Tag: Prince Charles

Prince Charles

  • Buckingham Palace: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান! লন্ডন যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

    Buckingham Palace: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান! লন্ডন যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: লন্ডন যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আগামী শুক্র এবং শনিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে হাজির থাকবেন তিনি। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, ‘‘ভারত এবং ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। অনেক মিল এবং পরিপূরকতা রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক শাসনব্যবস্থায়।’’

    কেমন হবে অনুষ্ঠান

    ২০২২ সালের ৯ সেপ্টেম্বর  প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পরই ৭৩ বছর বয়সে রাজার গদি পান তৃতীয় চার্লস। রাজা হওয়ার ৮ মাস পরে, শনিবার রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। তাঁর রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্টজনদের। রাজ্যাভিষেকে আমন্ত্রণ পেয়েছে ভারতও। ব্রিটেনের রাজার শপথ গ্রহণে ভারতীয় সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সে দিনই আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকেও। প্রথামাফিক, ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন আর্চবিশপ অব ক্যান্টারবেরি।

    আরও পড়ুন: ধেয়ে আসছে ‘মোখা’ ! মে মাসেই কি ফের ঘূর্ণিঝড়, কী বলছে হাওয়া অফিস?

    বাকিংহামের বিবৃতিতে জানানো হয়েছে, ৬ মে প্রায় ২ হাজার বিদেশি অতিথির সমাগম হবে। অনুষ্ঠানের দৈর্ঘ্য এক ঘণ্টা। ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের অনুষ্ঠানের থেকে অনেকটাই ‘ছোট মাপের’ হবে চার্লসের রাজ্যাভিষেক। রানির অভিষেকের অনুষ্ঠানে ছিলেন ৮ হাজার বিদেশি অতিথি। অনুষ্ঠান চলেছিল ৩ ঘণ্টারও বেশি সময় ধরে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যেও আমন্ত্রিত ছিল ভারত। সেই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনে গিয়েছিলেন এবং রানির মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছিলেন। এবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আগামী ৫ ও ৬ তারিখ ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট হিসাবে তাঁর স্ত্রী ক্যামিলা শপথ গ্রহণ করবেন। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Princess Diana: ডায়ানার পোট্রেট নিলামে,  ছবির রহস্য জানেন?

    Princess Diana: ডায়ানার পোট্রেট নিলামে, ছবির রহস্য জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রিন্সেস ডায়ানার (Princess Diana) তেল রঙে আঁকা একটি বিরল পোট্রেট সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। এরপরেই প্রথমবারের মতো এই ছবিটিকে জনসম্মুখে প্রদর্শন করা হয়েছে। তারপরেই এই ছবি নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। প্রিন্সেস ডায়ানার রুপ, সৌন্দর্য আর আভিজাত্য যে শুধু মানুষের দৃষ্টি কেড়েছিলো তা নয় তার ব্যক্তিত্বও সবার মনে এক জায়গা করে নিয়েছিল। প্রিন্স চার্লসের (Prince Charles) প্রাক্তন স্ত্রী ডায়ানার এই ছবিটি প্রথমবারের জন্য একটি এক্সিবিশনে সবার সামনে তুলে ধরা হয়।

    জানা গিয়েছে, এই ছবিটি আঁকানোর জন্যে তাঁকে ৩৫ ঘণ্টা সময় দিতে হয়েছিল। শিল্পী যাতে এই অপরূপ সৌন্দর্যকে তাঁর অয়েল পেন্টিংয়ে ধরে রাখতে পারেন তার জন্যে ডায়ানাকে ৩০ টি সিটিং পোজ দিতে হয়েছিল। একজন প্রিন্সেস হয়েও এক শিল্পীর জন্য এতটা সময় তিনি দিয়েছিলেন, ফলে এর থেকেই বোঝা যায় তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে। ১৯৯৪ সালে অর্থাৎ প্রিন্সেস ডায়ানার মৃত্যুর তিন বছর আগে এই ছবিটি এঁকেছিলেন আমেরিকার শিল্পী নেলসন শ্যাঙ্কস (Nelson Shanks )। চলতি বছরের জানুয়ারিতে একটি নিলামে ২ লাখ ১ হাজার ৬০০ ডলারে অর্থাৎ ১ কোটি ৫৯ লক্ষ ১৬ হাজার ৫০১ ভারতীয় টাকায় এই তৈলচিত্রটি বিক্রি করা হয়।

    [insta]https://www.instagram.com/tv/CfW2yJeK0FV/?utm_source=ig_web_copy_link[/insta]

    ফিলিপ মোল্ড অ্যান্ড কোম্পানির (Philip Mould & Company) ওয়েবসাইট থেকে জানা যায়, লন্ডনের একটি আর্ট গ্যালারিতে মাস্টারপিস লন্ডন আর্ট মেলায় এই স্কেচটি প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনীটি ৩০ জুন শুরু হয়েছে ও এটি ৬ জুলাই পর্যন্ত চলবে।

    ছবিটিতে প্রয়াত রাজকুমারী ডায়ানাকে অপূর্ব সুন্দরী দেখাচ্ছে। এখানে তাঁকে একটি সবুজ রঙের হল্টার নেক গলার ড্রেস পরে দেখা যাচ্ছে। এই ছবিটিতে তিনি একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন আর তাঁর এই চাহনি যেন সবার মনে ঝড় তুলে দিয়েছে। এই বিরল ছবিটি সামনে আসতেই আবারও খবরের শিরোনামে প্রিন্সেস ডায়ানা।  তিনি তাঁর ফ্যাশন সেন্সের জন্য সবসময় চর্চায় থাকতেন। ছবি যখন আঁকা হয়েছিল তাঁর ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা থাকা সত্ত্বেও তাঁর মানসিক অবস্থাকে দূরে সরিয়ে তিনি শিল্পী নেলসন শ্যাঙ্কসের সঙ্গে সহযোগিতা করেছিলেন। প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ নিয়েও অনেক কটুক্তির শিকার হতে হয়েছিল তাঁকে। তাই তো অনেকেই মনে করেন এই বিরল পোট্রেটে ডায়ানার একদিকে যেমন বাহ্যিক সৌন্দর্য ধরা পড়েছে, তেমনি তাঁর মনের অবস্থার কথাও যেন এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে।

LinkedIn
Share