Tag: Pathan film makers are directed by central board of film certification

Pathan film makers are directed by central board of film certification

  • Pathaan: পাঠান সিনেমায় কাঁচি সেন্সর বোর্ডের! বাদ পড়ল ‘বেশরম রং’ গানের বেশ কিছু দৃশ্য

    Pathaan: পাঠান সিনেমায় কাঁচি সেন্সর বোর্ডের! বাদ পড়ল ‘বেশরম রং’ গানের বেশ কিছু দৃশ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার পাঠান সিনেমায় সেন্সর বোর্ডের কাঁচি। দিন কয়েক আগেই সেন্সর বোর্ডে (CBFC) জমা দেওয়া হয়েছে সিনেমাটি। সেন্সর বোর্ডের চেয়ারপারসন প্রসূন জোশি বলেছেন, “গাইডলাইন মেনেই আমরা ‘পাঠান’ দেখেছি। কমিটি নির্মাতাদের গান ছাড়াও সিনেমায় প্রয়োজনীয় পরিবর্তন করে তার পর আবার  সিনেমাটি আমাদের কাছে পাঠাতে বলা হয়েছে।”

    কী বলল সেন্সর বোর্ড

    গত ১২ ডিসেম্বর পাঠান সিনেমার বেশরম রং গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। কেন দীপিকা পাড়ুকোনকে গেরুয়া মনোকিনি পরানো হল? প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এই পোশাক হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে বলে, শাহরুখ খান, দীপিকা পাডুকোন সহ টিম পাঠানের (Pathaan Movie) বেশ কিছু সদস্যের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। এরপরই বেশরম রং গান থেকে গেরুয়া মনোকিনি পরিহিত দীপিকার সঙ্গে শাহরুখের রোমান্সের দৃশ্য বাদ দেওয়ার দাবি জোরদার হয়েছিল। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।  বৃহস্পতিবার বোর্ডের চেয়ারপার্সন প্রসূন জোশি জানিয়েছেন যে, ‘সৃজনশীল অভিব্যক্তি ও দর্শকদের সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষায় সেন্সর বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। পরস্পরের মাঝে আলোচনার মাধ্যমে একটি সঠিক সমাধান খুঁজে বের করতে আমরা বিশ্বাসী। নির্মাতা ও দর্শকদের পরস্পরের প্রতি বিশ্বাস রক্ষা করা গুরুত্বপূর্ণ। এ জন্য নির্মাতাদের কাজ করা উচিত।’ 

    আরও পড়ুন: শাহরুখ খানের বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে কী বললেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র

    সেন্সর বোর্ডের পক্ষ থেকে যশ রাজ ফিল্মসকে পাঠান ছবিতে বেশ কিছু বদল আনার কথা বলা হয়েছে। বোর্ডের নিয়ম মোতাবেক, ওই পরিবর্তনগুলি করলে, ছবিটি রিলিজের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ঠিক কী পরিবর্তন করতে বলা হয়েছে,তা জানাননি প্রসূন জোশি। সংবাদসংস্থাকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “CBFC-র বিশেষ কমিটি পাঠান ছবিটি দেখেছে। আমরা সবদিক থেকে খুঁটিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।” জানা গিয়েছে, সেন্সর বোর্ডের তরফে যে পরিবর্তনগুলি করতে বলা হয়েছে, তা করার পরেই সিনেমাটিকে ক্লিন চিট দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান। পাঠান-এর হাত ধরে পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share