Tag: Paris Olympics 2024

Paris Olympics 2024

  • Paris Olympics 2024: আজ শুরু অলিম্পিক্স ফুটবল, নামছে ইউরো জয়ী স্পেন, কোপা জয়ী আর্জেন্টিনা

    Paris Olympics 2024: আজ শুরু অলিম্পিক্স ফুটবল, নামছে ইউরো জয়ী স্পেন, কোপা জয়ী আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৬ জুলাই, শুক্রবার। তবে তার দুদিন আগেই ফুটবল (Olympic Football)-সহ কিছু খেলা চালু হয়ে যাচ্ছে। বুধবার প্রথম দিনেই মাঠে নামছে ইউরো কাপ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। স্পেন খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। এবারের প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অংশ নেবেন মোট ১১৭ জন প্রতিযোগী।

    কোন কোন দেশ অংশ নিচ্ছে? (Paris Olympics 2024) 

    আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক এবং ইউক্রেন। স্পেনের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, মিশর এবং ডমিনিকান প্রজাতন্ত্র। ফ্রান্সের গ্রুপে রয়েছে আমেরিকা, গিনি এবং নিউ জিল্যান্ড। অপর গ্রুপটিতে রয়েছে জাপান, প্যারাগুয়ে, মালি এবং ইজরায়েল। ২০০৮ সালের পর অলিম্পিক্স ফুটবলে (Olympic Football) ফিরেছে আমেরিকা। আর্জেন্টিনা দলে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী দলের চার জন খেলোয়াড় রয়েছেন। এঁরা হলেন জুলিয়ান আলভারেস, নিকোলাস ওটামেন্ডি, জেরোনিমো রুলি এবং থিয়াগো আলমাদা। অলিম্পিক্সের ফুটবলে মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারেরাই খেলেন। সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। এই নিয়মের কারণে আলভারেস, ওটামেন্ডি এবং রুলি অলিম্পিক্সে খেলতে পারছেন। সোনার দাবিদার মনে করা হচ্ছে আর্জেন্টিনাকেই। তবে স্পেন, ফ্রান্স এবং মরক্কোও জোর টক্কর দিতে পারে। 
    অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১৯০০ সাল থেকে চালু হয়েছে ফুটবল। অর্থাৎ ফুটবল বিশ্বকাপেরও আগে থেকে। তবে একচ্ছত্র আধিপত্য কোনও দেশেরই নেই। সর্বোচ্চ তিন বার করে সোনার পদক জিতেছে হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন। দুবার করে সোনা জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা, অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন এবং উরুগুয়ে। এ ছাড়া, অবিভক্ত যুগোশ্লাভিয়া, স্পেন, পোল্যান্ড, অধুনালুপ্ত পূর্ব জার্মানি, নাইজেরিয়া, পূর্বতন চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইটালি, সুইডেন, মেক্সিকো, বেলজিয়াম, কানাডা এবং ক্যামেরুন একটি করে সোনা জিতেছে।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    সেজে উঠেছে প্যারিস

    উল্লেখ্য, গত কয়েকবছর ধরে ধীরে ধীরে সেজে উঠেছে প্যারিস। হাজারও বাধা-বিপত্তি কাটিয়ে শুক্রবার অলিম্পিক্সের (Paris Olympics 2024)  গ্র্যান্ড ওপেনিং। জানা গিয়েছে, এবার প্রথম স্টেডিয়ামের বাইরে খোলা আকাশে হবে অলিম্পিক্সের উদ্বোধন। আইফেল টাওয়ারের পূর্ব দিক থেকে শেইন নদীতে ৬ কিলোমিটার জুড়ে চলবে এই অ্যাথলেটদের প্যারেড। নদীবক্ষে বোটে অংশ নেবেন ৬০০০-৭০০০ অ্যাথলেট। এই অনুষ্ঠান দেখতে পাবেন প্রায় ৫ লক্ষ মানুষ। গ্র্যান্ড ওপেনিংয়ে একটি টিকিটের দাম ২৯০০ মার্কিন ডলার। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। চারটি করে দল রেখে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচও থাকছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: গেমস উদ্বোধন শুক্রবার, একদিন আগেই তিরন্দাজির ইভেন্ট শুরু ভারতের

    Paris Olympics: গেমস উদ্বোধন শুক্রবার, একদিন আগেই তিরন্দাজির ইভেন্ট শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬ জুলাই ঢাকে কাঠি পড়তে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর (Paris Olympics)। গতবার টোকিওতে একটি সোনা সহ মোট সাতটি পদক জিতেছিল ভারতীয় দল। এবার তার থেকে অনেক বেশি পদক জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াররা। আশায় বুক বাঁধছে গোটা দেশ। ভারতের হয়ে পদক জয়ের জন্য লড়াই করবেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, অচিন্ত্য শরথ কমল, মনিকা বাত্রা, চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, মীরাবাই চানু, মনু ভাকের সহ একাধিক তারকারা। 

    প্রথম দিনে তীরন্দাজরা

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) অফিসিয়ালি পর্দা উঠছে ২৬ জুলাই। কিন্তু তার আগেই বেশ কয়েকটি ইভেন্টের প্রাথমিক পর্ব শুরু হয়ে যাবে। প্রথম দিন ২৫ জুলাই, মহিলাদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ড (দুপুর ১টা) এবং পুরুষদের স্বতন্ত্র র‌্যাঙ্কিং রাউন্ডে নামবেন ভারতের তিরন্দাজরা। দীপিকা কুমারী, তরুণদীপ রাইদের লড়াই দেখার প্রতীক্ষায় রয়েছে ভারতবাসী। এবারের গেমসের সম্প্রচার ভারতে করবে জিও সিনেমা অ্যাপ এবং স্পোর্টস ১৮ চ্যানেল। হিন্দি, ইংরেজি সহ মোট চারটি ভাষাতে হবে এই সম্প্রচার। 

    প্যারিসে ভারতীয় অ্যাথলিটরা (Paris Olympics)

    অলিম্পিক্সে অংশ নিতে ভারত থেকে ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা প্রতিযোগী গিয়েছেন। এর মধ্যেই ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের জন্য বড় ঘোষণা করেছে বিসিসিআই। রবিবার জয় শাহ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, অলিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সমর্থনে ৮.৫ কোটি টাকা দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১১৭ জন ভারতীয় প্রতিযোগীর সমর্থনেই এই টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড সচিব। প্যারিসে ২৯ জন অ্যাথলিট যাচ্ছেন ভারত থেকে। এর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এত সংখ্যক প্রতিযোগী পাঠায়নি ভারত। শুটিংয়ে অংশ নেবেন ২১ জন। শুটিংয়েও এটাই ভারতের সবচেয়ে বড় দল। পুরুষদের হকি টিম, কুস্তি, তিরন্দাজি দল রয়েছে অলিম্পিক্সে। অলিম্পিক্স উদ্বোধনে একদম সামনের সারিতে থাকার কথা রয়েছে পিভি সিন্ধুর। ২৬ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে প্যারিস অলিম্পিক্স। 

    আরও পড়ুন: নারীশক্তির উন্নয়নে প্রাধান্য, মহিলাদের জন্য কী কী বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?

    অভিনব-সম্মান

    ২০০৬ সালের বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রা যা করেছিলেন, সেটি ছিল ভারতীয় ক্রীড়া মানচিত্রের একটা বিশেষ মাইলফলক। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক্সে প্রথম সোনা পেয়েছিলেন বিন্দ্রা। তিনি শুটিংয়ে প্রথম সোনা এনে দিয়েছিলেন দেশকে। তাই অলিম্পিক্স কমিটির কাছেও বিন্দ্রা হয়ে গিয়েছেন কিংবদন্তি। তারা সম্প্রতি প্যারিসে (Paris Olympics) এক বৈঠকের মাধ্যমে ভারতীয় শুটারকে দিয়েছেন অলিম্পিক্স অর্ডার অব মেরিট। আগামী ১০ অগস্ট প্যারিসে হবে অলিম্পিক্সের কর্মসমিতির বৈঠক। ওই সভা শেষে বিন্দ্রার হাতে স্মারক তুলে অভিনন্দন জানানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অফিসিয়ালি খুলে গেল প্যারিস অলিম্পিক্সের পরিবেশবান্ধব গেমস ভিলেজ

    Paris Olympics 2024: অফিসিয়ালি খুলে গেল প্যারিস অলিম্পিক্সের পরিবেশবান্ধব গেমস ভিলেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ৬ দিনের অপেক্ষা! প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) গেমস শুরু হবে ২৬ জুলাই থেকে। কিন্তু তার বেশ কয়েকদিন আগেই বুধবার অর্থাৎ ১৭ জুলাই থেকে অফিসিয়ালি খুলে দেওয়া হল অলিম্পিক্সের অফিসিয়াল গেমস ভিলেজ। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধীরে ধীরে ক্রীড়াবিদরা এখানে এসে জড়ো হবেন। প্যারিস অলিম্পিক গেমস শুধু নয়, প্যারালিম্পিক্সেও যাঁরা অংশ নেবেন তাঁরাও থাকবেন এই ভিলেজে। এবারের গেমস ভিলেজে রয়েছে বেশ কিছু চমক। দূষণ কমানোয় প্রাধান্য দেওয়া হয়েছে। যত কম সম্ভব কার্বন নিঃসরণের দিকে নজর দেওয়া হয়েছে।

    কোথায় গেমস ভিলেজ

    প্যারিস (Paris Olympics 2024) শহরের উত্তর দিকে গেমস ভিলেজে মোট ১৪,৫০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৯০০০ অ্যাথলিটের থাকার জায়গা। যখন সমস্ত ইভেন্ট গুলো চলবে তখন একসঙ্গে ৯০০০ জন অ্যাথলিট এখানে থাকতে পারবেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এবং ব্রাজিল তাদের দলকে পাঠিয়ে দিয়েছে। তাদের বেশিরভাগ অ্যাথলিট গেমস ভিলেজে প্রবেশ করেছেন। 

    নেই শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র

    ডেপুটি হেড অফ ভিলেজ ((Paris Olympics 2024) অগাস্টিন ট্রান ভ্যান চাউ জানিয়েছেন, ‘আমরা সম্পূর্ণভাবে তৈরি রয়েছি সকল অ্যাথলিটদের স্বাগত জানাতে। এই ভিলেজে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা করা হয়নি। তবে এর ইন্টিরিয়র এমনভাবে করা হয়েছে যাতে বাইরের তাপমাত্রার থেকে ভিতরের তাপমাত্রা এই গরমে অন্ততপক্ষে ছয় ডিগ্রি কম থাকে। তবে এরপরেও কিছু কিছু দেশের স্কোয়াড নিজেদের আরামের জন্য এসির ব্যবস্থা করেছে।’ 

    কংক্রিটের বদলে কাঠ

    প্রতি স্কোয়্যার মিটারে ৩০ শতাংশ কম দূষণ হবে, এমন চুক্তিতেই আবাসন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই নতুন কৌশল অবলম্বন করা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে কার্বন মেশানো কংক্রিটের বদলে কাঠ ব্যবহার করা হয়েছে। প্রকৃতি থেকে পাওয়া যায় এমন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে নির্মাণ। মেঝেতেও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কম কার্বনের কংক্রিটও ব্যবহার করা হয়েছে। আবাসন তৈরি করা রিয়েল এস্টেটের কর্ণধার জুলি বশ বলেছেন, “আমরা কৌশলগত, আর্থিক বা সৌন্দর্যের কথা মাথায় রাখিনি। কার্বন কমানোর দিকেই নজর রেখেছিলাম। কংক্রিটকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলে সেগুলিকেও কাজে লাগানো হয়েছে।

    সবুজে ঘেরা শহুরে গ্রাম

    বড় বড় অট্টালিকা থাকলেও সবুজে যাতে খামতি না থাকে, সে দিকে খেয়াল রাখা হয়েছে। ভিলেজের (Paris Olympics 2024) মোট এলাকার অন্তত ৪০ শতাংশ সবুজ রাখা হয়েছে। নয় হাজার গাছ লাগানো হয়েছে। আবাসনের অনুপাতে সবুজের সংখ্যা বেশি। এর ফলে জল পুনর্ব্যবহারযোগ্য করে তোলা সহজ হবে। পাশাপাশি ভিলেজও ঠান্ডা থাকবে। নিজস্ব জল নিয়ন্ত্রণ ও পরিচালনা ব্যবস্থা থাকছে ভিলেজে। বর্জ্য জল সংগ্রহ করে সেগুলিকে শোধন করে গাছে জল দেওয়া হবে। ‘সাইকেল বিল্ডিং’ নামের একটি পরীক্ষামূলক আবাসনে সংশোধিত জল স্নানাগারে সরবরাহ করা হবে। 

    পুনর্ব্যবহারযোগ্য আসবাবপত্র 

    গেমস ভিলেজে (Paris Olympics 2024) যে তিন লক্ষ আসবাবপত্র ব্যবহার করা হয়েছে, তা সবই দ্বিতীয় বার ব্যবহার করা যাবে। ভিলেজের এক ডিরেক্টর বলেছেন, “আমরা সরবরাহকারীদের সঙ্গে এমন চুক্তি সই করেছি, যেখানে প্রতিটি জিনিস আবার ব্যবহার করার বিষয়টি মেনে চলা হয়েছে।” যেমন, ক্রীড়াবিদদের বিছানা তৈরি হয়েছে কার্ডবোর্ড দিয়ে। তোশক তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য মাছ ধরার জাল দিয়ে। 

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বিশেষ বেগনি ট্র্যাক! কতটা সাহায্য পাবেন নীরজরা?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বিশেষ বেগনি ট্র্যাক! কতটা সাহায্য পাবেন নীরজরা?

    মাধ্যম নিউজ ডেস্ক:  প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) প্রস্তুতি প্রায় শেষের পথে। শেষ মুহূর্তের পরিকল্পনা সারতে ব্যস্ত ভারতীয় অ্যাথলিটরা। প্যারিস অলিম্পিক্সের অ্যাথলেটিক্স ইভেন্টগুলি হবে স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে। অলিম্পিক্স উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে স্টেডিয়াম। বসেছে নতুন হালকা বেগনি রংয়ের ট্র্যাক। সেই ট্র্যাকই অলিম্পিক্সে বাড়তি সুবিধা দিতে পারে নীরজদের (Neeraj Chopra), মনে করছে ক্রীড়া বিশ্ব। 

    নয়া ট্র্যাকের বিশেষত্ব (Paris Olympics 2024)

    আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি অলিম্পিক্সের (Paris Olympics 2024) নতুন ট্র্যাকে রয়েছে নানা বিশেষত্ব। সাধারণত লাল বা কমলা রঙের ট্র্যাক হলেও এ বারের অলিম্পিক্সে থাকছে হালকা বেগনি রঙের ট্র্যাক। প্রতিযোগিতার থিম রঙের সঙ্গে মিলিয়েই এই ট্র্যাক করা হয়েছে। সব মাঠেই তা দেখা যাবে। ইটালির সংস্থা ‘মোন্ডো’ এই ট্র্যাকের নকশা করেছে।  এই ট্র্যাকে দু’টি স্তর রয়েছে। প্রথমে রবার রয়েছে। এর ফলে পায়ের গ্রিপ শক্ত হবে, অর্থাৎ পা পিছলে যাবে না। নমনীয়তাও রয়েছে। রবারের স্তরের নীচে বায়ুভর্তি গহ্বর রয়েছে। সেগুলি লাফানোর অভিঘাত সামলাতে সাহায্য করবে এবং ভারসাম্য ধরে রাখার কাজ করবে।

    নীরজের সম্ভাবনা (Neeraj Chopra)

    টোকিওতে মাইলফলক গড়েছিলেন। জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া (Paris Olympics 2024)। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় সেটাই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা। এবারও ভারতের সবচেয়ে বড় বাজি নীরজই। নয়া ট্র্যাক তাঁকে সুবিধা দেবে বলে অনুমান। নীরজ ইউরোপীয় সার্কিটে অনুশীলন করে অভিজ্ঞ। তিনি ‘পাওয়ার থ্রোয়ার’ নন। অর্থাৎ বর্শা ছোড়ার জন্য শরীরের উপরিভাগের বড় পেশির উপর পুরোপুরি নির্ভর করেন না। তিনি ট্র্যাকে দৌড়নোর সময়েও শক্তি সংগ্রহ করেন। এমন ভাবে শরীর নিয়ন্ত্রণ করেন, যাতে সব শক্তি কাজে লাগিয়ে বেশি দূরে ছুড়তে পারেন। মোন্ডো ট্র্যাকের গ্রিপ সাহায্য করবে নীরজকে।

    আরও পড়ুন: ২৬ জুলাই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ! জেনে নিন প্যারিস অলিম্পিক্সে ভারতের সূচি

    কবে নামবেন নীরজ (Neeraj Chopra)

    বিশ্ব অ্যাথলেটিক্সের পক্ষ থেকে ইতিমধ্যে পুরুষদের জ্যাভেলিন থ্রো’র সূচি ঘোষণা করা হয়েছে। এই সূচি অনুসারে, আগামী ৬ অগাস্ট থেকে যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হয়ে যাবে। এর ঠিক দিন দুয়েক পর অর্থাৎ ৮ অগাস্ট ফাইনাল আয়োজন করা হবে। প্যারিস অলিম্পিক্সে নীরজের (Neeraj Chopra) কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটরা। ২০২৪ সালে এই ভারতীয় তারকা সর্বশ্রেষ্ঠ থ্রো-য়ের বিচারে চতুর্থ স্থান অর্জন করেছেন। এই মরশুমে তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ৮৮.৩৬ মিটার।

    জার্মানির তরুণ জ্যাভেলিন থ্রোয়ার ম্যাক্স ডেহনিং এই মরশুমের একমাত্র অ্যাথলিট যিনি ৯০ মিটার দুরত্ব অতিক্রম করেছেন। এই তালিকায় ৯০.২০ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকুব বার্ডলেচ। তিনি ৮৮.৬৫ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেছেন। জার্মানির জুলিয়ন বেওয়ার ৮৮.৩৭ মিটার দুরত্বে থ্রো করে তৃতীয় স্থান অর্জন করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: ২৬ জুলাই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ! জেনে নিন প্যারিস অলিম্পিক্সে ভারতের সূচি

    Paris Olympics 2024: ২৬ জুলাই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ! জেনে নিন প্যারিস অলিম্পিক্সে ভারতের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশ নেবেন ভারতের ১১৭ জন খেলোয়াড়। বুধবার ক্রীড়া মন্ত্রক এই অনুমোদন দিয়েছে। সঙ্গে ১৪০ জন সাপোর্ট স্টাফ ও কর্তারাও যাবেন। তার মধ্যে ৭২ জনের খরচ দেবে কেন্দ্র। গেমস ভিলেজে থাকবেন ভারতের শেফ দ্য মিশন গগন নারাং-সহ ১১ জন সদস্য। এই প্রথমবার অলিম্পিকে ভারতের অ্যাথলিট এবং কোচিং স্টাফের সংখ্যা প্রায় সমান হবে। ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন। আর গেমস ভিলেজের বাইরে কাছাকাছি হোটেলে আরও ৭২ জন থাকবেন সরকারি খরচে। তার বাইরেও দশ অতিরিক্ত কন্টিনজেন্ট অফিশিয়াল যাবেন প্যারিসে। এবার অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক হবেন সিন্ধু এবং শরথ কমল। 

    কোন বিভাগে কতজন খেলোয়াড় (Paris Olympics 2024) 

    ভারতের সবচেয়ে বড় দল অ্যাথলেটিক্সে। যাচ্ছেন ২৯ জন অ্যাথলিট। তার মধ্যে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ। দ্বিতীয় সর্বোচ্চ দল শুটিংয়ে। যাচ্ছেন ২১ জন। আর হকিতে রয়েছেন ১৯ জন খেলোয়াড়। এছাড়া টেবিল টেনিসে আট জন এবং ব্যাডমিন্টনে সাত জন রয়েছেন। কুস্তি, তিরন্দাজি এবং বক্সিংয়ে ছ’জন করে আছেন। গল্‌ফে চার জন, টেনিসে তিন জন, সাঁতারে দু’জন, সেলিংয়ে দু’জন, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে এক জন করে রয়েছেন। ২০২০ সালে টোকিও অলিম্পিকে ভারত থেকে অংশগ্রহণকারী ছিল ১১৯ জন। সেবার সর্বোচ্চ সাতটি পদক পেয়েছিল ভারত। জ্যাভলিনে সোনা পেয়েছিলেন নীরজ চোপড়া। 

    কবে কবে খেলা (Paris Olympics 2024) 

    ২৫ জুলাই

    তীরন্দাজি – (র‌্যাঙ্কিং রাউন্ড) দুপুর ১টার পর শুরু

    ২৬ জুলাই

    কোনও খেলা নেই

    ২৭ জুলাই

    ব্যাডমিন্টন – (গ্রুপ স্টেজ) দুপুর ১টা  থেকে

    রোয়িং – সাড়ে ১২টা থেকে

    শুটিং – সাড়ে ১২টা থেকে

    বক্সিং –  সন্ধ্যা ৭টা থেকে

    হকি- (ভারত বনাম নিউজিল্যান্ড) রাত ৯টা

    টেবিল টেনিস – সন্ধ্যা সাড়ে ৬টা

    টেনিস – (আর ১) বিকেল সাড়ে ৩টে

    ২৮ জুলাই

    তীরন্দাজি – (টিম মেডেল ম্যাচ) দুপুর ১টা

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – (আর ৩২) দুপুর ২:৪৬ থেকে

    রোয়িং – দুপুর ১টা

    শুটিং – (পদক ম্যাচ) দুপুর ১টা

    সাঁতার – দুপুর ২.৩০

    টেবিল টেনিস – (আর ৬৪) দুপুর ১টা

    টেনিস – (আর ১) বিকেল সাড়ে ৩টে

    ২৯ জুলাই

    তীরন্দাজি – (টিম মেডেল ম্যাচ) দুপুর ১টা

    ব্যাডমিন্টন – দুপুর ১.৩০

    হকি – (ভারত বনাম আর্জেন্টিনা) বিকেল ৪টে ১৫

    রোয়িং – দুপুর ১টা

    শুটিং – সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১.৩০

    ৩০ জুলাই

    সাঁতার – (মেডেল ম্যাচ) রাত ১২টা ৫২

    তীরন্দাজি – বিকেল সাড়ে ৩টে

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – দুপুর ২.৩০

    অশ্বারোহী – দুপুর ২.৩০

    হকি – (ভারত বনাম আয়ারল্যান্ড) বিকেল ১৬.৪৫

    রোয়িং – দুপুর ১টা ৪০

    শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা

    টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১টা

    টেনিস – (আর২) দুপুর ১টা

    ৩১ জুলাই

    তীরন্দাজি – দুপুর ১২টা

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – (আর ১৬) বিকেল ৩টে

    অশ্বারোহী – দুপুর ২টো

    রোয়িং – ১.২৪ মিনিট

    শুটিং – (পদক ম্যাচ) ১.২৪ মিনিট

    টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১.৩০ মিনিট

    টেনিস – (আর ৩) বিকেল সাড়ে ৩টে

    ১ অগাস্ট

    তীরন্দাজি – দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – দুপুর ১১টা

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – দুপুর ২.৩০

    গলফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (ভারত বনাম বেলজিয়াম) দুপুর ১.৩০

    রোয়িং – দুপুর ১.৩০

    পালতোলা – বিকেল ৩.৩০

    শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা

    টেবিল টেনিস – দুপুর ১.৩০

    টেনিস – বিকেল ৩.৩০

    ২ অগাস্ট

    তীরন্দাজি – দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – রাত ৯টা ৪০

    ব্যাডমিন্টন – (সেমি-ফাইনাল) ১২টা

    বক্সিং – সন্ধ্যা ৭টা 

    গলফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (ভারত বনাম অস্ট্রেলিয়া) ৪.৪৫

    জুডো – (পদক ম্যাচ) ১.৩০

    রোয়িং – (পদক ম্যাচ) ১.৩০

    পালতোলা – ৩.৩০

    শুটিং – সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (সেমি-ফাইনাল) দুপুর ১.৩০

    টেনিস (পদক ম্যাচ) – বিকেল সাড়ে ৩টে

    ৩ অগাস্ট

    তীরন্দাজি – (পদক ম্যাচ) দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – (শট পুট ফাইনাল) রাত ১১টা

    ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) ১২টা

    বক্সিং – সন্ধ্যা সাড়ে ৭টা

    গলফ – দুপুর সাড়ে ১২টা

    রোয়িং – (পদক ম্যাচ) দুপুর ১.৩০

    পালতোলা – দুপুর সাড়ে ৩টে

    শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা

    টেবিল টেনিস – (পদক ম্যাচ) বিকেল ৫টে

    ৪ অগাস্ট

    তীরন্দাজি – (পদক ম্যাচ) দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – দুপুর ১টা ৩০

    ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) দুপুর ১২টা

    বক্সিং – (QF/SF) দুপুর ২.৩০

    অশ্বারোহী – (চূড়ান্ত) দুপুর ১টা ৩০

    গলফ – (পদক ম্যাচ) সাড়ে ১২টা থেকে

    হকি – (কোয়ার্টার ফাইনাল) দুপুর ১টা

    পালতোলা – বিকেল ৩.৩০

    শুটিং – (ফাইনাল) সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (পদক ম্যাচ) বিকেল ৫টা

    ৫ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (5কে ফাইনাল) রাত সাড়ে ১০টা

    ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) দুপুর ১টা ১৫

    পালতোলা – বিকেল ৩.৩০

    শুটিং – (চূড়ান্ত) দুপুর ১টা

    টেবিল টেনিস – দুপুর ১টা

    কুস্তি – সন্ধ্যা সাড়ে ৬টা

    ৬ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (লং জাম্প ফাইনাল) দুপুর ১টা

    বক্সিং – (সেমি-ফাইনাল) দুপুর ১টা

    হকি – (সেমি-ফাইনাল) বিকেল সাড়ে ৫টা

    পালতোলা – (পদক ম্যাচ) বিকেল সাড়ে ৩টে

    টেবিল টেনিস – বিকেল ৪টে

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    ৭ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (৩কে স্টিপলচেজ ফাইনাল) দুপুর ১১টা

    বক্সিং – দুপুর ১টা

    গলফ – সাড়ে ১২টা থেকে

    পালতোলা – দুপুর ১১টা

    টেবিল টেনিস – দুপুর ১.৩০

    ভারোত্তোলন – (৪৯ কেজি ফাইনাল) রাত ১১টা

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    ৮ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (জ্যাভলিন থ্রো ফাইনাল) দুপুর ১.৩০

    গল্ফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (পদক ম্যাচ) বিকেল সাড়ে ৫টা

    টেবিল টেনিস – দুপুর ১.৩০

    কুস্তি – দুপুর ২.৩০

    ৯ অগাস্ট

    বক্সিং – (ফাইনাল) দুপুর ১.৩০

    অ্যাথলেটিক্স – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    গল্ফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    ১০ অগাস্ট

    বক্সিং – (পদক ম্যাচ) দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    গলফ – (পদক ম্যাচ) সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (পদক ম্যাচ) দুপুর ১.৩০

    কুস্তি – দুপুর ৩.৩০

    বক্সিং – (পদক ম্যাচ) দুপুর ১টা

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: প্যারিস পৌঁছল ‘কে-৯’ স্কোয়াড, অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়রা

    Paris Olympics 2024: প্যারিস পৌঁছল ‘কে-৯’ স্কোয়াড, অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়রা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) সুরক্ষার দায়িত্বে থাকছে ভারতের কমান্ডো বাহিনীর ‘কে-৯’ স্কোয়াডের ১০টি কুকুর (Special Dogs)। অলিম্পিক্সে জঙ্গি হামলা রুখতেই পাঠানো হয়েছে এই সারমেয় টিমকে। টিমে রয়েছে বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস প্রজাতির কুকুর। এই প্রজাতিরই কুকুর হদিশ দিয়েছিল আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের। এই প্রজাতির কুকুর ব্যবহার করে মার্কিন সেনা বাহিনীও।

    ফরাসি শেখানো হয়েছে কুকুরদের (Paris Olympics 2024)

    ভারতের এই কমান্ডো কুকুরদের সচরাচর বোমা ও আইইডি শনাক্ত করার কাজে লাগানো হয়। নকশাল-বিরোধী অভিযানেও শামিল হয় এই সারমেয়কুল। প্রবল ঘ্রাণশক্তির জন্য তামাম বিশ্বেই ভীষণ জনপ্রিয় এই প্রজাতির কুকুর। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে ফ্রান্সের রাজধানীতে। এই দলের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, অলিম্পিক্সের জন্য এই কুকুরদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে (Paris Olympics 2024)। তারা যাতে ফরাসি ভাষা বুঝতে পারে, সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই সারমেয় দলে রয়েছে ভাস্ট এবং ডেনবি-ও। সিআরপিএফের বেঙ্গালুরুর প্রশিক্ষণ স্কুল থেকে বেছে নেওয়া হয়েছে এই দুই কুকুরকে।

    লাদেনকে ধরিয়ে দিয়েছিল এই কুকুরই

    প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে ভারতীয় জওয়ান ও কুকুরদের কাজে লাগানোর অনুরোধ জানিয়েছিল ফরাসি সরকার। সেই কারণেই ভারত থেকে গিয়েছে এই বিশেষ দল। সুরক্ষার দায়িত্বে থাকছে ভারতের আধা সামরিক বাহিনীর ১০টি বিশেষ দলও। প্রতিযোগিতার সময় স্টেডিয়ামগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি ঘরে লুকিয়ে ছিল লাদেন। মার্কিন সেনাকে তার সন্ধান দিয়েছিল বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস প্রজাতির কুকুরই। এদের বৈশিষ্ট্য হল, সন্দেহপ্রবণ কাউকে দেখলে এরা চিৎকার করে না। মাথা নেড়ে ইঙ্গিত দেয় নিরাপত্তারক্ষীদের। তাই সন্দেহজনক ব্যক্তিটি যে নিরাপত্তারক্ষীদের টার্গেট হয়ে গিয়েছে, তা ঘূণাক্ষরেও টের পায় না তারা। তাই পালিয়েও যেতে পারে না। ফলে তাদের ধরে ফেলাটা সহজ হয় নিরাপত্তারক্ষীদের পক্ষে।

    আরও পড়ুন: ভোটে জিতেই নবান্নে যাবে বিজেপি, সাফ জানালেন শুভেন্দু

    চলতি বছর প্যারিস অলিম্পিক্স শুরু হবে ২৬ জুলাই। শেষ হবে অগাস্টের ১১ তারিখে। এই দিনগুলিতে স্টেডিয়াম প্রহরায় থাকবে ভারতের এই সারমেয়কুল। ভাস্ট এবং ডেনবির প্রশংসায় পঞ্চমুখ সিআরপিএফ। তারা জানিয়েছে, প্যারিস পাঠানোর আগে তাদের প্রায় ১০ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানে তাদের (Special Dogs) কী কাজ করতে হবে, তা-ও শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে (Paris Olympics 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Paris Olympics 2024: জায়গা পেলেন না বাংলার আভা, প্যারিস অলিম্পিক্সে ১১৭ জনের ভারতীয় দল ঘোষণা

    Paris Olympics 2024: জায়গা পেলেন না বাংলার আভা, প্যারিস অলিম্পিক্সে ১১৭ জনের ভারতীয় দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বের সেরা অ্যাথ‌লিটদের ঠিকানা হবে ফ্রান্সের রাজধানী শহর। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) জন্য অ্যাথলিটদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হল। প্যারিস অলিম্পিক্সে ভারতের ১১৭ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে চলেছেন। বুধবার ক্রীড়া মন্ত্রক চূড়ান্ত তালিকায় অনুমোদন দিয়েছে। 

    জানা গিয়েছে, ১৪০ জন সাপোর্ট স্টাফ এবং কর্তারও প্যারিসে যাবেন। এদের কাজ হচ্ছে অ্যাথলিটদের সাহায্য করা। তাঁদের মধ্যে ৭২ জনের খরচ দেবে কেন্দ্র সরকার। ভারতের অলিম্পিক্স সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন। এ ছাড়া গেমস ভিলেজের বাইরে কাছাকাছি হোটেলে আরও ৭২ জন থাকবেন সরকারি খরচে।

    অলিম্পিক্সে বাদ পড়লেন আভা খাটুয়া

    তবে এই তালিকায় নাম নেই বাঙালি শটপাটার আভা খাটুয়ার (Abha Khatua)। কারন অ্যাথ‌লিটদের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে, তাই আভার অলিম্পিক্সে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে অ্যাথলিটদের নাম ঘোষণার পরে বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্ক তৈরি হল আভা খাটুয়াকে কেন্দ্র করে। বিশ্ব র‌্যাঙ্কিং কোটা থেকে অলিম্পিক্সে (Paris Olympics 2024) সুযোগ পেয়েছিলেন আভা। তবে কেন তিনি বাদ পড়লেন সেই ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

    আরও পড়ুন: শিশু শ্রমিক উদ্ধারের ঘটনায় সমস্ত কসাইখানা পরিদর্শনের নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের

    কারা কারা অংশগ্রহণ করছেন?

    এবার প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ২৯ জন অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছেন। যারমধ্যে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ। শ্যুটিংয়ে অংশ নেবেন ২১ জন। হকিতে ১৯ জন। টেবিল টেনিসে রয়েছেন আট জন, ব্যাডমিন্টনে সাতজন। এছাড়াও কুস্তি, তীরন্দাজি ও বক্সিংয়ে ছয়জন করে অংশগ্রহণ করবেন। রোয়িং, ইকুয়েস্ট্রিয়ন, জুডো, ভারত্তোলন, সেইলিং, সাঁতার ও টেনিসে এক বা দু’জন করে অংশগ্রহণ করবেন। টোকিও অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন মোট ১১৯ জন অ্যাথলিট। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: প্যারিস অলিম্পিক্সে সব রেকর্ড ভাঙাই লক্ষ্য! ভারতের হয়ে পদক জয়ের দৌড়ে কারা?

    Paris Olympics: প্যারিস অলিম্পিক্সে সব রেকর্ড ভাঙাই লক্ষ্য! ভারতের হয়ে পদক জয়ের দৌড়ে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন প্যারিস অলিম্পিক্সে (Paris 2024 Olympics) অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়াই লক্ষ্য ভারতীয় ক্রীড়াবিদদের। গত কয়েক বছরে ভারতীয়রা ক্রীড়াক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে। এখনও অনেকটা পথ চলা বাকি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে খেলো ইন্ডিয়া গেমসের মাধ্যমে নতুন নতুন প্রতিভা উঠে এসেছে ক্রীড়া জগতে। যারা ভারতকে প্যারিস থেকে পদক এনে দিতে সক্ষম।২০১৬ রিও অলিম্পিকের তুলনায় ২০২০ টোকিও অলিম্পিকে অনেক ভালো পারফরম্যান্স করেছে ভারত। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স। টোকিও থেকে সাতটি পদক নিয়ে ফিরেছে ভারত। এবার লক্ষ্য প্যারিস। 

    নীরজ চোপড়া

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আর দুই মাসও বাকি নেই। তার আগে দুরন্ত ছন্দে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের সোনার ছেলে। যিনি টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। অ্যাথলেটিক্সে সেটি ছিল ইতিহাস। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন নীরজ। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জেতার রেকর্ড গড়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা। দ্বিতীয় সোনা এসেছে নীরজের সৌজন্যে। প্যারিসে পরবর্তী অলিম্পিকে লক্ষ্য আরও বড়।

    পিভি সিন্ধু

    আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার ভারতীয় শাটলাররা। পুরুষ এবং মহিলা বিভাগ দুই বিভাগেই পদক জয়ের বিরাট সম্ভাবনা রয়েছে ভারতীয় শাটলারদের। আর সেই সম্ভাবনাকে উস্কে দিয়েই পিভি সিন্ধু সহ সাত ভারতীয় শাটলার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন প্যারিস অলিম্পিক গেমসের মূলপর্বের টিকিট। সিন্ধু ব্যাডমিন্টন থেকে ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। তিনি ২০১৬ রিও অলিম্পিক গেমসে রুপোর পরে ২০২০ টোকিয়ো অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।

    চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ জুটি

    সিঙ্গেলস তো বটেই প্যারিসে এবার পদক জয়ের সুযোগ রয়েছে ব্যাডমিন্টনের ডাবলসেও। পুরুষ ডাবলসে নিশ্চিত হয়েছে চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির খেলা। সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বে এখন এক নম্বর। তাই তাঁদের হাতে পদক দেখার স্বপ্নে বিভোর ভারতবাসী।

    ভিনেশ ফোগাট

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ছাড়পত্র অর্জন করেছেন ভিনেশ ফোগাট। ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে। একটা সময়ে ভিনেশের এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এখন সব বাধা উড়িয়ে প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করবেন ভিনেশ। এর আগে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন তিনি।

    সিফ্ট কৌর সামরা

    চিনের হ্যাংঝুতে এশিয়ান গেমস ২০২৩-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রী পজিশন ব্যক্তিগত ইভেন্টে সিফ্ট কৌর সামরা স্বর্ণ পদক জিতেছেন। প্যারিসেও পদক গলায় ঝোলাতে বদ্ধ পরিকর সিফ্ট।

    হকিতে আশা

    টোকিও অলিম্পিকে ইতিহাস লিখে এসেছিল ভারতের পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক জিতে দেশে ফিরেছিল নায়করা। ৪১ বছর পর নতুন ইতিহাস রচনা হয়েছিল। মস্কোর পর টোকিও পদক জিতেছিল ভারতীয় হকি দল। প্যারিস অলিম্পিক্সের আগে দারুণ ছন্দে ভারতীয় হকি দল। এফআইএইচ আন্তর্জাতিক প্রো লিগ হকিতে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। 

    নিখাত জারিন

    বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা। এশিয়ান গেমসে ব্রোঞ্জ। এবার পাখির চোখ প্যারিস অলিম্পিক (Paris 2024 Olympics)। দিনরাত এক করে প্রস্তুত হচ্ছেন নিখাত জারিন (Nikhat Zareen)। লক্ষ্য একটাই। প্যারিস থেকে সোনা নিয়ে ফেরা। অলিম্পিক এমন একটা প্ল্যাটফর্ম, প্রত্যেক অ্যাথলিটেরই স্বপ্ন থাকে, সেখানে পদক জেতার। প্রতিটা টুর্নামেন্টেই নিজের ১০০ শতাংশ দেন নিখাত। প্যারিসেও তিনি চেষ্টা করবেন যাতে দেশের মুখ উজ্জ্বল করার। তবে, অন্য কোনও পদক নয়, নিখাতের লক্ষ্য শুধুই সোনা।

    মীরাবাঈ চানু

    টোকিও অলিম্পিকে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। মনিপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে তাঁর উঠে আসা রূপকথার মতোই। টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী ভারোত্তোলক বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান অর্জন করেছেন। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই এখন রয়েছেন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। চিনের জিয়ান হুইহুয়ার পরেই রয়েছেন ভারতীয় ভারোত্তোলক। টোকিয়োর পর প্যারিসেও মীরাবাই দেশকে পদক এনে দেবেন বলে মনে করা হচ্ছে। ২০২০ অলিম্পিক্সে রুপো জিতে ছিলেন তিনি। ২৯ বছরের মীরাবাই নিজের তৃতীয় অলিম্পিক্সে নামবেন প্যারিসে।

    আরও পড়ুন: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    অদিতি অশোক

    ভারতের প্রথম মহিলা গল্ফ খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়েছিলেন অদিতি। এশিয়ান গেমসে ভারতের সেরা মহিলা গল্ফারকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। প্যারিসে সোনার স্বপ্ন দেখছেন অদিতি।

    লাভলিনা বরগোঁহাই

    টোকিও অলিম্পিক্স থেকে পদক এনেছিলেন অলিম্পিক্সের পর বিশ্বসেরা হয়ে গিয়েছেন ভারতীয় বক্সার অসমের লাভলিনা বরগোঁহাই। প্যারিসের টিকিটও রয়েছে তাঁর পকেট। এবার গলায় পদক ঝোলানোর অপেক্ষা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympic 2024: প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন ভারতের ৬ বক্সার, টিকিট পেলেন অমিত, জ্যাসমিন

    Paris Olympic 2024: প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন ভারতের ৬ বক্সার, টিকিট পেলেন অমিত, জ্যাসমিন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাস দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। অলিম্পিকের আসর থেকে বেশ কয়েকটি পদকজয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী। বক্সিং রিং থেকেও পদক জয়ের সম্ভাব্য দাবিদার অমিত পাঙ্ঘাল, নিখাত জারিন, লভলিনারা।  প্যারিসের টিকিট হাতে পেয়েছেন ছয় জন ভারতীয় বক্সার। এদের মধ্যে চার কন্যা ও দুই ছেলে। রবিবার প্যারিসের ছাড়পত্র পেয়েছেন অমিত পাঙ্ঘাল ও  জ্যাসমিন লামবোরিয়া।

    অমিত বিক্রম

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল ৷ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী বক্সার অমিত চিনের চুয়াং লিউকে ৫১ কেজি বিভাগে হারিয়েছেন ৷ রবিবার অলিম্পিকের দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার কঠিন লড়াইয়ে চিনের প্রতিপক্ষকে ৫-০ পয়েন্টে হারিয়েছেন তিনি ৷ এই জয়ের পর কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক গেমসের টিকিট নিশ্চিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র রুপো জয়ী বক্সার ৷ দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার প্রতিটি বিভাগ থেকে মোট চারজন বক্সারের সামনে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল ৷ অর্থাৎ, প্রথম চারে যাঁরা শেষ করবেন, তাঁরাই প্যারিস অলিম্পিকের টিকিট পাবেন ৷ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের শেষ সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতের তারকা বক্সার৷ অমিত পাঙ্ঘাল আসন্ন অলিম্পিকে ৫১ কেজি বিভাগে ভারতের হয়ে অংশ নেবেন ৷ এর পাশাপাশি ভারতের হয়ে পুরুষদের বক্সিংয়ে প্রতিনিধিত্ব করবেন নিশান্ত দেব (৭১ কেজি বিভাগ)৷ 

    আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    মেয়েদের হয়ে রিং-এ কারা

    মহিলাদের ৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাঁই, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং ৫০ কেজি বিভাগে নিখাত জারিন অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট অর্জন করেছেন। তিনজনই এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। তাঁকে নিয়ে এবারও পদক জয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী। রবিবারই মেয়েদের ৫৭ কেজি বিভাগে জ্যাসমিন লামবোরিয়া সামার অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) এবার খাদ্যতালিকায় মিলবে ভারতীয় খাবার। গেমস ভিলেজে নীরজ চোপড়া, শ্রীজেশ, সাত্ত্বিক সাইরাজরা একদম ঘরের খাবার পাবেন। আগের গেমস ভিলেজগুলোর কিছুটা অন্য রকম খাবার চাখতে গিয়ে প্রথম দিকে সমস্যায় পড়তে হত ভারতীয় ক্রীড়াবিদদের। কারণ ঠিকঠাক ভারতীয় খাবার সেখানে মিলত না। এবার প্যারিসের ডাইনিং হলে ভারতের ছেলেমেয়েরা তাঁদের পছন্দের খাবার পাবেন। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ। গেমসে অংশ নিতে যাওয়া দশ হাজারেরও বেশী অ্যাথলিটরা থাকবেন প্যারিসের সুবিশাল অলিম্পিক ভিলেজে (Olympic Village)। অলিম্পিক ভিলেজের হেঁশেল খুলে যাবে ২১ জুলাই থেকেই। 

    খাদ্য তালিকায় কী কী

    বিগত অলিম্পিকের (Paris Olympics 2024)আসরে ভারতীয় খাবার বলে আলাদা করে কিছুই মিলত না। সারা বিশ্বের ক্রীড়াবিদদের জন্য খাবারের তালিকা ভাগ করা হত, মহাদেশ ধরে। ভারতীয়দের খেতে হত এশিয়ান খাবার। তবে তার স্বাদ মোটেই ভারতীয় খাবারের সঙ্গে মিলত না।   কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টায়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উদ্যোগে এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সক্রিয় পদক্ষেপে এবার এই সুবিধা পেতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। আইওএ-র তরফে অনেক আগেই একটা মেনু লিস্ট পাঠানো হয়েছিল প্যারিস অলিম্পিক্সের সংগঠকদের। কয়েকদিন আগে মিটিংয়ে ভারতীয় কর্তাদের দাবি মেনে নিয়েছেন সংগঠকরা, এমনই জানিয়েছেন ভারতের ডেপুটি শ্যেফ দ্য মিশন মুকুল কেশবন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সূত্রে খবর,  এবার গেমস ভিলেজের রান্নাঘরে যেমন বাসমতী চালের ভাত, ডাল, রুটি, আলু-কপির তরকারি, একটু ঝাল ঝাল চিকেনকারি থাকছে, তেমনই দক্ষিণ ভারতীয়দের জন্য একটু টক-টক স্বাদের চিকেনকারিও থাকবে।

    আরও পড়ুন: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফে কবে কার সঙ্গে কার খেলা?

    ঘরের খাবারের স্বাদ দেওয়া লক্ষ্য

    অলিম্পিকের (Paris Olympics 2024) মতো কঠিন গেমসে ভারতের ক্রীড়াবিদরা যাতে ঘরের মতো পরিবেশ পায়, সেটা দেখাই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) মূল উদ্দেশ্য। আইওএ সূত্রে খবর, সংস্থার তরফে বেশ কয়েকজন নিউট্রিশিয়নিস্টের সঙ্গে আলোচনাও করে নেওয়া হয়েছে খেলোয়াড়দের খাদ্য তালিকা নিয়ে। খাবারের পুষ্টিগুণ বজায় রেখেই খাদ্য তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা বলেছেন, ‘প্যারিস অলিম্পিকে একঝাঁক তরুণ অ্যাথলিট দেশের জন্য লড়বেন। এটা একটা বিরাট দিক। তাঁদের অভিজ্ঞতা, দায়বদ্ধতা ও খেলার প্রতি প্যাশন অন্যদের প্রেরণা জোগাবে। এদের দেখেই সাফল্য পাবে, ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহ পাবে দেশের শিশু-কিশোর অ্যাথলিটরা।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share