়েছে তাঁর দখলে। আরেক তারকা বোলার মহম্মদ শামি বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। কিন্তু সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন তিনি।

    ফাইনাল ম্যাচ হবে আমেদাবাদে

    ওডিআই বিশ্বকাপে ১৯৮৩ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর কিউয়িরা ২০১৫ ও ২০১৯ সালে রানার্স হয়েছিল। বুধবার যে দল মুম্বইয়ে জিতবে তারা বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আমেদাবাদে হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল। শীর্ষ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। অন্য দিকে কিউয়িরা চার নম্বরে শেষ করে সেমিফাইনালে খেলার টিকিট পেয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: ইডেনে টিকিটের কালোবাজারি! সাধারণের জন্য টিকিট নেই, সিএবি-কে নোটিস পুলিশের

    ICC ODI World Cup 2023: ইডেনে টিকিটের কালোবাজারি! সাধারণের জন্য টিকিট নেই, সিএবি-কে নোটিস পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ-নেদারল্যান্ডস বা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মাঠ ফাঁকা থাকলেও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য টিকিটের হাহাকার ইডেন-চত্বরে (ICC ODI World Cup 2023)। গান্ধী মূর্তির তলা থেকে কার্জন পার্ক, শহিদ মিনার চত্বরে একটা টিকিটের জন্য হাপিত্যেশ করছে আট থকে আশি। রবিবার বড় ম্যাচ রয়েছে ইডেনে। সেই ম্যাচে টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে। এক ক্রিকেটপ্রেমী ময়দান থানায় টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ তুলে নালিশ জানিয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই সিএবিকে নোটিস পাঠানো হয়েছে ময়দান থানার তরফে।

    কী অভিযোগ

    বাংলার ক্রিকেট সংস্থার (সিএবি) কর্তাদের বিরুদ্ধেই টিকিট দুর্নীতির অভিযোগ করলেন এক ব্যক্তি। ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগকারীর বক্তব্য, অনলাইনে ম্যাচের টিকিট যে সংস্থার তরফে বিক্রি করা হচ্ছে, সেখানে বিবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এর ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ম্যাচের টিকিট পাচ্ছেন না। শুধু তাই নয়, অভিযোগকারীর আরও বক্তব্য, এই ঘটনার পিছনে অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থা, বিসিসিআই ও সিএবির একাংশের হাত থাকতে পারে। তিনি সন্দেহ করছেন, ইচ্ছাকৃতভাবে একটা বড় অংশের টিকিট আলাদা করে সরিয়ে রাখা হয়েছে, যাতে সেগুলি পরে কালোবাজারি করা যেতে পারে। সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ।

    আরও পড়ুুন: অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণ রেখার কাছেই পরিকাঠামো গড়ছে ভারত, কেন জানেন?

    কী বলছে সিএবি

    মঙ্গলবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছিল পুলিশ। ২,৫০০ টাকার টিকিট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, “ময়দান থানা থেকে যোগাযোগ করা হয়েছিল। জানতে চেয়েছিল, আমাদের সঙ্গে অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার কোনও যোগাযোগ রয়েছে কি না। আমরা জানিয়েছি, ওই অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। তাদের যোগাযোগ বিসিসিআই-এর সঙ্গে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “সাজঘরে প্রধানমন্ত্রীর উপস্থিতি মনোবল ফিরিয়ে দেয়”, মোদি-তে মুগ্ধ শামি

    PM Modi: “সাজঘরে প্রধানমন্ত্রীর উপস্থিতি মনোবল ফিরিয়ে দেয়”, মোদি-তে মুগ্ধ শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। দুমাসের কঠিন পরিশ্রম বৃথা হয়ে যায়। মাঠেই কান্নায় ভেঙে পড়েন সিরাজ। থমথমে মুখ নিয়ে কোনওরকমে মাঠ ছাড়েন রোহিত-কোহলিরা।  সেই যন্ত্রণার কথা ২৫ দিন পরেও ভুলতে পারেননি শামি। তিনি বলেন, ‘‘আমরা কী করব বুঝতে পারছিলাম না। কয়েক ঘণ্টায় সব বদলে গিয়েছিল। সবাই ভেঙে পড়েছিলাম। সেই সময় সাজঘরে প্রধানমন্ত্রী (PM Modi) এসে দলের সবাইকে উজ্জীবিত করেছিলেন। তিনি আসায় খুব সুবিধা হয়েছিল।’’

    মন বোঝেন মোদি

    গোটা টুর্নামেন্ট ভালো খেলেও শেষ অবধি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। ব্যাট হাতে বোলারদের আক্রমণ করা থেকে শুরু করে বল হাতে বিপক্ষ দলের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেওয়া, সবকিছুই স্বাচ্ছন্দে করেছে ‘মেন ইন ব্লু’। কিন্তু দুই বিভাগই দাগ কাটতে পারেনি ফাইনালে। ভেঙে পড়েছিল ভারত। ক্রিকেটারদের মনের অবস্থা বুঝেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেদিনের ঘটনা সম্পর্কে এক সাক্ষাৎকারে শামি বলেন, “বিশ্বকাপ হারার পর সকলের মানসিক পরিস্থিতি যেমন হয়, আমাদেরও তাই ছিল। আমরা পুরোপুরি মানসিক দিক থেকে ভেঙে পড়ে ছিলাম। যেন মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে। যেন মনে হচ্ছিল আমাদের দুই মাসের পরিশ্রম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।” 

    চমকে দেন মোদি

    ফাইনালে হারলেও ক্রিকেটাররা কেউ কাউকে দোষারোপ করেননি। কারণ, তাঁরা জানতেন দলের প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছেন। শুধু বাস্তবটা মেনে নিতে পারছিলেন না। শামি জানান,”দলের সকল ক্রিকেটারদের মনের অবস্থা ভালো ছিল না। পুরো দিনটাই আমাদের জন্য খারাপ যায়। কিন্তু সেই সময় হঠাৎ ড্রেসিংরুমে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উনি এসে আমাদের বোঝান। আমাদের সকলের সঙ্গে হাত মেলান এবং আমাকে জড়িয়ে ধরেন। আমরা জানতামই না যে প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু হঠাৎ উনি এসে আমাদের চমকে দেন। আমরা তখন চুপ করে সবাই বসেছিলাম। কারও কথা বলতে ইচ্ছা করছিল না। কিছু খেতে ইচ্ছা করছিল না। সাজঘরে এসে আমাদের সকলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপরই আমরা সবাই একে অপরের সঙ্গে কথা বলা শুরু করি।”

    আরও পড়ুন: “আমি গর্বিত ভারতীয়”! সজদা-বিতর্কে পাকিস্তানি ট্রোলারদের কড়া জবাব শামির

    দক্ষিণ আফ্রিকায় অনিশ্চিত শামি

    বিশ্বকাপের পর ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়। গোড়ালির চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন শামি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে ঘিরে অনিশ্চয়তা রয়েছে। টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও এখনও যাননি শামি। শেষ ল্যাপে রোহিত শর্মা ১৫ ডিসেম্বর রওনা দেবেন। রোহিতের সঙ্গেই দক্ষিণ আফ্রিকায় পা রাখবেন জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন। সকলেই দুবাই থেকে দক্ষিণ আফ্রিকায় রওনা দেবেন। এঁদের সঙ্গেই প্রোটিয়া সফরে যাওয়ার কথা ছিল শামির। তবে আপাতত তা হচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপে ব্যর্থতা! তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

    ODI World Cup 2023: বিশ্বকাপে ব্যর্থতা! তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ODI World Cup 2023) লিগ পর্বে সাতটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি শাকিব আল হাসানের দল। হারতে হয়েছিল নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। এই ব্যর্থতার কারণ জানতে তিন সদস্যের কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। 

    কেন তদন্ত কমিটি

    ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) দল গঠনের পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল বাংলাদেশ ব্রিগেড নিয়ে। বিশেষ করে তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারকে দলে না নেওয়ার জন্যই শুরু হয়েছিল তুমুল সমালোচনা। প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলেও শেষরক্ষা করতে পরেনি তারা। একে পর এক ম্যাচ হেরে ক্রমশই বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা হারিয়েছিল বাংলাদেশ। শাকিব আল হাসানের দল লিগ পর্বে ন’টি ম্যাচের মাত্র দু’টিতে জয় পেয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারেরা প্রায় কেউ ফর্মে ছিলেন না। মাহমুদুল্লা ছাড়া কোনও ব্যাটারই রান পাননি। বোলারেরাও সাফল্য পাননি। ভাল হয়নি দলের সার্বিক ফিল্ডিংও।

    তিন সদস্যের কমিটি

    দলের বেহাল দশার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে কমিটি গঠনের কথা জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “ওডিআই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ব্রিগেডের পারফরম্যান্স কেন এমন হয়েছে তা দেখার জন্যই তৈরি করা হয়েছে এই কমিটি। হারের কারণ খতিয়ে দেখার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কমিটি রিপোর্ট জমা দেবে।” কমিটিতে রাখা হয়েছে বিসিবির (Bangladesh Cricket Board) তিন জন ডিরেক্টরকে। তাঁরা হলেন এনায়েত হোসেন, মাহবুব আনাম এবং আক্রম খান। ক্রিকেটার এবং দলের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে ব্যর্থতার কারণ খুঁজবে তিন সদস্যের এই কমিটি। 

    আরও পড়ুন: নিয়োগকাণ্ডে ২ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই

    স্পনসরহীন বাংলাদেশ

    বিসিবি সূত্রে খবর, বাংলাদেশ ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্স-এর জন্যই কোনও সংস্থা চুক্তি করতে রাজি হচ্ছে না। আপাতত স্পনসরহীন অবস্থাতেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ দল। অক্টোবর পর্যন্ত ‘দারাজ’-এর সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট সংস্থার। ২০২১ থেকে ২০২৩-এ পর্যন্ত দারাজ-এর সঙ্গে সেই চুক্তি শেষ হওয়ার কথা নভেম্বরে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে চুক্তি নবীকরণ করতে আর আগ্রহী নয় সংস্থাটি। তাই পুরো টার্ম শেষ হওয়ার আগেই মাঝপথে সরে দাঁড়িয়েছে দারাজ। এতে অথৈ জলে পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: শেষ চারে উঠতে পাকিস্তানের ভরসা টাইম্ড আউট! এ কী বললেন আক্রাম?

    ICC World Cup 2023: শেষ চারে উঠতে পাকিস্তানের ভরসা টাইম্ড আউট! এ কী বললেন আক্রাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেন দেখতে চেয়েছিল ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল। তা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাবরদের থেকে রানরেটের বিচারে বহুগুণে এগিয়ে নিউজিল্যান্ড। এরই মধ্যে বাবরদের শেষ চারে ওঠার আশ্চর্য পথ বাতলে দিলেন কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রাম। আজ ইডেনে বাবরদের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচে অবিশ্বাস্য কিছু না হলে মুম্বইয়ে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

    আক্রামের পরামর্শ

    কিংবদন্তি পাক ক্রিকেটার আক্রমের মতে পাকিস্তানের সেমিফাইনালে উঠতে হলে লাগবে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের দুষ্টু বুদ্ধি। আক্রম বলেন, ‘পাকিস্তানের আগে ব্যাটিং করা উচিত। একটা বড়সড় স্কোর খাড়া করা উচিত। আর তারপর? ইংল্যান্ড টিমকে ওদের ড্রেসিংরুমে তালাবন্ধ করে রাখুক। ক্রিকেটের নিয়মে টাইমড আউট হয়ে যাবে ওরা।’ আক্রমের এমন যুক্তি শুনে ক্রিকেট মহল অবাক। সত্যি বলতে কী, এমন আজব পথ ছাড়া পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কার্যত অসম্ভব। আক্রমের এই প্রস্তাব শুনে মিসবা উল হক বলেন, “তার থেকে টস জিতলে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে দিক। আর ওরা ব্যাট করতে নামার আগেই সাজঘরে আটকে দিক। তাহলেই ঝামেলা শেষ।”

    আরও পড়ুন: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    কী বলছে অঙ্ক

    ইডেনে শনিবার সবার আগে বাবর আজমকে টসে জিতে ব্যাটিং নিতে হবে। পরে ব্যাট করলে পাকিস্তানের কাছে অঙ্ক আরও কঠিন হয়ে যাবে। আগে ব্যাট করলেও কাজ সহজ নয়। পাকিস্তান আগে ব্যাট করলে অন্তত ২৮৭ রানে জিততে হবে তাদের। অর্থাৎ পাকিস্তান যদি আগে ব্যাট করে ৩০০ রান তোলে, তা হলে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে ১৩ রানে। একই ভাবে ৩৫০ তুললে ইংল্যান্ডকে বেঁধে রাখতে হবে ৬৩ রানে। পাকিস্তান যদি ৪০০, ৪৫০ বা ৫০০ রান তোলে, তা হলে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে যথাক্রমে ১১২, ১৬২ এবং ২১১ রানে। কোনও ভাবেই ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের রানের ব্যবধান ২৮৭-র কম হওয়া চলবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোড়ালিতে চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। তার জায়গায় বদলিও ঘোষণা করে দিল বিসিসিআই। হার্দিক পান্ডিয়ার বদলে বিশ্বকাপে ভরতীয় দলে সুযোগ পেলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই ডান হাতি পেসার।

    মন দলের সঙ্গে থাকবে

    বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন হার্দিক পান্ডিয়া নিজেও। এই টুর্নামেন্টের শুরুর দিকে তিনি নিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মাঝ পথেই যে ছিটকে যেতে হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।  লেখেন, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, বিশ্বকাপের বাকি পর্যায়ে আমি আর থাকতে পারব না। তবে ম্যাচে না থাকলেও আমি সব সময় দলের সঙ্গে থাকব। প্রতিটি বলের আগে বোলারদের উৎসাহ দেব। আমার পক্ষ্য থেকে দলের প্রত্যেকটি সদস্যকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে ভালবাসা এবং পুরোপুরি সমর্থন রয়েছে। এটা দলটা সত্যি স্পেশাল। আমি আশা করি এই দল আমাদের দেশকে গর্বিত করবে।’

    সুযোগ পেলেন প্রসিদ্ধ কৃষ্ণা

    বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরতে পারেন হার্দিক। কিন্তু শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দিল যে, হার্দিক এ বারের বিশ্বকাপে খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হল প্রসিদ্ধকে। শনিবার সকালে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন হার্দিক, তা এখনও সেরে ওঠেনি। তার ফলে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তিনি আর এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে প্রসিদ্ধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিকাল কমিটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! পরপর হার, বিশ্বকাপ থেকে কার্যত বিদায়, বাবরের মেয়াদ কি শেষ?

    ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! পরপর হার, বিশ্বকাপ থেকে কার্যত বিদায়, বাবরের মেয়াদ কি শেষ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তের দুই পারে দুই চিত্র। কলকাতায় বাবরদের দাওয়াতে বিরিয়ানি তো করাচিতে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া। আগামী কাল, মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশে মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। কাগজে কলমে, অঙ্কের বিচারে বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তান টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব বাবরদের। ৬ টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরে তাদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র ৪ পয়েন্ট। তাই সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ জিততেই হবে। 

    কলকতা ঘুরলেন বাবররা

    শহরে বাবরদের ম্যাচ নিয়ে খুব একটা উত্তেজনা না থাকলেও মাঠ প্রায় ভর্তি থাকবে বলেই, আশা সিএবি কর্তাদের। সোমবার ইডেনে অনুশীলনও রয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। তার আগে, রবিবার রাত আটটা নাগাদ ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে পাক অধিনায়ক বাবর ঘুরে আসেন ইকো পার্ক। দুপুরেই যেমন বান্ধবী ও পরিবারের সদস্যদের জন্য গয়না কিনতে ক্যামাক স্ট্রিটের অলঙ্কারের দোকানে গিয়েছিলেন আবদুল্লা শফিক ও সৌদ শাকিল। তবে, সকালের দিকে কলকাতার একটি জনপ্রিয় শপিং মল ঘুরে দেখার অনুমতি খারিজ হয় শাদাব খান ও ইফতিখার আহমেদের। কলকাতার বিরিয়ানির স্বাদ নিতেও ভুলল না বাবরের দল। ক্রিকেটাররা হোটেলের খাবারের বদলে যে যার পছন্দের বিরিয়ানি অর্ডার করে খেয়েছেন। 

    বাবর বনাম শাহিন

    কলকাতা ঘুরলেও,  অধিনায়ক বাবর আজমের এসএমএস কিংবা হোয়াটস্যাপের জবাব দিচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরফ। সূত্রের খবর, পাকিস্তান ড্রেসিংরুম কার্যত দুই শিবিরে বিভক্ত। একদিকে বাবর আজম শিবির। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির শিবির। বাবর প্রকাশ্যেই বলছেন, শাহিন তাঁকে ক্ষমতাচ্যুত করে অধিনায়ক হতে চাইছেন। তাই তিনি দলবাজি করছেন। শাহিনও চুপ করে বসে নেই। তিনি প্রকাশ্যে বলছেন, পাকিস্তানের এই বিপর্যয়ের জন্য দায়ী বাবরের খারাপ নেতৃত্ব। পাক অধিনায়ক এবং দলের সেরা বোলারের এই সংঘাত ছুঁয়ে যাচ্ছে দলের বাকিদের। 

    আরও পড়ুন: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষ আর কী বললেন রোহিত?

    ব্যর্থতার কাটাছেঁড়া

    পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ আবার আগুনে ঘৃতাহুতি দেন। তিনি বলেন, ‘পাঁচ মাস মাইনে না পাওয়া একটি দলের কাছে আর কি পারফরমেন্স আশা করা যায়!’ চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে তাঁদের পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলতে নামবে। কিস্তান দলের সব খবর বাইরে চলে যাচ্ছে। এই অভিযোগে পাক মিডিয়া ম্যানেজার ইফতিকার নাগিকে ইতিমধ্যেই ইসলামাবাদে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতাতেই যোগ দিচ্ছেন নতুন মিডিয়া ম্যানেজার ওমর ফারুখ কালসন। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর পাঁচ ম্যাচে জয়। যা ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করে দিয়েছে। রবিবার নবাবের শহর লখনৌ এ রোহিত শর্মাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলটি এবার প্রত্যাশিত পারফরম্যান্স মিলে ধরতে ব্যর্থ। পাঁচটির মধ্যে চারটি ম্যাচে তারা হেরেছে। সেই নিরিখে রবিবাসরীয় লড়াইয়ে পাল্লা অনেকটাই ভারী টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে রাহুল দ্রাবিড়ের ছেলেদের কাছে। যা শুধু ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নকে উস্কে দেবে না,  একইসঙ্গে তৃতীয় বার বিশ্বকাপ জেতার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

    দুরন্ত টিম ইন্ডিয়া

    ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স মিলে ধরেছে ভারতীয় ক্রিকেটাররা। রানের মধ্যে আছেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাকিয়ে ছিলেন তিনি। স্বমহিমায় ধরা দিচ্ছেন বিরাট কোহলিও। তার ছন্দ দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এবারের বিশ্বকাপের আসরেই হয়তো সেঞ্চুরির হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন ভিকে। ডেঙ্গি থেকে সেরে ওঠার পর শুভমান গিল ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন। তার থেকেও বড় ব্যাপার হলো লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং। একাধিক ম্যাচে কঠিন মুহূর্তে ঠান্ডা মাথায় তিনি বড় পার্টনারশিপ গড়ে তোলার কাজটি করেছেন। যাতে রান চেজ করতে সমস্যা হয়নি ভারতের। শ্রেয়স আরো নামের প্রতি সুবিচারে সংকল্পবদ্ধ। কারণ তিনি জানেন এই সুযোগ বারবার আসবে না। তাই সবকিছু ভুলে ব্যাট হাতে সেরাটা মেলে ধরার চেষ্টা করছেন তিনিও।

    টিমে অলরাউন্ডারদের ভূমিকা

    এই ভারতীয় দলের সাফল্যের পিছনে অলরাউন্ডারদের ভূমিকা ও যথেষ্ট। বিশেষ করে রবীন্দ্র যাদেজার কথা বলতেই হবে। ব্যাটে বলে তিনি অপ্রতিরোধ্য। লখনৌ এর পিচে বল টার্ন করবে। সেক্ষেত্রে জাড্ডু কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারেন। তবে হার্দিক পান্ডিয়ার চোট রয়েছে। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তার জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্য কুমার যাদব কে প্রথম একাদশে রাখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে কি একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া? কারণ, বাটলার বাহিনী যতই পরপর ম্যাচ হারুক কখনোই হালকাভাবে নেওয়া উচিত হবে না। তাই ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে ভারসাম্য রাখাটাও জরুরী ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

    আরও পড়ুন: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    মরিয়া ইংল্যান্ড

    পেস বোলিংয়ে বুমরাহ এবং সিরাজের বিকল্প নেই। কিন্তু সামি আবার গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এত সহজে কি তাকে ছেঁটে ফেলা সম্ভব? প্রশ্নটা উঠছে কারণ অনুশীলনে রবিচন্দ্রন অশ্বিন ঘন্টার পর ঘন্টা হাত ঘুরিয়েছেন। তাই দেখে বিশেষজ্ঞদের মনে হচ্ছে, জাদেজা, কুলদীপের সঙ্গে তৃতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে অশ্বিনকে খেলানো হতে পারে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঠিক কিরকম হবে তা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তবে এই ম্যাচে ইংল্যান্ড কিন্তু মরিয়া হয়েই ঝাঁপাবে। কারণ তারা জানে ভারতের কাছে হারলে সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে। তাই জো রুট, যশ বাটলার, দাবিদ মালান,  বেন স্টোকস, হ্যারি ব্রুকরা, মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেন। ইংল্যান্ডের বোলিংও খুব খারাপ নয়। বিশেষ করে আদিল রশিদ এবং মইন আলীর মতো স্পিনার ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: শীর্ষে প্রোটিয়ারা! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

    ICC ODI World Cup 2023: শীর্ষে প্রোটিয়ারা! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আর এই এই ম্যাচে ১ উইকেটে হেরে পাকিস্তানের সামনে সেমিফাইনালের (ICC ODI World Cup 2023) দরজা যে বন্ধ হয়ে গেল, তা বলা যেই পারে। পাকিস্তানের হাতে আর লিগ পর্বে তিনটে ম্য়াচ পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি তাদের শেষ চারে উঠতে হয়, তাহলে বিশাল রান রেটে শুধুমাত্র এই তিনটে ম্যাচ জিতলেই হবে না, বাকী দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।

    কারা শেষ চারে

    আপাতত পয়েন্ট টেবিলের পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং নিউ জিল্যান্ড খুব সহজেই সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে পারবে। বাকী থাকল চতুর্থ স্থান। এই জায়গাটার জন্যই প্রত্যেকটা দল লড়াই করছে। পাকিস্তানকে এখন যদি সেমিতে উঠতে হয়, তাহলে বাকী ম্যাচগুলো বড় রান রেটে জেতার পাশাপাশি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ফলাফলের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। 

    ম্যাচের সেরা শামসি

    এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। এদিনও ব্যর্থ পাকিস্তানের ওপেনিং জুটি। ৩৮ রানেই দুই ওপেনার সাজঘরে। হাল ধরেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। কিন্তু দুজনেই শুরুটা ভাল করলেও বড় ইনিংস গড়তে পারেননি। অর্ধশতরান করেন বাবর। পাকিস্তানের রান আড়াইশোর গণ্ডি পেরল,সাউদ শাকিল এবং শাদাব খানের জন্য। ষষ্ঠ উইকেটে শাকিলের সঙ্গে শাদাবের ৮৪ রানের জুটি পাকিস্তানকে মোটামুটি একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। শাকিল অর্ধশতরান করেন। 

    পাকিস্তানের ২৭১ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৮ বলে ৫ রানের দরকার ছিল মার্কব়্যামদের। আর শেষ উইকেটের আশায় মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। তবে শেষ হাসি হাসলেন শামসিরাই। যখন ৯ উইকেট হারিয়ে চড়চড়িয়ে বাড়ছে প্রোটিয়াদের স্নায়ুর চাপের পারদ, তখন ঠান্ডা মাথায় ম্যাচ জেতালেন ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ ও শামসি। পাকিস্তানের বিরুদ্ধে শামসির শিকার বাবর আজম, ইফতিকার আহমেদ, শাউদ শাকিল ও শাহিন আফ্রিদি। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। দলকে সাফল্য় এনে দিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি শামসি। ম্য়াচ শেষে  তিনি বলেন, “আমাকে এটা করতেই হত। অনেকসময় আমাদের হাতে কিছু থাকে না। আজকে ভাগ্য সঙ্গ দিয়েছে আমার। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার রান করলাম। দলকে জেতাতে পেরে সত্যিই ভালো লাগছে। ”

    আরও পড়ুন: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    পয়েন্ট টেবিলের শীর্ষে

    এই জয়ের ফলে ভারতকে টপকে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ভারতের মতোই তাদের ১০ পয়েন্ট হলেও রান রেট ২.০৩২। ভারতের থেকে অনেকটাই বেশি। এই জয়ের পিছনে কাণ্ডারি একজনই। তিনি কেশব মহারাজ। ৪১তম ওভারে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে যখন এডেন মার্করাম ৯১ রানে ফিরে গেলেন, তখন কার্যত খাদের কিনারায় দক্ষিণ আফ্রিকা। আর কোনও প্রতিষ্ঠিত ব্যাটার ক্রিজে ছিলেন না। হাতে প্রচুর বল ছিল, কিন্তু বাকি ২১টি রান তোলার মতো ব্যাটারের অভাব ছিল। সেখান থেকে বুক চিতিয়ে লড়াই করলেন মহারাজ, লুনগি এনগিডি এবং তাবরেইজ শামসি। দলকে শেষ হাসি হাসালেন তাঁরাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: অবাক বিশ্বকাপ! শুধু আফগান বা ডাচ নয়, ২২ গজের বিশ্বযুদ্ধে অঘটন ঘটেছে বারবার

    ICC ODI World Cup 2023: অবাক বিশ্বকাপ! শুধু আফগান বা ডাচ নয়, ২২ গজের বিশ্বযুদ্ধে অঘটন ঘটেছে বারবার

    মাধ্যম নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয় ভাবা যাচ্ছে না। রশিদ খানদের বিরুদ্ধে হার ভুলে যেতে চাইবেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। তবে, বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ইতিহাসে একাধিক বার এরকম অঘটন ঘটেছে। ক্রিকেটবিশ্বের তথাকথিত ছোট দলগুলি হারিয়ে দিয়েছে হট-ফেভারিটদের।

    ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৩

    বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বড় অঘটন ঘটিয়েছিলেন কপিল দেবরা। বিশ্বকাপের ফাইনালে দু’বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। সেই সময়ে ভারত যে ফাইনাল খেলবে তাই ভাবতে পারেননি ক্রিকেট বিশেষজ্ঞরা। সেখানে খেতাব জয়। ১৮৩ রান করেছিল ভারত। সেই রান তাড়া করে  ১৪০ রানে শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কপিলরা হয়ে উঠেছিলেন স্বপ্নের সওদাগর।

    জিম্বাবোয়ে বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৩

    সেটা ছিল জিম্বাবোয়ের প্রথম বিশ্বকাপ। প্রথম ম্যাচেই সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। যে দলে রয়েছেন ডেনিস লিলি এবং জেফ থমসনের মতো ক্রিকেটার। তরুণ অ্যালান বর্ডারও তখন দলে। সেই ম্যাচে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে এক সময় ৯৪ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে অধিনায়ক ডানকান ফ্লেচারের ব্যাটে ভর করে ২৩৯ রান তোলে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়া ২২৬ রান করে আটকে যায়।

    কেনিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯৬

    অসাধারণ বোলিংয়ে সে বার ক্যারিবিয়ানদের হারিয়ে দেয় কেনিয়া। প্রথমে ব্যাট করে কেনিয়া মাত্র ১৬৬ রান করে। মাত্র ৯৩ রানে শেষ হয়ে গিয়েছিল ব্রায়ান লারার দল। 

    জিম্বাবোয়ে বনাম ভারত, ১৯৯৯

    বিশ্বকাপের মঞ্চে জিম্বাবোয়ের কাছে হার মানতে হয়েছিল ভারতকে। গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান তোলে জিম্বাবোয়ে। ২৪৯ রানে অল আউট হয়ে যায় ভারত। হেনরি ওলঙ্গা ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন।

    আরও পড়ুন: বিক্রি হয়েছে ১৫০ কোটি টাকার জার্সি! বিশ্বকাপ লক্ষ্মী আনছে ভারতের ‘কোষাগারে’

    বাংলাদেশ বনাম ভারত, ২০০৭

    বাংলাদেশের কাছে হেরে ২০০৭-এর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। সে এক অঘটনের বিশ্বকাপ ছিল। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং বারমুডার সঙ্গে এক গ্রুপে ছিল ভারত। প্রথম ম্যাচেই ভারত হেরে গিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। ১৯১ রানে শেষ হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত। 

    আয়ারল্যান্ড বনাম পাকিস্তান, ২০০৭

    ক্রিকেট বিশ্বে আয়ারল্যান্ড নিজেদের পরিচয় তৈরি করেছিল ২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৩২ রানে শেষ হয়ে গিয়েছিল। আইরিশ পেসারদের সামলাতে পারেননি পাক ব্যাটারেরা। বৃষ্টির জন্য সেই রানের লক্ষ্য কমে হয় ১২৭ রান। ৩ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share