Tag: pakistan ttp

pakistan ttp

  • Pakistan News: বালোচ বিদ্রোহীদের নিয়ে জেরবার পাক সেনা, এবার হামলার হুঁশিয়ারি দিল টিটিপি

    Pakistan News: বালোচ বিদ্রোহীদের নিয়ে জেরবার পাক সেনা, এবার হামলার হুঁশিয়ারি দিল টিটিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র আঘাতে জেরবার পাকিস্তান সরকার (Pakistan News)। এ বার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)। প্রসঙ্গত, সম্প্রতি বালোচিস্তানের বোলানে বালোচ বিদ্রোহীদের হাতে জাফর এক্সপ্রেসের অপহরণের ঘটনা ঘটে। এরপরেই টিটিপির এই হুঁশিয়ারি পাক সরকারের বড় ‘মাথাব্যথার’ কারণ হয়ে উঠেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ (Pakistan News)।

    পাক সেনার ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে এই জঙ্গি গোষ্ঠী

    পাকিস্তানের বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম (Pakistan News) সূত্রের খবর মিলেছে, পাক সেনার ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনাও করছে এই জঙ্গি সংগঠন। টিটিপি এই অভিযানের পোশাকি নাম রেখেছে ‘অল-খন্দক’। এনিয়ে এক বিবৃতিও জারি করেছে টিটিপি। ওই বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে অত্যাধুনিক অস্ত্রসমেত হামলা চালাবে সংগঠনের প্রশিক্ষিত সদস্যরা। শুধু তা-ই নয়, ওই জঙ্গি সংগঠন আরও জানিয়েছে নিখুঁত নিশানা, গেরিলা যুদ্ধ এবং আত্মঘাতী হামলার জন্য তাদের বাছাই করা সদস্যদের প্রস্তুত করা হচ্ছে। প্রসঙ্গত, দিনকয়েক পাঞ্জাব প্রদেশে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালায় পাক সেনা (Punjab Province)। সেই সময় টিটিপির দুই সদস্যকে গ্রেফতার করে তারা। তখনই আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল ধৃতরা। এমনটাই দাবি করেছে পাক সেনা।

    বালোচ বিদ্রোহীরাও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে (Pakistan News)

    পাক সেনার (Pakistan News) এই অভিযানের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই পাল্টা হুঁশিয়ারি দেয় টিটিপি জঙ্গি সংগঠন। এমন ধরনের হুঁশিয়ারি আসায় সতর্ক হয়েছে পাক সেনাও। ঘটনা হল, দু’দিন আগেই বালোচ বিদ্রোহীরাও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে। বালোচ বিদ্রোহীদের হুঁশিয়ারি, বালোচিস্তানের কোনও মানুষের ওপর যদি পাক সেনা হামলা চালায়, বালোচ বিদ্রোহীদের গায়ে যদি একটিও আঁচড় লাগে, তা হলে তারা পরবর্তী নিশানা করবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরকে। এমন হুঁশিয়ারিতে কার্যত উদ্বিগ্ন পাক সেনা। বালোচ বিদ্রোহীদের সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে আবার নতুন করে টিটিপি হুঁশিয়ারি দিল।

  • Imran Khan: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

    Imran Khan: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে তাঁকে গ্রেফতার করে সেদেশের আধাসেনা পাক রেঞ্জার্স। সূত্রের খবর, একটি জমি দুর্নীতি মামলার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত, রেঞ্জার্সের হেফাজতেই রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান। 

    পাক সংবাদমাধ্যমের দাবি, এদিন হাইকোর্টে একটি মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন ইমরান (Imran Khan)। জানা যাচ্ছে, আল কাদির ট্রাস্টের জমি দখল করার অভিযোগে সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তিনি।

    আদালত চত্বরে হাতাহাতি

    অভিযোগ, সেই সময় কক্ষের বাইরে ইমরানকে (Imran Khan) গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হাইকোর্টের বাইরে সেই সময় চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। জানা যাচ্ছে, এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবীদের সঙ্গে রেঞ্জার্সের মারপিট বাধে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ইমরান-সমর্থকদের সঙ্গেও সংঘর্ষ হয় রেঞ্জার্সদের। তাঁর আইনজীবীও আক্রান্ত হন বলেও অভিযোগ। ইমরানের দলের দাবি, গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনী মারধর করে। এর পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। 

    আরও পড়ুন: মাথায় বুলেটপ্রুফ টুপি, কাঁধের পিছনে ব্যালিস্টিক শিল্ড, কড়া প্রহরায় আদালতে ইমরান

    ইমরানের দলের দাবি

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি বলেন, ‘‘জোর করে ইমরানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। তাঁর আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।’’ আর এক পিটিআই নেতা মুসররাত চিমার দাবি, ‘ওরা ইমরান খানের উপর অত্যাচার করছে। খান সাহেবকে মারধর করছে। সম্ভবত ওঁর সঙ্গে কিছু করা হয়েছে।’ পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রেফতারির আগে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের ‘কাপ্তান’ (Imran Khan) না কি বলেন, ‘‘পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগে অটল রয়েছি। এই জন্য গ্রেফতার বা মৃত্যুবরণ করতেও রাজি।’’

    কী বলছে প্রশাসন?

    যদিও, সব অভিযোগ খারিজ করেছে পাক রেঞ্জার্স। প্রশাসন সূত্রের খবর, গ্রেফতারির পর ইমরানকে (Imran Khan) হাইকোর্ট চত্বরের বাইরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে রেঞ্জার্স। এদিকে, ইমরান খানের গ্রেফতারির পরই, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক অবিলম্বে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেন। একইসঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তিনি ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে, তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত।

     

LinkedIn
Share