Tag: Panchayat Election 2023 Result

Panchayat Election 2023 Result

  • Panchayat Election 2023: ভোটে হেরে গেলেন একই পরিবারের ৩ বৌমা, বোসবাড়িতে বিষাদের সুর

    Panchayat Election 2023: ভোটে হেরে গেলেন একই পরিবারের ৩ বৌমা, বোসবাড়িতে বিষাদের সুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) তিন দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন হাওড়ার থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের একই বাড়ির তিন বৌমা। তিনজনেই নিশ্চিত ছিলেন যে তাঁরাই ভোটে জিতবেন। ভোটে জিতলে এলাকার যে প্রধান সমস্যা, সেই পানীয় জল ও নিকাশির সমস্যার সমাধান করবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। এলাকার মানুষেরও আশা ছিল যে তাঁদের কেউ ভোটে জিতবে। কিন্তু ফল প্রকাশ হতে দেখা গেল, তাঁরা কেউই জেতেননি। বরং জিতেছেন একজন নির্দল মহিলা প্রার্থী।

    কে কোন দলে দাঁড়িয়েছিলেন (Panchayat Election 2023)?

    স্থানীয় সুত্রে জানা গেছে, হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের ১১৩ নং বুথে দাঁড়িয়েছিলেন এই তিন বৌমা। তিন বৌমাই হেরে যাওয়ায় এখন বোসবাড়িতে বিষাদের সুর। তিন বৌমা কাকলি বোস, নীলিমা বোস ও পিঙ্কি বোস। তিনজনই দাঁড়িয়েছিলেন (Panchayat Election 2023) তিন দলের টিকিটে। কাকলি তৃণমূলের হয়ে, নীলিমা কংগ্রেসের টিকিটে এবং পিঙ্কি বিজেপির হয়ে। পরিবারের আশা ছিল, তিন বৌমার যেই  জিতুক না কেন, আদতে জয় আসবে বোস পরিবারেই। কিন্তু শেষ রক্ষা হল না

    কে কীভাবে হারলেন (Panchayat Election 2023)?

    পরিবার ও স্থানীয় কিছু মানুষের আশা ভঙ্গ করে ভোটের ফলাফল (Panchayat Election 2023) প্রকাশিত হতেই দেখা গেল, প্রধান প্রধান দল থেকে দাঁড়ানো তিন বৌমার বদলে ভোটে জিতেছেন আম চিহ্নে দাঁড়ানো নির্দল প্রার্থী লতা যাদব। তিনি ২৬ ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী কাকলি বোসকে। ভোটে হেরে নিজের দলের বিরুদ্ধেই অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন কাকলি। তবে বাকিরা এই ফলাফলকে মানুষের রায় হিসাবে মাথা পেতে মেনে নিয়েছেন।

    শেষ হাসি হাসলেন কে (Panchayat Election 2023) ?

    স্থানীয় সুত্রে জানা গেছে, জয়ী নির্দল প্রার্থী লতা যাদব বিজেপি করতেন। বিজেপি থেকে টিকিট না পেয়ে তিনি আম চিহ্নে নির্দল হয়ে ভোটে দাঁড়ান। আর তিন বৌমাকে পিছনে ফেলে শেষ হাসি হাসেন তিনিই (Panchayat Election 2023)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: দিল্লি থেকে ফিরে আজ ভোট গণনার দিনেও জেলায় জেলায় রাজ্যপাল

    CV Ananda Bose: দিল্লি থেকে ফিরে আজ ভোট গণনার দিনেও জেলায় জেলায় রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYAT ELECTION 2023) দিনের মতোই আজ, মঙ্গলবার ভোট গণনার সময়েও জেলায় জেলায় ঘুরবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, দিল্লিতে শাহি-সাক্ষাত সেরে ফেরার পর আজ তিনি জেলা পরিদর্শনে বেরোবেন। কোন কোন জেলায় যাবেন তা এখনও অবধি জানা যায়নি। তবে প্রথমে তিনি দক্ষিণ ২৪ পরগনায় যেতে পারেন বলে খবর।

    রাজপথে রাজ্যপাল

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করতে নয়াদিল্লিতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার পঞ্চায়েত ভোটে হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। তার পর রবিবার সন্ধেয় দিল্লির উদ্দেশে রওনা হন। বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিতেই তাঁর দিল্লি সফর বলে অনুমান। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ পর্ব শেষে রাজ্যপাল বলেন, ‘‘ভোরের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে অন্ধকার সময়। তবে, এই অন্ধকার টানেলের শেষ প্রান্তে আলো থাকবে।’’ শাহের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে রাজ্যপাল আরও বলেন, ‘‘কনকনে শীত যদি এসেই থাকে, তবে বুঝতে হবে বসন্ত খুব বেশি দূরে নেই। আগামী দিন ভাল হবে।’’ সাংবাদিকরা রাজ্যপালকে প্রশ্ন করেছিলেন, তিনি কি বাংলায় সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগের সুপারিশ করবেন। সেই প্রশ্নের কোনও জবাব রাজ্যপাল দেননি। 

    আরও পড়ুন: আজ পঞ্চায়েতের ভোট গণনা, নজরে কমিশনের ভূমিকা!

    ভোটগণনার দিনেও সতর্ক

    ইতিমধ্যেই রাজ্যে ৩৩৯ কেন্দ্রে পঞ্চায়েত ভোট গণনা শুরু হয়েছে। প্রতি কেন্দ্রে থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভি। ভোট গণনাকে (Panchayat Election 2023 Result ) কেন্দ্র করে আজ আঁটোসাঁটো নিরাপত্তা গণনাকেন্দ্রগুলিতে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলবে গণনা। জেলায় জেলায় এই নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ভোট গণনার সময় ব্যালট পেপারের সত্যতা যাচাইয়ের উপরে জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি গণনাকেন্দ্রে থাকবেন একজন করে অবজার্ভার। প্রতিটি জেলায় একজন করে বিশেষ অবজার্ভার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এর দায়িত্বে থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে প্রয়োজন মতো রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। এরপরেও ভোট-পরবর্তী হিংসা এড়াতে রাজপথে নামতে চলেছেন সদা সতর্ক রাজ্যপাল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share