Tag: Ogilvy

Ogilvy

  • Devika Bulchandani: দেবীকা বালচন্দানি অগিলভির নতুন প্রধান, আরও এক ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক সংস্থার শীর্ষে 

    Devika Bulchandani: দেবীকা বালচন্দানি অগিলভির নতুন প্রধান, আরও এক ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক সংস্থার শীর্ষে 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞাপন ও জনসংযোগ সংস্থা অগিলভির (Ogilvy) আন্তর্জাতিক প্রধান (Global Head) হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত দেবীকা বালচন্দানি (Devika Bulchandani)। এর আগে ওই সংস্থারই উত্তর আমেরিকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। আন্তর্জাতিক প্রধান অ্যান্ডি মেনের পদত্যাগের পর ওই পদের দায়িত্ব পেয়েছেন মিসেস বালচন্দানি। প্রেস বিবৃতিতে এমনটাই জানিয়েছে অগিলভি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    নতুন ভূমিকায় ৯৩টি দেশে ১৩১টি  অফিসের দায়িত্বে থাকবেন তিনি। বিজ্ঞাপন, জনসংযোগ, অভিজ্ঞতা, পরামর্শ এবং স্বাস্থ্য সব বিভাগ তাঁরই তত্ত্বাবধানে থাকবে। বিশ্বের সবচেয়ে বড় বিপণন এবং জনসংযোগ সংস্থা ডাব্লিউপিপি- এর অংশ অগিলভি। এই পদে উন্নীত হওয়ার পরে ডাব্লিউপিপি- এর এক্সিকিউটিভ কমিটিতেও যুক্ত হয়েছেন দেবীকা। এমনটাই জানিয়েছেন ডাব্লিউপিপি- এর কর্ণধার মার্ক রিড।

    আরও পড়ুন: তারার দেশে রানি দ্বিতীয় এলিজাবেথ! শোকবার্তা মোদির  

    পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় দেবীকা বালচন্দানির। জীবনের ২৬ বছর বিভিন্ন পদে ম্যাকক্যানে চাকরি করেছেন। একটা সময় ম্যাকক্যানের উত্তর আমেরিকার সভাপতিও ছিলেন তিনি। 

    গত সপ্তাহেই কফি জায়ান্ট স্টারবাকস- এর এক্সিকিউটিভ লক্ষণ নরসিংহন। একের পর এক আন্তর্জাতিক জায়ান্টগুলোতে শীর্ষস্থান পাচ্ছেন ভারতীয়রা। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, অ্যাডব সিইও শান্তনু নারায়ণ, গুগল সিইও সুন্দর পিচাই, ট্যুইটার প্রধান পরাগ আগরওয়াল, সেনেলের প্রধান লীনা নাইয়ার, আইবিএম- এর প্রধান অরবিন্দ কৃষ্ণ। এক কথায় আন্তর্জাতিক স্তরে ছড়ি ঘোরাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুতরাই। যা ভারতীয়দের জন্যে নিঃসন্দেহে গর্বের বিষয়। 

    আরও পড়ুন: পুনিরস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

    মাস্টারকার্ডের দীর্ঘদিনের প্রচার অভিযান ‘প্রাইসলেস’ এবং ট্রান্স জেণ্ডার দের প্রচার অভিযান ‘ট্রু নেম’ – এর সঙ্গে যুক্ত ছিলেন দেবীকা। এছাড়া ‘ফিয়ারলেস গার্ল’ নামের ক্যাম্পেনের সঙ্গেও যুক্ত ছিলেন। এটিই কান্স লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের সবথেকে বেশি পুরষ্কারপ্রাপ্ত  ক্যাম্পেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share