Tag: Prime minister Narendra Modi

Prime minister Narendra Modi

  • Modi on Digital India: ডিজিটাল বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত, গান্ধীনগরে জানালেন মোদি  

    Modi on Digital India: ডিজিটাল বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত, গান্ধীনগরে জানালেন মোদি  

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গুজরাটের (Gujrat) গান্ধীনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ পালনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই মোদি বলেন, ডিজিটাল বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত। তাঁর মতে, ডিজিটাল ইন্ডিয়া সরকারি স্বচ্ছতাকে একটি ভিন্ন পর্যায়ে নিয়ে গিয়েছে। দেশবাসীর জীবনে পরিবর্তনের জন্য ডিজিটাল প্রযুক্তির প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।

    গান্ধীনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২ (digital india week 2022) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মোদি। বলেন, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নয়া প্রযুক্তি গ্রহণ না করলে পিছিয়ে পড়বে দেশ। মোদি বলেন, আজ থেকে আট দশ বছর আগে আমাদের সব কিছুর জন্য লাইনে দাঁড়াতে হত। বিল জমা দেওয়া থেকে শুরু করে জন্ম-মৃত্যুর শংসাপত্র সব কিছুর জন্যই লাইন দিতে হত। আমরা অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু এখন তা অতীত। অনলাইনে সব কিছু পাওয়া যায়। ডিজিটাল ইন্ডিয়া দুর্নীতি থেকে দরিদ্রদের রক্ষা করেছে। এটি সমস্ত ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগীদের নির্মূল করেছে।

    আরও পড়ুন : শুধু হিন্দু নয়! সব সম্প্রদায়ের নিপীড়িত মানুষের কাছে যান, বললেন মোদি

    এদিন প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া ভাষানি ও ডিজিটাল ইন্ডিয়া জেনেসিস প্রোগ্রামেরও সূচনা করেন। বলেন, এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্যেই হল প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা বাড়ানো। সেই সঙ্গে জীবনযাত্রার মানোন্নয়ন করা। মোদি বলেন, নয়া প্রযুক্তির যেসব ব্যবসা চালু হচ্ছে সেগুলি দেশবাসীর জীবনযাত্রার মান আরও শক্তিশালী করবে। তিনি বলেন, স্টার্টআপ ইন্ডিয়া প্রকল্প ভারতের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

    আরও পড়ুন : “আর চলছে-চলবে নয়, করতে হবে-তে বিশ্বাস রাখে ভারত”, মিউনিখে মোদি

    করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করতেও ডিজিটাল ইন্ডিয়া যে বিশেষ গুরুত্বপূর্ণ, এদিন তাও মনে করিয়ে দেন মোদি। বলেন, ভারতই একমাত্র দেশ যারা প্রযুক্তির মাধ্যমে টিকাদান কর্মসূচি পালন করছে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। ডিজিটাল ইন্ডিয়ার স্বপক্ষে সওয়াল করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গোটা ভারতেই ডিজিটাল ইন্ডিয়া সফল হয়েছে। সকলেই মোবাইল ব্যবহার করে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করছে। এখন প্রযুক্তির সুফল ভোগ করছে গোটা দেশই।

     

  • Modi in Japan: মোদিময় জাপান! প্রধানমন্ত্রীকে দেখেই উঠল ‘মোদি মোদি’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান   

    Modi in Japan: মোদিময় জাপান! প্রধানমন্ত্রীকে দেখেই উঠল ‘মোদি মোদি’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতমাতা কি জয় স্লোগানে মুখরিত হল সূর্যোদয়ের দেশ। জাপানের মাটিতে পা রাখতেই নরেন্দ্র মোদিকে (Modi) উষ্ণ অভ্যর্থনা জানালেন সেদেশে বসবাসকারী ভারতীয়রা। প্রধানমন্ত্রীর দেখা পেতেই উঠল ‘ভারত মাতা কি জয় স্লোগান’।

    সোমবার কোয়াড বৈঠকে (Quad meeting) যোগ দিতে দু’দিনের জাপান (Japan) সফরে গিয়েছেন মোদি। সেখানেই তাঁকে ঘিরে জাপানি এবং ভারতীয়দের উন্মাদনায় আপ্লুত স্বয়ং প্রধানমন্ত্রীও। টোকিও (Tokyo) বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী বহু ভারতীয়ও। মাত্র ৪০ ঘণ্টার এই সফরে ২৩টি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির তৃতীয়বার জাপান সফর। তাঁর এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও যোগ দেবেন কোয়াডের বৈঠকে। প্রায় ৩৬টি জাপানি কোম্পানির সিইও-র সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

    আরও পড়ুন : বিদেশে গেলে কেন নৈশ সফর পছন্দ করেন মোদি? কারণ জানলে চমকে উঠবেন

    সোমবার হোটেল নিউ ওটানিতে প্রবাসী ভারতীয়দের তরফে মোদিকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ‘হর হর মোদি’, ‘মোদি মোদি’, ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হোটেল চত্বর। বিভিন্ন ভাষায় ‘স্বাগত’ লেখা প্ল্যাকার্ড হাতেও দেখা গিয়েছে ছোট ছোট শিশুদের।

    [tw]


    [/tw]

    জনতার উষ্ণ অভ্যর্থনায় যারপরনাই আপ্লুত প্রধানমন্ত্রী। উপস্থিত এক জাপানি শিশুর সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁকে একটি অটোগ্রাফও দেন মোদি। প্রধানমন্ত্রী সেই শিশুকে বলেন, বাঃ, তুমি হিন্দি কোথা থেকে শিখলে? খুব ভাল জানো তো! প্রবাসীরাও প্রধানমন্ত্রীকে পেয়ে খুশি। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী মোদিকে জাপানে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আমাদের গর্বিত করেছেন।

    আরও পড়ুন : মোদির নিশানায় পরিবারতন্ত্র, অযথা বিতর্ক তৈরি বিরোধীদের কাজ

    অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা ও ভারতকে নিয়ে গঠিত হয়েছে কোয়াড (QUAD)। এই সামিটে যোগ দেওয়ার পাশাপাশি আলাদা করে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন জো বাইডেন, ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। মার্কিন প্রেসিডেন্টের (US President) সঙ্গে বৈঠকে ইউক্রেন (Ukraine) প্রসঙ্গ উঠতে পারে বলেও ধারণা কূটনৈতিক মহলের। এদিকে, বৃহস্পতিবার থেকে বিতর্কিত দক্ষিণ চিন সাগরে (South China Sea) সামরিক মহড়া শুরু করেছে চিন (China)। মহড়া চলবে সোমবার পর্যন্ত। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক আলোচনায় (India-US bilateral talks) সেই বিষয়টিও উঠতে পারে বলে ধারণা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

    [tw]


    [/tw]

     

     

LinkedIn
Share