Tag: PM Modi

PM Modi

  • PM Modi: ঢাক-ঢোল বাজিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী বরণ, উঠল ‘হর হর মোদি’ ধ্বনি

    PM Modi: ঢাক-ঢোল বাজিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী বরণ, উঠল ‘হর হর মোদি’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৫ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পা দিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানকার জোহানেসবার্গের ওয়াটারক্লুফ বায়ুসেনা ঘাঁটিতে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সে দেশের উপরাষ্ট্রপতি পল মাসোতিলে। সামরিক অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার বায়ুসেনার। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার স্থানীয় উপজাতির শিল্পীরাও নিজেদের নাচ এবং গানের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। প্রধানমন্ত্রীকে (PM Modi) বরণ করতে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। বিজেপির কোনও জনসভায় গেলে প্রধানমন্ত্রীকে যেভাবে স্বাগত জানানো হয়, চারদিক যেমন ‘মোদি (PM Modi) মোদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে, একইভাবে ‘হর হর মোদি’, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতারাম’ রবে মুখরিত হলো দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ। 

    হোটেলেও মোদি (PM Modi) বরণে হাজির প্রবাসী ভারতীয়রা

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর (PM Modi) আপাতত ঠিকানা হল জোহানেসবার্গের স্যান্ডটন সান হোটেল। এদিন প্রধানমন্ত্রী ওই হোটেলে ওঠার আগেই প্রচুর সংখ্যক প্রবাসী ভারতীয় সেখানে ভিড় করেন। হোটেলের বাইরের রাস্তা তখন মানুষের ভিড়ে গিজগিজ করছে এবং প্রবাসী ভারতীয়দের হাতে ব্যানার। তাতে লেখা ‘প্রাইম মিনিস্টার মোদি’। হোটেলে পৌঁছাতেও ‘মোদি মোদি’ ধ্বনি ওঠে। বাজতে থাকে ঢাক, ঢোল, হারমোনিয়াম। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজের দক্ষিণ আফ্রিকার শাখা রাখির থালা নিয়ে হাজির ছিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। আর্য সমাজের সে দেশের সভাপতি আরতি নানক চাঁদ প্রধানমন্ত্রীর (PM Modi) হাতে রাখি বেঁধে দেন।

    ২২ থেকে ২৪ অগাস্ট প্রধানমন্ত্রীর (PM Modi) দক্ষিণ আফ্রিকা সফর

    ২২ থেকে ২৪ অগাস্ট এই তিন দিনের সফরে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম দিন ব্রিকস বিজনেস ফোরাম লিডারদের সঙ্গে এক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী (PM Modi)। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে নৈশ ভোজেও অংশ নেবেন তিনি। ব্রিকস সম্মেলনের অন্তর্গত দেশগুলি নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi)। ব্রিকস সম্মেলনের সদস্য না হলেও সেখানে হাজির থাকছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • UPI: ফুটপাথ থেকে সবজি কিনে ইউপিআই ব্যবস্থায় পেমেন্ট, ভারতের ডিজিটাল অর্থনীতিতে মুগ্ধ জার্মান মন্ত্রী

    UPI: ফুটপাথ থেকে সবজি কিনে ইউপিআই ব্যবস্থায় পেমেন্ট, ভারতের ডিজিটাল অর্থনীতিতে মুগ্ধ জার্মান মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটপাথ থেকে সবজি কিনছেন জার্মানির মন্ত্রী ভোকার উইশিং, আর পেমেন্ট করছেন ইউপিআই ব্যবস্থায় (UPI)। এই দৃশ্য দেখা গেল বেঙ্গালুরুতে। ভারতের সহজ-সরল ডিজিটাল লেনদেন সিস্টেম (UPI) দেখে কার্যত মুগ্ধ হয়ে যান জার্মান মন্ত্রী। শুধু তাই নয়, জার্মান দূতাবাসের তরফেও এ সম্পর্কে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় এবং ট্যুইট করা হয় মন্ত্রীর সেই উপলব্ধির কথা। সেখানে লেখা হয়, ‘‘দেশের অনেক সাফল্যের গল্পগুলোর মধ্যে এটি একটি।’’ প্রসঙ্গত জি-২০ সম্মেলনে যোগ দিতে বেঙ্গালুরু এসেছেন জার্মানির মন্ত্রী।

    মোদি জমানায় ডিজিটাল ইন্ডিয়া

    ক্ষমতায় আসার পরেই ডিজিটাল ইন্ডিয়া স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদি, সেটা ছিল ২০১৫ সাল। তারপর থেকে গত আট বছরে ভারতে ডিজিটাল ব্যবস্থা আরও উন্নত হয়েছে। দুদিন আগেই প্রধানমন্ত্রী বলেন, ‘‘একমাত্র দেশ ভারতবর্ষ, যেখানে ডেটা সব থেকে কম দামে পাওয়া যায় এবং প্রায় ৮৫ কোটি মানুষ এখানে ইন্টারনেট ব্যবহার করেন।’’ প্রসঙ্গত, সিঙ্গাপুর, নেপাল, সৌদি-আরব সহ একাধিক দেশে চালু হয়েছে ভারতের ইউপিআই ব্যবস্থা (UPI)। যার সর্বশেষ সংযোজন ফ্রান্স। প্রধানমন্ত্রী মোদি তাঁর সাম্প্রতিক ফ্রান্স সফরে সেখানে চালু করেন ইউপিআই (UPI)।

    জার্মান দূতাবাসের ট্যুইট

    রবিবার দুপুরে জার্মান দূতাবাসের তরফে একটি ভিডিও এবং কতগুলো ছবি পোস্ট করা হয় তাদের ট্যুইটার হান্ডেলে। ভিডিওটিতে দেখা যাচ্ছে জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ফুটপাথ থেকে সবজি কিনছেন। এবং ইউপিআই সিস্টেমের (UPI) মাধ্যমে পেমেন্ট করছেন। ক্যাপশনে লেখা হয়, ‘‘প্রত্যেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমে সেকেন্ডের মধ্যে লেনদেন করতে পারেন। লক্ষ লক্ষ ভারতীয় এই সিস্টেম ব্যবহার করেন। জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী তার (UPI) সাক্ষী এবং তিনি এই ব্যবস্থা দেখে অত্যন্ত মুগ্ধ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Bangladesh: আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি-হাসিনার

    India-Bangladesh: আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি-হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India-Bangladesh)। জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, এই সম্মেলনের ফাঁকেই প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী India-Bangladesh) শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে। প্রসঙ্গত, ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে ২১ অগাস্ট, চলবে ২৪ অগাস্ট পর্যন্ত। এবার ব্রিকস সম্মেলনের সভাপতি হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মোদি-হাসিনা India-Bangladesh) সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘‘ব্রিকস সম্মেলনের ফাঁকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হাসিনার বৈঠক হতে পারে।’’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণেই হাসিনা ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে যোগ দিচ্ছেন না 

    অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। তাই রাশিয়ার প্রেসিডেন্ট এবার ব্রিকস সম্মেলনে India-Bangladesh) যোগ দিতে আসছেন না। বদলে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। চিনের প্রেসিডেন্ট সি জিংপিং-ও এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

    সেপ্টেম্বর মাসে ফের ভারত সফরের কথা রয়েছে হাসিনার

    জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় হতে চলা ব্রিকস সম্মেলনে ৭০টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবার আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (India-Bangladesh) ভারত সফরের কথা রয়েছে। জি-২০ সম্মেলনের অতিথি রাষ্ট্র হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অর্থাৎ চলতি মাসের দক্ষিণ আফ্রিকার পরে, সেপ্টেম্বর মাসে ফের ভারতে মোদি-হাসিনা (India-Bangladesh) বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারত ব্রিকস জোটের সম্প্রসারণের বিরোধী, এই তত্ত্বকে কার্যত খারিজ করে দিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, ‘‘এটা আমি সম্পূর্ণভাবে খারিজ করছি এবং এটা ভিত্তিহীন কথা।’’

    আরও পড়ুন: ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে দিচ্ছে আমেরিকা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: সোশ্যাল মিডিয়াতেও রাহুল গান্ধীকে জোর ধাক্কা মোদির, বলছে রিপোর্ট

    PM Modi: সোশ্যাল মিডিয়াতেও রাহুল গান্ধীকে জোর ধাক্কা মোদির, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়াতেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুধুমাত্র ফলোয়ারের সংখ্যার ভিত্তিতেই নয়, উপরন্তু নরেন্দ্র মোদির বিভিন্ন পোস্টের এনগেজমেন্টও অনেকটাই বেশি রাহুল গান্ধীর পোস্টগুলির তুলনায়। বর্তমান এক্স, পূর্বতন ট্যুইটার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত কিছুতেই এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ট্যুইটারে এগিয়ে মোদি (PM Modi)

    বর্তমানে ট্য়ুইটারে মোদির ফলোয়ার রয়েছেন  প্রায় ১০ কোটি, অন্যদিকে রাহুল গান্ধীর ট্যুইটারে ফলোয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ট্যুইটার অ্যাকাউন্ট প্রায় ৮০ লাখ এনগেজমেন্ট পেয়েছে বিগত এক মাসে। যেখানে রাহুল গান্ধীর ট্যুইটার অ্যাকাউন্টের এনগেজমেন্টের সংখ্যা ২৩.৪৩ লাখ ওই একই সময়ের মধ্যে। আরও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ট্যুইটার অ্যাকাউন্ট বিগত তিন মাসে এনগেজমেন্ট পেয়েছে ৫৮ লাখ ২৩ হাজার।

    ফেসবুকেও মোদির (PM Modi) জয় জয়কার 

    অন্যদিকে, ফেসবুকে নরেন্দ্র মোদির (PM Modi) ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ। অন্যদিকে রাহুল গান্ধীর এই ফলোয়ার সংখ্যা ৬৭ লাখ। সূত্রের খবর, ফেসবুকে নরেন্দ্র মোদির বিভিন্ন পোস্টগুলির এনগেজমেন্ট হয়েছে ৫৭.৮৯ লাখ বিগত এক মাসে। ওই একই সময়ের মধ্যে রাহুল গান্ধীর পোস্টগুলির এনগেজমেন্ট হয়েছে ২৮.৩৮ লাখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক অ্যাকাউন্ট চলতি বছরে এনগেজমেন্ট পেয়েছে ৩.২৫ কোটি অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এনগেজমেন্ট ১.৪৮ কোটি।

    ইউটিউবে মোদির (PM Modi) অনেক পিছনে রাহুল গান্ধী

    নরেন্দ্র মোদির (PM Modi) ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা বর্তমানে ৬৫ লাখ। অন্যদিকে রাহুল গান্ধীর ইউটিউব সাবস্ক্রাইবার ২৭ লাখের কিছু বেশি। বিগত এক মাসে নরেন্দ্র মোদির বিভিন্ন ভিডিও ২৫ কোটি ভিউ হয়েছে, অন্যদিকে রাহুল গান্ধীর ক্ষেত্রে এই সংখ্যা ৪ কোটি ৮২ লাখ। ইনস্টাগ্রামেও নরেন্দ্র মোদির বর্তমান ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ৪০ লাখ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pm Modi: ‘পিছিয়ে পড়া সমাজের সর্বাঙ্গীণ উন্নতি হয়েছে তাঁর সরকারের আমলে’, মত প্রধানমন্ত্রীর

    Pm Modi: ‘পিছিয়ে পড়া সমাজের সর্বাঙ্গীণ উন্নতি হয়েছে তাঁর সরকারের আমলে’, মত প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Pm Modi) শনিবার বলেন যে দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি যেমন দলিত, ওবিসি এবং উপজাতি সমাজ সর্বোচ্চ সম্মান পেয়েছে তাঁর সরকারের আমলে। তাঁদের সর্বাঙ্গীণ উন্নতি হয়েছে। যেখানে পূর্ববর্তী ইউপিএ সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘এই সময়ে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি অবহেলার শিকার হয়েছিল। তাদের কথা শুধুমাত্র ভোট এলেই ভাবত ইউপিএ সরকার।’’ পূর্বতন মনমোহন সরকারের বিরুদ্ধে তোপ দেখে প্রধানমন্ত্রীর (Pm Modi) আরও সংযোজন, ‘‘ইউপিএ আমলে পিছিয়ে পড়া সমাজ বা সম্প্রদায়গুলির কাছে পানীয় জলের সুবিধা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়নি। বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের সৌজন্যে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।’’

    সন্ত রবিদাসের মন্দিরের ভূমিপূজন 

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Pm Modi) শনিবার মধ্যপ্রদেশের সাগর জেলাতে একটি জনসভা করেন। জনসভার আগে তিনি ১০০ কোটি টাকার প্রকল্পে একটি মন্দির তথা সমাজ সংস্কারক সন্ত রবিদাসের স্মৃতিসৌধের ভূমিপূজনও করেন স্থানীয় বাড়টুমা গ্রামে। মোট ১১ একর জায়গা জুড়ে অবস্থান করছে প্রকল্পটি। সেখানে রবি দাসের মূর্তিতে প্রণাম করে, এই ভূমিপূজন অনুষ্ঠান শুরু করেন নরেন্দ্র মোদি (Pm Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘হাজারেরও বেশি গ্রাম থেকে মাটি এবং তিনশোর বেশি নদীর জল দিয়ে তৈরি হবে সন্ত রবিদাসের মন্দির তথা স্মৃতিসৌধ।’’  এদিন প্রধানমন্ত্রী সন্ত রবিদাসের স্মৃতিচারণাও করেন এবং তিনি বলেন যে মুঘল আমলে জন্ম নেওয়া এই মহান মানুষটি সমাজের বৈষম্যর বিরুদ্ধে লড়াই করেছেন সারা জীবন ধরে।

    প্রসঙ্গ ফ্রি রেশন 

    প্রধানমন্ত্রীর (Pm Modi) এদিনের বক্তব্যে উঠে আসে লকডাউনের সময়কার কথাও। তিনি বলেন, ‘‘করোনার সময় আমাদের সরকার মনে করেছিল যে কোনও মানুষ যেন ক্ষুধার্তভাবে না ঘুমাতে যায়। এবং সে কথা ভেবে ফ্রি রেশন স্কিম আমরা চালু করেছিলাম গরিব মানুষের জন্য।’’  প্রসঙ্গত গত ২৫ জুলাই থেকে ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশ রাজ্য শাখা শুরু করেছিল ‘সমরসতা যাত্রা’ এবং সেই যাত্রার সমারোপ হল এদিন প্রধানমন্ত্রীর (Pm Modi) ভাষণের মধ্য দিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Railway: ‘অমৃত ভারত’ প্রকল্পে বাংলার ৩৭ স্টেশন হবে বিশ্বমানের, রবিবার উদ্বোধনে মোদি

    Indian Railway: ‘অমৃত ভারত’ প্রকল্পে বাংলার ৩৭ স্টেশন হবে বিশ্বমানের, রবিবার উদ্বোধনে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলকে (Indian Railway) বলা হয় দেশের লাইফ লাইন। তাই যাত্রী সাধারণের কথা মাথায় রেখে ভারতের রেলওয়ে স্টেশনগুলোকে বিশ্বমানের গড়ে তুলতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। জানা গিয়েছে ১ হাজার ৩৯টি রেল স্টেশনকে নতুন ভাবে গড়ে তোলা হবে। এভাবেই হবে অমৃত ভারত রেল স্টেশনের (Indian Railway) সূচনা। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন রয়েছে এবং সারাদেশে ৫০৮ টি রেলস্টেশন কে বেছে নেওয়া হয়েছে। রেল স্টেশনে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে পাঠানো অশ্বিনী বৈষ্ণবের চিঠি সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বাংলা বর্তমানে প্রায় ৫১ হাজার কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে। মোট ৯৮টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে, যেগুলিকে বিশ্বমানের গড়ে তোলা হবে। ওই চিঠিতে এও জানানো হয়েছে প্রথম পর্যায়ে কাজ চলবে ৩৭ স্টেশনের।

    কী বলছেন পূর্ব রেলের জেলারেল ম্যানেজার

    এ বিষয়ে পূর্ব রেলের (Indian Railway) জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ ত্রিবেদী বলেন, ‘‘আধুনিকীকরণের পথে ভারতীয় রেলওয়ে। দ্রুত গতিতে এগিয়ে চলেছে সারা দেশে এর কাজ। রেলস্টেশনের পুনঃনির্মাণের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির যোগ্য দিশা নির্দেশে আমাদের দেশ অমৃত কালের মধ্য দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের স্টেশনগুলির বিকাশের যে স্বপ্ন দেখেছেন তা প্রতিটা ভারতীয় স্বপ্ন।’’

    রবিবার অমৃত ভারত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি 

    অমৃত ভারত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ অগাস্ট, বেলা ১১:০০ টায়।  পূর্ব রেলের (Indian Railway) অধীনে থাকা ২৮ টি স্টেশনে লাগবে আধুনিকতার ছোঁয়া। যার মধ্যে আসানসোল ডিভিশনের পাঁচটি স্টেশন। হাওড়া ডিভিশনের ন’টি স্টেশন। মালদা ডিভিশনের ৭ টি স্টেশন এবং শিয়ালদহ ডিভিশনের ৭ টি স্টেশন। এই ২৮ টি স্টেশন এর মধ্যে ২১টি পশ্চিমবঙ্গে, ৫টি বিহারে, ২টি স্টেশন ঝাড়খণ্ডে পড়েছে। মোট খরচ হবে এর জন্য ১১৮৭ কোটি টাকা। পূর্ব রেলের অধীনে সবথেকে বেশি ব্যয় হবে আসানসোল স্টেশনের জন্য। ৪৩১ কোটি টাকা বরাদ্দ হয়েছে আসানসোলের জন্য। অন্যদিকে বর্ধমানের জন্য ব্যয় করা হচ্ছে ৬৪.২ কোটি টাকা। মালদার জন্য ব্যয় হবে ৪৩ কোটি টাকা রামপুরহাট জংশন স্টেশনের জন্য ব্যয় হবে ৩৮.৬ কোটি টাকা কাটোয়া জংশনের জন্য ২০ কোটি টাকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

    World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মেয়েরা ইতিহাস গড়ল বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) দলগতভাবে দেশকে সোনা এনে দিল দেশের তিনকন্যা। মেক্সিকোকে হারিয়ে এই ইতিহাস তৈরি করলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও প্রণীত কৌর। বার্লিনে তিরন্দাজির ফাইনালে মেক্সিকোকে ২৩৫-২২৯ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) এই প্রথম দেশকে সোনার পদক এনে দিলেন তাঁরা। 

    ফাইনালে ওঠার পথ

    এই চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) ফাইনালে ওঠার পথ একেবারেই মসৃণ ছিল না। সামনে ছিল একাধিক কঠিন প্রতিপক্ষ। কিন্তু সমস্ত বাধা টপকে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। সেমি ফাইনালেও ছিল কঠিন লড়াই কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেও ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। ভারতের মেয়েদের দল কোয়ার্টার ফাইনালে পরাস্ত করে চাইনিজ তাইপেকে। ব্যবধান ছিল ২২৮-২২৬।

    ট্যুইট ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে 

    ভারতের এই সোনা জয়ের ইতিহাসকে শেয়ার করেছে ওয়ার্ল্ড আর্চারির অফিসিয়াল টুইট হ্যান্ডেল। এবং সেখানে লেখা হয়েছে, ‘‘ভারতের ঐতিহাসিক জয়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।’’

    ট্যুইট প্রধানমন্ত্রীর

    ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। তিনি তাঁর ট্যুইটারে লেখেন, ‘‘আমাদের ভারতীয়দের জন্য গর্বের বিষয়। প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ (World Archery Championships) থেকে সোনা জিতেছেন আমাদের মেয়েরা। সবাইকে শুভেচ্ছা জানাই। তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায়ের ফল পেয়েছেন তাঁরা।

    কী বলছেন সোনার মেয়েরা?

    ইতিহাস তৈরির পরে স্বভাবতই উচ্ছ্বসিত তিন সোনার মেয়ে। তাঁদের মধ্যে অদিতি স্বামী বলছেন, ‘‘দেশের হয়ে প্রথমবার সোনা জিতলাম। এটা দারুন অনুভূতি। ভাল ফল করার ব্যাপারে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রতিপক্ষ কারা তা নিয়ে কখনও ভাবিনি। শুধু মন দিয়েছিলাম সঠিক লক্ষ্যে তির ছোড়ার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sealdah Station: মোদি জমানায় ভোল বদলে যাচ্ছে শিয়ালদহ সমেত রাজ্যের ৩৬ রেল স্টেশনের

    Sealdah Station: মোদি জমানায় ভোল বদলে যাচ্ছে শিয়ালদহ সমেত রাজ্যের ৩৬ রেল স্টেশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুনভাবে সেজে উঠতে চলেছে শিয়ালদহ স্টেশন (Sealdah Station)। ভোল পাল্টে শিয়ালদহ স্টেশনের নতুন রূপ দেখে নাকি আমজনতা চমকে যাবে, এমনটাই বলছে অনেকে। নতুনভাবে সাজার পরে শিয়ালদহ স্টেশন এবং সংলগ্ন এলাকার কে দেখতে ঠিক কেমন লাগবে তার একটি ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এনেছে ভারতীয় রেল। ব্যস্ততম এই রেলওয়ে স্টেশনকে ঘিরে নিঃসন্দেহে বাঙালির অনেক ইতিহাস জড়িত রয়েছে। দেশভাগের সময় হিন্দু শরণার্থীদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই স্টেশন। এবার এই স্টেশনকে এই নতুন ভাবে সংস্কার করতে উদ্যোগে নিল মোদি সরকারের রেল। রবিবার অমৃত স্টেশন হিসাবে দেশজুড়ে ৫০৮টি স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে শিয়ালদহও (Sealdah Station) রয়েছে। রাজ্য থেকে মোট ৩৭টি স্টেশন রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি স্টেশনকেই আধুনিক মানের গড়ে তোলা হবে।

    বাঙালির মিলনক্ষেত্র শিয়ালদহ স্টেশন (Sealdah Station) 

    শিয়ালদহ স্টেশন (Sealdah Station) যেন বাঙালির এক মিলন ক্ষেত্র। সারা রাজ্যের মানুষ এখানে এসে মিলিত হন। এবং নিজে নিজের গন্তব্যে পৌঁছান। শিয়ালদহ স্টেশনের ব্যস্ততা স্থান পেয়েছে সিনেমাতেও। ৮:০৮ বনগাঁ লোকাল যার মধ্যে উল্লেখযোগ্য। ভোল বদলে শিয়ালদহ স্টেশন নতুন চেহারা কবে পাবে সেটা অবশ্য এখনও সঠিকভাবে জানাতে পারেনি ভারতীয় রেল। প্রসঙ্গত, অমৃত ভারত প্রকল্পে বাংলার অনেক স্টেশনেরই চেহারা পাল্টে যেতে চলেছে। রবিবারে ভার্চুয়াল মাধ্যমে এই গোটা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শুক্রবার শিয়ালদহ (Sealdah Station) স্টেশনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার  এপি দ্বিবেদি শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেন এবং তিনি বলেন ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা অনুযায়ী পূর্ব রেলের ২৮টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনগুলিতে।’’ স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম থেকে শৌচাগার কিংবা বিশ্রামকক্ষ সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগবে। শিয়ালদহ স্টেশনে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ২৭ কোটি টাকা।

    চলতি বছরেই ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

    শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) যাত্রীদের কাছ থেকে নিয়মিত অভিযোগ আসে যে অত্যন্ত ভিড়ের কারণে ব্যস্ত সময়ে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। শিয়ালদা স্টেশনে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে অমৃত ভারত রেল প্রকল্পের মাধ্যমে। অন্যদিকে চলতি বছরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে। এটা চালু হলে শিয়ালদহ স্টেশনেও এর প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। এবং প্রতি ঘন্টায় ৫০ হাজার অতিরিক্ত যাত্রীর চাপ নিতে হবে শিয়ালদহ স্টেশনকে (Sealdah Station), এমনটাই জানিয়েছেন রেলের আধিকারিকরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Massive Explosion: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৮, আহত ১২

    Massive Explosion: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৮, আহত ১২

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ (Massive Explosion) তামিলনাড়ুর বাজি কারখানায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ মহিলা সহ ৮ জনের। আশঙ্কাজনক রয়েছেন এখনও কমপক্ষে ১২ জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাজি কারখানার পাশের একটি হোটেল বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। পাশাপাশি চারটি বহুতলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকালে ঘটে এই ভয়াবহ ঘটনাটি। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। আহত ও নিহতদের পরিবার ও নিকটাত্মীয়দের ক্ষতিপূরণও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে তামিলনাড়ু সরকারের তরফেও আলাদাভাবে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

    কীভাবে ঘটল বিস্ফোরণ (Massive Explosion)?

    স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কৃষ্ণগিরি জেলার পাঝায়াপেত্তাই এলাকা বিস্ফোরণের (Massive Explosion) আওয়াজে কেঁপে ওঠে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বাজি কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। তারপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। আগুন নেভানো হয়। পুলিশ জানিয়েছে, কারখানার ভিতর দাহ্য পদার্থের পরিমাণ প্রচুর ছিল। তাই আগুন নেভাতে দেরি হয়। ধ্বংসাবশেষের নীচে কেউ আটকে রয়েছে কিনা সে খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনও স্পষ্ট তথ্য মেলেনি এব্যাপারে। ঠিক কী কারণে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

    কী বলছেন স্থানীয়রা?

    বিস্ফোরণের (Massive Explosion) পরেই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা কাজ শুরু করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “হঠাৎই জোরালো একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তার পরই চিৎকার চেঁচামেচি, হুড়োহুড়ি পড়ে যায়। পাশেই বাজি কারখানা। সেখানে বিস্ফোরণ হয়েছে। ভয়াবহ দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছিল। কারখানা চত্বরে বেশ কয়েক জনের ঝলসানো দেহ পড়ে ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দিল্লির প্রগতি ময়দানের নয়া কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

    PM Modi: দিল্লির প্রগতি ময়দানের নয়া কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংস্কার করা হয়েছে দিল্লির প্রগতি ময়দান। সেখানেই তৈরি হয়েছে নয়া কনভেনশন সেন্টার। ২৬ জুলাই এরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেপ্টেম্বরে রয়েছে জি-২০ লিডার্স সামিট। সরকারি সূত্রের খবর, সেই সামিট হবে নয়া এই কনভেনশন সেন্টারে। নয়া এই ভবনের নাম ইন্টিগ্রেটেড এক্সিবিশান কাম কনভেনশন সেন্টার। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, ইন্ডিয়া ট্রেড প্রমোশান অর্গানাইজেশন কমপ্লেক্স, যেখানে ভারতের জি-২০ লিডার্স সামিট হবে, সেটির উদ্বোধন হবে ২৬ জুলাই।

    প্রগতি ময়দান

    তবে তারা জানায়নি যে স্বয়ং প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করবেন। সরকারি একটি সূত্রেই খবর, ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রগতি ময়দানের মালিকানা রয়েছে ইন্ডিয়া ট্রেড প্রমোশান অর্গানাইজেশনের হাতে। ১২৩ একর জায়গাজুড়ে রয়েছে এই ময়দান। মিটিং, কনফারেন্স কিংবা প্রদর্শনীর জন্য এটাই ভারতের দীর্ঘতম ময়দান। বিশ্বের প্রথম পর্যায়ের ১০টি প্রদর্শনী এবং কনভেনশন কমপ্লেক্সের মধ্যে রয়েছে দিল্লির এই ময়দান। এই ১০টির মধ্যেই পড়ে জার্মানির হ্যানোভার এক্সিবিশান সেন্টার, সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশান অ্যান্ড কনভেনশন সেন্টারও।

    আসন সংখ্যা

    জানা গিয়েছে, দিল্লির (PM Modi) এই কনভেনশন সেন্টারেই হবে জি-২০ সামিট। আসন সংখ্যা সাত হাজার। সিডনির অপেরা হাউসে রয়েছে এর চেয়েও ঢের কম আসন। সেখানে আসন সংখ্যা মাত্রই পাঁচ হাজার। প্রসঙ্গত, প্রগতি ময়দানের সংস্কার শুরু হয়েছিল ২০১৭ সালে। ২০১৯ সালের মধ্যে সংস্কারের কাজ শেষ করার কথা ছিল। তবে ওই সময়সীমার মধ্যে কাজ শেষ করা যায়নি। কাজ করছিল এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেড নামে একটি কোম্পানি। ইন্টিগ্রেটেড এক্সিবিশান কাম কনভেনশন সেন্টার নির্মাণের পাশাপাশি প্রকল্পের মধ্যে ছিল একটি নতুন এক্সিবিশন হল নির্মাণ।

    আরও পড়ুুন: বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তলব দিল্লিতে! কী নিয়ে আলোচনা হতে পারে?

    উদ্বোধন হওয়ার (PM Modi) পরে এখানেই হবে জি-২০ লিডার্স সামিট। গত বছর জি-২০ সামিট আয়োজনের দায়িত্ব পায় ভারত। তার পর থেকে গত এক বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে নানা অনুষ্ঠান। এই সামিট হয়েছে কাশ্মীরেও। শেষ সামিটটি হবে নয়া দিল্লিতে। তার পরেই শেষ হবে বছরব্যাপী এই সামিটের। এর পর ফের সামিট আয়োজনের ব্যাটন চলে যাবে অন্য কোনও দেশের হাতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share