Tag: pakistani

pakistani

  • Gujarat: সিএএ-এর মাধ্যমে ৫৬ জন পাকিস্তানি হিন্দুকে নাগরিকত্ব দিল গুজরাট সরকার

    Gujarat: সিএএ-এর মাধ্যমে ৫৬ জন পাকিস্তানি হিন্দুকে নাগরিকত্ব দিল গুজরাট সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দুই দশক ধরে গুজরাটে (Gujarat) বসবাসকারী ৫৬ জন পাকিস্তানি হিন্দুকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হল। ১১ ডিসেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে গুজরাটের  স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। প্রাপকদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা হাসুন, এখন থেকে আপনারা ভারতের নাগরিক।” আর হাতে শংসাপত্র পেয়ে তাঁরাও স্বস্তির নিশ্বাস ফেললেন। এই দিনটার জন্য তাঁরা বছরের পর বছর অপেক্ষা করছিলেন।

    প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হিশা কুমারী (Gujarat)

    জানা গিয়েছে, এই ৫৬ জনের মধ্যে হিশা কুমারী নামে একজনের নাগরিকত্ব পাওয়ার ঘটনা অন্যতম। ১৯৯৮ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন হিশা। উন্নত ভবিষ্যত এবং নিপীড়ন থেকে মুক্তির জন্য ২০১৩ সালে তাঁর পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন তিনি। পাকিস্তানে অষ্টম শ্রেণি পর্যন্ত পরার পর ভারতে এসে তিনি ফের পড়াশুনা শুরু করেন। ২০১৭ সালে আজমিরের একটি মেডিক্যাল কলেজে ভর্তি হন। তিনি এখন একজন ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেছেন। এদিন তাঁর হাতেও নাগরিকত্বের (Gujarat) শংসাপত্র তুলে দেওয়া হয়। নাগরিকত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত হয়ে হিশা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার পরিচয় পুনরুদ্ধার করার জন্য আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কৃতজ্ঞ। এই নাগরিকত্ব পাওয়ার পরে, আমি যে কোনও জায়গায় আবেদন করতে পারি।” তিনি গর্বভরে তাঁর নাগরিকত্বের শংসাপত্র প্রদর্শন করে বলেছিলেন।

    আরও পড়ুন: চালিয়ে খেলছে শীত! কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ, বঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নিচে

    রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কী বললেন?

    রাজ্যের (Gujarat) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগে, এই ব্যক্তিদের দিল্লিতে একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এখন, আমরা নিশ্চিত করেছি যে তাদের সমস্যাগুলি স্থানীয় পর্যায়ে সমাধান করা হবে। ” ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত মোট ১১৬৭ জন পাকিস্তানি নাগরিক ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এই ৫৬ জনকে অন্তর্ভুক্ত করায়, সংখ্যাটি এখন ১২২২-এ দাঁড়িয়েছে। শুধুমাত্র গুজরাতেই, ৫০ টিরও বেশি পাকিস্তানি হিন্দু গত ছয় মাসে তাদের নাগরিকত্বের শংসাপত্র পেয়েছে। এই ৫৬ জনের জন্য ভারতীয় নাগরিকত্ব প্রদান দীর্ঘ অপেক্ষার অবসান এবং তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এটি তাদের শুধুমাত্র আইনি স্বীকৃতিই দেয় না বরং ভারতীয় সমাজে সম্পূর্ণরূপে একীভূত হওয়ার এবং তাদের স্বপ্নগুলিপূরণ করার সুযোগও দেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Infiltration In India: পাকিস্তানি মা-ছেলের ভারতে অনুপ্রবেশ, গ্রেফতার করল এসএসবি

    Infiltration In India: পাকিস্তানি মা-ছেলের ভারতে অনুপ্রবেশ, গ্রেফতার করল এসএসবি

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ (Infiltration In India) এবং সেই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় পাকিস্তানের নাগরিক এক মা-ছেলেকে গ্রেফতার করল এসএসবি। সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি সূত্রে জানা গিয়েছে, বুধবার শিলিগুড়ি ব্লকের খড়িবাড়ি পানিট্যাঙ্কি এলাকায় ভারত-নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে ধরা পড়েন মা এবং ছেলে। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই গ্রেফতার করে দার্জিলিং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, তাঁরা পাকিস্তানি নাগরিক, ধৃত মহিলার নাম শায়িস্তা হানিফ এবং ছেলের নাম মহম্মদ হানিফ।

    কীভাবে পৌঁছালেন শিলিগুড়িতে (Infiltration In India)?

    এসএসবি সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বুধবার সকালে ভারত-নেপাল সীমান্তের কাকরভিটা থেকে মেচি নদীর উপর এশিয়ান হাইওয়ে হয়ে হেঁটে (Infiltration In India) পানিট্যাঙ্কি এলাকায় পৌঁছান। এরপর এসএসবি জওয়ানরা তাঁদের গ্রেফতার করে। তাঁদের তল্লাশি করলে পাকিস্তানি পাসপোর্ট এবং কিছু নথি পাওয়া যায়। এরপর জেরায় জানা যায়, পাকিস্তানের করাচি শহরের গহানমার স্ট্রিটের সারফা বাজারে তাঁদের মূল বাড়ি। বৃহস্পতিবার তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

    সৌদি আরব থেকে কাঠমান্ডুতে আসেন

    ধৃত পাকিস্তানি মা-ছেলের (Infiltration In India) কাছ থেকে জানা গিয়েছে, তাঁরা প্রথমে পাকিস্তান থেকে সৌদি আরবে যান, এরপর সেখান থেকে গত ৫ নভেম্বর তাঁরা ভারত এবং কাঠমান্ডুতে আসার জন্য বিমানে টিকিট কেটেছিলেন। গত ১১ নভেম্বর তাঁরা সৌদি আরবের জেড্ডা বিমান বন্দর থেকে কাঠমান্ডুতে আসেন। তল্লাশিতে তাঁদের কাছ থেকে মোবাইল, দুটি সিমকার্ড, একটি মেমরি কার্ড, দুটি পেন ড্রাইভ, ১০ হাজার নেপালি টাকা, ১৬ হাজার ৩৫০ ভারতীয় টাকা এবং ৬ ইউরো, ১৬৬টি রিয়াল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

    পুলিশের বক্তব্য

    এই গ্রেফতারের পর দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, “আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেফতার হওয়া মা এবং ছেলে হলেন পাকিস্তানের নাগরিক। তবে বেশ কিছু দিন ধরে তাঁরা সৌদি আরবে থাকছিলেন। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণায় তাঁর এক বোন আছেন, সেখানে যাওয়ার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ (Infiltration In India) করেছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share