Tag: pakistani infiltration

pakistani infiltration

  • Poonch: পুঞ্চে ফের অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম জঙ্গি, বাকিদের খোঁজে তল্লাশি

    Poonch: পুঞ্চে ফের অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম জঙ্গি, বাকিদের খোঁজে তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অর্থনীতি হাঁড়ির হাল। খাবারের জন্য শুরু হয়েছে হাহাকার। দেশের এহেন পরিস্থিতিতেও ভারতে (India) জঙ্গি ঢোকানোর কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান (Pakistan)। রবিবার ভোরে সীমান্ত পেরনোর চেষ্টা করে পাক মদতপুষ্ট একদল জঙ্গি। বাধা দিতে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সেনা। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। শুরু হয় দু পক্ষের গুলির লড়াই। গুলিতে খতম হয় এক জঙ্গি। এরপরেই পালিয়ে যায় জঙ্গিরা। ঘটনাটি জম্মু-কাশ্মীরের পুঞ্চের (Poonch) শাহপুর সেক্টরের।

    অনুপ্রবেশের চেষ্টা পুঞ্চের (Poonch) শাহপুর সেক্টরে…

    এদিন ভোরে প্রহরারত জওয়ানদের নজরে পড়ে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে একদল জঙ্গি। এর পরেই অনুপ্রবেশ রোখার চেষ্টা করেন তাঁরা। তখনই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। নিহত হয় এক জঙ্গি। কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা জানতে এলাকায় চলছে চিরুনি তল্লাশি। জম্মুতে (Poonch) সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট দেবেন্দ্র আনন্দ জানান, রবিবার ভোরে সীমান্তে কয়েকজন সন্দেহভাজন নজরে পড়ে প্রহরারত জওয়ানদের। তাদের বাধা দিতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। বাকিরা পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে চলছে তল্লাশি।

    আরও পড়ুুন: ইডি-র চার্জশিটে কুন্তলের এজেন্ট হিসেবে নাম রায়গঞ্জের স্কুল শিক্ষকের! চাঞ্চল্য

    উপত্যকায় অশান্তির বিষবাষ্প ছড়াতে ক্রমাগত চক্রান্ত করে চলেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তারা প্রায়ই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে পড়ে কাশ্মীরের বিভিন্ন গ্রামে। সেখানে গা ঢাকা দিয়ে নাশকতামূলক কাজ করে। কাশ্মীরের (Poonch) তরুণদের মনে বপন করে ভারত বিদ্বেষী মনোভাবের বীজ। সেনার ১৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের মেজর জেনারেল অজয় চন্দপুরিয়া বলেন, বিভিন্ন এজেন্সির কাছ থেকে গত দু সপ্তাহ ধরে জানতে পারছিলাম অনুপ্রবেশের চেষ্টা হতে পারে এবং উরির রামপুর সেক্টরের হাতলঙ্গা এলাকার জঙ্গিরা যুদ্ধের রসদ মজুত করতে পারে।

    তার পরেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযান শুরু করে সেনা। হাতলঙ্গা এলাকায় গত শুক্রবার প্রায় ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে আটটি একে-৭৪ রাইফেল, ২৪টি একে-৭৪ রাইফেল ম্যাগাজিন, ৫৬০টি ৭.৬২ মিমি একে-৭৪ লাইভ অ্যামিউনিশন, ২৪টি চাইনিজ পিস্তল ম্যাঙ্গানিজ-সহ অন্যান্য সামগ্রী। এদিন তিনি জানান, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। কারণ, এখানে এখন জঙ্গি এবং যুদ্ধের রসদ সর্বকালীন কম অবস্থায় রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share