Tag: Padma Bhusan

Padma Bhusan

  • HSS: আমেরিকার হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্ঘচালক বেদপ্রকাশ নন্দ প্রয়াত, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    HSS: আমেরিকার হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্ঘচালক বেদপ্রকাশ নন্দ প্রয়াত, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন আমেরিকার হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS) সঙ্ঘচালক অধ্যাপক বেদপ্রকাশ নন্দ। ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ পদকও প্রাপ্ত হয়েছিলেন তিনি। প্রসঙ্গত তিনি ছিলেন আন্তর্জাতিক আইন বিষয়ের একজন পণ্ডিত। মঙ্গলবার ২ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেদপ্রকাশ নন্দ।

    শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

    হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  সঙ্ঘ চালকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে প্রয়াত বেদপ্রকাশ নন্দের অবদান ও কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

    বেদপ্রকাশ নন্দ একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন

    ২০১৮ সালের ২০ মার্চ সাহিত্য তথা শিক্ষা ক্ষেত্রে পদ্মভূষণ পদকপ্রাপ্ত হয়েছিলেন অধ্যাপক নন্দ (HSS) । কলোরাডোর ডেনভার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ের অধ্যাপক ছিলেন তিনি। এছাড়াও ‘ওয়ার্ল্ড জ্যুরিস্ট অ্যাসোসিয়েশনে’র প্রাক্তন সভাপতিও ছিলেন বেদপ্রকাশ। এর পাশাপাশি ‘আমেরিকান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল’য়ের প্রাক্তন সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। তাঁর কাছেই আইনি পরামর্শ নিত ‘ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস’। মার্কিন প্রতিনিধি হিসেবে তিনি ‘ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্যা ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনে’র জেনেভার সম্মেলনেও হাজির ছিলেন এবং সেখানে সহ-সভাপতির আসন অলংকৃত করেন। নিজের জীবনে অসংখ্য সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। তিনি ছিলেন ‘আমেরিকান ল ইনস্টিটিউট’ এর একজন কাউন্সিল মেম্বার। ১৯৯৭ সালেই তাঁকে দেওয়া হয় ‘ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন’ এর হিউম্যান রাইটসের অ্যাওয়ার্ড। টোকিও-র শোকা বিশ্ববিদ্যালয় এবং ঝাঁসির বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয় তাঁকে। একজন অসামান্য লেখকও ছিলেন তিনি (HSS) । কুড়িটি ওপর আন্তর্জাতিক আইনের উপর বই তিনি রচনা করেছিলেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sundar Pichai: ‘ভারত আমারই এক অংশ’, পদ্মভূষণ পেয়ে বললেন সুন্দর পিচাই

    Sundar Pichai: ‘ভারত আমারই এক অংশ’, পদ্মভূষণ পেয়ে বললেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। শিল্প ও বাণিজ্য বিভাগে তাঁর অবদানের কারণে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত করা হল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু সুন্দর পিচাইয়ের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন। পুরস্কার দিয়ে তিনি বলেন, “মাদুরাই থেকে এত দূর পর্যন্ত সুন্দর পিচাইয়ের এই যাত্রা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিভা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ।”

    আরও পড়ুন: ‘বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

    কী বললেন সুন্দর? 

    পুরস্কার পাওয়ার পর সুন্দর পিচাই (Sundar Pichai) বলেন, “ভারত বরাবরই আমার একটি বড় অংশ। সরকার তথা দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রযুক্তি নিয়ে তাঁর উদ্যোগ এবং দূরদর্শিতাকেও কুর্নিশ জানান। তিনি বলেন, “আমি গুগল এবং ভারতের মধ্যে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। আরও বেশি মানুষের কাছে আমরা প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই। আমরা সম্প্রতি ভারতের ডিজিটাল উন্নয়নের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছি। এর মাধ্যমে আরও সস্তায় ইন্টারনেট অ্যাক্সেস সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি সমস্ত ছোটবড় ব্যবসাকেই ডিজিটাল রূপান্তরিত হতে সহায়তা করব।”

     


    তিনি (Sundar Pichai) আরও বলেন, “আমি ভাগ্যবান যে এমন একটা পরিবারে জন্মেছি, যেখানে জ্ঞান ও শিক্ষাকে এভাবে লালন করা হয়েছিল।” পাশাপাশি নিজের অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁরা সুন্দরের স্বপ্নকে সত্যি করতে বহু আত্মত্যাগ করেছিলেন। 

    প্রসঙ্গত, খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই (Sundar Pichai)। তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন সুন্দর। ২০০৪ সালে গুগলের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীতে তিনি ওই সংস্থার সিইও হন। পরে সার্চ ইঞ্জিনটির সত্বাধিকারী সংস্থা Alphabet Inc-এর ‘চিফ এগজিকিউটিভ অফিসার’ পদেও আসীন হন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

       

     

LinkedIn
Share