Tag: Pankaj Tripathi

Pankaj Tripathi

  • Atal Bihari Vajpayee Biopic: অবিকল বাজপেয়ী! ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার ফার্স্ট লুকেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির

    Atal Bihari Vajpayee Biopic: অবিকল বাজপেয়ী! ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার ফার্স্ট লুকেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবারে এই বিশেষ দিনে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিও এক বড় খবর দিলেন। তিনিই হতে চলেছেন পর্দার অটল বিহারী বাজপেয়ী। প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম লুক। বড়পর্দায় উঠে আসবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic)। আর এই খবর আগেই শোনা গিয়েছিল। তবে আসল চমক পাওয়া গেল রবিবার। প্রকাশ্যে এল ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) সিনেমার ফার্স্ট লুক। আর তাতেই চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠি।

    বড়পর্দায় আসতে চলেছে অটলজির জীবনকাহিনী

    প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের বিখ্যাত নেতাদের একজন। তিনি বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন। রাজনৈতিক জীবন ছাড়াও , অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত জীবন এবং সংগ্রাম তাঁর ভক্তদের সবসময় অনুপ্রাণিত করে। আর এবার দেশের প্রবীণ প্রধানমন্ত্রীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic) দেখা যাবে বড়পর্দায়। আর এই বিষয়টি তাঁর জন্মদিনেই প্রকাশ্যে আনা হল। সিনেমার নাম ‘ম্যায় অটল হুঁ’।

    প্রকাশ্যে প্রথম লুক

    ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিও তাদের আগামী ছবি ‘ম্যায় অটল হুঁ’-র প্রথম লুক প্রকাশ্যে এনেছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। প্রযোজনা সংস্থার পাশাপাশি তিনিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর নতুন রূপ। ক্যাপশনে লিখেছেন, “না কভি কহি ডগমগায়া, না কভি কহি শর ঝুঁকায়া, ম্যায় এক অনোখা বল হুঁ, ম্যায় অটল হুঁ।” তিনি আরও লিখেছেন, “আমি জানি যে ‘অটল’ জি’র ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমার ব্যক্তিত্বের সংযম নিয়ে কাজ করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস যে, আমি নয়া উদ্যম এবং মনোবলের ভিত্তিতে আমার নতুন ভূমিকার প্রতি সুবিচার করতে সক্ষম হব।”   

    [insta]https://www.instagram.com/reel/Cmk-kaHoBgd/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CmlBd3gIM1b/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়োপিকটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার জয়ী রবী যাদব। আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটি। পঙ্কজ ত্রিপাঠি তাঁর ট্যুইটারেও তাঁর অনেক লুক প্রকাশ্যে এনেছেন। অটল বিহারী বাজপেয়ীর লুকে ভারতবাসীর নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠি। 

  • Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    মাধ্যম নিউজ ডেস্ক: “অনুমতি হো তো আগে বাড়ে?” সংলাপটি মনে আছে নিশ্চই? মনে করতে পারছেন না? ‘মাধব মিশ্র’ (Madhav Mishra) এই নামটা? এই নামটা নিশ্চই ভুলে যাননি। না! এই নামটা ভুলে যেতে পারেন না ভারতীয় ওয়েব সিরিজ প্রেমীরা। ভারতীয় রহস্য রোমাঞ্চ সিরিজে যে ওয়েব সিরিজগুলির নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, তার মধ্যে অন্যতম ‘ক্রিমিনাল জাস্টিস’ (Criminal Justice)। 

    ডিজনি+হটস্টারের (Disney+Hotstar) এই সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে এর প্রধান চরিতে মাধব মিশ্র। খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত এই চরিত্র। এক সাধারণ উকিলের একের এক জটিল কেসে বাজিমাৎ। টান টান উত্তেজনা। সব মিলিয়ে হটস্টারের এই অরিজিনাল সিরিজ যেন এক কমপ্লিট প্যাকেজ। 

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    ইতিমধ্যেই মধ্যেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের দুটি সিজন। এবার ক্রিমিনাল জাস্টিজের তৃতীয় সিজন নিয়ে হাজির হটস্টার। এই সিজনটির নাম ‘ক্রিমিনাল জাস্টিস আধুরা সাচ’। মুক্তি পেয়েছে টিজার। ট্যুইটারে টিজারটি আপলোড করে হটস্টারের তরফ থেকে লেখা হয়, “ওদের সিলেবাসে পরাজয় নেই, আর আমাদের ওদের জন্যে বেশি অপেক্ষা করা। ফের আদালত কক্ষে ফিরছেন মাধব মিশ্র। খুব তাড়াতাড়ি।”

    [tw]


    [/tw]

    বিবিসি স্টুডিওজের সঙ্গে যৌথ উদ্যোগে সিরিজটি তৈরি করেছে হটস্টার। নির্দেশক রোহান সিপ্পি। ‘আন্ডার প্লে’ করা মাধব মিশ্র যখন শহরের সবচেয়ে জটিল কেসগুলি হাতে নেন এবং তার সমাধানে বুঁদ হয়ে যান, তখন তাঁর সঙ্গে বুঁদ হয়ে যান দর্শকরাও। ফের ওয়েব সিরিজ প্রেমীদের বুঁদ করতে ফিরছেন মাধব মিশ্র। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। 

    আরও পড়ুন: জন্মদিনে শ্রদ্ধা কিশোর কুমারকে, ফিরে দেখা তাঁর চিরস্মরণীয় গানগুলো

    টিজারে দেখা যাচ্ছে মাধব মিশ্র বলছেন, “জয় আপনার বা আমার নয়, জয় হওয়া উচিৎ ন্যায়ের।” টিজার মুক্তি পেতেই উচ্ছসিত দর্শকরা।

    মনোজ ত্রিপাঠী বলেন, ” অভিনেতা হিসেবে আমি বিভিন রকম গল্পে কাজ করতে চাই। আমি ভাগ্যবান যে, ক্রিমিনাল জাস্টিসে আমি মাধব মিশ্রের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। নতুন সিজনে আইনের সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে এই নতুন সিজনে।” 

    রোহন সিপ্পি বলেন, “এই নতুন সিজনে আইন ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। এই সিজনে তার লড়াই আরও বেশি আক্রমণাত্মক।” 

     

     

     

LinkedIn
Share