Tag: Parliament Panel

Parliament Panel

  • Hindi as official language: শিক্ষাদান, সরকারি কাজের ভাষা হোক হিন্দি, প্রস্তাব সংসদীয় কমিটির

    Hindi as official language: শিক্ষাদান, সরকারি কাজের ভাষা হোক হিন্দি, প্রস্তাব সংসদীয় কমিটির

    মাধ্যম নিউজ ডেস্ক: অমিত শাহর নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি (Parliament Panel) সম্প্রতি সুপারিশ করেছে কেন্দ্রীয় বিদ্যালয় বা আইআইটি, এমনকী হিন্দিভাষী রাজ্যের হাই কোর্ট, সর্বত্র ইংরাজির বদলে হিন্দি (Hindi as official language) ভাষা ব্যবহার করা হোক। এমনকী রাষ্ট্রসংঘেও হিন্দিকে ভারতের সরকারি ভাষা করার প্রস্তাব দিয়েছে এই কমিটি। 

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কমিটির ওই রিপোর্ট ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে। সংসদীয় কমিটির রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি (Hindi as official language)। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিই হোক। পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলিতে হাই কোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। 

    আরও পড়ুন: মোমিনপুরের ঘটনায় শাহকে চিঠি শুভেন্দুর! স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিরোধী নেতার 

    শিক্ষার ক্ষেত্রে কমিটির বক্তব্য, “শিক্ষাদানের ভাষা হিন্দি (Hindi as official language) হওয়াই উচিৎ। ইংরেজির ভাষা ঐচ্ছিক হতে পারে। প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও একই নীতি।” সরকারি কর্মী বাছাইয়ের ক্ষেত্রে হিন্দির জ্ঞান অন্যতম মাপকাঠি যেন হয়, সে দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

    সংসদীয় কমিটির প্রস্তাবে এও বলা হয়েছে, যে সব সরকারি আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে হিন্দিতে (Hindi as official language) কাজকর্ম এড়িয়ে যান, তাঁদের থেকে ব্যাখ্যা চাইতে হবে। সন্তোষজনক উত্তর না পেলে বার্ষিক পারফরম্যান্স রিপোর্টে সেটার উল্লেখ করতে হবে বলেও কমিটির প্রস্তাবে বলা হয়েছে। গত মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    কমিটির আরও প্রস্তাব, সরকারি বিজ্ঞাপনে ৫০ শতাংশেরও বেশি হোক হিন্দি (Hindi as official language) বিজ্ঞাপন। পাশাপাশি আঞ্চলিক ভাষাতে বিজ্ঞাপনেও জোর দেওয়ার কথাও সুপারিশ করা হয়েছে রিপোর্টে। প্রস্তাবে আরও বলা হয়েছে, হিন্দি ভাষায় বিশেষ পারদর্শিতা থাকা প্রয়োজন এমন কোনও সরকারি পদ যদি তিন বছরের বেশি সময় ধরে শূন্য হয়ে থাকলে, সেই সংস্থার প্রধানকে দায়ী করা হবে। এবং তাঁর বার্ষিক পারফরম্যান্স রিপোর্টেও বিষয়টির উল্লেখ থাকতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Apple iPhone Alert: ফোন হ্যাকিং কাণ্ডে অ্যাপলের কর্মকর্তাকে তলবের পথে সংসদের স্ট্যান্ডিং কমিটি?

    Apple iPhone Alert: ফোন হ্যাকিং কাণ্ডে অ্যাপলের কর্মকর্তাকে তলবের পথে সংসদের স্ট্যান্ডিং কমিটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁদের ফোনে হ্যাক-বার্তা (Apple iPhone Alert) গিয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন বিজেপি বিরোধী নেতা-সাংসদের। বিষয়টি গোচরে আসার পর মঙ্গলবারই এ ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছিল কেন্দ্র। যাঁদের ফোনে ওই বার্তা গিয়েছে, তাঁদের তদন্তে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই অভিযোগের গোড়ায় পৌঁছতে এবার অ্যাপলের প্রতিনিধিকে তলব করার চিন্তাভাবনা শুরু করল তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি।

    অ্যাপলের প্রতিনিধিকে তলব!

    কেন্দ্রীয় সচিবালয়ের এক আধিকারিক বলেন, “সংসদের স্ট্যান্ডিং কমিটি পরবর্তী বৈঠকে অ্যাপলের প্রতিনিধিকে ডেকে পাঠানোর কথা ভাবছে। ওই বৈঠকে সাম্প্রতিক রাষ্ট্র পরিচালিত হ্যাকার হামলা নিয়ে অ্যাপলের বক্তব্য শোনা হবে।” দিন কয়েক আগে আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের (Apple iPhone Alert) তরফে একটি সতর্কবার্তা পান কয়েকজন সাংসদ। ওই বার্তায় বলা হয়, “রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে টার্গেট করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন – সম্ভবত এসব দেখে হ্যাকাররা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে। এই রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা যদি আপনার আইফোনে একবার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।”

    তদন্তের আশ্বাস কেন্দ্রের

    অ্যাপলের তরফে যাঁরা এই সতর্কবার্তা পেয়েছেন বলে দাবি করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের শশী থারুর, তৃণমূলের মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তবে বিজেপির একাংশের দাবি, বিরোধী নেতাদের ওই অভিযোগ ভুয়ো। যদিও তদন্তের আশ্বাস দেন (Apple iPhone Alert) অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “বিরোধীরা সমালোচনার অজুহাত খুঁজতে থাকেন। কেন্দ্রকে আক্রমণ করার কোনও বড় কারণ না পেয়ে এখন হ্যাকিং নিয়ে সুর চড়াচ্ছেন তাঁরা।” তবে তিনি এও জানান, অ্যাপলের ওই সতর্কবার্তা শুধু ভারতে নয়, আরও অন্তত ১৫০টি দেশে গিয়েছে।

    আরও পড়ুুন: “উর্দির সম্মানরক্ষা করুন”, শুভেন্দুর দাদার মামলায় পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share