Tag: Pentagon

Pentagon

  • PM Modi: পেন্টাগনকে পিছনে ফেলল সুরাট, বিশ্বের বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন মোদি

    PM Modi: পেন্টাগনকে পিছনে ফেলল সুরাট, বিশ্বের বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম কর্মক্ষেত্র এবার  ভারতে। আমেরিকার পেন্টাগন চলে গেল দ্বিতীয় স্থানে। গুজরাটের ‘সুরাট ডায়মন্ড বোর্সের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, মুম্বাই থেকে হীরের ব্যবসা এবার সুরাটের এই অফিসেই স্থানান্তরিত করা হবে। মোট ৬৬ লাখ স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই অফিস। জানা গিয়েছে দিল্লির সবথেকে বড় আর্কিটেক্ট ফার্ম ‘মরফোজেনেসিস’ এই ফার্ম নির্মাণ করেছে। আকাশছোঁয়া এই অফিস তৈরিতে খরচও নেহাত কম হয়নি। ৩,৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে এই অফিস নির্মাণে।

    অফিসের বর্ণনা

    মোট ৪,২০০ টি অফিস স্পেস রয়েছে। প্রতিটি অফিস আবার ৩০০ থেকে ৭,৫০০ স্কোয়ার ফিট পর্যন্ত বিস্তৃত। অফিসে রয়েছে মোট ৯ টি টাওয়ার, প্রতি টাওয়ার ১৫ তল বিশিষ্ট। ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে বিনোদন এবং পার্কিংয়েরও ব্যবস্থা। গোটা অফিস জুড়ে সিসিটিভি রয়েছে চার হাজার। অফিসে যাঁরা কাজ করবেন প্রত্যেকের বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে। তবেই মিলবে ভেতরে প্রবেশের অনুমতি। হীরের সব ধরনের কাজই হবে এখানে। রাফ ডায়মন্ড, পালিশ ডায়মন্ড, হীরে উৎপাদনকারী মেশিন সব কিছুই হবে এখানে। জানা গিয়েছে, হীরের গয়না বিক্রয়কারী ২৭টি রিটেল সংস্থারও অফিস থাকবে এই সুরাট ডায়মন্ড বোর্সে। থাকবে এই সংস্থাগুলির একটি করে আউটলেট। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের গ্রাহকরা এখান থেকে সরাসরি হীরের গয়না কিনতে পারবেন। অর্থাৎ একটি অফিসেই মিলবে সমস্ত পরিষেবা।

    সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন 

    পাশাপাশি রবিবার গুজরাটের সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) সুরাটের বিমানবন্দরের চারটি ছবি পোস্ট করেন মোদি। সেখানেই তিনি জানান, ১৭ ডিসেম্বর তাঁর সুরাটে হাজির থাকার কথা। সুরাত বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী মোদি সুরাটে একটি রোড শো করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদিকে (PM Modi) দেখতে ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। নয়া টার্মিনালে ৬০০ আন্তর্জাতিক যাত্রী এবং ১,২০০ ডোমেস্টিক যাত্রী অপেক্ষা করতে পারবেন।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Surat: আর নয় পেন্টাগন! বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি ভারতেই

    Surat: আর নয় পেন্টাগন! বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি ভারতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং আর নয় পেন্টাগন। মার্কিন অফিস বিল্ডিং এর কাছ থেকে সেই শিরোপা এবার এল ভারতের কাছে। বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি হচ্ছে গুজরাটে। হীরে ব্যবসার অন্যতম বড় কেন্দ্র বলে সুরাত (Surat) পরিচিত। ফি বছর বাংলা থেকেও প্রচুর যুবক কর্মসংস্থানের আশায় রওনা দেয় সুরাতের উদ্দেশে। এখানকার ‘সুরাত (Surat) ডায়মন্ড বুর্স’ নামের বিল্ডিং হতে চলেছে পৃথিবীর বৃহত্তম অফিস।

    প্রসঙ্গত, বিগত ৮০ বছর ধরে এই শিরোপা ছিল পেন্টাগনের কাছে, এখন তা আসতে চলেছে ভারতের মুকুটে। জানা গিয়েছে, আগামী দিনে এই ভবনটি হীরে ব্যবসার কাজে ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ইমারত তৈরির কাজ একেবারেই সহজ ছিল না। মোট চার বছর লাগে এই ভবনের কাজ শেষ হতে। বিশ্বের ৯০ শতাংশ হীরা তৈরির কাজ হয় বিজেপি শাসিত গুজরাটের সুরাতে। জানা গিয়েছে, এই ভবনে মোট ১৫ তলা রয়েছে যা বিস্তৃত ৩৫ একর জায়গা জুড়ে। হীরে ব্যবসা এবং পালিশ সমেত এই সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে এই বিল্ডিং।

    প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই ভবনের

    এই ইমারতটি নয়টি আয়তক্ষেত্রাকার কাঠামোর আকারে তৈরি বলেই জানা গিয়েছে। ভবন নির্মাণকারী সংস্থার জানিয়েছে, এখানে (Surat) মোট ৭১ লক্ষ বর্গফুটেরও বেশি ফ্লোর এরিয়া রয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভবনটি উদ্বোধন করবেন, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, পেন্টাগনের ফ্লোর এরিয়া হল ৬৫ লক্ষ বর্গফুটের মতো।

    ব্যবসায়ীদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ স্থান

    নির্মাণকারী সংস্থার তরফে জানা গিয়েছে, কমপ্লেক্সে মোট ২০ লক্ষ বর্গফুট জুড়ে একটি বিনোদন এবং গাড়ি পার্কিং এলাকাও রয়েছে। প্রকল্পের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মহেশ গারভি বলেন, ‘‘নতুন বিল্ডিং কমপ্লেক্স হাজার হাজার হীরে ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আগামী দিনে গড়ে উঠবে। এই কমপ্লেক্স ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা যখন এই বিল্ডিং তৈরি করছিলাম তখন ভাবিনি যে আমরা আমেরিকার পেন্টাগনকে পিছনে ফেলে দেব। আমরা এটি (Surat) শুধুমাত্র ব্যবসায়ীদের সুবিধার জন্য তৈরি করেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chinese Spy Balloon: মার্কিন আকাশে চিনা গুপ্তচর বেলুন! পরমাণু অস্ত্র ঘাঁটিতে চিনের নজরদারি, দাবি পেন্টাগনের

    Chinese Spy Balloon: মার্কিন আকাশে চিনা গুপ্তচর বেলুন! পরমাণু অস্ত্র ঘাঁটিতে চিনের নজরদারি, দাবি পেন্টাগনের

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার আকাশে চিনা গুপ্তচর বেলুন! সূত্রের খবর, মার্কিন পরমাণু অস্ত্র ঘাঁটিতে নজরদারি চালাচ্ছে চিনা গুপ্তচর বেলুন। এমনটাই দাবি করেছে পেন্টাগন। বেলুনটি গুলি করে নামানোর কথা বিবেচনা করেছিলেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও অন্যান্য পদস্থ সেনাকর্তারা। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। বেলুনটিকে গুলি করে নামানোর চেষ্টা হলে বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছেন মার্কিন প্রশাসন। এই ঘটনায় মার্কিন-চিন সম্পর্ক নতুন করে অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এই ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    পেন্টাগনের তরফে কী বলা হল?

    পেন্টাগন বৃহস্পতিবার দাবি করেছে, যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়া একটি চিনা গুপ্তচর বেলুনকে ট্র্যাক করেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের কয়েকদিন আগেই এই ঘটনা ঘটল৷ পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সরকার একটি উচ্চ-নজরদারি বেলুন শনাক্ত করেছে এবং সেটি ট্র্যাক করছে, যেটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রয়েছে।” রাইডার আরও জানান, “নোরাড এটিকে নিবিড়ভাবে ট্র্যাক করছে ও পর্যবেক্ষণ করে চলেছে৷” তিনি বলেন, বৃহস্পতিবার মন্টানার উপরে বেলুনটি দেখা গিয়েছে।

    আরও পড়ুন: ‘রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে বিজেপির কোনও বিরোধী নেই’, সাফ জানালেন শুভেন্দু

    তবে এই ঘটনাই প্রথম নয়। পেন্টাগনের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, অতীতেও এই ধরণের গুপ্তচর বেলুন দেখা গিয়েছিল মার্কিন ভূখণ্ডে। কিন্তু সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায়, তথ্য সংগ্রহের কাজে ব্যর্থ হয়েছিল বলে দাবি। বেলুনটির সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। জানা গিয়েছে, চিনা গুপ্তচর বেলুনটি কয়েক দিন আগে আমেরিকার আকাশসীমায় ঢুকেছিল এবং গোয়েন্দারা এর উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হন। তবে যে উচ্চতা দিয়ে বেলুনটি উড়ছে, তাতে খুব বেশি তথ্য গোয়েন্দা সংগ্রহ করতে পারবে না বলে মনে করা হচ্ছে।

    মার্কিন ভূখণ্ডে চিনা গুপ্তচর বেলুন ওড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মন্টানার বাসিন্দারা। আর তা পোস্ট করার সঙ্গে সঙ্গে হয়েছে ভাইরাল। বৃত্তাকার সন্দেহজনক বেলুটি দেখতে ধূসর রংয়ের।

  • Putin Health: ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পুতিন, জল্পনা বিভিন্ন মহলে

    Putin Health: ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পুতিন, জল্পনা বিভিন্ন মহলে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে সাময়িকভাবে তিনি অন্য একজনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। জানা গিয়েছে, পুতিন তাঁর ক্যানসারের চিকিৎসা করাতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চলেছেন। এমনই দাবি করেছে আমেরিকার একটি অনলাইন সংবাদ সংস্থা। যদিও পুতিনের অসুস্থতা সংক্রান্ত সবরকম দাবি নাকচ করেছে ক্রেমলিন। 

    ওই সংবাদ সংস্থার দাবি, পুতিন থাইরয়েডের ক্যনসারে আক্রান্ত। রোগটির চিকিৎসা এপ্রিলেই হওয়ার কথা ছিল। কিন্তু পুতিনই নাকি চাননি অস্ত্রোপচার করাতে। কেন অস্ত্রোপচার করাতে চাননি পুতিন? ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ তার কারণ কি না বা যুদ্ধ পরবর্তী রুশ অর্থনীতির বেহাল দশার জন্য পুতিনের এমন সিদ্ধান্ত কি না তা স্পষ্ট নয়। তবে ওই চ্যানেল ক্রেমলিনের ওই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ৯ মে-র আগে অস্ত্রোপচার হচ্ছে না। পুতিন নিজেই তারিখ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। ওই চ্যানেলটির দাবি, পুতিনের রোগের পরিস্থিতি সম্ভবত খুব গুরুতর নয়। তবে তার অস্ত্রোপচারে বিশেষ দেরি করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা।

    সাধারণত, দেশের প্রেসিডেন্ট অসুস্থ হলে প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা আসার কথা। কিন্তু এ ক্ষেত্রে তা হচ্ছে না। ক্রেমলিন সূত্রে ওই চ্যানেলটিকে বলা হয়েছে, পুতিন ক্ষমতা হস্তান্তরে রাজি ছিলেন না। বদলে তিনি চেয়েছিলেন যে অল্প সময় তিনি নিয়ন্ত্রণে থাকবেন না, তখন কাউকে সাময়িক দেখাশোনার ভার দেওয়া হোক যিনি দেশের যুদ্ধ পরিস্থিতিকে অভিজ্ঞ হাতে সামলাতে পারবেন।নিরাপত্তা পরিষদের প্রধান ৭০ বছরের পাত্রুশেভ এককালে রাশিয়ান চরদের প্রধান ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রাথমিক লেখচিত্রও তাঁরই করা। তাঁকে এই ভার দিতে রাজি হওয়ার আগে পুতিন দু’ঘণ্টা একান্তে কথা বলেন পাত্রুশেভের সঙ্গে। ফলে, মনে করা হচ্ছে পেত্রুশেভের কাছে পুতিন দু-তিন দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন। তবে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, তাঁরা পুতিন সংক্রান্ত এমন কিছু খবর পাননি।

  • Radha Iyengar Plumb: মার্কিন প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত রাধা

    Radha Iyengar Plumb: মার্কিন প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত রাধা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এক ভারতীয় বংশোদ্ভূত। পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বং‌শোদ্ভূত রাধা আয়েঙ্গার প্লাম্বকে (Radha Iyengar Plumb) মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বুধবার তাঁকে আমেরিকার প্রতিরক্ষা দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি (সামরিক ক্রয় এবং স্থিতিশীলতা) পদে নিয়োগ করা হয়েছে। আমেরিকার সামরিক ক্রয় এবং স্থিতিশীলতা সংক্রান্ত কাজের দায়িত্ব সামলাবেন তিনি।  গত কিছুদিন ধরেই ভারতীয় বংশোদ্ভুতদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে আমেরিকার সরকার (USA Government)। 

    নিরাপত্তা বিশারদ হিসাবে বহুদিন ধরেই কাজ করছেন রাধা। কর্ম জীবনের শুরুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাধা লন্ডন স্কুল অফ ইকনমিক্সে শিক্ষকতা করতেন। পেন্টাগনের চিফ অফ স্টাফ হিসাবে নিয়োগের আগে তিনি গুগল-এ (ট্রাস্ট এবং সেফটি) গবেষণার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসা সংক্রান্ত  ডেটা বিজ্ঞান এবং প্রযুক্তিগত গবেষণায় গুগলের (Google) ক্রস-ফাংশনাল টিমের নেতৃত্ব দিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত৷ এছাড়াও ফেসবুকের (Facebook) নীতি বিশ্লেষণ সংক্রান্ত বিভাগের গ্লোবাল হেড হিসাবেও দায়িত্ব সামলেছেন রাধা। রাধা ছাড়াও আরও কয়েকজন ভারতীয় বংশোদ্ভুতকে গুরুত্বপূর্ণ (USA Appoints Indians) পদে বসিয়েছে বাইডেন প্রশাসন। গত মাসেই ইন্দো-আমেরিকান কূটনীতিক গৌতম রানাকে আমেরিকার বিশেষ দূত হিসাবে নিযুক্ত করা হয়েছিল। মালির রাষ্ট্রদূত হিসাবে ভারতীয় বংশোদ্ভুত রচনা সচদেব কোরহোনেনকে নিয়োগ করা হয়েছে। 

    অর্থনীতির ছাত্রী রাধা আয়েঙ্গার প্লাম্ব আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সংক্রান্ত আন্তর্জাতিক ব্যবসা এবং প্রতিরক্ষা বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে ‘বিশেষজ্ঞ’ হিসাবে পরিচিত। সেই কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছে মার্কিন কূটনৈতিক মহল। নিজের প্রোফাইলে রাধা নিজেকে একজন পলিসি রিসার্চার, ইকোনোমেট্রিক্স, ট্রাস্ট এবং সেফটি ইস্যু বিশেষজ্ঞ এবং প্রোজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ বলে দাবি করেছেন। ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে যোগ দেওয়ার আগে মার্কিন প্রতিরক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারির (US deputy secretary of defense) দফতরে ‘চিফ অফ স্টাফ’ পদে কর্মরত ছিলেন রাধা। সেই সঙ্গে ডিপার্টমেন্ট অফ এনার্জি, হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের সদস্য ছিলেন রাধা। এবার পেন্টাগনের অন্যতম শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। 

LinkedIn
Share