Tag: PM Modi to launch 5g service

PM Modi to launch 5g service

  • 5G in India: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী

    5G in India: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! পুজোর শুরুতেই আসতে চলেছে ৫জি পরিষেবা। অনেকদিন ধরেই ৫জি পরিষেবার জন্য অপেক্ষা করে বসেছিলেন দেশবাসী। ৫ জি এবছরই আসবে নাকি পরের বছর, এই নিয়েও অনেক জল্পনা করা হয়েছে। কিন্তু ন্যাশনাল ব্রডব্যান্ড মিশনের (National Broadband Mission) তরফে ট্যুইট করে জানানো হয়েছে যে, ১ অক্টোবর থেকেই দেশে শুরু হচ্ছে ৫জি পরিষেবা। এই পরিষেবা চালু করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

    ট্যুইটের মাধ্যমে জানানো হয়েছে, এই পরিষেবা চালু করার মাধ্যমে ভারতের ডিজিটাল ট্রান্সফরমেশন ও সংযোগকে এক উচ্চতায় নিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি আগামী ১ অক্টোবর এশিয়ার সবথেকে বড় টেকনোলজি প্রদর্শনী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ভারতে ৫জি পরিষেবা চালু করবেন। সূত্রের খবর, দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আয়োজন করা হবে।

    আরও পড়ুন: বাজেট ফোনে ৫জি সাপোর্ট ও ফিচার পাওয়া মুশিকল, মানছেন বিশেষজ্ঞরা

    উল্লেখ্য, এশিয়ার সবথেকে বড় টেলিকম, মিডিয়া ও প্রযুক্তি ফোরাম হল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) ও সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। আর এই প্রদর্শনী প্রগতি ময়দানে ১-৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেদিন এই অনুষ্ঠানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, ভারতী এয়ারটেলের সুনীল মিত্তল এবং ভোডাফোন আইডিয়া ইন্ডিয়ার প্রধান রবিন্দর তক্কর সহ তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ কেন্দ্রীয় মন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    টেলিকম দফতরের তরফে আগেই জানানো হয়েছে, প্রথম ধাপে দেশের ১৩টি শহরে শুরু হবে ৫জি  পরিষেবা। সেই ১৩টি শহরের মধ্যে রয়েছে কলকাতাও। তাছাড়া আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, লখনউ, মুম্বাই এবং পুনে শহরে শুরু হচ্ছে পরিষেবা। প্রসঙ্গত, সম্প্রতি গত মাসেই শেষ হয়েছে ৫জি স্পেকট্রাম নিলাম। এই নিলামে ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, আদানি নেটওয়ার্ক ও ভোডাফোন আইডিয়া অংশ নিয়েছিল। অর্থাৎ এই সংস্থাগুলিই ৫জি পরিষেবা দিতে সক্ষম হবে। তবে ৫জি নিলামে সবথেকে বেশি খরচ করেছে জিও।

LinkedIn
Share