Tag: pak pm

pak pm

  • Shehbaz Sharif: পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল দেশদ্রোহিতার অভিযোগ! কেন জানেন?

    Shehbaz Sharif: পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল দেশদ্রোহিতার অভিযোগ! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) নয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার (Treason) অভিযোগ! সম্প্রতি এই মর্মে পাকিস্তানের পাঞ্জাব বিধানসভায় পাশ হয়েছে একটি রেজলিউশন। তাতে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (PM Shehbaz Sharif) বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। ঘটনার জেরে ফের একবার তপ্ত হয়ে উঠেছে ভারতের প্রতিবেশী দেশটির রাজনৈতিক আবহ।

    দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁরই শেষকৃত্যে যোগ দিতে লন্ডন গিয়েছেন শেহবাজ। অভিযোগ, সেখানে তিনি দেখা করেছেন তাঁর পলাতক ভাই নওয়াজ শরিফের সঙ্গে। এই নওয়াজ তিন দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। শেহবাজের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি পাকিস্তানের নয়া সেনা প্রধান নিয়োগের ব্যাপারে তাঁর ভাইয়ের সঙ্গে আলোচনা করেছেন।

    পাকিস্তানের পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহেরিক-ই-ইনসাফ এবং সহযোগী পিএমএলকিউয়ের জোট সরকার। সম্প্রতি এই সরকারই একটি রেজিলিউশন পাশ করেছে। তাতেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলা হয়েছে। দুই তৃতীয়াংশ ভোটে সেই রেজলিউশান পাশও হয়েছে। পাঞ্জাবের সংসদীয় মন্ত্রী বাসারত রাজা শেহবাজের বিরুদ্ধে বিধানসভায় ওই রেজলিউশন নিয়ে আসেন। সেখানে সংবিধানের ৬ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। রেজিলিউশনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দিন দুই আগে দেখা করেছিলেন। সেখানে নয়া সেনা প্রধান নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে দুই ভাইয়ের মধ্যে। এটা সংবিধান বিরোধী। শুধু তাই নয়, দেশের সেনা বাহিনীর পক্ষেও অপমানজনক।  

    আরও পড়ুন :মোদির মুখোমুখি শি, শেহবাজ! এবারের এসসিও সম্মেলনে ভারতের গুরুত্ব কতটা?

    জানা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বর মাসে লন্ডন চলে যান নওয়াজ শরিফ। সেই সময় লাহোর হাইকোর্ট মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর আট সপ্তাহের জামিন মঞ্জুর করেছিল। এর আগে তাঁর বিরুদ্ধে আল জাজিরা দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। জামিন পেয়ে চলে যান লন্ডন।

    প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরে অবসর নেবেন পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। শরিফের নেতৃত্বে জোট সরকার জানিয়েছিল ওই পদে কাকে বসানো যায়, তা নিয়ে সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা করা হবে। তার মধ্যেই প্রকাশ্যে এল শেহবাজের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share