Tag: Pakistan Supports PFI

Pakistan Supports PFI

  • Pakistan Supports PFI: নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে পিএফআইকে প্রকাশ্যে সমর্থন পাকিস্তান দূতাবাসের

    Pakistan Supports PFI: নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে পিএফআইকে প্রকাশ্যে সমর্থন পাকিস্তান দূতাবাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি কার্যকলাপের জন্য পাঁচ বছরের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র (Centre Banned PFI)।  পিএফআইয়ের সমস্ত সহযোগী সংস্থা এবং অনুমোদিত সংস্থার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ অবিলম্বেই কার্যকরী হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সরকার। বরাবরই এই সংগঠন পাকিস্তানের বিস্তর সমর্থন পেয়ে এসেছে (Pakistan Supports PFI)। এমনকি এই সংগঠনের কর্মীদের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতেও শোনা যায়। এই সংগঠনকে যে পাকিস্তান হাওয়া দিচ্ছে সেই সন্দেহ আগে থেকেই ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। নিষিদ্ধ ঘোষিত হওয়ার কিছুক্ষণ আগেই পিএফআই- এর ট্যুইটে প্রকাশ্যে সমর্থন জানানো হল ভ্যাঙ্কুবারের পাকিস্তানি দূতাবাসের (Pakistan Embassy) অফিসিয়াল হ্যান্ডেল থেকে। পিএফআই- এর ট্যুইটের কমেন্টবক্সে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে ট্যাগ করল পাকিস্তানের দূতাবাস। এমনই স্ক্রিন শট এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার যত্র-তত্র।  

    আরও পড়ুন: আইইডি তৈরির পাঠ চলছিল চুপিসাড়ে! জানুন কী কী করত নিষিদ্ধ সংগঠন পিএফআই? 



     
    কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জনসমক্ষে পিএফআই ও সহযোগী সংস্থা বা প্রতিষ্ঠান আর্থ-সামাজিক, শিক্ষাগত এবং রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরলেও সমাজের একটি নির্দিষ্ট অংশের মধ্যে উগ্রপন্থার বীজ বপন করে আসছে। যা গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করা এবং দেশের সাংবিধানিক কর্তৃপক্ষ ও সাংবিধানিক কাঠামোকে চূড়ান্ত অবহেলা করার লক্ষ্যে কাজ করছে। এই পরিস্থিতিতে বেআইনি কাজকর্ম আইনের তিন নম্বর ধারার এক উপচ্ছেদের আওতায় যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার প্রয়োগ করে পিএফআইকে নিষিদ্ধ করা হচ্ছে।”  

    এদিকে কেন্দ্রীয় সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার কয়েক ঘণ্টা পরে, পিএফআই নেতারা বুধবার তাঁদের সংগঠনটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিষিদ্ধ রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ট্যুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অন্যান্য সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে পিএফআই-কে। সেই সঙ্গে এই দলের সঙ্গে যুক্ত নেতাদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে গিয়েছে। পিএফআই- এর সঙ্গে নিষিদ্ধ সংগঠন ‘সিমি’- এর নেতাদের যোগ পেয়ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সে বিষয়ে তদন্ত জারি আছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share