Tag: Prabhas

Prabhas

  • Kalki 2898 AD: বক্স অফিসে নয়া রেকর্ড! ২৮ দিনে ১ হাজার ১০০ কোটি ছুঁল প্রভাসের ‘কল্কি’

    Kalki 2898 AD: বক্স অফিসে নয়া রেকর্ড! ২৮ দিনে ১ হাজার ১০০ কোটি ছুঁল প্রভাসের ‘কল্কি’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁয়েছে প্রভাসের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’৷ দুটো ফ্লপ সিনেমার পর এবার নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস৷ ইতিমধ্যেই তাঁর অভিনীত কল্কি বক্স অফিসে (Box Office Collection) যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও৷ হিসেব বলছে, গ্লোবাল বক্স অফিসে ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছুঁল নতুন রেকর্ড৷ এখনও পর্যন্ত কল্কির ঝুলিতে এসেছে ১ হাজার ১০০ কোটি টাকা৷ ফলে সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক-নির্মাতা সহ অনুরাগীরাও৷

    কী জানাল প্রযোজনা সংস্থা? (Kalki 2898 AD)

    নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ২৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে৷ এ নিয়ে প্রযোজনা সংস্থা বৈজন্তি মুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, “বক্স অফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির৷ ১১০০ কোটি টাকা পার৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন৷” ‘কল্কি’র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের৷

    ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে ফেলবে ‘কল্কি’? (Box Office Collection) 

    ২৭ জুন দেশজুড়ে মুক্তি পায় ‘কল্কি’ (Kalki 2898 AD)৷ এমনকী, বিদেশের মাটিতেও এই ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা৷ প্রথমদিনেই ছবির ঘরে আসে ৯৫.৩ কোটি টাকা৷ কোনও প্রতিযোগিতা ছাড়াই বক্সঅফিস দখল করে নিতে সক্ষম হয় মাইথোলজিক্যাল এই ছবি৷ আর ২০ কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল এই সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ তেলুগু ছাড়া ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায়৷

    আরও পড়ুন: বক্স অফিসে কল্কি-ঝড় অব্যাহত, ২৩ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা

    উল্লেখ্য, ৬০০ কোটি টাকা বাজেট ছিল এই ছবির৷ তবে প্রযোজকের এই সিদ্ধান্তে চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস৷ কারণ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের দুটি ছবি অসফল থাকে বক্সঅফিসে৷ ফলে এই ছবি কতটা দর্শকরা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা৷ তবে ছবি (Kalki 2898 AD) মুক্তির পর সাফল্যের ঢেউ ওঠে বক্সঅফিসে৷ মনে করা হচ্ছে, তেলেগু এবং অন্যান্য ভাষায় কম প্রতিযোগিতার কারণে ছবিটি ভারত এবং বিদেশ উভয় বক্স অফিসেই সফলতা পাচ্ছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalki 2898 AD: ‘কল্কি’ সিনেমা আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে অনলাইনে মুক্তি জানেন?

    Kalki 2898 AD: ‘কল্কি’ সিনেমা আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে অনলাইনে মুক্তি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নাগ অশ্বিন পরিচালিত, বৈজয়ন্তী মুভিজ দ্বারা প্রযোজিত এবং অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কল্কি’ (Kalki 2898 AD) রুপালি পর্দায় মুক্তি পেয়েছিল গত ২৭ জুন। ইতিমধ্যে এই সিনেমা ১০০০ কোটির বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। এই সিনেমাকে ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে।

    মুক্তির দিনেই কাল্কির আয় ১১৪ কোটি টাকা (Kalki 2898 AD)

    এই সিনেমাকে ঘিরে মুক্তির আগে থেকেই দর্শক মহলে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির দিনেই ‘কল্কি’ (Kalki 2898 AD) ১১৪ কোটি টাকা আয় করেছে। এরপর প্রথম সপ্তাহে, প্রভাস অভিনীত ছবিটি ৪৯৪.৫ কোটি আয় করতে সক্ষম হয়েছিল। ঠিক তারপর দ্বিতীয় সপ্তাহেই ১৫১.৭৫ কোটি এবং তৃতীয় সপ্তাহে ৬৬.০৫ কোটি টাকা আয় করেছে। আবার মুক্তির চতুর্থ সপ্তাহের রবিবার ২১ জুলাইতেও বক্স অফিসে ব্যাপক বাজিমাত করেছে। ২৫ দিনের মাথায় মোট ৭৩২.৮ কোটি টাকার ব্যবসা করেছে। তবে আয়ের সিংহ ভাগ টাকা অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা রাজ্যে উপার্জন করেছে। এই দুটি রাজ্যে মোট আয়ের পরিমাণ ২৭০.৫ কোটি টাকা। যদিও সূত্রে জানা গিয়েছিল সিনেমার বাজেট ছিল ৬০০ কোটি টাকা।

    আরও পড়ুনঃ বক্স অফিসে আরও সাফল্যের পথে ‘কল্কি’, এবার ১০০০ কোটির ক্লাবে প্রবেশ

    প্রাইম ভিডিও ইন্ডিয়াতে স্ট্রিমিং হবে

    সিনেমা নির্মাতার অবশ্য দাবি, এখনও পর্যন্ত ১০০০ কোটির বেশি আয় হয়েছে। ‘কল্কি’র (Kalki 2898 AD) অটিটি প্ল্যাটফর্মে (OTT release) মুক্তির বিবরণ সম্পর্কিত তথ্য ডেকান ক্রনিকল দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রাইম ভিডিও ইন্ডিয়া এই সিনেমাকে তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় সম্প্রচার করবে। তবে নেটফ্লিক্স ইন্ডিয়ায় হিন্দি সংস্করণটিও দ্রুত প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। তবে বলিউড সংস্করণটি বিলম্বিত হতে পারে। ১৫ অগাস্টে প্রাইম ভিডিও ইন্ডিয়াতে স্ট্রিমিং শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalki 2898 AD: বক্স অফিসে কল্কি-ঝড় অব্যাহত, ২৩ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা 

    Kalki 2898 AD: বক্স অফিসে কল্কি-ঝড় অব্যাহত, ২৩ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা 

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। ছবিটি মুক্তির ২৩ দিন পার হয়েছে। এর মধ্যেই আয়ের নতুন রেকর্ড গড়েছে ‘কল্কি’। বক্স অফিস সূত্রগুলো জানিয়েছে, ২৩ দিনে সিনেমাটি ভারত থেকে ৬০০কোটি টাকার বেশি আয় করেছে।

    আয়ের নজির (Kalki 2898 AD)

    ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছবিটি বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। মুক্তির তৃতীয় শুক্রবারেই, বিশ্বজুড়ে এই কল্পবিজ্ঞান ঘরানার ছবি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে, জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্ট রমেশ ভাল্লা। গত বছর এই মাইলস্টোন পার করেছিল দুটি ছবি, শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ও ‘পাঠান’। প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজের তরফে ভৈরব, কর্ণ ওরফে প্রভাসের তরফে এই বার্তা শেয়ার করে নেওয়া হয়। ইতিমধ্যেই, রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’কে টপকে সর্বোচ্চ আয় করা প্রথম ৫ ছবির তালিকায় প্রবেশ করেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। এর আগে চারটি ছবি হল বাহুবলী ২, কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর এবং জওয়ান।

    আরও পড়ুন: এবার কি বলিউডে? সচিনের মেয়ে সারার ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা তুঙ্গে

    ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দিশা পাটানি প্রমুখ। ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, বিজয় দেবেরাকোন্ডা, এস এস রাজামৌলি ও রাম গোপাল ভার্মাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kalki 2898 AD: প্রথম দিনেই বাজিমাত ব্যয়বহুল ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র! জানেন কার কত পারিশ্রমিক?

    Kalki 2898 AD: প্রথম দিনেই বাজিমাত ব্যয়বহুল ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র! জানেন কার কত পারিশ্রমিক?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেল নাগ অশ্বিন পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)।  চলতি বছরের অন্যতম বড় বাজেটের ছবি কল্কি বৃহস্পতিবার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ৬০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি প্রথম দিনেই সাড়া ফেলেছে। প্রথম দিনই  ছবিটি সারা বিশ্বে সংগ্রহ করেছে ১৯১.৫ কোটি টাকা। বক্স অফিসে প্রথম দিনে ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন, কমল হাসন, দিশা পটানি প্রমুখ।

    প্রথম দিনে কত আয় (Kalki 2898 AD)

    তামিল, তেলুগু, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। তেলুগু সংস্করণটি সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে এখনও পর্যন্ত। বক্স অফিস সংগ্রহের পরিমাণ ৬৪.৫ কোটি টাকা। হিন্দিতে এই ছবি এখনও পর্যন্ত ২৭.৫ কোটি, তামিলে ৪ কোটি, মালয়ালমে ২.২ কোটি ও কন্নড়ে ৩০ লক্ষ টাকার ব্যবসা করেছে। বক্স অফিসে প্রথম দিনে ব্যবসার দিক থেকে ‘বাহুবলী ২’ ও ‘আরআরআর’-এর পরেই জায়গা করে নিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাসের ‘বাহুবলী ২’-এর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ছিল ২১৭ কোটি টাকা। ‘আরআরআর’ প্রথম দিনে বক্স অফিসে ২২৩ কোটি টাকার ব্যবসা করেছিল।

    কার কত পারিশ্রমিক (Kalki 2898 AD)

    এই ছবিতে অভিনয়ের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন তেলুগু সুপারস্টার প্রভাস। এই ছবির (Kalki 2898 AD) জন্য প্রভাস নিয়েছেন ৮০ কোটি টাকা। তবে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং কমল হাসান একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন। দীপিকা তাঁর প্রথম তেলুগু কাজের জন্য ২০ কোটি টাকা চেয়েছিলেন। আসলে ওই ছবিতে দীপিকাকে দেখা যাবে সুমতি চরিত্রে। আর সুমতি এমন একজন মহিলা, যিনি সন্তানধারণ করছেন। সেই সন্তানই কল্কি ২৮৯৮-এর দুনিয়ায় বিপ্লব ঘটাবে। ট্রেলারে গর্ভবতী সুমতির চরিত্রে দেখা গিয়েছে দীপিকাকে। তিনি নিজের সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন। অমিতাভ বচ্চন এবং কমল হাসান পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা করে। এমনকী দীপিকাও ওই একই পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে অশ্বত্থামার চরিত্রে। এই ছবিতে বিগ-বির অভিনয় সকলের নজর কেড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalki 2898 AD: কল্কি কে? ট্রেলারের ধোঁয়াশা কাটিয়ে জানতে হলে যেতে হবে হলে

    Kalki 2898 AD: কল্কি কে? ট্রেলারের ধোঁয়াশা কাটিয়ে জানতে হলে যেতে হবে হলে

    মাধ্যম নিউজ ডেস্ক: রিলিজের আগেই অস্ট্রেলিয়ায় ‘কল্কি’র (Kalki 2898 AD) ধামাকা। প্রথম দিনেই পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি হল। এই সিনেমায় প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। ভারতেও রিলিজের অপেক্ষায় এই সিনেমা। কিছুদিন আগেই সিনেমার ট্রেলার রিলিজ হয়েছিল। ট্রেলারের ইউটিউবে প্রায় সাড়ে তিন কোটি ভিউ হয়েছে মাত্র আট দিনে।

    কল্কি কে? সাসপেন্স অব্যাহত (Kalki 2898 AD)

    প্রভাস এবং দীপিকা ছাড়াও কামাল হাসন, দিশা পাটানি এই সিনেমায় অভিনয় করছেন। মাল্টিস্টারার এই সিনেমা ২৭ জুন দেশব্যাপী রিলিজ হবে। তার আগে অস্ট্রেলিয়ায় দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এই সিনেমা নিয়ে। শুধুমাত্র অস্ট্রেলিয়া হিন্দি ও তেলুগু ছাড়া চারটি ভাষায় রিলিজ হবে (Kalki 2898 AD) এই সিনেমা। ইতিমধ্যেই সিনেমার ভৈরব এনথম গান রিলিজ হয়েছে। সিনেমার ট্রেলার দেখে অবশ্য কনফিউজ হয়েছেন দর্শকরা। অনেকেই সিনেমার গল্প ডিকোড করতে চাইছেন। এমতাবস্থায় প্রভাস, বিজয় দেবেকোন্ডা এবং নানির ক্যারেক্টার নিয়ে সাসপেন্স এখনও বজায় রয়েছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন প্রভাস কাল্কির চরিত্রে অভিনয় করবেন কিন্তু ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে দীপিকা পাড়ুকোনের গর্ভে যে সন্তান রয়েছে সেই হবে ভবিষ্যতের ‘কল্কি’। হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণ এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী ‘কল্কি’ অবতার বিষ্ণুর শেষ অবতার এবং তিনিই কলিযুগের শেষ করবেন। যেহেতু সিনেমার চরিত্রগুলি মহাভারতের অনুসারে বেশ কয়েকটি চরিত্রের সঙ্গে মহাভারতের মিল থাকার কথা। কিছুদিন আগে আবার গুজব রটেছিল কামাল হাসান কংসের চরিত্র অভিনয় করছেন।

    সিনেমা তৈরিতে ৬০০ কোটি টাকা খরচ হয়েছে

    এই সিনেমা বৈজয়ন্তী মুভিস প্রযোজনা করেছে। (Kalki 2898 AD) সিনেমা তৈরিতে কমপক্ষে ৬০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। দর্শকদের এই সিনেমা থেকে অনেক আশা রয়েছে। বিশেষ করে প্রভাসের শেষ কয়েকটি হিন্দি সিনেমা থেকে দর্শকদের যতটা অপেক্ষা ছিল ততটা আশাপ্রদ হয়নি। এই সিনেমায় প্রভাস, দীপিকা, কামাল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়, ম্রুণাল ঠাকুর, রাজেন্দ্র প্রসাদ, পশুপতি ও শোভনা অভিনয় করছেন। এ সিনেমা ২ডি, ২ডি এক্স এবং আইম্যাক্সে রিলিজ করবে ২৭ জুন।

  • Adipurush: নেটিজেনদের সমালোচনায় পিছিয়ে গেল আদিপুরুষের মুক্তি

    Adipurush: নেটিজেনদের সমালোচনায় পিছিয়ে গেল আদিপুরুষের মুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেলার মুক্তির পর থেকেই চরম কটাক্ষের মুখে প্রভাসের ‘আদিপুরুষ’। নিম্নমানের ভিএফএক্সের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পরিচালক ওম রাউতকে। পাশাপাশি ‘রাবণ’ রূপী সইফের লুক নিয়েও কম বিতর্ক হয়নি। এই সকল বিতর্কের মাঝেই আদিপুরুষ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। পরিচালক ট্যুইটারে লিখেছেন, আদিপুরুষ শুধুই একটা ছবি নয়, বরং প্রভু শ্রীরাম এবং ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল। তাই দর্শককে বড় পর্দায় একটা সামগ্রিক ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের এই ছবিটার পিছনে আরও সময় দিতে হবে। সেহেতু আগামী ১২ই জানুয়ারি নয়, তার পরবর্তী পাঁচ মাস পর ১৬ই জুন মুক্তি পাবে এই ছবি। 

    আদিপুরুষ এর মত বড় বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পিছনে অবশ্য অন্য কারণ দেখছেন সমালোচকরা। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন কৃতী শ্যানন, সইফ আলি খান। ছবির টিজ়ার মুক্তির পর সিনেমাপ্রেমীদের একটা বড় অংশ ছবির বিরোধিতা করেন। রামায়ণের উপর নির্ভর করে নির্মাণ এই ছবিটির টিজারে ভারতীয় ইতিহাসের বৈগ্রহিক চরিত্রদের রূপায়ণ ঠিক মতো করা হয়নি, এই মর্মে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠতে শুরু করে। বিশেষ করে রাবণের ভূমিকায় সইফের লুকের তীব্র সমালোচনা করা হয়।

     

    এই সময়ে দাঁড়িয়ে ছবির ভিএফএক্সের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে।সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন করে ছবির ভিএফএক্সের পিছনে আরও ১০০ কোটি টাকা খরচ করছে টিম।  অবশ্য এর আগেই ছবির পরিচালক ভিএফএক্সের পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন সকলেই সমালোচনা গুলো ভালো করে শুনে নোট করে রাখছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Adipurush Teaser: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    Adipurush Teaser: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত ‘আদিপুরুষ’-এর টিজার (Adipurush Teaser)। ওম রাউত পরিচালিত মাথলজি ভিত্তিক এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তয়ারকা প্রভাস। ‘সীতা’- র ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। এই ছবিতে লক্ষ্মণের চরিত্রে রয়েছেন সানি সিং ৷  ১ মিনিট ৪৬ সেকেন্ডের তারকাখচিত টিজারে মুগ্ধ সিনেমা প্রেমীরা।   

    অতীতে ‘তানাজি’র মতো ছবি তৈরি করেছেন ওম রাউত। জাতীয় পুরস্কারও এসেছে সেই ছবির ঝুলিতে। তবে ‘আদিপুরুষ’-এর ভিএফএক্স নিয়ে কটাক্ষের মুখে পরিচালক।

    টিজারে দেখা যাচ্ছে, সমুদ্রগর্ভে ধ্যানমগ্ন রামচন্দ্র। আর চারদিক থেকে তাঁকে ঘিরে ধরেছে শত্রুরা। তির-ধনুক নিয়েই শত্রুদের সঙ্গে লড়াই করছেন তিনি। এর পরেই আসেন রাবণ। তাঁর নীল চোখ, দশটি মাথারও ঝলক দেখা যায় টিজারে। আর দেখা যায় লক্ষ্মণ এবং রামচন্দ্রের বানর সেনাকে। 

    আরও পড়ুন: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ

    রাম কেন্দ্রীক ছবির প্রচার হবে রাম জন্মভূমি থেকে একথা আগেই জানিয়েছিলেন ছবির নির্মাতারা। সেই মতো অযোধ্যা থেকেই শুরু হয়েছে ছবির প্রচার৷ রবিবার রাতে অযোধ্যায় সরযূ নদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ নবরাত্রির এই বিশেষ সময়কে ছবির প্রথম টিজার লঞ্চের জন্য মনোনীত করা হয়েছিল। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন সন্ধ্যে ৭.১১ মিনিটে রিলিজ য় ছবির টিজার। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পায় আদিপুরুষ ছবির টিজার। 

    আরও পড়ুন: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ

    প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ছবি। প্রথমে তেগুলু, তারপর হিন্দি টিজার মুক্তি পায়। তানাজি ছবির পরিচালক ওম রাউতের আরও একটি বিগ বাজেট ছবি আদিপুরুষ। মু্ক্তির কিছু সময়ের মধ্যেই ছবির টিজার ভিউ কয়েক লক্ষ ছাড়িয়েছে।  ১২ জানুয়ারি, ২০২৩ সালে মুক্তি পাবে ছবি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Adipurush: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    Adipurush: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ‘- (Adipurush) এর প্রথম টিজার। কিন্তু টিজার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে চলেছে। নেটিজেনদের ট্রোলিং এবং কটাক্ষের শিকার হতে হচ্ছে ছবির পরিচালক সহ অভিনেতা-অভিনেত্রীদেরও। ছবিতে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ‘বাহুবলি'(Bahubali) খ্যাত প্রভাস (Prabhas) রামের চরিত্রে,  কৃতি স্যানন সীতার চরিত্রে ও সইফ আলি খান রাবণের চরিত্রে অভিনয় করবেন।

    প্রথমে ছবির (Adipurush) ভিএফএক্স ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে ‘আদিপুরুষ’- এর নির্মাতাদের বিরুদ্ধে। ফলে এবারে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক সংগঠন ও সিনেমাটির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আদিপুরুষ-এর টিমকে আইনি নোটিশ পাঠিয়েছে। ন্যাশনাল সিনে ওয়াকার্স ইউনিয়ন (The National Cine Workers Union) নামের সংগঠনটি এই নোটিশ পাঠায়।

    আরও পড়ুন: ‘আদিপুরুষ’- এ হিন্দু সংস্কৃতি নিয়ে উপহাস করা হয়েছে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    প্রসঙ্গত, এর আগেই সিনেমাটি (Adipurush) নিষিদ্ধ করার দাবি তুলেছে ধর্মীয় হিন্দু সংগঠনগুলি। হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মকে উপহাস করার অভিযোগ তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদও (Viswa Hindu Parishad)। এবারে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হল আদিপুরুষ-এর পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার সহ অভিনেতা প্রভাস, সইফ ও অভিনেত্রী কৃতি স্যাননের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, নোটিশটি জারি করেছেন আশিষ রাই নামে একজন আইনজীবী। হিন্দু সভ্যতার রামায়ণকে অপমান করা হয়েছে এই ছবিতে বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।

    এই ছবির (Adipurush) টিজার মু্ক্তির প্রথম থেকেই প্রথমে ভিএফএক্স নিয়ে ট্রোলিং হতে শুরু হয়। এরপরে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগেও এই ছবি ঘিরে শুরু হয় নানা বিতর্ক। অনেকেই রাবণ হিসেবে সইফের দাঁড়িওয়ালা লুক মেনে নিতে পারছেন না। অভিযোগ উঠেছে যে, সইফকে রাবণের বদলে আলাউদ্দিন খিলজি বা বাবর বেশি মনে হচ্ছে। আবার অনেকেই হনুমানের দাঁড়িওয়ালা লুক দেখেও আপত্তি প্রকাশ করেছেন। ফলে অনেকেরই মতে, এমন ধরণের সাজ দিয়ে ছবির নির্মাতা ইসলাম ধর্মকে বেশি করে ফুটিয়ে তুলছে।

    অন্যদিকে এত কিছুর পর শেষে মুখ খুলেছেন ছবির (Adipurush) পরিচালক ওম রাউত। তিনি বলেন, “আমাদের আজকের রাবণ শয়তানের প্রতিরূপ, সে নিষ্ঠুর। যে সীতাকে অপহরণ করেছে, তাকে এখনকার সময়ে একটা চেহারা দেওয়ার কথা ভেবেছি আমরা। এটা শুধু একটা ছবি বা প্রজেক্ট নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ।” উল্লেখ্য, ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের জানুয়ারি মাসে।

LinkedIn
Share