Tag: Price Drops

Price Drops

  • LPG Price Drops: একধাক্কায় ১০০ টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম,  শহরে কত টাকা?

    LPG Price Drops: একধাক্কায় ১০০ টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম, শহরে কত টাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সস্তা হল রান্নার গ্যাস (LPG Price Drops)। তবে রেস্তোরাঁ, ক্যাফে এবং হোটেলগুলি এই সুবিধা পেতে চলেছে। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। মাসের শুরুতেই স্বভাবতই স্বস্তি বাড়ল বাণিজ্যিক কাজে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (LPG) ব্যবহারকারী সংস্থাগুলির।

    কোথায় কত দাম

    ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস (LPG Price Drops) সিলিন্ডারের জন্য এবার থেকে দিতে হবে ১৬৮০ টাকা। এর আগে জুলাই মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১৭৮০ টাকা। অর্থাৎ একধাক্কায় ১০০ টাকা কমল দাম। তবে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১ অগাস্ট থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দর কার্যকর হয়েছে দেশজুড়ে। দেশীয় সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর জন্য রাজধানী দিল্লিতে আগের মতোই ১১০৩ টাকা দিতে হবে। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৮০ টাকা থেকে ১৬৮০ টাকায় নেমে এসেছে। কলকাতায়, ১৮৯৫.৫০ টাকার পরিবর্তে এখন ১৮০২.৫০ টাকা দিতে হবে বাণিজ্যিক সিলিন্ডার পিছু। মুম্বইতে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ১৭৩৩.৫০ টাকা ছিল, যা এখন ১৬৪০.৫০ টাকায় পাওয়া যাবে। চেন্নাইতে দাম ১৯৪৫.০০ টাকা থেকে ১৮৫২.৫০ টাকায় নেমে এসেছে এই মাসে।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গে জারি সতর্কতা! আজ রাত থেকেই ভারী বৃষ্টির দাপট, বলছে পূর্বাভাস

    বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Price Drops) দাম কমলেও ১৪.২ কিলোগ্রামের গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। চলতি বছরের ১ মার্চ শেষবার এই সিলিন্ডারের দাম সংশোধন করা হয়েছিল। তারপর থেকে ভর্তুকি বিহীন ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে রয়েছে ১১০৩ টাকা। কলকাতায় গৃহস্থের রান্নার গ্যাস কিনতে খরচ হয়েছে ১১২৯ টাকা। মুম্বাই এবং চেন্নাইয়ে এই সিলিন্ডার বিক্রি হয়েছে যথাক্রমে ১১০২.৫০ এবং ১১১৮.৫০ টাকায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share