Tag: Pakistan PM Shehbaz Sharif

Pakistan PM Shehbaz Sharif

  • Pakistan: বেজিংয়ের নিয়ন্ত্রণে ইসলামাবাদ! পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিনা দূতাবাসে তলব?

    Pakistan: বেজিংয়ের নিয়ন্ত্রণে ইসলামাবাদ! পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিনা দূতাবাসে তলব?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিনা দূতাবাসে ডাকা হয়েছিল। যদিও পাক প্রধানমন্ত্রীর অফিস (PMO) জানিয়েছে, করাচিতে আহত দুই চিনা নাগরিকের সুস্থতা কামনা করাই ছিল তাঁর উদ্দেশ্য। তাই শাহবাজ চিনা দূতাবাসে গিয়েছিলেন। তবে, সাধারণত কোনও দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের দূতাবাসে যান না।  কোনও দেশের প্রধানমন্ত্রীকে ডেকে পাঠানো হচ্ছে সে দেশে নিযুক্ত অন্য দেশের দূতাবাস থেকে! এটা সত্যই বিস্ময়ের! সব জায়গায়, রাষ্ট্রদূতকে তলব করে সরকার, এখানে উলটপূরাণ। সরকারকে কার্যত তলব করছে দূতাবাস। চিন যে পাকিস্তানকে কব্জা করে ফেলেছে, এটা তার জলজ্যান্ত উদাহরণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

    পাকিস্তান কি চিনের উপনিবেশ!

    চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বুধবার (৬ নভেম্বর) চিনা দূতাবাসে যান। করাচির সাইট ইন্ডাস্ট্রিয়াল এলাকায় চিনা নাগরিকদের ওপর গুলি চালিয়ে তাদের আহত করা হয়। চিনা নাগরিক ওয়াং জিং ঝং, ঝেং লুয়েন, ঝোউ বাওলিন এবং ওয়েই সিক্সিয়ান করাচির লিবার্টি মিলসের কাছে নতুন যন্ত্রপাতি স্থাপন করতে গিয়েছিলেন। চিনা নাগরিকরা প্রতিদিন একটি বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করতেন। তাঁদের সুরক্ষা দিত একটি বেসরকারী সংস্থা এবং সিন্ধ পুলিশ স্পেশাল প্রোটেকশন ইউনিট (SPU)। এই ঘটনার পরই শাহবাজ চিনা দূতাবাসে যান। 

    আরও পড়ুন: স্টেশন জুড়ে রক্তের দাগ, ছিন্নভিন্ন হাত-পা! পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ২৫

    পাকভূমে চিনের সেনা

    চিনা রাষ্ট্রদূত জিয়াং জেইডংকে শাহবাজ বলেন, “আমি এখানে চিনা নাগরিকদের ওপর আক্রমণের নিন্দা জানাতে এবং আহতদের স্বাস্থ্য সম্পর্কে জানতে এসেছি। আমি নিজে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া তদারকি করছি এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করব।” পাক প্রধানমন্ত্রী দাবি করেছেন যে, চিন হচ্ছে পাকিস্তানের দীর্ঘস্থায়ী বন্ধু। তাই কুশল জানতেই তাঁর যাওয়া। যদিও বিশেষজ্ঞদের অনুমান, পাকিস্তান চিনের একটি উপনিবেশের মতো হয়ে উঠেছে, যেখানে পাক প্রধানমন্ত্রীকে সময়ে সময়ে ডেকে চিন তাদের অভাব-অভিযোগ জানায়। অনুমান, পাক-ভূমে চিনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান ব্যর্থ হওয়ায়, চিন এখন নিজের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা বাহিনী পাঠানোর কথা ভাবছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: অডিও ক্লিপ ইস্যুতে অস্বস্তিতে শাহবাজ সরকার, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর

    Pakistan: অডিও ক্লিপ ইস্যুতে অস্বস্তিতে শাহবাজ সরকার, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অডিও ক্লিপ ফাঁস (Audio Clip Leak) হওয়া ইস্যুতে জাতীয় নিরাপত্তা কমিটির (National Security Committee) বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর অডিও ক্লিপ ফাঁস হয় ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। বিরোধীরা চাইছে শাহবাজ পদত্যাগ করুন, ওই এমনই দাবি করা হয় ওই অডিওতে ৷ সেই নিয়েই বুধবার বৈঠক ডেকেছেন তিনি ৷ 

    আরও পড়ুন: পাকিস্তানে চপার দুর্ঘটনায় মৃত্যু ২ অফিসার সহ ৬ সেনাকর্মীর      

    ফাঁস হওয়া ওই অডিওটি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সরকারের শীর্ষ আধিকারিকদের কথোপকথনের বলে দাবি করা হচ্ছে ৷ গত সপ্তাহে ওই অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সোমবার আরও কিছু অডিও ভাইরাল হয় ৷ সেখানে আবার পিএমএল-এন (PML-N) এর নেতাদের উপ-নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে৷ পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ওই উপ-নির্বাচন৷ ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর জন্য যৌথ তদন্তকারী দল তৈরি করা হয়েছে ৷ সেই তদন্তকারীদের মধ্যে সেনা পরিচালিত গোয়েন্দারাও রয়েছেন ৷ এছাড়া ইন্টালিজেন্স ব্যুরোও তদন্ত করছে ৷ কিন্তু এভাবে একের পর এক অডিও ফাঁস হওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাহবাজ সরকার ৷ 

    আরও পড়ুন: পিএফআই সদস্যদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! কড়া পদক্ষেপ সরকারের
      
    সেই কারণেই আগামিকাল ওই বৈঠক ডাকা হয়েছে ৷ বৈঠকটি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেই হবে ৷ সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হওয়া তদন্তের রিপোর্ট জাতীয় নিরাপত্তা কমিটির কাছে পেশ করা হবে।এদিকে এই ইস্যুতে শাহাবজ শরিফকে চাপে ফেলার চেষ্টা করছে বিরোধীরা ৷ সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এই বিষয়ে সরব হয়েছেন ৷ তিনি শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করেছেন। 

    অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি অডিও টেপ নিলামে তুলেছে ওয়েব কন্টেন্টের কালোবাজার হিসেবে পরিচিত ডার্ক ওয়েব। নিলামে সেই অডিও টেপের ন্যূনতম দাম রাখা হয়েছে সাড়ে তিন লক্ষ ডলার। এমনটাই জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share