Tag: Pakistani Terrorists

Pakistani Terrorists

  • Jammu And Kashmir: ভূস্বর্গে ঢুকেছে পাক জঙ্গি, ব্যবস্থা নিতে মোতায়েন ৫০০ কমান্ডো

    Jammu And Kashmir: ভূস্বর্গে ঢুকেছে পাক জঙ্গি, ব্যবস্থা নিতে মোতায়েন ৫০০ কমান্ডো

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) অনুপ্রবেশ করেছে প্রশিক্ষিত পাকিস্তানি জঙ্গি। সেই কারণেই আরও আঁটসাঁট করা হল ভূস্বর্গের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর (Indian Army), প্রায় ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে ৫০ থেকে ৫৫ জন প্রশিক্ষিত জঙ্গি। এলাকায় অশান্তির ছক কষেছে তারা। এদেরই দমন করতে মোতায়েন করা হচ্ছে ওই কমান্ডোদের।

    গোয়েন্দা তৎপরতা তুঙ্গে (Jammu And Kashmir)

    অভিযান চালানোর আগে জঙ্গিদের অবস্থান সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এই অঞ্চলে বাড়ানো হয়েছে গোয়েন্দাদের তৎপরতাও। এই জঙ্গিদের কারা সাহায্য করছে, কোথা থেকেই বা রসদ জোগাড় করছে, সেসবও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ভারতীয় সেনার তরফে টহলদারির জন্য অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে রয়েছেন সাড়ে ৩ থেকে ৪ হাজার দক্ষ সেনা। জঙ্গি দমনের ছকও কষে নিয়েছে নিরাপত্তা বাহিনী।

    জঙ্গি মোকাবিলায় গুচ্ছ ব্যবস্থা

    জানা গিয়েছে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ও উন্নত কমিউনিকেশন ডিভাইস রয়েছে এই জঙ্গিদের হাতে। তাদের হাতে চলে এসেছে আফগানিস্তানে নেটো ও মার্কিন সেনার ফেলে যাওয়া অত্যাধুনিক সব অস্ত্র (Jammu And Kashmir)। জঙ্গিদের সেই অস্ত্রচালনার প্রশিক্ষণ দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা। এদের মোকাবিলায় তাই মোতায়েন করা হয়েছে দক্ষ সেনা। এই এলাকায় সন্ত্রাস-বিরোধী পরিকাঠামোও সম্প্রতি গড়ে তুলেছে ভারতীয় সেনা। যাতে রয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের দুটি ব্যাটেলিয়ন – রোমিও এবং ডেল্টা ফোর্স। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন রেগুলার ইনফ্যান্ট্রি ডিভিশনও।

    আরও পড়ুন: ‘‘জনজাতিদের জমি ও অধিকার রক্ষা করবে বিজেপি’’, ঝাড়খণ্ডে বললেন অমিত শাহ

    জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে উন্নয়ন যজ্ঞ। জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিয়ে সেই উন্নয়ন যজ্ঞই ব্যাহত করতে চাইছে পাকিস্তান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই ভারতে জঙ্গি ঢুকিয়ে অশান্তি জিইয়ে রাখতে চায় পাক সরকার। এতে লাভ হয় দু’দিক থেকে। এক, ‘হা-ভাতে’র দেশ পাকিস্তানে অনায়াসেই মেলে জঙ্গি হওয়ার জন্য তাজা রক্ত। আর দুই, ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ চালিয়ে গেলে দেশে বয়ে যায় দেশপ্রেমের বন্যা। তখন আর অনাহার-অপুষ্টি নিয়ে (Indian Army) বিশেষ মাথা ঘামায় না কেউ। তাই ভূস্বর্গে (Jammu And Kashmir) নিরন্তর জ্বলতে থাকে অশান্তির গনগনে আগুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi: পাক জঙ্গিদের সঙ্গে কথা হত জাহাঙ্গিরপুরী থেকে ধৃত ২ সন্ত্রাসীর! দাবি দিল্লি পুলিশের

    Delhi: পাক জঙ্গিদের সঙ্গে কথা হত জাহাঙ্গিরপুরী থেকে ধৃত ২ সন্ত্রাসীর! দাবি দিল্লি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির জাহাঙ্গিরপুরীতে সন্ত্রাসী ধরা পড়ার ঘটনায় এল নয়া মোড়। জাহাঙ্গিরপুরী থেকে ধৃত দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে দিল্লি পুলিশের কাছে। ধৃত ওই দুই জঙ্গি নওশাদ আলি ও জগজিৎ সিংকে জেরা করে জানা গিয়েছে, তারা পাকিস্তানি হ্যান্ডলারদের কাছ থেকে নির্দেশ পেয়েছিল ও সেখানকার জঙ্গিদের সঙ্গে রীতিমত যোগাযোগও ছিল তাদের। এদিন তারা দিল্লি পুলিশের কাছে স্বীকার করেছে, তারা দুবার নেপাল হয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা দু’বারই ব্যর্থ হয়। এছাড়াও নওশাদ পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রজাতন্ত্র দিবসের আগে বড় কিছু করাjই পরিকল্পনা ছিল তাদের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল নওশাদ ও জগজিৎকে।

    পাকিস্তানি জঙ্গি ও সন্ত্রাস সংগঠনের সঙ্গে যোগাযোগ নওশাদের

    সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নওশাদ ও জগজিৎ হরকাত-উল আনসার সংগঠন এবং হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসীদের সঙ্গে দেখা করেছিল। এই দুই সংগঠনকে ভারত থেকে জঙ্গি সংগঠন বলে মনোনীত করা হয়েছে। এমনকী পাকিস্তানি সন্ত্রাসী তথা লস্কর জঙ্গি আসফাক ওরফে আরিফের সঙ্গেও নওশাদের যোগাযোগ ছিল। এই আসফাক ও সুহেল নামক জঙ্গির থেকেই নির্দেশ পেত নওশাদ। সূত্রের খবর, “আরিফই নওশাদকে পাকিস্তানি সন্ত্রাসী সুহেলের সঙ্গে দেখা করতে বলেছিল। সুহেলও সন্ত্রাসী সংগঠন এলইটি-এর সদস্য, বর্তমানে সে পাকিস্তান থেকে কাজ করছে।” সূত্রের খবর, সুহেল পাঞ্জাবের কিছু বড় নেতাকে টার্গেট করার পরিকল্পনা করেছিল।

    জেলে থাকাকালীন নওশাদ সন্ত্রাসী নাদিমের সঙ্গে দেখা করেন

    নওশাদ তদন্তের সময় প্রকাশ করেছে যে, সে যখন জেলে ছিল, তখনই নাদিমের সঙ্গে দেখা করেছিল, সে সন্ত্রাসী সংগঠন হরকাত-উল-আনসারের সঙ্গে যুক্ত ছিল। সূত্রের খবর, “জেল থেকে প্যারোলে বেরিয়ে আসার পর, জিহাদের জন্য একসঙ্গে কাজ করার জন্য নাদিম নওশাদকে হরকাত-উল-আনসার সংগঠনে যুক্ত করেছিল।” 

    আরও পড়ুন: মায়াপুরে ইস্কনের মন্দিরে পুজো দিয়ে নদিয়ায় সভা! বাংলায় প্রচারে জেপি নাড্ডা

    ২০১৮ সালে জেল থেকে মুক্তি পায় নওশাদ

    নওশাদ আরও জানিয়েছে, হত্যার দায়ে সে ২৫ বছর জেলে বন্দি ছিল ও ২০১৮ সালে মুক্তি পায় ও তার পরেই নাদিমের সঙ্গে কাজ শুরু করে। শুধু তাই নয়, ২০১৯ সালে নেপাল হয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করলেও দুবারই তার প্রচেষ্টা ব্যর্থ হয়। যে নেপালি কর্মকর্তার মাধ্যমে সে তার নেপালি পাসপোর্ট তৈরি করছিল তাকে ঘুষের অভিযোগে গ্রেফতার করা হয়। নওশাদ প্রায় ২৭ বছর ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিল এবং সেই সময়ে সে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনের জঙ্গিদের সঙ্গে দেখা করত,  তারপরে সে তাদের হয়ে কাজ শুরু করে।

    দিল্লি পুলিশের দাবি

    এর আগে, দিল্লি পুলিশ জানিয়েছিল, দুই ধৃত সন্ত্রাসী কমপক্ষে চারজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল যাদের পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হরকাত-উল আনসার এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই তথ্যগুলি দিল্লিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের কয়েকদিন পাওয়া গিয়েছে, ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও পুলিশ জানতে পেরেছে যে এই দুজন সুনীল রাঠি, নীরজ বাওয়ানা, ইরফান চেনু, হাশিম বাবা, ইবাল হাসান এবং ইমরান পেহলওয়ানের মত কয়েকজন গ্যাংস্টারেরও সংস্পর্শে ছিল। দিল্লি পুলিশ বলেছিল যে, গ্রেফতার হওয়া দুই সন্ত্রাসীকে “ডানপন্থী হিন্দু নেতাদের” লক্ষ্যবস্তু করে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share