Recruitment Scam: মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়া, সাত শিক্ষককে তলব সিবিআইয়ের, হাজিরা বুধেই
সিবিআই কাকে, কখন তলব করবে, সেই আশঙ্কায় কাঁটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা অংশ…
primary teachers
সিবিআই কাকে, কখন তলব করবে, সেই আশঙ্কায় কাঁটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা অংশ…
সবার আগে বদলির তালিকা পর্ষদের দফতরে পাঠাতে হবে।
পর্ষদের নিয়ম অনুযায়ী, এতদিন ১৫০ নম্বরের মধ্যে ৮৩ পেলেই তবে পাশ হিসেবে ঘোষণা করা হত কোনও প্রার্থীকে। তবে সারা দেশের ক্ষেত্রে নিয়ম, ৮২ পেলেই পাশ।
Calcutta High Court: তবে সাধারণভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে আদালত।
TET Scam: এই নিয়ে সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হল৷