Tag: Ohio

Ohio

  • Ohio: অক্টোবরকে ‘হিন্দু হেরিটেজ’ মাস ঘোষণার দাবি ভারতীয় বংশোদ্ভূত স্টেট সেনেটরের

    Ohio: অক্টোবরকে ‘হিন্দু হেরিটেজ’ মাস ঘোষণার দাবি ভারতীয় বংশোদ্ভূত স্টেট সেনেটরের

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্টোবরকে হিন্দু হেরিটেজ মাস (Hindu Heritage Month) হিসেবে ঘোষণা করার রেজ্যুলিউশন নিলেন এক ভারতীয় বংশোদ্ভূত। তিনি নিতাজ আন্তানি। আমেরিকার ওহিও-র (Ohio) ইন্দো-মার্কিন স্টেট সেনেটর। সম্প্রতি ওহিও স্টেট সেনেটে তিনি দাবি জানিয়েছেন, অক্টোবর মাসকে যাতে হিন্দু হেরিটেজ মাস হিসেবে ঘোষণা করা হয়। বুধবার ওই মার্কিন স্টেট সেনেটর জানান, আমেরিকায় হিন্দুদের (Hindu) অবদান স্মরণ করতেই এই রেজ্যুলিউশন নিয়েছেন তিনি।

    নীরজ…

    নীরজ জানান, যদি এই রেজ্যুলিউশন পাশ হয়ে যায়, তাহলে ওহিও-ই হবে আমেরিকার তৃতীয় রাজ্য যারা একে আইনে পরিণত করল। ট্যুইটারে এ খবর শেয়ার করেছেন ওই সেনেটর। তিনি লিখেছেন, ওহিও-র প্রথম হিন্দু এবং ইন্দো-আমেরিকান স্টেট সেনেটর আমি। কনিষ্ঠতমও। আমি আজ এসবি ৭০ পেশ করেছি। এতে অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মাস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছি। এটা হলে ওহিও হবে আমেরিকার তৃতীয় রাজ্য যেখানে এটাকে আইনে পরিণত করা হবে।

    আন্তানি রিপাবলিক পার্টির নেতা। তিনি বলেন, অক্টোবরকে হিন্দু হেরিটেজ মাস ঘোষণা করা হলে ওহিওতে (Ohio) হিন্দু-আমেরিকানদের বিরাট পরিচিতি হবে। এ রাজ্যে আমাদের অবদানের কথা সবাই স্মরণে আনবে। তিনি বলেন, অক্টোবরের এই পরিচিতি পেতে  ওহিওতে এই প্রস্তাব আনতে পেরে আমি গর্বিত। কবে এসবি ৭০ পাশ হয়, আমি সেদিকেই তাকিয়ে রয়েছি। সম্প্রতি সেটেল সিটি কাউন্সিলে শ্রেণি বৈষম্য নিয়ে একটি রেজলিউশন পাশ হয়। আন্তানি বলেন, এই পদক্ষেপই বলে দিচ্ছে আমেরিকায় হিন্দু ফোবিয়া শুরু হয়ে গিয়েছে।

    আরও পড়ুুন: ‘‘মোটা দা টুকি’’! জেলের ভিতর টিটকিরি দুই ছিঁচকের, রেগে আগুন ‘হেভিওয়েট’ পার্থ

    তিনি বলেন, সেটেল সিটি কাউন্সিলে যে এই অর্ডিন্যান্স পাশ হয়েছে, আমি তার প্রতিবাদ করি। শ্রেণি বৈষম্য এখন আর নেই। আন্তানি বলেন, হিন্দু ফোবিয়া একটি হাতিয়ার যেটি হিন্দু বিরোধী। এটি হিন্দু বিরোধীরা আমেরিকা, ভারত এবং তামাম বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের বিরুদ্ধে প্রয়োগ করেন। তিনি বলেন, সেটেল সিটি পুলিশের উচিত ছিল শ্রেণি বৈষম্য থেকে হিন্দুদের রক্ষা করার নীতি গ্রহণ করা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

LinkedIn
Share