Tag: OTT Platform

OTT Platform

  • Web Series: রবিনসন স্ট্রিটের সেই হাড় হিম করা ঘটনাই এবার উঠে আসছে ওয়েব সিরিজে

    Web Series: রবিনসন স্ট্রিটের সেই হাড় হিম করা ঘটনাই এবার উঠে আসছে ওয়েব সিরিজে

    মাধ্যম নিউজ ডেস্ক: সালটা ২০১৫, গোটা কলকাতা থেকে শুরু করে ভারতবর্ষ সাক্ষী ছিল এক ভয়ঙ্কর ঘটনার। এমন ঘটনা যা শুনে, দেখে চমকে উঠেছিল মানুষ। কলকাতার রবিনসন স্ট্রিট, সেখানে এক বাড়িতে মৃতদেহ দীর্ঘ সময় ধরে আগলে রেখেছিলেন পার্থ দে নামে এক ব্যক্তি। ২০১৫ সালের ১০ জুন, রবিনসন স্ট্রিটের একটি বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় বছর ৭৭-এর এক বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ। আর এখান থেকেই ঘটনার শুরু। তদন্তে নামে স্থানীয় পুলিশ, আর এর পর উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, এই বাড়িতে অগ্নিদগ্ধ দেহ ছাড়াও পুরনো এক মৃতদেহ আগলে রেখেছিলেন ওই ব্যক্তি। সেই বাড়ির মালিক অর্থাৎ মূল ব্যক্তি পার্থ দে তাঁর দিদি দেবযানী দে-র কঙ্কালের সঙ্গে মাসের পর মাস বাস করতেন। এমনকী দিদির কঙ্কালকে নাকি খেতেও দিতেন তিনি। এই ধরনের চাঞ্চল্যকর তথ্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের মনে নানা প্রশ্ন জাগিয়ে তুলেছিল, নানা অলৌকিক যুক্তি দিয়েও মানুষ একে বিচার করতে থাকে। এবার ৯ বছর পর সেই ঘটনাই উঠে আসবে। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি (Web Series) রবিনসন স্ট্রিট হরর স্টোরি, যার ট্রেলার ইতিমধ্যে রিলিজ করেছে বাংলা জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।

    দর্শকদের উন্মাদনা সৃষ্টি (Web Series)

    হাড় হিম করা এই বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘রবিনসন স্ট্রিট হরর স্টোরি’। এই ঘটনা নিয়ে নানা বিশেষজ্ঞদের নানা মত নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ তৈরি করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। যা (Web Series) আবার আমাদের ২০১৫ সালের সেই দিনে ফিরিয়ে নিয়ে যাবে। ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের উন্মাদনা সৃষ্টি হয়। এই সম্পূর্ণ ডকুমেন্টারি সিরিজটি খুবই তথ্যপূর্ণ হতে চলেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যা ট্রেলার দেখেই বোঝা গিয়েছে।

    মুখিয়ে আছেন অনেকে (Web Series)

    রবিনসন স্ট্রিটের এই ঘটনা এমন একটি ঘটনা, যা নানা প্রশ্নের সৃষ্টি করে। কেউ  বিষয়টিকে ভৌতিক দিক থেকে বিচার করেন, ঠিক তেমনই আবার মানসিক দিক নিয়েও নানা প্রশ্ন উঠেছে এই ঘটনায়। সিরিজটি কেমন হয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন অনেকে। বাংলায় এই ধরনের ডকুমেন্টারি সিরিজ (Web Series) আগে হয়নি বলেই জানাচ্ছেন সবাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vivek Agnihotri: ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, ট্যুইট অগ্নিহোত্রীর

    Vivek Agnihotri: ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, ট্যুইট অগ্নিহোত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমার পর্দায় কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যা দেখিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পায় ২০২২ সালের মার্চে। শুধু তাই নয়, ২০২৩ সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল এই ছবি। এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, যা নিয়ে ট্য়ুইট করেছেন বিবেক অগ্নিহোত্রী। ইতিমধ্যে ট্রেলারও সামনে এসেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’।

    কী বলছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)?

    এবিষয়ে অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, ‘‘বাস্তব জীবনে কাশ্মীরে যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁদের কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। শুধু তাই নয়, অত্যাচারিতরা নিজেদের ওপর হামলার কথাও তুলে ধরবেন এই ছবিতে।’’

    হিন্দু পণ্ডিতরা ভিটেছাড়া…

    প্রসঙ্গত, ১৯৯০ সালের ১৯ জানুয়ারি কাশ্মীরের পণ্ডিতদের ওপর হামলার অভিযোগ ওঠে সেখানকার উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে। লাখের ওপর পণ্ডিত উপত্যকা ছাড়তে বাধ্য হন রাতারাতি। মহিলাদের ওপর অত্যাচার চরম আকার ধারণ করে সেখানে। এই সব ঘটনা নিয়েই ২০২২ সালে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নির্মাণ করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’। মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত এই সিনেমা দেশ-বিদেশে ঝড় তোলে। আন্তর্জাতিক মহলেরও স্বীকৃতি পায় এই ছবি। ২০২২ সালের ২৫ ডিসেম্বর এই ছবি সেরা মানবধিকার চলচ্চিত্রের শিরোপা পায়।

    ব্যাপক উৎসাহ নেটপাড়ায়

    ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা সামনে আসতেই নেট পাড়ায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন নেটিজেন ট্যুইট করেন এ নিয়ে।

    আরও পড়ুন: গ্রামীণ ভারতীয় মহিলার মতো সাজতে প্রশিক্ষণ নেন সীমা! দাবি গোয়েন্দাদের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Political Violence: রাজনৈতিক হিংসায় বাড়ছে মানসিক অবসাদ! শিশুদের সুস্থ রাখবেন কীভাবে?

    Political Violence: রাজনৈতিক হিংসায় বাড়ছে মানসিক অবসাদ! শিশুদের সুস্থ রাখবেন কীভাবে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    টিভির পর্দা, খবরের কাগজ কিংবা মোবাইলের স্ক্রিন, সর্বত্রই হিংসার দাপট (Political Violence)। রক্তের বন্যা। রাজনৈতিক নির্বাচন হোক কিংবা বিনোদনের ওটিটি চ্যানেল, হিংসার পাল্লা সর্বত্রই ভারী। আর তার জেরেই বাড়ছে বিপদ, এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।

    কোন বিপদের আশঙ্কা? 

    বিশেষজ্ঞ মহল জানাচ্ছে, হিংসা (Political Violence) প্রতিদিন বাড়ছে। রাজ্যে সবে শেষ হল পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন তোলা থেকে জমা দেওয়া, ভোট গ্রহণ থেকে ফল প্রকাশ, প্রত্যেক পর্বেই চলেছে হিংসা। শাসক দলের দাপটে কখনও বিরোধী দলের কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আবার কখনও গুলি চালানোর জেরে আহত অবস্থায় হাসপাতাল ভর্তির খবর জানা গিয়েছে। লাগাতার হিংসার ঘটনার জেরে মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষত, শিশু ও বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। এই ধরনের হিংসার ঘটনার জেরে তাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। রাজনৈতিক হিংসার পাশপাশি বিশেষজ্ঞ মহল জানাচ্ছে, বিনোদনের দুনিয়াতেও এখন হিংসাত্মক ঘটনা বেশি দেখানো হয়। বিশেষত ১৫-১৮ বছর বয়সি বহু ছেলেমেয়ে ওটিটি প্ল্যাটফর্মে নানা বিনোদনমূলক অনুষ্ঠান, সিরিজ দেখে। যেগুলোতে মূলত নানা ধরনের হিংসার ঘটনা বেশি দেখানো হয়। আর এই সব মিলিয়ে কম বয়সিদের মধ্যে বাড়ছে নানা মানসিক সমস্যা।

    কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে? 

    মনোরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কম বয়সিদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ, রাগ, মানসিক চাপ এবং সিদ্ধান্তহীনতার মতো সমস্যা। তাঁরা জানাচ্ছেন, খুব সামান্য ব্যাপারেই দেখা যাচ্ছে, কম বয়সি ছেলেমেয়েরা ভয়ানক প্রতিক্রিয়া দেখাচ্ছে। আবার ছোট কোনও সমস্যাতেও তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। সিদ্ধান্ত নিতে পারছে না। তারা এমন কিছু করে ফেলছে, যা অনভিপ্রেত। আসলে, তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। কোনও কিছুর উপরে বিশ্বাস করতে পারছে না। ফলে, মানসিক চাপ ও অবসাদ তৈরি হচ্ছে।

    কী পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল? 

    বিশেষজ্ঞ মহলের পরামর্শ, খুব কম বয়স থেকেই পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে। সেটা সামাজিক হোক বা রাজনৈতিক (Political Violence)। নিয়মিত খবর দেখানো যেমন দরকার, তেমনি সেগুলো সম্পর্কে আলোচনাও জরুরি। কনসালট্যান্টদের মতে, হিংসার ঘটনা বাড়ির ছোটদের সামনে এলে, তাদের বোঝানো দরকার, যা হচ্ছে তা ঠিক নয়। হিংসার মাধ্যমে আসলে সাফল্য পাওয়া যায় না। তবে, কখনই তাকে বাস্তব বিমুখ করা যাবে না। হিংসার ঘটনা (Political Violence) হচ্ছে বলে তা লুকিয়ে যাওয়া উচিত নয়। কোন ধরনের রাজনৈতিক পরিবেশে সে আছে, সে সম্পর্কে অবহিত থাকা জরুরি। তবে, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে অভিভাবকদের সতর্ক হতে হবে বলেই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। অতিরিক্ত হিংসা যাতে কম বয়সিরা না দেখে, বিশেষত বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েরা যাতে অপরাধমূলক অনুষ্ঠান বিশেষ না দেখে, সে সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি। কারণ, অনেক ক্ষেত্রে তারা এই ধরনের অপরাধ দেখে তা অনুকরণের চেষ্টা করে। যা তাদের জন্য মর্মান্তিক হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • OTT Play Awards: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

    OTT Play Awards: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ছিল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২ (OTT Play Awards 2022) -এর অনুষ্ঠান। ভারতের নানা রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে। এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা, সেরা ডায়লগ- সহ একাধিক বিভাগে ওটিটি প্ল্যাটফর্মের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে। এই সর্বপ্রথম প্যান-ইন্ডিয়া ওটিটি পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হল সারা দেশ থেকে সবচেয়ে আকর্ষণীয় ওটিটি সিনেমা, শো, অভিনেতা এবং সিনেমা নির্মাতাদের পুরস্কার দিয়ে তাঁদের সম্মান জানানো। আর সেখানে পিছিয়ে নেই বাংলাও। বাংলা ভাষা থেকেও অনেকে নমিনেশনে এসেছে ও পুরস্কারও জিতেছে। ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় । সেইসঙ্গে ‘আরণ্যক’-এর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।  ওটিটি প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডসে কে পেল সেরা সিরিজ, সেরা সিনেমার পুরস্কার, কেই বা হলেন সেরা অভিনেতা, অভিনেত্রী, একনজরে দেখে নেওয়া যাক…

    সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম (জনপ্রিয়) – জয় ভীম, শেরশাহ।

    সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম(জুরি) – দাসভি।

    সেরা ওয়েব সিরিজ (জনপ্রিয়) – দ্য ফ্যামিলি ম্যান।

    সেরা ওয়েব সিরিজ (জুরি) – তাব্বার।

    ওটিটি প্লে রিডার্স চয়েস অ্যাওয়ার্ড: সেরা সিরিজ – ভিলাঙ্গু।

    সেরা পরিচালক (চলচ্চিত্র)– সুজিত সরকার (সর্দার উধম)।

    সেরা পরিচালক (সিরিজ) – রাম মাধবনি, বিনোদ রাওয়াত, কপিল শর্মা (আর্য 2)

    দশকের চলচ্চিত্র নির্মাতা – পা. রঞ্জিত।

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়) (চলচ্চিত্র) – কার্তিক আরিয়ান (ধামাকা)।

    সেরা অভিনেত্রী (জনপ্রিয়) (চলচ্চিত্র) -তাপসী পান্নু (হাসিন দিলরুবা)।

    সেরা অভিনেতা পুরুষ (জুরি) (চলচ্চিত্র) – আর্য (সরপত্তা পরমবাই), ফারহান আখতার (তুফান)।

    শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জুরি) (চলচ্চিত্র)– বিদ্যা বালান (জলসা)

    সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়)(সিরিজ)– তাহির রাজ ভাসিন (ইয়ে কালি কালি আঁখিন)।

    শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জনপ্রিয়)(সিরিজ) – রাভিনা ট্যান্ডন (আরণ্যক)।

    সেরা অভিনেতা (জুরি)(সিরিজ) – মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)।

    সেরা সাপোর্টিং অভিনেতা পুরুষ (সিরিজ) – পরমব্রত চ্যাটার্জি (আরণ্যক)।

    সেরা সহ-অভিনেতা মহিলা (সিরিজ) – কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরি 26/11)।

    সেরা গল্প (চলচ্চিত্র) – মহেশ নারায়ণন (মালিক)।

    সেরা সংলাপ (চলচ্চিত্র) – কনিকা ধিল্লন (হাসিন দিলরুবা)।

    সেরা গল্প (সিরিজ) – চারু দত্ত (আরণ্যক)।

    সেরা চিত্রনাট্য (সিরিজ) – পুষ্কর, গায়ত্রী (সুজল)।

    সেরা সংলাপ (সিরিজ) – অনির্বাণ (মান্দার)। ওটিটি-এর সেরা অনস্ক্রিন কাপল- ধ্রুব সেহগাল, মিথিলা পালকার (লিটল থিঙ্কস)।

    ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার পুরুষ – গুরু সোমসুন্দরাম (মিনাল মুরালি)।

    ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার মহিলা – সারা আলী খান (আতরঙ্গি রে)।

    ওটিটি পারফর্মার অফ দ্য ইয়ার – রাজেন্দ্র প্রসাদ (সেনাপতি)।

    নিউ ওয়েভ সিনেমায় অগ্রণী অবদান – রাজ বি শেট্টি ও রিশব শেট্টি।

LinkedIn
Share