Tag: Potomac River

  • Airplane Crash: ওয়াশিংটনে মাঝ-আকাশে সেনা চপার-যাত্রী বিমানের সংঘর্ষ, বহু মৃত্যুর আশঙ্কা

    Airplane Crash: ওয়াশিংটনে মাঝ-আকাশে সেনা চপার-যাত্রী বিমানের সংঘর্ষ, বহু মৃত্যুর আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াশিংটন ডিসির (Washington National Airport) কাছে রেগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় মাঝ-আকাশে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২-এর সংঘর্ষ হল মার্কিন সেনার একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে। এরপরেই বিমানটি (Airplane Crash) পোটোম্যাক নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই শুরু করা হয় উদ্ধার অভিযান। ঘটনা প্রসঙ্গে মার্কিন প্রশাসন জানিয়েছে, সেদেশের স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি কানসাস থেকে উড়েছিল বলে জানা যাচ্ছে। আরও জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে হোয়াইট হাউজের দূরত্বও খুব বেশি নয়।

    মার্কিন সেনেটর টেড ক্রুজ কী বললেন?

    বিমান দুর্ঘটনা (Airplane Crash) নিয়ে মার্কিন সেনেটর টেড ক্রুজ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা এখনও জানি না যে বিমানের কতজন নিহত হয়েছেন, তবে আমরা জানি যে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।’’ এদিকে এই দুর্ঘটনা বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অবগত করা হয়েছে বলে জানান হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।

    গত ২ জানুয়ারি ছোট বিমান দুর্ঘটনা

    এর আগে, চলতি মাসের ২ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল ​​বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ছোট বিমান। এই দুর্ঘটনায় ২ জনের মত্যু হয়েছিল। আরও ১৮ জন যাত্রী এই বিমান দুর্ঘটনায় (Airplane Crash) আহত হয়েছিলেন বলে জানা যায়। ক্যালিফোর্নিয়ায় কাছে একটি ভবনে এই বিমানটি ভেঙে পড়েছিল।

    দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানের বিমান দুর্ঘটনা

    অন্যদিকে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার (Airplane Crash) কবলে পড়ে বোয়িংয়ের বিমান। এই ঘটনায় মাত্র ২ জনকেই জীবিত বাঁচানো সম্ভব হয়। মৃত্যু হয়েছে বিমানের বাকি ১৭৯ জন যাত্রীর। রিপোর্ট অনুযায়ী, বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। জিসেম্বর মাসেই কাজাখস্তানের বিমান দুর্ঘটনা ঘটে। আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমান বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। এই দুর্ঘটনার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটে।

LinkedIn
Share