Tag: Pakistan Election 2024

Pakistan Election 2024

  • Pakistan Election: নির্বাচন পরবর্তী জটিল সমীকরণ, কোন দল সরকার গঠন করবে পাকিস্তানে?

    Pakistan Election: নির্বাচন পরবর্তী জটিল সমীকরণ, কোন দল সরকার গঠন করবে পাকিস্তানে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সপ্তাহতেই পাকিস্তানের (Pakistan Election) সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। পাক দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান বর্তমানে জেলে রয়েছেন এবং তাঁর দলকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যার ফলে তেহেরিক-ই-ইনসাফের প্রার্থীরা নির্দল হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্দল প্রার্থী হিসেবে তাঁরা পাকিস্তানের সব থেকে বেশি আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে বিলাবল ভুট্টোর দল এবং নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ সে দেশে পারিবারিক দল হিসেবেই পরিচিত। তারা ইতিমধ্যে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কারণেই সব থেকে বেশি আসন জেতা সত্বেও তেহেরিক-ই-ইনসাফের সদস্যরা সরকার গঠনে ভূমিকা নিতে পারবে না বলেই মনে করা হচ্ছে। কারণ তারা এককভাবে জাদু সংখ্যা ১৩৩-এ পৌঁছাতে পারেনি।

    কে কত আসন পেল?

    পাকিস্তানের নির্দল সদস্যরা (Pakistan Election) অর্থাৎ তেহেরিক-ই-ইনসাফের সদস্যরা জিতেছে ১০১ আসন। পাকিস্তানের ২৬৫ টি আসনে ভোট হয়। ৭৫টি আসন জিতেছে নওয়াজ শরিফের মুসলিম লিগ। বিলাবল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি জিতেছে ৫৪ টি আসনে। তবে এমন পরিস্থিতি পাকিস্তানে নতুন নয়। ২০০৬ সালের নির্বাচনেও সে দেশে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

    গণনায় স্বচ্ছতার দাবি ইমরানের দলের

    জানা গিয়েছে নওয়াজ শরিফ ও বিলাবল ভুট্টোর দল জোটে আসছে। অন্যদিকে, ইমরান খানের দল (Pakistan Election) ইতিমধ্যে গণনা স্বচ্ছতার দাবি তুলেছে। একই দাবি শোনা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেনের তরফ থেকেও। যেখানে পাকিস্তানের বিদেশ মন্ত্রক এই দাবিকে নস্যাৎ করেছে।

    কে করবে সরকার গঠন?

    জানা গিয়েছে, এই উদ্ভূত পরিস্থিতিতে নওয়াজ শরিফ, বিলাবল ভুট্টোর দল ইমরান খানের নির্দল হিসেবে জেতা কিছু সাংসদের (Pakistan Election) সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে। নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফকে ফের দেখা যেতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে। প্রসঙ্গত ২০২২ সালের এপ্রিল মাসেই ইমরান খানকে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়।

     

    আরও পড়ুন: পার্টি অফিসে ধর্ষণ করেছিলেন শাহজাহান! রিপোর্ট তলব মহিলা কমিশনের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan Election 2024: পাক রাজনীতিতে সক্রিয় আইএসআই, গাঁটছড়া বাঁধছে পিটিআই-পিপিপি!

    Pakistan Election 2024: পাক রাজনীতিতে সক্রিয় আইএসআই, গাঁটছড়া বাঁধছে পিটিআই-পিপিপি!

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক রাজনীতির ডামাডোলের বাজারে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে গুপ্তচর সংস্থা আইএসআই। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজকে ঠেকাতে (Pakistan Election 2024) ইমরান খানের পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ এবং প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি গাঁটছড়া বাঁধতে চলেছে বলে জল্পনা ছড়িয়েছে। এই জোট সরকারে ইমরান ঘনিষ্ঠ মুত্তাহিদ কওমি মুভমেন্ট পাকিস্তান যোগ দিতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

    ম্যাজিক ফিগার

    পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন রয়েছে ৩৩৬টি। তার মধ্যে নির্বাচন হয়েছে ২৬৫টি আসনে। বাকি ৭০টি আসন মহিলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য ৬০টি এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ১০টি আসন সংরক্ষিত। এই সংরক্ষিত আসনগুলির ওপর সরকার গঠন নির্ভর করে না (Pakistan Election 2024)। বর্তমান পরিস্থিতিতে ১৩৩ জনের সমর্থন পেলেই পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার সম্ভব হবে।

    নির্বাচন কমিশন

    এই নির্বাচনে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা ৯৩টি আসনে জয়ী হয়েছেন। যেহেতু পিটিআইয়ের স্বীকৃতি বাতিল করেছে নির্বাচন কমিশন, তাই নির্দলকেই সমর্থন দিয়েছে ইমরানের দল। নওয়াজের দল পেয়েছে ৭৫টি আসন। আর পিপিপির দখলে গিয়েছে ৫৩টি আসন। এমকিউএমপি জয়ী হয়েছে ১৭টি আসনে। এককভাবে কোনও রাজনৈতিক দল ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় প্রয়োজন দেখা দিয়েছে জোট গঠনের। জোট সরকারের পক্ষে সওয়াল করেছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও।

    আরও পড়ুুন: ধর্ষণের প্রমাণ কোথায়? নির্যাতিতাকে প্রশ্ন পুলিশের! বিস্ফোরক সন্দেশখালির মহিলা

    ২০২২ সালে ইমরান প্রধানমন্ত্রীর কুর্সি হারানোয় পিএমএলএন-পিপিপি জোট সরকারে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী ও বিলাবল ভুট্টো বিদেশমন্ত্রী হয়েছিলেন। এবার দুই দলই ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তাই এই দুই দলের জোট আদৌ হবে কিনা, তা নিয়ে চলছে জল্পনা। তাই নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে চলছে চায়ের ঠেকে চর্চা। আইএসআই ইমরানের সঙ্গে গোপন সমঝোতা করেছে বলেও তৈরি হয়েছে জল্পনা। এই আবহেই ইমরানের দলের নেতা-কর্মীরা শরিফকে সরকার গড়ার সুযোগ দেওয়ার বিরোধিতা করে নেমেছেন আন্দোলনে। ফলে পাক রাজনীতির আকাশে ফের ঘনিয়ে আসছে দুর্যোগের কালো মেঘ।

    জানা গিয়েছে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই আদিয়ালা জেলে গিয়ে কথা বলেছেন ইমরানের (Pakistan Election 2024) সঙ্গে। দু’পক্ষে একটি ডিলও হয়েছে। তার পরেই ইমরান প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন ওমর আয়ুব খানের নাম।

    পাক রাজনীতির জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share