Tag: private school

private school

  • Balurghat: ১০ জনের আসনে ১৭-২০ জন! পড়ুয়াদের নিয়ে বিপজ্জনকভাবে ছুটছে ‘পুলকার’

    Balurghat: ১০ জনের আসনে ১৭-২০ জন! পড়ুয়াদের নিয়ে বিপজ্জনকভাবে ছুটছে ‘পুলকার’

    মাধ্যম নিউজ ডেস্ক: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যাত্রীবাহী বাস এবং ট্রেকারকে পুলকার হিসাবে ব্যবহার করছে বালুরঘাটের (Balurghat) বেশ কিছু বেসরকারি স্কুল। এরকমই গুরুতর অভিযোগ তুলে অভিভাবকরা বলছেন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। তাঁদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশাসন কোনও পদক্ষেপ না করায় দিনের পর দিন এই প্রবণতা বেড়েই চলছে। যাত্রীবাহী বাস ও ট্রেকারগুলি একদিকে যেমন দ্রুতগতিতে  ছুটছে, তেমনই নেই পড়ুয়াদের কোনও নিরাপত্তা। পুলকার ব্যবহারের একাধিক নিয়ম মানতে প্রচুর টাকা গাড়ি ভাড়া বাবদ দিতে হয়। অভিযোগ, কম টাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাস, ট্রেকার ভাড়া করে অভিভাবকদের কাছ থেকে মোটা টাকা মুনাফা লুটছে। বাস, ট্রেকারের পাশাপাশি প্রাইভেট ভাড়ার গাড়িগুলিও পুলকার হিসাবে দেদার ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে দ্রুত কড়া পদক্ষেপের দাবি উঠেছে।

    ছোটখাট দুর্ঘটনাও ঘটছে (Balurghat)

    বালুরঘাট (Balurghat) শহর তো বটেই, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অভিভাবকরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পুলকার ব্যবহার করেন। সেই পুলকার নিয়েই প্রশ্ন উঠেছে। কোথাও যাত্রীবাহী বাস, কোথাও ট্রেকার, কোথাও ছোট চার চাকার ভ্যান অথবা ম্যাজিক গাড়িকে পড়ুয়াদের নিয়ে রাস্তায় ছুটতে দেখা যাচ্ছে। বেআইনি হলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত গাড়িকেও পুলকার হিসাবে ব্যবহার করা হচ্ছে। ১০ জনের আসনে ১৭-২০ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। নেই কোনও স্পিড লিমিট ডিভাইস। থাকলেও তা খুলে ফেলা হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার জন্য সিট বেল্টের কোনও ব্যবস্থা নেই। কেয়ার টেকার তো দূর অস্ত, গাড়িগুলির ফিটনেস পর্যন্ত নেই। সিট বেহাল, চাকার অবস্থাও খারাপ। এই অবস্থায় দিনের পর দিন সেগুলি পড়ুয়াদের নিয়ে বেআইনি ভাবে চলেছে। যার জেরে কোথাও কোথাও ছোটখাট দুর্ঘটনাও ঘটছে।

    কড়া পদক্ষেপের আশ্বাস (Balurghat)

    বেসরকারি স্কুলের একাংশ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই চক্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কয়েক বছর আগে পরিবহণ দফতর সরব হয়েছিল। তারা অভিযানেও নেমেছিল। পরে আর এনিয়ে তাদের কোনও সক্রিয়তা চোখে পড়েনি। ফলে অবস্থা যে কে সেই রয়ে গিয়েছে। অভিাবকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসনের পদক্ষেপ করা উচিত। দক্ষিণ দিনাজপুর জেলা (Balurghat) পরিবহণ দফতরের আধিকারিক সৌমিত্র বিশ্বাস বলেন, আমরা প্রায়ই অভিযান চালিয়ে থাকি। বিষয়টি আমাদের নজরে রয়েছে। স্কুল খোলা হলেই এনিয়ে কড়া পদক্ষেপ করা হবে। আগামী দিনেও এই বিষয় নিয়ে অভিযান চালানো হবে ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Attacks Partha: এসএসসির দুর্নীতির টাকায় স্ত্রীর নামে ঝাঁ চকচকে স্কুল করেছেন পার্থ! দাবি শুভেন্দুর

    Suvendu Attacks Partha: এসএসসির দুর্নীতির টাকায় স্ত্রীর নামে ঝাঁ চকচকে স্কুল করেছেন পার্থ! দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসির দুর্নীতির (SSC scam) টাকায় প্রয়াত স্ত্রীর নামে ঝাঁ চকচকে বেসরকারি স্কুল করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূলের (TMC) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এমনই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu)। পশ্চিম মেদিনীপুরের পিংলায় ওই স্কুল রয়েছে, দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতার দাবি, সুরম্য এই স্কুলের চেয়ারম্যান পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য।

    আরও পড়ুন : নথি নষ্টের আশঙ্কায় “সিল” এসএসসি দফতর, নিরাপত্তায় সিআরপিএফ, মধ্যরাতে নির্দেশ হাইকোর্টের

    এসএসসিকাণ্ডে বিপাকে রাজ্য সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে জেরা করেছেন সিবিআই (CBI) আধিকারিকরা। তৃণমূল সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও (Paresh Adhikary) বার কয়েক জেরা করেছেন তাঁরা। অবৈধভাবে স্কুল শিক্ষকের চাকরি পাওয়ায় পরেশের কন্যা অঙ্কিতাকে (Ankita Adhikary) বরখাস্তও করেছে আদালত। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, এসএসসির দুর্নীতির টাকায় আখের গুছিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

    [tw]


    [/tw]

    শুভেন্দুর দাবি, পার্থর ওই স্কুলে আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া হয়। সবুজের মাঝে আন্তর্জাতিক মানের শিক্ষার সমস্ত পরিকাঠামো এই স্কুলে রয়েছে। স্কুল নির্মাণে ব্যয় হয়েছে ৭০ কোটিরও বেশি টাকা। ট্যুইটে শুভেন্দু লেখেন, পশ্চিম মেদিনীপুরের পিংলায় সম্প্রতি গড়ে উঠেছে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। সবুজের মাঝে অভ্যন্তরীণ সৌন্দর্যে ভরা এই স্কুল বিশ্বমানের শিক্ষা প্রদান করছে।

    আরও পড়ুন : শান্তিপ্রসাদ সিনহা সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

    অন্য একটি ট্যুইটে শুভেন্দু লেখেন, বিসিএস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার পিছনে গভীর আগ্রহ দেখিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। আর একটি ট্যুইটে শুভেন্দু জানান, কাকতালীয়ভাবে বিসিএস বাবলি চ্যাটার্জি মেমোরিয়ালের সংক্ষিপ্ত রূপ। যা তাঁর স্ত্রীর নামের সঙ্গে মিলে যাচ্ছে। এই প্রকল্পে ৭০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী এই তাজমহল (Taj Mahal) স্বরূপ স্কুলের নির্মাণ কার্যের সময় বেশ কিছু স্থান পরিদর্শন করেছিলেন।

    [tw]<bloc


    kquote class=”twitter-tweet”>

    The swanky BCM International School has been recently developed at Pingla; Paschim Medinipur. The school is offering world class infrastructure with plush interiors, lush green landscaping and what not besides imparting education.

    Don’t get confused. This is not an advertorial.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 22, 2022

    [/tw]

    এর পরেই শুভেন্দুর কটাক্ষ-ট্যুইট, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির (Teachers recruitment scam) তহবিল কোথায় হারিয়ে গিয়েছে? তাঁরা জানেন কোথা থেকে শুরু করতে হবে? কল্যাণময় ভট্টাচার্য এই স্কুলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা। তাঁর কাকা কৃষ্ণপ্রসাদ অধিকারী স্কুলের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন।

     

LinkedIn
Share