Tag: Pathaan Teaser

Pathaan Teaser

  • Pathaan teaser: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল ‘পাঠান’- এর টিজার

    Pathaan teaser: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল ‘পাঠান’- এর টিজার

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দেশ আজ মেতেছে বলিউডের বাদশার ৫৭তম জন্মদিনে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে কিং খানের (Shahrukh Khan) নামে একের পর এক হ্যাশট্যাগ। আর এই বিশেষ দিনেই শাহরুখ খানের ভক্তদের খুশি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ – এর টিজার (Pathaan Teaser)। জমজমাট অ্যাকশনে ভরা এই টিজারে বরাবরের মতোই ভক্তদের মুগ্ধ করেছেন শাহরুখ। 

    ১ মিনিট ২৫ সেকেন্ডের এই টিজার পুরোটাই টান টান। চোখ ফেরাতে পারবেন না। টিজারের শুরুতেই শাহরুখের চোখের ঝলক। এরপর শাহরুখের আর জন আব্রাহামের জমজমাট অ্যাকশন। কখনো সমুদ্রে, কখনো পাহাড়, আবার কখনও বিমানে। মাঝে বেশ কয়েকটি দৃশ্যে নজর কাড়েন দীপিকাও।

    টিজারের শুরুতেই এক কণ্ঠস্বর ভেসে এসেছে, “পাঠানের ব্যাপারে কী জানতে পেরেছ?” অপর কণ্ঠস্বরে শোনা গিয়েছে, “প্রায় তিন বছর ধরে ওঁর কোনও খোঁজ নেই।” শাহরুখের উপর নির্যাতন হচ্ছে, আবছা দৃশ্যে তা ভেসে উঠেছে। শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, তিনি এখনও বেঁচে আছেন। এরপরই পর্দায় অ্য়াকশন দৃশ্য শুরু হয়ে যায়।

    আরও পড়ুন: ইভিএম থেকে রাজনৈতিক দলের প্রতীক সরানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

    এইট প্যাক অ্যাব, লম্বা চুল। শাহরুখের নতুন লুকে মাত ভক্তকুল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারের টিজার দেখেই প্রত্যাশা তুঙ্গে সিনেমা অনুরাগীদের। এই সিনেমাতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা মিলবে সালমান খানেরও। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।  

     


    সামনের বছর ভক্তদের একের পর এক সিনেমা উপহার দিতে চলেছেন শাহরুখ। সম্প্রতি ‘পাঠান’-এর শ্যুটিং শেষ হয়েছে। ‘জওয়ান’-এর শ্যুটিং বেশ কিছুটা সেরে আপতত রাজু হিরানির ‘ডানকি’ নিয়ে ব্যস্ত বাদশা খান। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share