Tag: PM Modi

PM Modi

  • PM Modi: বন্ধু মাক্রঁ ও স্টারমারের সঙ্গে সাক্ষাত মোদির, জি-২০ বৈঠকের ফাঁকে কী নিয়ে আলোচনা?

    PM Modi: বন্ধু মাক্রঁ ও স্টারমারের সঙ্গে সাক্ষাত মোদির, জি-২০ বৈঠকের ফাঁকে কী নিয়ে আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশ গবেষণা, শক্তির ব্যবহার, এআই-এর প্রয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে একযোগে কাজ করার কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ ও ইউকে-এর প্রধানমন্ত্রী কির স্টারমার। জি২০ সম্মেলনের (G20 Summit) ফাঁকে দুই রাষ্ট্রনেতার সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। দুই নেতাই ভারতের সঙ্গে বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ হন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, এআই এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-ফ্রান্স সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দিয়েছেন মাক্রঁ।

    মোদি-মাক্রঁ বৈঠক

    জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর সঙ্গে বৈঠক করেছেন। দুজনেই স্পেস, শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ বিভিন্ন ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী মোদি ফরাসি প্রেসিডেন্টকে প্যারিসে অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান। এদিন একটি পোস্টে মোদি বলেন, “প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর সঙ্গে দেখা করে আনন্দিত। ভারত এবং ফ্রান্স কীভাবে স্পেস, শক্তি, এআই এবং অন্যান্য খাতে একসঙ্গে কাজ করতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি। দুই দেশের মানুষের মধ্যেও যাতে গভীর সম্পর্ক স্থাপন হয়, তার দিকে নজর দেব আমরা।” বিদেশমন্ত্রক মোদি-মাক্রঁ এই বৈঠকটিকে “ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি” হিসেবে বর্ণনা করেছে।

    মোদি-স্টারমার সাক্ষাৎ

    জি২০ সম্মেলন চালাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। যেখানে তারা প্রযুক্তি, সবুজ শক্তি, নিরাপত্তা, উদ্ভাবন এবং প্রযুক্তি ক্ষেত্রগুলোতে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মোদি তাঁর এক্স পোস্টে বলেছেন, “রিও ডি জেনেইরোতে প্রধানমন্ত্রী কির স্টারমারের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। ভারতের জন্য যুক্তরাজ্যের সঙ্গে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করতে চাই।” জি২০ বৈঠকে (G20 Summit) যোগ দিতে সোমবারই ব্রাজিলে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে দু’দিনের এই বৈঠক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: ‘‘এক দশকে দেশের ২৫ কোটি মানুষের দারিদ্রতা দূর করা গিয়েছে’’, জি২০ সম্মেলনে বললেন মোদি

    PM Modi: ‘‘এক দশকে দেশের ২৫ কোটি মানুষের দারিদ্রতা দূর করা গিয়েছে’’, জি২০ সম্মেলনে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর জমানায় বিগত ১০ বছরে কীভাবে বদলেছে দেশ, ব্রাজিলের রাজধানীতে সে কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি। জি২০ শীর্ষ (G20 Summit) সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) তুলে ধরেন সরকারের সাফল্যগাথা। তিনি বলেন, ‘‘গত এক দশকে ২৫ কোটি মানুষকে দারিদ্রতার বাইরে বের করে আনা সম্ভব হয়েছে।’’ ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই শীর্ষক আলোচনায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানেই তাঁকে এই কথাগুলি বলতে শোনা যায়। ভারতের সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি খাদ্য নিরাপত্তার কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতবর্ষে ৮০ কোটি মানুষকে খাদ্য নিরাপত্তার সুবিধা দেওয়া গিয়েছে।‘’’এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের ৫৫ কোটি মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনা গিয়েছে।’’ এদিন তিনি ‘এক পৃথিবী এক পরিবার’-এর কথাও বলেন।

    কৃষক কল্যাণ ও নারী সশক্তিকরণের কথা

    দেশের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ‘‘ভারতবর্ষে কৃষক সহায়তায় অনেক প্রকল্প চালু করা হয়েছে। মহিলা সশক্তিকরণের জন্য বেশ কিছু কর্মসূচি গৃহীত হয়েছে। মহিলাদের ঋণ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। ৩০ কোটি স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করা গিয়েছে। কৃষকদের সাহায্য করা হয়েছে ৪ হাজার কোটি মার্কিন ডলার।’’

    আরও পড়ুন: ভারত-জাপান বিশেষ প্রতিরক্ষা-চুক্তি, নৌসেনার রণতরীগুলিতে বসবে ‘স্টেলথ’ মাস্তুল

    ব্রাজিলের (G20 Summit) উদ্যোগকে সাধুবাদ

    তাঁর মতে বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটে পড়তে হচ্ছে গ্লোবাল সাউথের দেশগুলিকে। প্রসঙ্গত, গ্লোবাল সাউথ বলতে সেই সমস্ত দেশগুলিকে বোঝায় যাদের আয় নিম্ন। মোদি আরও বলেন, ‘‘এই দেশগুলির সমস্যার কথা বাদ দিয়ে কখনও আলোচনা সদর্থক হতে পারে না।’’ প্রসঙ্গত, ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণে ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে। ব্রাজিলের এই উদ্যোগকেও সাধুবাদ জানান মোদি (PM Modi)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: বৈদিক মন্ত্রোচ্চারণ, নাচে-গানে মোদিকে স্বাগত জানালেন ব্রাজিলের প্রবাসীরা

    PM Modi: বৈদিক মন্ত্রোচ্চারণ, নাচে-গানে মোদিকে স্বাগত জানালেন ব্রাজিলের প্রবাসীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈদিক মন্ত্রোচ্চারণের (Sanskrit Chants) মধ্য দিয়ে ব্রাজিলের প্রবাসী ভারতীয় সমাজ স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। এমন অভ্যর্থনায় প্রধানমন্ত্রী নিজেও খুশি। প্রসঙ্গত, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার ব্রাজিলের পা রাখেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নামতেই প্রবাসী ভারতীয়রা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে তাঁর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। বিমানবন্দরে এদিন প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির থাকতে দেখা যায় শিশুদেরও। কেউ কেউ প্রধানমন্ত্রীর ছবি এঁকে নিয়ে এসেছিলেন। প্রধানমন্ত্রী সেখানে নিজের অটোগ্রাফও দেন।

    এমন অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ, লিখলেন মোদি  (PM Modi)

    এ নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) নিজে তাঁর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘‘প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল ব্রাজিলে। এমন অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ।’’

    প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘‘প্রবাসী ভারতীয়দের এমন অভ্যর্থনা মহাদেশের বাইরেও এক ভালোবাসার বন্ধন তৈরি করেছে।’’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাইজেরিয়া সফর সেরে ব্রাজিলের পৌঁছান।

    ২ দিন চলবে জি২০ সম্মেলন 

    প্রসঙ্গত, জি২০ শীর্ষ সম্মেলনে ট্রোইকার সদস্য হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম জি২০ শীর্ষ সম্মেলন। ভারত ছাড়াও বাকি দুই ট্রোইকার সদস্য হল ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত জি২০ সম্মেলনে হাজির থাকবেন আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যাপী শীর্ষ সম্মেলন চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Al Qaeda: পিএম-কিষানের টাকায় অর্থ সংগ্রহ! ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জঙ্গি-ছক ফাঁস

    Al Qaeda: পিএম-কিষানের টাকায় অর্থ সংগ্রহ! ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জঙ্গি-ছক ফাঁস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করেছিল আল কায়দা (Al Qaeda) প্রভাবিত জঙ্গি মডিউল। জিহাদের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছিল প্রধানমন্ত্রী কিষান যোজনা (PM Kisan Yojana) ব্যবহার করে! আদালতে এমনই জানাল দিল্লি পুলিশ।

    ১১ জনকে গ্রেফতার (Al Qaeda)

    সেপ্টেম্বরে আল-কায়দা প্রভাবিত জঙ্গি মডিউলের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। এর মধ্যে ছিলেন ঝাড়খণ্ডের রাঁচির চিকিৎসক ইশতিয়াকও। এই জঙ্গি মডিউলটি ভারতে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিল। তদন্ত চলাকালীন দিল্লি পুলিশ জানিয়ে দেয়, আল কায়দা-অনুপ্রাণিত এই মডিউলটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে জিহাদের জন্য তহবিল সংগ্রহ করছিল।

    পিএম-কিষান যোজনার সুবিধাভোগী

    দিল্লি পুলিশের তরফে আদালতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি পিএম-কিষান যোজনার সুবিধাভোগী ছিল। তারা জঙ্গি কার্যকলাপে সাহায্যের জন্য অস্ত্র কেনার উদ্দেশে অর্থ দিয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তদের পিএম-কিষান যোজনার টাকা পাইয়ে দিতে যারা তাদের হয়ে ফর্ম পূরণ করে দিয়েছিল, তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এই যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের সম্পর্কে তথ্য মিলেছিল কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে। তাতে বলা হয়েছিল, ঝাড়খণ্ডে অবস্থিত একটি চরমপন্থী ইসলামিক গোষ্ঠী, যারা দিল্লিতে সমমনস্কদের কাছ থেকে সমর্থন পাচ্ছিল, তারা জঙ্গি হামলার পরিকল্পনা করছিল (PM Kisan Yojana)।

    কী বলছে পুলিশ?

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক পুলিশ কর্তা বলেন, গ্রেফতারের পর (Al Qaeda) দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলি তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তবে নতুন প্রমাণ পাওয়ার পর এই সপ্তাহের শুরুতে আট অভিযুক্তকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জজ হরদীপ কৌর ১২ নভেম্বর এক নির্দেশিকায় বলেন, তদন্তকারী অফিসার একটি আবেদন করেছেন, যেখানে আটজন অভিযুক্তের জন্য ছ’দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। একজন সাক্ষী বলেছেন যে ষড়যন্ত্রে আরও কয়েকজন জড়িত রয়েছে, এবং তাদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সাক্ষীর মতে, অভিযুক্তরা পিএম-কিষাণ যোজনা ব্যবহার করে জিহাদের জন্য তহবিল সংগ্রহ করার পরিকল্পনা করেছিল, এবং অভিযুক্তদের পক্ষে যারা ফর্ম পূরণ করেছিল, তাদের শনাক্ত করতে হবে।

    আরও পড়ুন: “সত্য প্রকাশিত হচ্ছে”, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ফিল্মের প্রতিক্রিয়ায় বললেন মোদি

    প্রথম অভিযান

    এই মামলায় প্রথম অভিযান চালানো হয় ২২ অগাস্ট। এই সময় গ্রেফতার করা হয়েছিল ছ’জনকে (Al Qaeda)। এরা হল আনামুল আনসারি, শাহবাজ আনসারি, আলতাফ আনসারি, হাসান আনসারি, আরশাদ খান এবং বছর কুড়ির উমর ফারুক। জানা গিয়েছে, তারা রাজস্থানের ভিওয়াড়ির আজমেরি নাকা এলাকার সারে কালান কি পাহগাদিতে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিল। প্রবীণ এক পুলিশ কর্তা জানান, দুই প্রশিক্ষক ও একজন শিক্ষার্থী প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে যেতে পেরেছিল। পুলিশ একটি অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল, একটি রিভলভার, বিভিন্ন ক্যালিবারের ৬৬টি তাজা কার্তুজ, একটি হাতবোমা, একটি রিমোট কন্ট্রোল মেকানিজম, একটি হাতে তৈরি কার্বাইন এবং একটি ডামি ইনসাস রাইফেল উদ্ধার করেছে (PM Kisan Yojana)।

    দ্বিতীয় অভিযান

    সেপ্টেম্বর মাসে রাঁচিতে চালানো হয় দ্বিতীয় অভিযান। সেখানে গ্রেফতার করা হয় পাঁচজনকে। এরা হল, ইশতিয়াক আহমেদ ওরফে ক্যাপ্টেন, মহম্মদ রিজওয়ান, মতি-উর-রহমান, মহম্মদ রহমানতুল্লাহ এবং ফয়জান আহমেদ। অভিযানের সময় একটি হাতে তৈরি এসএলআর, একটি হাতে তৈরি কার্বাইন এবং ৫.১ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ইশতিয়াকই এই জঙ্গি মডিউলের প্রধান। পুলিশ জানিয়েছে, ১১ অভিযুক্তই রাঁচির বিভিন্ন গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত নজরদারির সাহায্যে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জন- হাসান ও আনামুল, জেলবন্দি আবদুল রহমান কাটকির সঙ্গে দেখা করতে জামশেদপুর সেন্ট্রাল জেলে একাধিকবার গিয়েছিল। আত্মীয় পরিচয় দিয়ে তারা সেখানে গিয়েছিল।

    অতিরিক্ত সেশন জজের বক্তব্য

    অতিরিক্ত সেশন জজ হরদীপ কৌর বলেন, “আনামুল সিম কার্ড সংগ্রহ করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তাই সে (Al Qaeda) হয়তো অন্য কাউকে তার জন্য সিম কার্ড জোগাড় করতে বলেছিল। সেই ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন।” একজন সাক্ষী জানিয়েছেন, আনামুলের নির্দেশে উমর বোমা তৈরির জন্য আতশবাজি কিনেছিল। ওই সাক্ষী আরও জানিয়েছেন, জিহাদের জন্য যুবকদের নিয়োগ করার লক্ষ্যে অভিযুক্ত আনামুল বুদ কোকরা, চত্রা, বাঁশ জাদি এবং অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরেছিল। সে কাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদেরও শনাক্ত করা প্রয়োজন।

    ইশতিয়াক

    জানা গিয়েছে, ভারতের আল-কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মডিউল পরিচালনা করতেন ইশতিয়াক। এই সুপরিকল্পিত নেটওয়ার্কের হদিশ মেলায় জানা গিয়েছে, এই মডিউল ভারতে জঙ্গি হামলার জন্য ব্যক্তিদের প্রশিক্ষণের উদ্দেশ্যে কাজ করছিল। ইশতিয়াক রাঁচির একজন রেডিওলজিস্ট। ঝাড়খণ্ডের নাকাটা জঙ্গলের মতো প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন তিনি। সেখানে নতুন সদস্যদের অস্ত্র পরিচালনা ও আত্মঘাতী বোমা হামলার জন্য প্রস্তুত হওয়ার প্রশিক্ষণ দেওয়া হত। এই গোষ্ঠীর লক্ষ্য ছিল ভারতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইশতিয়াক রাজস্থান এবং উত্তরপ্রদেশ পর্যন্ত মডিউলের কার্যক্রম সম্প্রসারিত করেছিলেন। তিনি একটা আত্মঘাতী দল গঠনের পরিকল্পনা করেছিলেন বলেও (PM Kisan Yojana) তদন্তে জানা গিয়েছে (Al Qaeda)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Modi: ব্রাজিলে পা রাখলেন মোদি, যোগ দেবেন জি২০ শীর্ষ সম্মেলনে, বিমানবন্দরে হাজির প্রবাসীরা

    PM Modi: ব্রাজিলে পা রাখলেন মোদি, যোগ দেবেন জি২০ শীর্ষ সম্মেলনে, বিমানবন্দরে হাজির প্রবাসীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইজেরিয়া সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সোমবারে পৌঁছালেন ব্রাজিলে (Brazil)। দক্ষিণ আমেরিকার এই দেশে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, রবিবার নাইজেরিয়ার মাটিতে পা রাখেন নরেন্দ্র মোদি। এরপর সে দেশের রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি। নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অব দ্য নাইজার’-এ মোদিকে ভূষিত করে সেদেশের সরকার। আজ সোমবার, ভারতের প্রধানমন্ত্রী ব্রাজিলে পা রাখতেই বিদেশমন্ত্রক এক্স হ্যান্ডেলে পোস্ট করে। সেখানে তারা লেখে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন। একইসঙ্গে বিদেশ মন্ত্রকের ওই পোস্টে নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর ছবিও শেয়ার করা হয়েছে। নাইজেরিয়ার মতো ব্রাজিলেও একই ছবি ধরা পড়ে। মোদিকে স্বাগত জানাতে হাজির হন প্রবাসী ভারতীয়রা। এমন উষ্ণ অভ্যর্থনার ছবি প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেন।

    মোদির (PM Modi) ট্যুইট

    ব্রাজিলের মাটিতে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন, ‘‘প্রবাসী ভারতীয়দের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলাম ব্রাজিলে।’’

    ২ দিন চলবে জি২০ সম্মেলন 

    প্রসঙ্গত, জি২০ শীর্ষ সম্মেলনে ট্রোইকার সদস্য হিসেবে যোগ দেবেন তিনি। ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম জি২০ শীর্ষ সম্মেলন। ভারত ছাড়াও বাকি দুই ট্রোইকার সদস্য হল ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত জি২০ সম্মেলনে হাজির থাকবেন আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যাপী শীর্ষ সম্মেলন চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “সত্য প্রকাশিত হচ্ছে”, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ফিল্মের প্রতিক্রিয়ায় বললেন মোদি

    PM Modi: “সত্য প্রকাশিত হচ্ছে”, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ফিল্মের প্রতিক্রিয়ায় বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর (Sabarmati Report Film) ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “সত্য প্রকাশিত হচ্ছে যা সাধারণ মানুষ দেখতে পারবেন।”

    গোধরা ট্রেন ট্র্যাজেডি (PM Modi)

    ২০০২ সালে গোধরা ট্রেন ট্র্যাজেডির ঘটনা ঘটে। সেই ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে এক্স হ্যান্ডেলে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “ভালো বলেছেন। সত্য প্রকাশিত হচ্ছে, এবং সেটাও এমনভাবে যাতে সাধারণ মানুষ তা দেখতে পারেন। একটি ভুয়ো বর্ণনা কেবল সীমিত সময়ের জন্যই টিকে থাকতে পারে। শেষ পর্যন্ত সত্য সব সময় প্রকাশিত হয়!”

    ‘দ্য সবরমতী রিপোর্ট’

    সিনেমাটি পরিচালনা করছেন ধীরজ সর্না। ২০০২ সালের সেই ঘটনার ওপর আলোকপাত করে সিনেমাটি। ২০০২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ওই ঘটনায় জড়িয়ে দেওয়া হয় অধুনা প্রধানমন্ত্রীর নাম। শুক্রবারই মুক্তি পেয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’। গোধরার সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমাটি। ম্যাসির পাশাপাশি, এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা।

    এদিকে, বর্তমানে প্রধানমন্ত্রী (PM Modi) তিন দেশ সফর করছেন। তিনি প্রথমে গিয়েছেন নাইজেরিয়ায়। ১৭ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন নাইজেরিয়ায়। সেখান থেকে তিনি যাবেন ব্রাজিলে। সেখানে যোগ দেবেন জি২০ শীর্ষ বৈঠকে। ১৯ থেকে ২১ নভেম্বর সফর করবেন গায়ানায়। তার পর ফিরবেন দেশে।

    আরও পড়ুন: “বাংলা দিয়েই সারা ভারতে প্রবেশ করছে রোহিঙ্গারা”, তোপ শুভেন্দুর

    ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় জীবন্ত দগ্ধ হন ৫৯ জন। এই ঘটনায় হিংসার ঘটনা ঘটতে থাকে গুজরাটের বিভিন্ন অংশে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখানে সলিসিটর জেনারেল জানান, লাগাতার পাথর ছোড়ার কারণে জ্বলন্ত ট্রেন থেকে বাইরে বের (Sabarmati Report Film) হতে পারেননি যাত্রীরা (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Modi: মোদির মুকুটে নয়া পালক! নাইজেরিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

    PM Modi: মোদির মুকুটে নয়া পালক! নাইজেরিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইজেরিয়ার (Nigeria) সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অব দ্য নাইজার’ পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, ১৭ বছর পরে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফর করছেন। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা দেন সে দেশে। প্রতিটি ভারতবাসীর কাছে এই খবর অত্যন্ত গর্বের ও গুরুত্বপূর্ণ এই কারণেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) হলেন দ্বিতীয় কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান, যিনি এই সম্মান পেতে চলেছেন। এর আগে এই সম্মান পেয়েছিলেন ১৯৬৯ সালে, রানি এলিজাবেথ। প্রসঙ্গত, বিদেশের মাটিতে পাওয়া এটা নরেন্দ্র মোদির ১৭তম আন্তর্জাতিক সম্মান।

    প্রবাসী ভারতীয়দের উদ্দেশে দেবেন ভাষণ

    জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর সঙ্গে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট টিনুবু দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে অনেক চুক্তিতে স্বাক্ষর করবেন। এরপর প্রধানমন্ত্রী (PM Modi) নাইজেরিয়ার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রকের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ৫১ হাজার ৮০০ ভারতীয় নাগরিক নাইজেরিয়াতে (Nigeria বাস করেন।

    রবিবার সকালেই মোদি (PM Modi) পা রাখেন নাইজেরিয়াতে

    রবিবারই নাইজেরিয়াতে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, শনিবারই পাঁচ দিনের নাইজেরিয়া-ব্রাজিল-গয়ানা সফরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নাইজেরিয়ার পরে মোদির গন্তব্য ব্রাজিল। সেখানে জি২০ শীর্ষ  সম্মেলনে যোগ দেবেন তিনি। তারপর সেখান থেকে মোদি রওনা হবেন গয়ানার উদ্দেশে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: কংগ্রেস দেয়নি মর্যাদা, আম্বেদকরকে যোগ্য সম্মান দিয়েছেন মোদি, মহারাষ্ট্রে বললেন রাজনাথ

    Rajnath Singh: কংগ্রেস দেয়নি মর্যাদা, আম্বেদকরকে যোগ্য সম্মান দিয়েছেন মোদি, মহারাষ্ট্রে বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের পর বছর ধরে দেশ শাসন করলেও বাবাসাহেব আম্বেদকরকে সম্মান জানায়নি কংগ্রেস (Congress), মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রসঙ্গত, শনিবারে রাজনাথ সিং মুম্বই, পালঘর, পুনে প্রভৃতি জায়গায় নির্বাচনী জনসভা করেন এবং সেখানেই তিনি জানান, আম্বেদকরকে যোগ্য সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও তোপ দাগেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধী জাতভিত্তিক জনগণনা করতে চাইছেন। তিনি লাল মলাটের একটি বই নিয়ে ঘুরছেন সারা দেশ এবং দাবি করছেন সেটা নাকি সংবিধান। তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন জনগণের মধ্যে।’’

    কংগ্রেস (Congress) জোটের নেতাদের কাছে মহারাষ্ট্র হল এটিএম 

    রাজনাথ সিং (Rajnath Singh) আরও বলেন, ‘‘কংগ্রেস জোটের নেতারা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত। ইন্ডি জোটের কাছে মুম্বই সমেত গোটা মহারাষ্ট্র হল একটা এটিএম-এর মতো। তারা এখানে থেকে শুধু টাকা তুলতে চায়।’’ বিজেপি প্রার্থীর প্রচারে পালঘরে রাজনাথ সিং বলেন, ‘‘যে ধরনের জনসমর্থন বিজেপি পাচ্ছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে, তাতে এটা পরিষ্কার যে এই দুই রাজ্যে এনডিএ সরকার তৈরি হতে চলেছে এবং বহু রাজনৈতিক বিশ্লেষক এই মতকে সমর্থন করেছেন।’’

    দারিদ্রতা দূরীকরণ করতে পারেনি কংগ্রেস

    রাজনাথ সিং (Rajnath Singh) এদিন আরও বলেন, ‘‘কংগ্রেস সরকার প্রতিবারই স্লোগান দেয় যে তারা ক্ষমতায় এলে দারিদ্রতা দূরীকরণ করবে। কিন্তু কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে তারা পঞ্চাশ বছরের বেশি সময় ক্ষমতায় ছিল। তার পরেও তারা দেশ থেকে দারিদ্র দূরীকরণ করতে পারেনি। কিন্তু ২০১৪ সালের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে ২৫ কোটি মানুষ দারিদ্রতা সীমা থেকে বেরিয়ে এসেছেন।’’

    প্রসঙ্গ মহিলা সংরক্ষণ

    মহিলা সংরক্ষণ নিয়ে এদিন রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, ‘‘জেলা পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পুরসভায় মহিলা প্রতিনিধিত্বের জন্য মোদি সরকার ইতিমধ্যে বিল পাশ করেছে। এর ফলে মহিলারা ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেন। সংসদীয় কাজকর্মে আরও বেশি অংশগ্রহণ করতে পারবেন তাঁরা। রাজনাথ সিং আরও বলেন, ‘‘ভারতীয় সংবিধান কখনও ধর্মভিত্তিক সংরক্ষণের অনুমোদন দেয় না। বিজেপির রাজনীতির ভাবনাই হল মূল্যবোধ ও মানবতার রাজনীতি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নাইজেরিয়ায় মোদিকে উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি

    PM Modi: নাইজেরিয়ায় মোদিকে উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক:  রবিবার নাইজেরিয়া (Nigeria) পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানকার প্রবাসী ভারতীয়রা ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দেমাতরম’ প্রভৃতি স্লোগানে আবুজা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রবাসী ভারতীয়দের এমন উষ্ণ অভ্যর্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘প্রবাসী ভারতীয়দের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলাম।’’

    নাইজেরিয়ার প্রবাসী ভারতীয় মহিলা, শিশু এবং পুরুষদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মোদিকে। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী ভারতীয়রা সেলফিও নেন। নিজের অন্য একটি এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘নাইজেরিয়ায় বসবাসরত মারাঠি সমাজ তাঁদের মাতৃভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া অনেক খুশি। তাঁরা তাঁদের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যেভাবে জুড়ে রয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত, শনিবারই পাঁচ দিনের নাইজেরিয়া-ব্রাজিল-গয়ানা সফরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ব্রাজিলে যোগ দেবেন জি২০ শীর্ষ সম্মেলনে

    ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রাজধানী রিও-ডি-জেনিরোতে রয়েছে জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেই যোগ দেবেন প্রধানমন্ত্রী। নাইজেরিয়া থেকেই তিনি ব্রাজিল পৌঁছাবেন। পরে ব্রাজিল থেকে পাড়ি দেবেন গয়ানা। বিদেশে পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি আশাবাদী জি২০ শীর্ষ সম্মেলনে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হবে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘১৯ নভেম্বর জি২০ সম্মেলনের  ট্রোইকা সদস্য হিসেবে যোগ দেব। গত বছরই ভারতের সভাপতিত্বে সফল হয়েছে জি২০ সম্মেলন।’’ প্রসঙ্গত, জি২০-তে ট্রোইকা সদস্য হিসেবে তিন দেশ রয়েছে- ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। বিদেশে পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘‘এ বছরে আমি এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ এই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার উদ্দেশে মুখিয়ে রয়েছি।’’

    প্রধানমন্ত্রীর (PM Modi) গয়ানা সফর

    প্রসঙ্গত, নাইজেরিয়ার (Nigeria) রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুই দিনের সফরে আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন। নাইজেরিয়ার পর ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মোদি (PM Modi) যাবেন দক্ষিণ আমেরিকার গয়ানায়। ১৯৬৮ সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে পা রাখতে চলেছেন। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর গয়ানা সফরে মোদি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন, প্রবাসীদের সঙ্গে আলাপচারিতা করবেন এবং সেদেশের সংসদে ভাষণও দেবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জামুইতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, ৬,৬৪০ কোটির প্রকল্পের সূচনা

    PM Modi: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জামুইতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, ৬,৬৪০ কোটির প্রকল্পের সূচনা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার জনজাতি গৌরব দিবস পালন করতে বিহারের জামুইতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন। এই দিনটিকে মোদি সরকার জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে। চলতি বছরে বিরসা মুন্ডার (Birsa Munda) দেড়শতম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশজুড়ে। এই উপলক্ষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জামুইতে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন।

    কী লিখলেন প্রধানমন্ত্রী (PM Modi)? 

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (PM Modi) এনিয়ে লেখেন, ‘‘জনজাতি গৌরব দিবসে ভগবান বিরসা মুন্ডার দেড়শতম জন্মবার্ষিকীর শুভারম্ভ হল। এই কার্যক্রমে অংশ নিয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। জামুইয়ের ভূমি থেকে আমি সমস্ত আদিবাসী ভাই-বোনেদের অভিনন্দন জানাচ্ছি।’’ 

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi) এদিনই ভগবান বিরসা মুন্ডার স্মরণে একটি মুদ্রা এবং পোস্টাল স্ট্যাম্পও চালু করেন। এর পাশাপাশি, এদিন তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে একাধিক উন্নয়মূলক প্রকল্পের। যার মূল্য ৬,৬৪০ কোটি টাকা। এই প্রকল্পগুলি আদিবাসীদের জীবনযাত্রার উন্নয়নে কাজে লাগবে বলে জানান তিনি।

    মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে

    প্রধানমন্ত্রী (PM Modi) এদিন জামুইতে পা রাখতেই জনগণের উন্মাদনা তুঙ্গে ওঠে। মৌসুমী দেবী নামের এক স্থানীয় বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা এখানে মোদিজিকে দেখতে এসেছি। তিনি কৃষকদের তথা দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। আমরা তাঁরই জন্য বিনামূল্য রেশন পরিষেবা পাচ্ছি করোনাকাল থেকে। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক বছর আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে, ‘ভগবান বিরসা মুন্ডা’র দুঃসাহসিক গল্প স্মরণ করেন এবং ঘোষণা করেন, তাঁর জন্ম-জয়ন্তী (Janjatiya Gaurav Divas), প্রতি বছর ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে উদযাপন করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share